Author: admin

  • কমলগঞ্জে বোনের বাড়ী বেড়াতে এসে এক তরণী ধর্ষণ; এ ঘটনায় ২ যুবক আটক।

    কমলগঞ্জে বোনের বাড়ী বেড়াতে এসে এক তরণী ধর্ষণ; এ ঘটনায় ২ যুবক আটক।

    মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসেছে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। ধর্ষিতা ওই তরুণীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার কুরমা চা বাগানের কালিটিলায় এ ঘটনা ঘটে। ধর্ষণের এ ঘটনায় বুধবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

    জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরা র‍্যালীর ২৪ বছর বয়সী যুবতী কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের কালীবিল এলাকায় বোনের জামাই মুন্না র‍্যালীর বাড়ীতে বেড়াতে আসেন। বুধবার দুপুর ১২টার দিকে কালীবিল এলাকার পূর্ব পরিচিত ভুট্রো কুর্মীর ছেলে সঞ্জয় কুর্মি (২৫) এর সাথে দেখা হলে সে বেড়ানোর ছলে বাড়ীর পাশে একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়। সেখানে সঞ্জয় কুর্মী ও তার বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮) মিলে জোর পূর্বক তাকে ধর্ষণ করে।

    এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না র‍্যালী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় এসে মৌখিক অভিযোগ করে তাকে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মেয়েটির বোন জামাই মুন্না র‍্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই সবুজ সহ পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশ নামে দুই যুবককে আটক করেন।

  • লকডাউন বাস্তবায়নে সপ্তম দিনেও কালাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

    লকডাউন বাস্তবায়নে সপ্তম দিনেও কালাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

    পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন প্রতিরোধ আইনে ১৭ জনকে ১২ হাজার ৯’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নিয়ম ভাঙ্গলেই করা হচ্ছে অর্থ দন্ড। লকডাউন এর সপ্তম দিন ৭ জুলাই বুধবার সন্ধ্যা ৬.২০মি. থেকে রাত ৮.৪৫মি. পর্যন্ত কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন, পৌর শহরে নতুন বাজার, চৌরাস্তা, এতিমখানা এলাকায় পথচারি ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল । এ সময় লকডাউনের সপ্তম দিনে কলাপাড়া পৌর শহরে পুলিশ বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ১৭ টি মামলায় ১২ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • বেনাপোল কাস্টমস হাউসের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে ফিংগার প্রিন্ট মেশিন।

    বেনাপোল কাস্টমস হাউসের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে ফিংগার প্রিন্ট মেশিন।

    মহামারী করোনা প্রতিরোধে বেনাপোল কস্টমস হাউজে প্রবেশদ্বারে ফিংগার প্রিন্টের ব্যবস্থা চালু করা হয়েছে। যাদের ফিংগার প্রিন্ট কাস্টমসে এন্ট্রি করা আছে শুধু মাত্র তারাই ভিতরে প্রবেশ করতে পারবে। গেট দিয়ে প্রবেশের মুখে ফিংগার মেশিনে টাচ করে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তবে তার আগে বেনাপোল কাস্টমস ব্যবাহারকারী সিএন্ডএফ মালিক ও কর্মচারীদেরও ফিংগার প্রিন্ট এন্ট্রি করানো হয়েছে।

    এই এন্ট্রিতে ১৫৩০ জন লোকের ফিংগার প্রিন্ট এন্ট্রি দেওয়া আছে বলে কাস্টমস সুত্রে জানা গেছে। তবে প্রশ্ন উঠেছে বার বার ওই ফিংগার মেশিনে আসা যাওয়া করায় জন্য স্পর্শ করায় কারো শরীরে করোনা পজিটিভ কোন জীবানু আছে কিনা তা নির্নয়য়ের কোন ব্যবস্থা নেই। এমনকি তাপমাত্রা মাপারও কোন মেশিন সেখানে নেই।

    বেনাপোল কাস্টমস গেটের প্রবেশদ্বারে রয়েছে দুটি ফিংগার মেশিন। একটি সিএন্ডএফ মালিকদের জন্য অন্যটি কর্মচারীদের। গেটে কর্তব্যরাত কাস্টমস সিপাই স্বপন বলেন কেউ বাইরে থেকে কাস্টমস হাউজে প্রবেশ করতে হলে এখানে ফিংগার দিতে হবে। যার ফিংগার এন্ট্রি নেই সে প্রবেশ করতে পারবে না। আর কেউ সেরকম জরুরী ভাবে ভিতরে যেতে চাইলে কাস্টমস এর উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি স্বাপেক্ষে প্রবেশ করতে পারবে।

    নাম প্রকাশ না করার শর্তে জনৈক সিএন্ডএফ কর্মচারী বলেন প্রায় ৭ হাজার সিএন্ডএফ কর্মচারী রয়েছে । আর মালিক রয়েছে ৫ শতাধিক। এতে করে মাত্র ১৫৩০ জন এর ফিংগার কাস্টমস এন্ট্রি করায় কাজের জন্য ভিতরে অনেকে যেতে পারছে না। এতে আমদানি রফতানি বানিজ্যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া যারা ফিংগার দিচ্ছে সেই একই মেশিনে একাধিক ফিংগার দেওয়ায় করোনা জীবানু ছড়াবে না তার নিশ্চয়তা কি? কারন কারো শরীরে জীবানু আছে কি না তা পরীক্ষা নিরীক্ষার কোন যন্ত্র এখানে নেই।

  • বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও আনিসুর রহমান।

    বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও আনিসুর রহমান।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কোভিড-১৯ প্রদুর্ভাব রোধে চলছে কঠোর লকডাউন।এর মধ্যে বাল্যবিয়ের আয়োজন করা হয়।গোপন সূত্রে বল্যবিয়ের খবর পেয়ে ভূন্ডল করে বন্ধ করলেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

    সোমবার (৫ জুলাই) রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এক দশম শ্রেণির ছাত্রীর অনুষ্ঠান করে বাল্যবিয়ের আয়োজন চলছিলো, ঠিক সেই মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও আনিসুর রহমান তার সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বিয়ের অনুষ্ঠানস্থলে হাজির হলে বাল্যবিয়েটি বন্ধ করতে সক্ষম হন। সেই সাথে জরিমানা ও মুচলেকা দিতে হয় কনের মা ও বরের পিতাকে। প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে ।

    এ সময় বাল্যবিয়েটি বন্ধে সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দরা।

  • ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ চায়না জাল কারখানা বন্ধ ও জরিমানা।

    ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ চায়না জাল কারখানা বন্ধ ও জরিমানা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না জাল তৈরির কারখানা বন্ধ ও মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

    বুধবার(৭ জুলাই) উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্নপাড়া গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফরিদপুরের বাসিন্দা ঈশ্বর কুমার হাওলদার দীর্ঘদিন হলো কারেন্ট জাল দিয়ে চায়না জাল তৈরি করে চলনবিল এলাকায় বাজারজাত করন করে আসছিলো।এসব নিষিদ্ধ চায়না জালদিয়ে কিছু অসাধু মাছ শিকারী নির্দিধায় শিকার অনুপোযুগী ছোট মাছ শিকার করে আসছিলো।

    গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাহিদ হাসান খান বুধবার সকাল ১১ টার সময় উল্লেখিত কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় এই কারখানার মালিক ঈশ্বর কুমার হলদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা হয় কারখানার প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল।

    নাহিদ হাসান খান জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা ঈশ্বর কুমার বেশ কিছুদিন ধরে নবরত্নপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে চলনবিল অধ্যসিত এলাকায় বিক্রি করে আসছিলেন।

    গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র‍্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তিনি উক্ত চায়না কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা থেকে জব্দ করা সামগ্রী থেকে ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল পুড়িয়ে দেওয়া হয়।

     

  • সেবা শাহজাদপুর নামের অনলাইন কোম্পানির শুভ উদ্বোধন করলেন।

    সেবা শাহজাদপুর নামের অনলাইন কোম্পানির শুভ উদ্বোধন করলেন।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘প্রয়োজনের প্রিয়জন’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা শাহজাদপুর’ নামক অনলাইন কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সেবা শাহজাদপুরের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু।

    সেবা শাহজাদপুরের চেয়ারম্যান এম.জি. চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক শাহবাজ খান সানি, সাংবাদিক আল আমিন হোসেন, জহুরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মাসুদ মোশাররফসহ সেবা শাহজাদপুরের কর্মকর্তাবৃন্দ।

    বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অনলাইন বাজার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে, তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শিল্পসমৃদ্ধ ভরপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা সেবা শাহজাদপুর অনলাইন বাজার এর কার্যক্রম খুবই প্রশংসিত হবে বলে মনে করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

  • টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৭৭জন, মৃত্যু ৬ জন।

    টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৭৭জন, মৃত্যু ৬ জন।

    টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ২৭৭জন, মৃত্যু ৬ জন।
    টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৫৪২টি নমুনা পরীক্ষায় ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় ৪জন ও উপসর্গ নিয়ে আরো ২ জনসহ মোট ৬জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩২১জনে।

    বুধবার (৭ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানান, ঢাকায় পাঠানো গতকালের নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে নতুন করে আরো ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩২১জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১৩৯জন। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

  • এলাকাবাসীর অভিযোগ রাস্তার কাজের নামে চলাফেরায় চরম ভোগান্তি।

    এলাকাবাসীর অভিযোগ রাস্তার কাজের নামে চলাফেরায় চরম ভোগান্তি।

    দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প ( সি আর ডি পি ) এর আওতায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড বাজার থেকে সাভার ইউপি হয়ে কলমা পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন – জনাব ডা: মোঃ এনামুর রহমান, ( এমপি, মাননীয় প্রতিমন্ত্রি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় )

    কাজ উদ্বোধন করার আগ মুহুর্তেই রাস্তায় ফেলানো হয় বালু ও পাথর। কাজ যেন হবে বিদ্যুতেরও যেন দ্রুতগতিতে। সাভার নিউ মার্কেট থেকে শুরু করে চাঁপাইন তালতলা পর্যন্ত এক থেকে দেড় কিলোর রাস্তার কাজ শুরু করেছে ( ১৮ ই ডিসেম্বর ২০২০ ) হয়নি কাজের কোনো গতি। এক দিন কাজ করলে ছয় দিন থাকে বন্ধ।

    এলাকার জনগণ চরম ভুগান্তির মুখে, খুলতে পারছেনা দোকানপাট, দোকানীরা জানান – রাস্তার কাজ ধরেছে বিগত ছয় থেকে সাত মাস চলে গেলেও কাজের নেই কোনো অগ্রগতি।

    দোকানীরা আরো জানান যে – গুনতে হচ্ছে দোকানের ভাড়া ও বিদ্যুৎ বিল। আমরা চরম বিপাকে আছি।

    ডগর মোড়া, শাহিবাগ ও চাঁপাইনের অধিকাংশ বাড়িওয়ালা বলেন – খুলতে পারছেনা দোকানপাট, করতে পারছেনা ব্যবসা বাণিজ্য। আমরা চরম বিপাকে আছি। চলে যাচ্ছে ভাড়াটিয়ারা।বিপদে আছেন সকল বাড়িওয়ালারা ও দোকানদাররা ।

    সাভার শিল্প এলাকা হওয়াতে এই এলাকায় বসবাস করে প্রায় লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক। রাস্তার এই দুর অবস্থা হওয়াতে চরম বিপাকে পড়েন বলে জানান সকল জনগণ।

    এরা আরো বলেন – এই ঠিকাদারকে কাজ দেওয়ায় ক্ষুব প্রকাশ করেছেন এলাকাবাসী।

    এই মর্মে আরো বলেন – সাভার পৌর নগর পিতা মেয়র হাজী আব্দুল গণি সাহেবকেও সাভার আশুলিয়ার গনোমানুষের প্রাণপ্রিয় নেতা ঢাকা ১৯ এর মাননীয় সংসদ সদস্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি ডা: মোঃ এনামুর রহমান সাহেবের কাছে সকল এলাকাবাসী জোড় ও বিনীত অনুরোধ করেছেন এই রাস্তার কাজটি যেন আপনাদের তদারকিতে সঠিক সময়ের মধ্যে করা হলে চরম ভোগান্তির থেকে মুক্তি পাবে বলে জানান এলাকাবাসী।ধন্যবাদ সকলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে।

  • টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত সংখ্যা ৪১৩জন, মৃত্যুর সংখ্যা ৭ জন।

    টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত সংখ্যা ৪১৩জন, মৃত্যুর সংখ্যা ৭ জন।

    টাঙ্গাইলে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৭১৩টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছপ ৪১৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় ৫ জন ও উপসর্গ নিয়ে আরো ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

    নতুন আক্রান্তরা হলো- সদরে ২২৩জন, মির্জাপুরে ৪২জন, কালিহাতী ৩১জন, মধুপুরে ২৬জন, ঘাটাইলে ২৩জন, দেলদুয়ারে ২১জন, ভূঞাপুরে ১৩জন, সখিপুরে ১০জন, গোপালপুরে ৯জন, বাসাইলে ৬জন, ধনবাড়ি ৫জন, নাগরপুরে ৪জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৪জনে।

    মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানান, ঢাকায় পাঠানো গতকালের নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে নতুন করে আরো ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৪জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৯৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ১৩৫জন। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

    তিনি আরো জানান, টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে শহরের চেয়ে গ্রামাঞ্চলের মানুষই বেশি আক্রান্ত হচ্ছে। তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে, স্বাস্থ্য বিধি না মেনে, মাস্ক না পড়ে অবাধে চলাচল করছে। এর ফলে গ্রামের মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে। আর গ্রামের মানুষ স্বাস্থ্য সচেতন না হলে আগামী দিনে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

  • রাজবাড়ীতে কঠোর লকডাউনে হতদরিদ্রদের চৈতির রান্না করা খাবার বিতরণ।

    রাজবাড়ীতে কঠোর লকডাউনে হতদরিদ্রদের চৈতির রান্না করা খাবার বিতরণ।

    রাজবাড়ীর গোয়ালন্দে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,র কন্যা কানিজ ফাতেমা চৈতী ছিন্নমূল, পথশিশু, প্রতিবন্ধী, দিনমজুর, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।

    চলমান কঠোট লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক বেলা একমুঠো রান্না করা খাবার তাদের হাতে দিলেন কানিজ ফাতেমা চৈতী।মঙ্গলবার (৬ জুলাই) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদ্দুজামান আসাদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, এরশাদ, সুজন, সাখাওত হোসেন অভি, সাইফুল ইসলাম অন্তর সহ প্রমূখ।

    এ সময় গোয়ালন্দ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর উদ্দ্যোগে ছিন্নমূল,পথশিশু, দিনমজুর, প্রতিবন্ধী, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিতরণ অব্যাহত থাকবে ।