Author: admin

  • লক্ষ্মীপুরের ২ নারী ইউএনও ঈদ আনন্দে আশ্রয় কেন্দ্র ভ্রমণ।

    লক্ষ্মীপুরের ২ নারী ইউএনও ঈদ আনন্দে আশ্রয় কেন্দ্র ভ্রমণ।

    লক্ষ্মীপুরের দুইজন নারী ইউএনও’র মধ্যে একজন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, অন্যজন রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি চাকমা। এ দুই জন আজ বুধবার সকালে পরিবার পরিজন রেখে ঈদ উদযাপন করেছেন আশ্রয় কেন্দ্রের অসহায় বাসিন্দাদের সাথে। সকালেই দুই উপজেলার দুটি আশ্রয়ণ কেন্দ্রে ছুটে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়ে নিজেদের আনন্দ উপভোগ করেন।

    উপজেলার এ দুই মমতাময়ী নারী কর্মকর্তাদের কাছে পেয়ে ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে আশ্রয়ের বাসিন্দাদের। নিজেদের হাতে কুরবানির গোশত বিলি করেছেন আশ্রয়ণের প্রত্যেক পরিবারের মাঝে।

    আনন্দ থেকে বাদ পড়েনি শিশুরাও। রায়পুর ইউএনওথর দেওয়া ঈদ সেলামী পেয়ে উচ্ছসিত ‘সুখ আলয়থ নামক আশ্রয় কেন্দ্রের শিশুরা।

    দুইজনেই আনন্দময় মুহুর্তের ছবি ধারণ করে পোস্ট করেছেন অফিসিয়াল ফেসবুক পেজে। লোকজনও পোস্টের মধ্যে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্য করছেন।

    ইউএনও রায়পুর লক্ষ্মীপুরথ নামক ফেসবুক পেজে ইউএনওথর ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে লিখা পোস্ট থেকে জানা গেছে, বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশীতে মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীনদের জন্য দেওয়া প্রধামমন্ত্রীর উপহারের নির্মিত ‘সুখ আলয়থ নামক আশ্রয়কেন্দ্রে ঈদ উদযাপন করেন ইউএনও সাবরীন চৌধুরী।
    তাঁর উপস্থিতিতে উপজেলা প্রশাসন থেকে বাসিন্দাদের জন্য উপহার স্বরূপ দেওয়া একটি গরু কুরবানী দেওয়া হয়।

    এ সময় প্রধানমন্ত্রীর ঈদের উপহার নতুন শাড়ি পড়ে আনন্দে বিমোহিত উপকারভোগী সকলে একযোগে কোরবানির মাংস কাটাকাটি করে এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং মেম্বারসহ তাদের মধ্যে মাংস বন্টন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী।

    এছাড়া আশ্রয়ণের ছোট ছোট শিশুদের সাথে ঈদ আনন্দ উপভোগ করার পাশাপাশি তাদের মাঝে ঈদের সেলামি (ঈদি) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপকারভোগীদের হাতের রান্না (সেমাই) খেয়েই ঈদ যাত্রা শুরু হয়।
    এদিকে সকালে ঈদ উদযাপন করতে নিজের শিশুপুত্রকে নিয়ে একটি আশ্রয় কেন্দ্রে যান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।

    উপজেলার ইছাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন দের জন্য নির্মিত ‘স্বপ্নের ঠিকানাথ বাসীর জন্য দেয়া উপহার খাসি জবাই পূর্বক ২০ টি পরিবারের মাঝে সমহারে মাংস বন্টন করেন তিনি।এসময় তিনি স্বপ্নের ঠিকানার ছোট ছোট শিশু

  • আ’লীগের সভাপতি মানষিক টেনশনে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন,তার সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা।

    আ’লীগের সভাপতি মানষিক টেনশনে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন,তার সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুজ্জামান ডেভিট সরকার মানষিক টেনশনে  অসুস্থ্য হয়ে ঢাকা এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।সভাপতির সহধর্মীনি লুবনা সরকার তার সুস্থ্যতার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য গত ১১ জুলাই রবিবার সন্ধায় সভাপতি ঢাকা থেকে বাড়ি আসেন ৫’শ দুস্থ্য ও প্রতিবন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণের উদ্দেশ্য নিজ গ্রামের বাড়ি ভদ্রকোল আসেন।ওই রাতেই সলপ স্টেশনে তার ওয়ালটন শোরুমের গোডাউনের পিছন থেকে ২’শটি ভাঙ্গ গাছ র‍্যাব-১২’র সদস্যরা উদ্ধার করে রাত সাড়ে ৭ টার সময় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২’র ক্যাম্পে নিয়ে সোমবার ১২ জুলাই সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করেন।

    উল্লাপাড়া মডেল থানা আইনি প্রক্রিয়া শেষ করে তাকে জেলহাজতে প্রেরন করে। গত ১৯ জুলাই মঙ্গলবার সন্ধায় কারামুক্ত হয়ে মানষিক টেনশন ও অপমানের যন্ত্রা সহ্য করতে না পেরে লজ্জায় জববন্ধ হয়ে অসুস্থ্য হয়ে পড়েন।

    ওই রাতে ঢাকার এ্যাপোলো হসপিটালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। তার সহধর্মিনী লুবনা সরকার জানিয়েছেন গুরুত্বর আহত পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুজ্জামান ডেভিট সরকার তার সুস্থ্যতার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সিরাজগঞ্জে সন্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জে সন্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ উপহার বিতরণ।

    সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায়-অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার (২০ জুলাই) সকালে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সকল ঈদ উপহার প্রদান করা হয়।

    ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ, সহ-সভাপতি ইমরান মুরাদ, সাধারন সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ,দুর্বার নাট্য গোষ্ঠী সহ-সভাপতি আলাউদ্দিন আলা,গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতন সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী( ছোট্ট) প্রমূখসহ আরোও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

  • দশটি টি গরু ও মহিষ বঙ্গবন্ধুর নামে কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র।।

    দশটি টি গরু ও মহিষ বঙ্গবন্ধুর নামে কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র।।

    পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গবন্ধুর নামে কোরবানী দেয়ার উদ্দেশ্যে ৮ টি গরু ও ২ টি মহিষ কিনেছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। কোরবানীর মাংস পৌর এলাকার গরীব ও দূস্থ্যদের বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দিবে মেয়র।

    বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গরুর হাটে ঘুরে সাড়ে ৭ লাখ টাকায় তিনি এ মহিষ ও গরু ক্রয় করেছেন। এসব গরু মহিষ ইতিমধ্যে তিনি ৯ টি ওয়ার্ড কাউন্সিলরদের হাতে পৌছে দিয়েছেন।

    বুধবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে এসব গরু কোরবানী দিবেন। এদিকে ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শহীদ দেওয়ান প্রধানমন্ত্রীর নামে কোরবানী দেওয়ার উদ্দেশ্যে ৭০ হাজার টাকায় ১টি গরু ক্রয় করেছেন। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তারা এ কোরবানীর আয়োজন করেছেন।

    পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন,পৌর এলকায় অনেক গরীব,দূস্থ্য ও মধ্যবিত্তরা কোরবানী দিতে পারছেন না। তারা কারও কাছে মাংস চাইতেও পারেন না। পৌর এলাকার সকল মানুষ যাতে কোরবানীর মাংস খেতে পারেন এজন্য বঙ্গবন্ধুর নামে এ কোরবানী দেয়া।

  • শুভ সংঘের উদ্যোগে কাজিপুরে ননএমপিও শিক্ষকদের ঈদুল আযাহার উপহার বিতরণ।

    শুভ সংঘের উদ্যোগে কাজিপুরে ননএমপিও শিক্ষকদের ঈদুল আযাহার উপহার বিতরণ।

    সিরাজগঞ্জের কাজিপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে নন এমপিও একশজন শিক্ষক কর্মচারী ও দুস্থ শিল্পীদের  ঈদ উপহার (খাদ্য সহায়তা) দিয়েছে কালেরকণ্ঠ শুভসংঘ কাজিপুর উপজেলা শাখা।

    সহায়তা সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, লবন, সেমাই, সুজি, লাচ্চা, মঙ্গলবার (২০ জুলাই) বেলা সাড়ে এগাটোয় উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় হলরুমে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

    সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি  বলেন, শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছে, কাজেও তার প্রমাণ রাখছেন দেশব্যাপী। শিক্ষিত এই মানুষদের (ননএমপিও শিক্ষক) পাশে দাঁড়ানোর জন্যে আমি শুভ সংঘের কাজিপুর উপজেলার শাখার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘ কাজিপুর শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শরিফ সোহেল।  আরও  বক্তব্য রাখেন  শুভসংঘ কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু শাহিন মনজু, উপদেষ্টা  বিশিষ্ট কথা সাহিত্যিকও কলামিস্ট  রিপন আহসান রিতু,  সাধারণ সম্পাদক আশকার পাইন, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠানটিসঞ্চালনা করেন কালেরকণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল।এ সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের অন্যান্য সদস্য সহ আরোও অনেকে

     

  • সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    মঙ্গলবার ২০ জুলাই ভোর রাত সাড়ে ৪ টার সময় র‍্যাব-১২’র অভিযানে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‍্যাব ১২’র স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের সদর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্টে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ রানা মন্ডল ও সাজেদুল ইসলাম নামের শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক বহনকারী পিকআপ ভ্যান,নগদ ২ হাজার টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন ঢাকার পল্লবী থানার মিরপুর মাদানি নগরের মৃত কাদির মন্ডলের ছেলে রানা মন্ডল(৪৮) ও গাইবান্ধা সাদুল্ল্যাপুরের ইউসুবপুর গ্রামের গোলজার ব্যাপারির ছেলে সাজিদুল ইসলাম(৪০)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৩(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সিরাজগঞ্জ লেডিসক্লাবের উদ্যোগে বীরাঙ্গনা ও মহিলা ক্রীড়াবিদের খাদ্য সহায়তা বিতরণ।

    সিরাজগঞ্জ লেডিসক্লাবের উদ্যোগে বীরাঙ্গনা ও মহিলা ক্রীড়াবিদের খাদ্য সহায়তা বিতরণ।

    সিরাজগঞ্জ জেলা লেডিস ক্লাবের ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বীরঙ্গনা ও ক্রিড়াবিদদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

    সোমবার (১৯ জুলাই) বিকেলে সার্কিট হাউজে উক্ত খাদ্য সহায়তা বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসকের সহধর্মিণী ও জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা করিম।

    এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, এনডিসি অনিন্দ গুহ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দিকা অপু, যুগ্ন-সম্পাদিকা ইদাত আরা বিউটি সহ জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    জেলার অসচ্ছল ২৪ জন বীরাঙ্গনা ও ৩০জন মহিলা ক্রীড়াবিদদের মাঝে উক্ত ফুড প্যাকেজ বিরঙ্গনা ও মহিলা ক্রিড়াবিদদের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • ফুলবাড়ীতে দরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

    ফুলবাড়ীতে দরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

    মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হতদরিদ্র ৪ হাজার ৬’শ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১০ টার সময় ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে এই ভিজিএফ এর চাল বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান মিল্টন ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন।পৌর এলাকার চার হাজার ৬’শ দরিদ্র মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।

    চাল বিতরণ অনুষ্ঠানে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সবুজ,কাউন্সিলরগণ ও পৌরসভার অন্যান্য কমর্কর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে বারুহাস ইউনিয়নের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা প্রদান।

    তাড়াশে বারুহাস ইউনিয়নের উদ্যোগে ঈদ উপলক্ষ্যে মানবিক সহায়তা প্রদান।

    সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়নের উদ্যোগে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা প্রদান (নগদ) টাকা বিতরণ করা হয়েছে।

    ১৯ জুলাই সোমবার সকালে উপজেলার বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইডিয়াল সরকারী কলেজে হত দরিদ পরিবারের মাঝে ৫শ করে টাকা ৭শ ৫০জনকে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রভাণষক মোক্তার হোসেন মুক্তা।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়,দুঃস্থ, হত দরিদ, ভ্যান ও রিক্সা চালকদের মাঝে সরকারী বরাদ্দ থেকে এ টাকা বিতরণ করা হয় ।

    এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাগ অফিসার উপজেলা । উপজেলা উপ-খাদ্য পরিদর্শক উত্তম কুমার সরকার,ইউপি সচিব হেলাল আহম্মেদ,ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুল ফরিদ,শফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ অনেকে।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিটি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষ ভাল ভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন তার জন্য আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কার্যক্রম বাস্তবায়ন করেন।

  • এক দিন পর ঈদ জমে উঠেনি বেচা-কেনা,ক্রেতা শুন্য শপিংমলগুলোতে।

    এক দিন পর ঈদ জমে উঠেনি বেচা-কেনা,ক্রেতা শুন্য শপিংমলগুলোতে।

    এক দিন পরেই উদযাপিত হবে মুসলিমদের বড় উৎসব ঈদুল আযহা।ঈদ এলেই প্রতি বছর প্রত্যেকটি দোকান ও শপিংমল গুলো সাজানো হয় বর্ণিল সাজে,জমে উঠে বেচা কেনা। প্রতিবছর এই সময় ঈদের আমেজে সবার মনে আনন্দের সিমা থাকেনা। ঈদের চাঁদ ওঠা মাত্রই বাজারে ছুটতে থাকে যে যার পছন্দ মতো কেনা কাটা করতে। আর মাত্র একদিন বাকি,ঈদ ঘনিয়ে আসলেও করোনার প্রাদুর্ভাবের কারনে এখনও কেনাকাটায় জমে উঠেনি ঈদের বাজার।

    ব্যবসায়ীরা জানিয়েছেন,অন্যান্য বছর যেমন ঈদের আগে থেকেই বাজারে কেনাকাটার ধুম পড়ে যায়,এবার তার ব্যতিক্রম ঘটেছে। ঈদের আর মাত্র একদিন বাকি এখনো ফুলবাড়ীর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় তেমন ভিড় দেখা যায়নি।
    ঈদ বাজার হিসেবে বাজারের দোকান গুলোতে যতোটা বেচাকেনা হওয়া দরকার,ততটা হচ্ছেনা। অতিরিক্তি প্রয়োজন ছাড়া এবার কেনাকাটায় তেমন উৎসাহ নেই ক্রেতাদের মনে। কোরোনা প্ররিস্থিতির কারনে এমন অবস্থা,ব্যাবসাও তেমন ভালো যাচ্ছেনা। অথচ অন্যান্য বছর এ সময়ে ক্রেতাদের ভিড়ে সরগরম থাকতো পৌর শহরের বিপণী-বিতানগুলো।

    ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী বলেন,এবছর কৃষকের উৎপাদিত ফসলের মুল্য ভালো পেলেও বর্তমানে আমন চাষবাদের প্রস্তুতি নিতে শুরু করেছে কৃষকরা,সেই সাথে কোরবানীর জন্য গরু-ছাগল কেনা বেচা নিয়েও খানিকটা ব্যস্ত এখন মানুষ। অপরদিকে করোনার কারনে অনেকেই কর্মহিন হয়ে পড়েছে,ফলে দিন মজুরদের হাতে এবার টাকা-পয়সা তেমন নেই। একি রকম অবস্থা মধ্যবিত্তদেরও।

    আবার করোনায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বেতন-বোনাস না থাকায় তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছেন। সে কারনে তারাও এবার ঈদের কেনাকাটায় মনোযোগ দিতে পারেনি, আর তাই দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় নেই বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

    ফুুলবাড়ী বাজারের কাপড় ব্যবসায়ী ইয়াকুব আলী,সোহেল রানা কবিরসহ বেশকিছু ব্যবসায়ী জানান,বর্তমানে বেচা কেনা খুব খারাপ চলছে। যেখানে ঈদে এ সময় ক্রেতাদের ভিড়ে আমরা দম ফেলানোর ফুরসত পাইনা, সেখানে সারাদিনে অল্প সংখ্যক ক্রেতারা আসছেন। এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি ঈদের আগেরদিন হয়তো ক্রেতাদের ভিড় জমতে পারে বলে মনে করছেন তারা।

    ফুলবাড়ী বাজারে ক্রেতাদের মধ্যে তরুন-তরুনীদেরই বেশি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ বন্ধ থাকায় তারা দোকানগুলোতে কেনাকাটা করতে আসছে । মুদিখানা ও মসলার দোকান গুলোতে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।