সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় সোয়াত নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোয়াত উপজেলার আগরপুর মল্লিক পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটেছে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের বনবাড়ীয়া এলাকায়।
জানা যায় রবিবার বিকেলে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে শফিকুল ইসলাম তার স্ত্রী সন্তান নিয়ে সলঙ্গার দিকে আসছিল।বাইক নিয়ে বনবাড়ীয়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে মুড়গির খাদ্য ভর্তি ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।এ সময় বাইক চালক বাইকের ব্রেক চেপে দেয়।হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়।তৎক্ষনাৎ সোয়াত ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ সময় উৎসক জনতা খাবার ভর্তি ট্রাকটিকে আটক করে। চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতাম বইছে।
এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা থানা অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জানান সড়ক দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করেছে কিন্তু ড্রাইভার ও হেল্পার পালিয়েছে।নিহতের বাবার সাথে পরামর্শ পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।