Author: admin

  • উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় সোয়াত নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোয়াত উপজেলার আগরপুর মল্লিক পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

    ঘটনাটি ঘটেছে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের বনবাড়ীয়া এলাকায়।

    জানা যায় রবিবার বিকেলে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে শফিকুল ইসলাম তার স্ত্রী সন্তান নিয়ে সলঙ্গার দিকে আসছিল।বাইক নিয়ে বনবাড়ীয়া এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে মুড়গির খাদ্য ভর্তি ট্রাক চাপা দেয়ার চেষ্টা করে।এ সময় বাইক চালক বাইকের ব্রেক চেপে দেয়।হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়।তৎক্ষনাৎ সোয়াত ট্রাকে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

    এ সময় উৎসক জনতা খাবার ভর্তি ট্রাকটিকে আটক করে। চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতাম বইছে।

    এ ঘটনা নিশ্চিত করে সলঙ্গা থানা অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জানান সড়ক দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করেছে কিন্তু ড্রাইভার ও হেল্পার পালিয়েছে।নিহতের বাবার সাথে পরামর্শ পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    নন্দীগ্রামে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন এলএলবি রানা।

    বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সম্মুখসারির সংবাদকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    জেলা পরিষদের অর্থায়নে রোববার দুপুরে পৌর শহরের রানার চত্বরে ব্যাক্তিগত অফিসে এই সুরক্ষার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে।

    উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মজনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নাজির হোসেন, আখতার হোসেন দুলাল, নজরুল ইসলাম দয়া, সংবাদকর্মী মুনিরুজ্জামান মুনির, জিল্লুর রহমান রয়েল, অদৈত কুমার আকাশ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গোলাপ প্রমূখসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবি লীগের পূস্পস্তবক অর্পণ।

    উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবি লীগের পূস্পস্তবক অর্পণ।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানালেন নব গঠিত উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবি লীগের নেতৃবিন্দু।

    শনিবার ১১ জুলাই দুপুরে নবগঠিত উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবি লীগের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যবৃন্দু উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ,যুগ্ম আহবায়ক মোঃ মতিয়ার রহমান,ময়নুল ইসলাম,রতন কুমার বর্মন, মানিক, রুহুল আমিন, রাসেল আহমেদ সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সসদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।

    গত ৮ জুলাই সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি লীগ এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

  • উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    উল্লাপাড়ায় চাঞ্চল্যকর সানোয়ার হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বছর আগে সলঙ্গার চরগোছা গ্রামের চাঞ্চল্যকর সানোয়ার হোসেন হত্যা মামলার পলাতক ৪ আসামী গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ।পলাতক ৪ আসামীকে ১ বছর পর সলঙ্গা থেকে শনিবার ১০ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরবেড়া গ্রামের ছোলাইমান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (শরিফ)৩৭, আব্দুল মান্নানের ছেলে হিরা(২৫), ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন(২৯) ও আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হোসেন(২৭)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ এ ঘটনা নিশ্চিত করে জানান গেল বছর ৮ জুলাই সলঙ্গার আলিম উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়।নিখোঁজের তিনদিন পর কয়ড়া সড়াতলা বিলসূর্য্য নদী থেকে অর্ধ গলিত এক ব্যক্তির লাশ মডেল থানা পুলিশ উদ্ধার করে। পরে তার পরনে থাকা কাপড় দেখে সানোয়ার হোসেনের লাশ সনাক্ত করেন নিহতের পরিবার।

    এ সময় নিহতের পরিবার থানায় একটি সাধারণ ডায়রী করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের ছেলেদের ডিএনএ টেস্টের সাথে মৃতব্যক্তির ডিএনএ টেষ্ট মিলে গেলে নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে ৮ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এক বছর পার তাদের গ্রেফতার করা হয় বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকার করেছে পারিবারিক কলহের জেরধরে সানোয়ারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।সকল আইনী প্রক্রিয়া শেষ করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

     

  • সিরাজগঞ্জে ব্রীজের ‍মুখ বন্ধ করে-৪’শ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশংক্ষা।

    সিরাজগঞ্জে ব্রীজের ‍মুখ বন্ধ করে-৪’শ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশংক্ষা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার আগরপুর গ্রামের ব্রীজের পানি যাতায়াতের মুখ ২ দিন আগে মাটি ফেলে বন্ধ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ৪শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার কারনে অনাবাদি জমিতে পরিণত হবে। আর এ জলাবদ্ধতার কারণে হুমকির মুখে পড়বে স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    জানা গেছে,সলঙ্গার আমশড়া নুনিয়ারপাড় হতে আগরপুর গ্রামের রাস্তায় ব্রীজের মুখ বন্ধ করায় সেখানে বর্ষাকালে জমে থাকা ও বৃষ্টির পানি বের হতে পারবে না।

    স্থানীয়রা জানান,ব্রীজের মুখ দিয়ে পানি নিষ্কাশন হতো। ২ দিন আগে আগরপুর গ্রামের প্রভাবশালী জামাত কর্মী আবু বক্কার মাষ্টার ও তার লোকজন ব্রীজের মুখটা বন্ধ করার ফলে ওই পথে আর পানি বের হতে পারবে না। আর এ কারণে জলাবদ্ধতাসহ ফসলি জমি অনাবাদি এবং চরম ভোগান্তি পোহাতে হবে।

    এ ব্যাপারে আবু বক্কার মাষ্টার বলেন,পশ্চিম পাশে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করেছে গ্রামের কিছু লোকজন। এতে আমাদের ক্ষতি হচ্ছে। তাই ব্রীজের মুখ বন্ধ করেছি। ওরা খুলে দিলে আমরাও ব্রীজের মুখ খুলে দেবো।

    এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ নাহিদ হাসান খান বলেন-আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

  • বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    বগুড়ার শেরপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    বগুড়ার শেরপুর উপজেলার খানপুরের ভাটরা গ্রামে ১১জুলাই রোববার সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেমি ও মিমি নামের মামাতো ফুপাতো দুই বোন পানিতে দুবে মৃত্যু হয়েছে।

    জানা যায় রোববার সকাল ১১ টার সময় ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জেমি(১২) ও ফুপাতো বোন সুমন আলীর মেয়ে মিমি(১২) বাড়ীর পাশের্বর নুরু মিয়ার পুকুরে গোসল করতে যায়।

    তারা গোসল করার সময় এক পর্যায়ে জেমি পানির নিচে তলিয়ে যায় তাকে উদ্ধার করতে গিয়ে মিমিও এগিয়ে গেলে সেও পানির নিচে ডুবে যায়। এ ঘটনায় তাদের দুজনের মৃত্যু হয়েছে। পরে ঘটনার স্বজনদের খিয়াল হলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করে।যতক্ষণে দুই বোনকে উদ্ধার করে ততক্ষণে তাদের মৃত্যু হয়। তাদের এই মর্মান্তিক মৃত‍্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    জানা যায় মিমি কাজিপুর উপজেলার বেলতুলা গ্রামের সুমন মিয়ার কন‍্যা সে ভাটরা গ্রামে নানা সুমার আলীর বাড়ী থেকে লেখা পড়া করছিল।
    অকালে ঝরে যাওয়া মামাতো ফুপাতো এ দু বোন ভীমজানি উচ্চ বিদ‍্যালয়ের ষষ্ট শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে।

  • সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

    ১০ (জুলাই) শনিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আমারজমিন প্রতিবেদককে জানান, গত বধুবার ৭(জুলাই) আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়, নিখোঁজের পর থেকে স্বজনের সম্ভব্য সকল জায়গায় খোজাখুজি করে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি সাধারণ ডাইরী করেন। আজ সকালে আব্দুর রশিদের মরদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। পারিবারিক ভাবে জানা যায়, আব্দুর রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে ব্রীজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল।

    সিরাজগঞ্জের তাড়াশে ব্রীজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল।

    সিরাজগঞ্জের তাড়াশে ব্রীজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে উপজেলার কুন্দইল (ওয়াবদা ক্যানেল)  কাটা গাং এর উপর নির্মিত আরসিসি গার্ডার ব্রীজ ও গাইড ওয়াল নির্মান  কাজ শেষ হতে না হতেই গাইড ওয়াল ফেটে গেছে। বন্যার পানি আসার সাথে সাথেই এই গাইড ওয়াল যদি ফেটে যায় তাহলে বর্ষাকালে এর পরিস্থিতি কি হবে বলে আশঙ্কায় রয়েছেন এলাকার সচেতন মহল।

    তাড়াশ উপজেলা প্রকৌশল অফিস সুত্রে জানা গেছে, জিপিবিআরআইডিপি প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলার কুন্দইল বারুহাস হাট  ভায়া  প্রতিরামপুর রাস্তার কাটা গাং এর উপর ৬৯.০০মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ ও গাইড ওয়াল নির্মানের জন্য ৪ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৭শ ৬৬ টাকা বরাদ্দ দেয়া হয়।  পরবর্তীতে তা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি ৭ লাখ টাকা । এলজিইডি সিরাজগঞ্জ বাস্তবায়নে তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ২১.০২.২০১৯ তারিখে আনুষ্ঠানিক ভাবে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

    কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান রফিকুল ইসলাম খান।  ২বছর ৫মাস যাবৎ খুড়িয়ে খুড়িয়ে চলা ব্রীজ ও গাইড ওয়াল নির্মানের কাজ শেষ প্রান্তে প্রায়। এ দিকে চলনবিল এলাকায় বন্যার পানি আগমনের সাথে সাথে সদ্য নির্মিত গাইড ওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

    স্থানীয় জনগন বলছেন, ভারী বর্ষণ ও কাটা গাং এ শ্রোত হলে ওই গাইড ওয়াল বিলের পানিতে বিলিন  হয়ে যাবে।গাইড ওয়াল ধসে পরলে ব্রীজের মারাত্বক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

    তবে ওই কাজের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার জানান, এ অঞ্চলের মাটি শুকালে খুব শক্ত আর পানি পেলে নরম হয়। বন্যার পানি প্রবেশ করার কারনে গাইড ওয়াল ফেটে গেছে।পানি শুকালে ঠিক করে দেয়া হবে।

    এ বিষয়ে ব্রীজের ঠিকাদার মোঃ আব্দুল হাকিম কে বার বার ফোন করা হলে ও তিনি ফোন ধরেন নি।

    এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন, কাজ করতে গিয়ে সমস্যা হতেই পারে। তবে যে কোন সমস্যা হলে অবশ্যই তা পুনরায় ঠিক করে নেয়া হবে।

  • উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    উপজেলা প্রশাসনিক ভবন ও ব্রিজ উদ্বোধন করলেন মোতাহার হোসেন এমপি।

    আজ ১০ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় পাটগ্রাম হাতীবান্ধা উপজেলার সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনাব আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয় পাটগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও করোনাকালীন সময় গণসচেতনতা সহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেন।

    তিনি এমন একজন মানুষ একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সেনাবাহিনীর সাবেক মেজর, তিনি একজন উপজেলা চেয়ারম্যান, তিনি একজন সফল সংসদ সদস্য, তিনি একজন গরীব দুখী মেহনতী মানুষের নেতা, তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি মুক্তিযোদ্ধা জামুকা রংপুর বিভাগীয় উপদেষ্টা। তিনার গুণের কথা বলে শেষ করা যাবে না, তিনি এমনই একজন মানুষ সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন,

    পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজার সংলগ্ন ব্রীজটির শুভ উদ্বোধন করেন- মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয়।

    সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ লালমনিরহাট জেলা শাখা ও সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

    উদ্বোধন শেষে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অষ গধসঁহ ঝযঁাড় এর বাবার কবর জিয়ারত করেন।

    এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, পাটগ্রাম উপজেলা ইউএনও জনাব সাইফুর রহমান, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা প্রকৌশলী অফিসার মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা রাসেল, সহ আরো অনেকেই।

  • করফাঁকি দিয়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ জব্দ:এ ঘটনায় গ্রেফতার ১।

    করফাঁকি দিয়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ জব্দ:এ ঘটনায় গ্রেফতার ১।

    রাজস্ব ফাঁকির কারণে সিরাজগঞ্জে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ ও আরিফ রহমান নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

    শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী।

    সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়িথ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামে মৃত আব্দুর কাদের পুত্র এসএম আরিফ রহমান (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১ হাজার ২শ বিড়ির কাগজ, ৪থশ ব্যান্ডরোল শীট ও ৪৪০ পিস জর্দা জব্দ করি। তিনি আরও জানান, ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলার দায়ের করা হয়েছে ।

    এ অভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।