Author: admin

  • উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    উল্লাপাড়া পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাউল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

    ঈদুল আযহা উপলক্ষ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের ২ হাজার ৬’শ ২২ টি কর্মহীন, দুস্থ, অসহায় ও হতদরিদ্রের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রতিটি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।

    সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ভিজিএফ’র চাউল বিতরণের পাশাপাশি করোনায় জনসচেতনতায় উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

    পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ’র চাউল পেয়ে হতদরিদ্র মানুষগুলো দু’হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।

    পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করে আগামীর জন্য দোয়া চাইলেন।

    ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু সরকার,সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান ছুটুসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

     

  • তাড়াশে ২টি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ।

    তাড়াশে ২টি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ২টি ইউনিয়নের উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন কার্যালয় চত্বরে  অসহায়,দুঃস্থ ও হত দরিদ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র ১হাজার ৪শ ৯৪টি পরিবারের মাঝে চাল বিতরণ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল।

    এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান,ইউপি সচিব শরিফুল ইসলাম,ইউপি সদস্য আলতাব হোসেন,আব্দুল মালেক,জয়নব খাতুন,ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া,গ্রাম পুলিশ দফাদার রাজিব চন্দ্রসহ অনেকে।

    এ চাল বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন,করোনা কালীন সময়ে সরকারী বিধি নিষেধ মেনে একই জায়গায় জনতার ভীড় না করে স্ব স্ব অবস্থানে থেকে চাল বিতরণ করার জন্য ওয়ার্ডের মেম্বরদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

    অপরাদিকে উপজেলার বারুহাস ইউনিয়নের উদ্যোগে বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইডিয়াল সরকারী কলেজ চত্বরে ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

    সরকারী বরাদ্দ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়,দুঃস্থ ও হত দরিদ্র ১হাজার ৫শ ৬৫ টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক উত্তম কুমার সরকার,ইউপি সচিব হেলাল আহম্মেদ,ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুল ফরিদ,শফিকুল ইসলাম,সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ অনেকে।

  • কাজিপুরে সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকি এ ঘটনায় থানায় ডায়রি। 

    কাজিপুরে সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকি এ ঘটনায় থানায় ডায়রি। 

    সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করছেন একজন স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া খাঁন। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে মেয়র ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকী  দেওয়ার  কারনে গতকাল শুক্রবার ১৬ ই জুলাই রাতে তিনি এই ডায়েরি করেন। তিনি সময়ের আলো পএিকার কাজিপুর প্রতিনিধি।

    তিনি বলেন,গত বৃহস্পতিবার (১৫ জুলাই)  রাতে সিরাজগঞ্জের একটি স্থানীয় অনলাইন ও স্থানীয় পত্রিকায় “কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নামচ্ শিরোণামে একটি সংবাদ প্রকাশিত হলে , এর জের ধরে ওইদিন রাতে মেয়র আমাকে( গোলাম কিবরিয়াকে) ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকী প্রদান করেন।

    এই ঘটনায় ওই সাংবাদিক  শুক্রবার রাতে  তাকেসহ আরও একজন স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেবার বিষয়টি উল্লেখ করে কাজিপুর থানায় মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এর আগে তিনি নিজ বাড়ি থেকে থানায় আসতে নিরাপত্তার অভাববোধ করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান এবং থানা থেকে  তাকে নিজ বাড়ি কাজিপুরের বাঐখোলা গ্রামে পৌঁছে দেন।

    কাজিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘আমরা সাংবাদিকের জিডি নিয়েছি এবং তাকে নিজ বাড়িতে পৌঁছে  দিয়ে এসেছি।থ
    উল্লেখ্য কাজিপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে বরাদ্দকৃত সার ও বীজ  এর “তালিকায় মেয়র ও তার পরিবারের আট সদস্যের নামচ্  শিরোণামে  বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত
    হয়েছে।

     

  • বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন পেল ঈদ উপহার

    দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রামে পৌরসভায় ৯৪ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।

    শনিবার(১৭ জুলাই) দুপুরে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।

    উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এছাড়া ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২’শ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আথলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আথলীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ প্রমূখ।

  • উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় নায়েব আলী(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নায়েব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুয়াপারা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

    জানা যায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় নায়েব আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে কাজের উদ্দেশ্যে হাটিকুমরুলে যাচ্ছিলো। অপর দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। নায়েব আলীর মোটরসাইকেলটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিক্রি এলাকায় আসা মাত্র গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সংবাদ দেয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে ১ নারীর মৃত্যু।

    উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে ১ নারীর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেস দ্রুতগামী ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই ট্রেন দূর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়।

    ঘটনার সতত্যা নিশ্চিত করে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের ষ্টেশন মাষ্টার গফুর মিয়া জানান, শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় ঢাকা-কুড়িগ্রামগামী বনলতা দ্রুতগামী এক্সপ্রেসের সাথে ঢাকা-রাজশাহীর রেলপথের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসটি কুড়িগ্রামের  উদ্দেশ্যে যাচ্ছিলো। তবে নিহিত ওই নরীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

    এ বিষয়ে সিরাজগঞ্জ জি,আরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-কামাল জানান,নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ পাঠানো হয়েছে।লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়েছে।লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।তবে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলমের ঈদুল আযহার অগ্রিম

    চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলমের ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

  • চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলমের ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

    চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলমের ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।

    ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ৷ ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি, সমৃদ্ধি ৷ এমনই একজন সাদা মনের মানুষ খানখানাপুর ইউনিয়ন বাসির গর্বিত চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আল আলম ইউনিয়ন বাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

    সারা বিশ্বের সকলের সুখ, সমৃদ্ধি , সুস্বাস্থ্য,নিরাপদ জীবন,শান্তি কামনা করে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে আমারজমিনকে বলেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঘুরপাকে ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহার বা কোরবানির ঈদ।পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য।

    পবিত্র ঈদুল ফিতর উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রকীতি অর্থে।

    আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।কিন্তু পরজীবী এক অণুজীব করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ৷

    করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ তিনি জানান।

    এছাড়া তিনি আরও বলেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খানখানাপুর ইউনিয়ন বাসী সহ সারা বিশ্বের মুসলমানদের জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন।ঘরের বাইরে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করেবন দূরত্ব বজায় রাখার আহ্বান করেন তিনি।

  • উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২।

    উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-২।

    সিরাজগঞ্জর উল্লাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকদের গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা।ধর্ষিতা কিশোরী ভেংড়ী দাখিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ।এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামে।

    গ্রেফতারকৃতরা হলেন ভেংড়ি গ্রামের মৃত- তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন(৬০) ও একই গ্রামের মৃত-নূর কবিরের ছেলে মোঃ ওমর আলী(৫০) ।

    মামলা সূত্রে জানা যায় ভেংড়ি গ্রামের ভুক্তভোগী কিশোরী(১৩) গত ৮ জুলাই বিকেল ৪ টার সময় বাড়ীর পাশে মাঠে ঘাস কাটতে গেলে ওই গ্রামের ওমর আলী ও গোলাম হোসেন পাট ক্ষ্যাতের ভিতরে নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির আর্তচিৎকার পাড়া প্রতিবেশিরা আগাইয়া আসলে ধর্ষণ কারীরা পালিয়ে যায়।

    এ ঘটনা গ্রাম্যসালিশের মাধ্যমে মিমাংশা করার কথা বলে কালক্ষেপন করছিল দুষ্কৃতিমহল।গ্রামে আপোষ মিমাংশা না পেয়ে বৃহস্পতিবার(১৫ জুলাই)সন্ধায় ধর্ষিতার মা বাদী হয়ে উল্লাপাড়ায় মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান বৃহস্পতিবার ধর্ষিতার ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক ওমর আলী ও গোলাম হোসেনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেন।

    পুলিশ বৃহস্পতিবার রাতে ভেংড়ী গ্রামে অভিযান পরিচালনা করে মামলার আসামীদের গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।অপর দিকে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে মেডিকেল টেষ্ট করা হয়েছে।