Author: admin

  • টাঙ্গাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী।

    টাঙ্গাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী।

    টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের ভূঞাপুরে বেকুব চালক স্বামী ফিরোজ মিয়ার পুরুষাঙ্গ ধারালো বটি দা দিয়ে কেটে নিয়ে পালিয়ে গেল স্ত্রী জাকিয়া বেগম।

    বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ফিরোজ রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও স্ত্রী জাকিয়া বেগম একই এলাকার জিগাতলা গ্রামের মোঃ জামিলের মেয়ে। তাদের ঘরে ৫ বছর বয়োসি একটি ছেলে সন্তান রয়েছে।এদিকে ঘটনার পর থেকেই স্ত্রী জাকিয়া পলাতক রয়েছে। এছাড়া কর্তনকৃত পুরুষাঙ্গটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলেছেন কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া লাগাতে না পারলে রোগী মারা যাওয়ার সম্ভবনা বেশি। প্রতিবেশীরা পলাতক স্ত্রীকে খুঁজে বের করে কর্তন পুরুষাঙ্গ উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

    স্থানীয়রা জানান, প্রায় ১০/১২ বছর আগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ফিরোজ মিয়ার সাথে একই এলাকার জিগাতলা গ্রামের মোঃ জামিলের মেয়ে জাকিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। বিষয়টি মিমাংসার লক্ষে একাধিকবার  গ্রাম্য শালিস হয়েছে। সম্প্রতি গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে ছিলো। সেখানে শালিসে ২০ হাজার টাকা দিতে সম্মত হলেও পরবর্তীতে ৩ লাখ টাকা না দিতে পেরে ফিরোজ স্ত্রীকে আবার নিজ ঘরে ফিরিয়ে আনে। তারপরও তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিলো।

    মঙ্গলবার রাতে ফিরোজ বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে কোন এক সময় স্ত্রী জাকিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তা প্রকাশ পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

    ফিরোজের মা ফরিদা বেগম বলেন-সকালে ফিরোজকে ঘুমে দেখে আমি তার ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। হঠাৎ সাড়ে ৯ টার দিকে ফিরোজের বৌ আমাকে ফোন দিয়ে বলে, আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে যান। আপনার ছেলে যেন কেমন করছে। একথা বলেই সে ফোন কেটে দিয়ে পালিয়ে যায়। আমার ছেলের সাথে যা করেছে তার উপযুক্ত বিচার চাই।

    এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • বাঘায় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’ 

    বাঘায় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’ 

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    আধুনিকতায় হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। শেকড়ের এই লোক-সংস্কৃতির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের সংস্কৃতিমনা তরুণ ও যুবকেরা। তাঁদের এই উদ্যোগে মঞ্চস্থ হলো রোমান্টিক যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’।
    গত সোমবার ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টায় অমরপুর উচ্চবিদ্যালয় মাঠে তৈরি করা মঞ্চে এই যাত্রাপালা মঞ্চস্থ হয়। ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালাটির রচয়িতা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। স্থানীয়ভাবে পালাটি পরিচালনা করেছেন মোহাম্মাদ আলী মাহাম।
    যাত্রাপালার গোড়ার গল্প থেকে জানা গেছে, শুরুর দিকের যাত্রাপালাগুলো মূলত কাহিনিনির্ভর। যাত্রাপালায় আছে বলিষ্ঠ ভূমিকা সামাজিক শিক্ষা বা লোকশিক্ষার ক্ষেত্র। এই পালাটিও ঠিক তেমন বলে মন্তব্য করেন এর পরিচালক।
    মোহাম্মাদ আলী মাহাম বলেন, এটি একেবারেই গ্রামবাংলার নবাব পরিবারের সঙ্গে সহজ সরল পরিবারের কাহিনি। সাধারণ বাঙালি ঘরের একটি পরিবারের নির্যাতনের কাহিনি উঠে এসেছে এই পালাটিতে। যদিও লেখক আরও অনেক বছর আগে লিখেছেন, তবুও এটি এখনকার সময়ের সঙ্গে পুরোপুরি মানানসই। আধুনিকতার যুগেও দর্শক এটি খুব ভালোভাবে নিয়েছে। যাত্রাপালাটি দর্শকপ্রিয় পেয়েছে।
    তিনি আরও বলেন, আধুনিককালে এসে যাত্রাপালার কথিত যে আধুনিক সংস্করণ বর্তমানে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই, ডিজে বাজিয়ে পালার আসরে নারী-পুরুষের যৌথ উচ্ছৃঙ্খল যখন যাত্রার উপজীব্য বিষয়ে পরিণত হয়েছে, তখন ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালাটি থেকে দর্শকেরা মূল যাত্রার স্বাদ পেয়েছে। এক কথায় সুস্থ ধারার বিনোদনেরও একটি মাধ্যম যাত্রাপালা।
    স্থানীয় যাত্রাপালার নির্দেশক মো. হাবিবুর রহমান বলেন, ‘যাত্রা একটি লোকশিক্ষা। এটি মা, মাটি, দেশ ও সমাজের কথা বলে। আদি সংস্কৃতির সেই যাত্রা পুরোনো স্মৃতিগুলোকে আবার সামনের দিকে নিয়ে আসতে চাই। সেই প্রয়াসেই আজকের মঞ্চায়ন।’
    যাত্রাপালাটির দর্শক সেলিম হোসেন বলেন, বর্তমানে যাত্রাপালার আধুনিক সংস্করণ সেটা যাত্রাপালা দেখার সাধ মেটানোর মতো ব্যাপার। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ‘অশ্রু দিয়ে লেখা’ পালাটি একটি অসাধারণ মঞ্চায়ন।
    তানভীর আল ইসলাম নামে অপর এক দর্শক বলেন, ‘যাত্রাপালার মঞ্চায়ন, শিল্পী, পরিবেশ, সাউন্ড কোয়ালিটি ও কলাকুশলীদের অভিনয় মন জয় করে নিয়েছে। ঠিক ছোটবেলায় গ্রামে যে যাত্রাপালা দেখতাম, তার স্বাদ পেলাম। চমৎকার ছিল যাত্রার কাহিনিও।’
    ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ‘অশ্রু দিয়ে লেখা’ পালাটি গড়ে উঠেছে মূলত মুসলমান নবাব সাইফুদ্দিন মুজাফফর শাহ ভাই আজগর আলীর সঙ্গে প্রজা গফুর মিয়ার কন্যা সালমার প্রেমের সম্পর্ক। নবাব সেটা মেনে নেয় না। প্রজার পরিবারকে নির্যাতন করে, প্রজাকে কারাগারে পাঠিয়ে হত্যা করে। পরে নায়ক ও নায়িকাকে কারাগারে রেখে চোখ তুলে নেয় এবং পরিশেষে হত্যা করে। অপরদিকে হিন্দু রাজা আনন্দ রায় হাবশি নবাব সাইফুদ্দিন মুজাফফর শাহর নানা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে হিন্দু রাজার সঙ্গে হাবশি নবাবের যুদ্ধ হয়। হাবশি নবাব পরাজিত হন।
    যাত্রাপালাটিতে অভিনয় করেছেন বগা, ইদ্রিস আলী, কালাম হোসেন, হাবিবুর রহমান, সামসুল ইসলাম, লাভলু, বাবলু, হাফিজুল প্রমুখ।
  • রেমা কালেঙ্গা’য় স্বামীকে বেঁধে স্ত্রী’র উপর শারীরিক নির্যাতনের অভিযোগ

    রেমা কালেঙ্গা’য় স্বামীকে বেঁধে স্ত্রী’র উপর শারীরিক নির্যাতনের অভিযোগ

    চুনারুঘাট থেকে ফিরে এডিসন সুঙয়ের রিপোর্টঃ

    চুনারুঘাট উপজেলা অধীনে  রেমা কালেঙ্গার গারিংপাড়া (মঙ্গল্যাবাড়ী)বাসিন্দা   সুকুরানী দেববর্মা(৩০) ও স্বামী সুদিনা দেববর্মা(৩৫) উপর রাস্তা আটকিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার(১৬এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রেমা কালেঙ্গা  গ্রামের লেবু বাগানের  নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।
    নির্যাতিতদের ভাষ্যমতে জানা যায় কালেঙ্গা গ্রামের মারুফ মিয়া ও এমতাজ মিয়া সহ ৪/৫ জন মিলে রাস্তা আটকিয়ে তাদের শারীরিক নির্যাতন করে। সুকুরানী দেববর্মা হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তারা চুনারুঘাট উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

    ভিকটিম সুকুরানী দেববর্মা বলেন বাড়িতে ফেরার পথে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে দুজন ব্যক্তি( মারুফ মিয়া ও এমতাজ মিয়া) । আমার গালে দাঁত দিয়ে কামড়ে দিয়েছে, নাকে মুখে নখ দিয়ে আঁচড় কেটেছে। হাতে আঘাত পেয়েছি। শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে।”

    গ্রেটার  সিলেট ত্রিপুরা ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রেসিডেন্ট জনক দেববর্মা বলেন,এই ঘটনাটি খুবই্ ঘৃণ্য কাজ, নির্যাতিত ব্যক্তি  বক্তব্য ও শরীরের আঘাতের চিহ্নে পরিস্কার বুঝা গেছে ধর্ষণের চেষ্টা করেছে। নারী ধর্ষণ কারীদের রক্ষার জন্য চুনারুঘাট এর কতিপয় রাজনৈতিক নেতা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাদেরকে চাপ প্রয়োগ করে আপষ মিমাংসায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। প্রয়োজনে, যদি বাধ্য করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলের মুখোশ উন্মুক্ত করা হবে।

    এ বিষয়ে মারুফ ও এমতাজ মিয়া’র সাথে শত চেষ্টা করেও  কথা বলতে পারিনি।

  • মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

    মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

    মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গালীর স্বাধীনতার আনুষ্ঠানিক বীজ বপন হয়েছিল এই দিনে। তাই এই দিনটি বাঙালী জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিবনগর সরকার শপথের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি স্বাধীন বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন দেখতে পেয়েছিল এবং তারা গভীর উৎসাহে স্বাধিকার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল।
    বুধবার ১৭ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এইচ এম ইশতিয়াক মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মোঃ জারু মিয়া, নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ত্রিপুরারী দেবনাথ তিপু প্রমুখ।
    বক্তারা,ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন আলোচনায়।
  • ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত-১।

    ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত-১।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী গোদাগাড়ীতে ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের চারা – পাতা খাওয়া কেন্দ্র করে,১৫ এপ্রিল সোমবার বিকেল ৩ টার সময় দিগরাম ঘুন্টিঘর এলাকায় মোঃ সাদেকুলের ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের পাতা খায়। ওই দিন সন্ধ্যা পণে টার সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক মেম্বর নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে তার ছাগল মসজিদের আমগাছের পাতা খাওয়ার বিষয়ে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিছুক্ষন পর ঘটনাস্থলে আরিফুল ইসলাম,জামাল হোসেন,মজিবর হোসেনসহ আরো অনেকে লাঠিসোটাসহ উপস্থিত হয়ে পূর্বের বিষয় নিয়ে মসজিদ কমিটির সভাপতির সাথে তর্ক বিতর্ক শুরু করেন।

    এসময় মোঃ রুহুল আমিন(৪২) দিগরাম ঘুন্টিঘর সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয় এবং বাঁশের লাঠি, ইট দিয়ে সংঘর্ষ শুরু হয়। তাকে রক্ষার জন্য হাজরাপুর গ্রামের মোঃ নাজিরুল ইসলাম আগাইয়া আসলে তাকেও মারপিট করে জখম করে। এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যায়।

    এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এই ঘটনায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যান্য আসামিদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।

  • বিজিবি সদস্য’র বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ।

    বিজিবি সদস্য’র বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি সদস্য জাহিদুল ইসলাম(২৫)র বিরুদ্ধে। পুলিশের কাছে ঐ কিশোরীর মা ধর্ষণের কথা জানিয়ে থানায় মামলা করেন।
    জাহিদুল ইসলাম(২৫)  মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড হাতিয়া পাড়া এলাকার মো: মোশাররফ মিয়ার ছোট ছেলে। সে বর্তমানে কক্সবাজার টেকনাফে বিজিবি’তে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
    ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ করে বলেন, বিজিবি সদস্য জাহিদুল ইসলামের সাথে তাঁর চার মাস প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বকধর্ষণ করে জাহিদুল। গত শনিবার ১৩/০৪/২০২৪খ্রী: রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় জাহিদুল ফোন দিয়ে মেয়েকে ঘর থেকে বের হতে বলে এবং পরে তাঁর বাড়ির পাশে জংগলে নিয়ে যেতে চাইলে আমি চিৎকার করলে এলাকার প্রতিবেশীরা আসলে জাহিদুল পালিয়ে যায়।
    হাতিয়া পাড়া এলাকার সর্দার মো: রাকিব উদ্দিন ও এলাকার  বেলাল হোসেন সহ একাধিক লোক জানান, হাতিয়া পাড়া এলাকার মোশাররফ মিয়ার বাড়ীর পাশ থেকে শনিবার রাত সাড়ে নয় ঘটিকার সময় হঠাৎ মেয়ে কন্ঠের চিৎকার শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় জাহিদুল দৌড়ে পালিয়ে যায়, পরে ঐ কিশোরীকে কান্না করতে দেখে মেয়েকে জিগ্যেস করলে মেয়ে ধর্ষণের কথা স্বীকার করে। এবং বলে এর আগেও জাহিদুল এই মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে।
    পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন বলেন, গত শনিবার রাতে এলাকার যুবসমাজ থেকে একটি ফোনের মাধ্যমে বিজিবি সদস্য জাহিদুল ইসলাম ও এক কিশোরীকে আটকের বিষয় অবগত হই। বিষয়টি শিশু ধর্ষণ সংক্রান্ত হওয়ার কারণে আমি মেয়র মহোদয়কে বিস্তারিত ঘটনা জানাই, পরে মেয়র ও এলাকার সর্দার, মুরুব্বিদের মতামতের ভিত্তিতে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিই। এবং শুনেছি ইতিমধ্যে ঐ কিশোরীর মা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।
    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, কিশোরীর জবানবন্দির ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঐ কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • গোয়ালন্দে ফোর রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ।

    গোয়ালন্দে ফোর রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ‍্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে টাইগার প্রিমিয়ার লীগ ফোর রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১৫ এপ্রিল) রাত ৮ টায় টাইগার ক্লাবের আয়োজনে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
    ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ বনাম সুকেন স্মৃতি সংঘ একে অপরের মুখোমুখি হয়।
    শুরুতে দুরন্ত ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ১২ ওভারে সব কয়েকটি উইকেটের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হন। ৭৮ রানের জবাবে ব‍্যাটিংয়ে নেমে সুকেন স্মৃতি সংঘ নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫১ রান করতে সক্ষম হয়। ফলে দুরন্ত ক্রিকেট একাদশ ২৭ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকার প্রাইজ মানি পুরষ্কার হিসাবে তুলে দেন।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখ।
    খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুরন্ত ক্রিকেট একাদশের এপি আকাশ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন সুকেন স্মৃতি সংঘের কামরুল কাজী।
    খেলায় সভাপতিত্ব করেন টাইগার ক্লাবের সভাপতি মো. নাহিদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন মো. ফিরোজ আহমেদ ও রায়হান উদ্দিন।
  • উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন।

    উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    লালন সাঁইজীর বানী “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এই প্রতিপাত্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ দিনব্যাপী মানবধর্ম মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বন্যাকান্দি বাজার সংলগ্ন মাঠে বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন রিসার্চ ফেলো ও আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

    বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘে’র সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক এর সঞ্চালনায় ও সৈয়দ রহমত উল্লাহ রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও লেখক অধ্যাপক ড. রতন সিদ্দিকী, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদা ইয়াসমিন কলি, জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাসের, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক শামীম হাসান, তরিকতে আহলে বাইত বাংলাদেশের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হুদা মোমিন, তরিকতে আহলে বাইত বাংলাদেশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক আজিজুল হক চিশতি,
    বিশিষ্ট লেখক ও গবেষক হাসিবুল হক চিশতি ও জুলফিকার বকুল।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রিলা চৌধুরী। সুরের সংস্কৃতি অনুষ্ঠানে কবিতা, সংগীত ও কাওয়ালী পরিবেশন করেন বাঁশরী, আদিবাসী, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীগণ

  • সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে।

    সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে।

    সিলেট প্রতিনিধিঃ

    সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ফলে সিলেট নগরীর কিছু অংশে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকলেও জেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সকাল সোয়া ১০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
    বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, বিদ্যুৎকেন্দ্রে হাইভোল্টেজের তারের স্পা‌র্কিং থেকে কেন্দ্রে ডাম্পিং করে রাখা পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।

    এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে যান।

  • নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মদিন উদযাপন  উপলক্ষে-প্রস্ততিমুলক সভা।

    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্মদিন উদযাপন  উপলক্ষে-প্রস্ততিমুলক সভা।

    নওগাঁ প্রতিনিধিঃ
    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ২০২৪ তম জন্ম বার্বিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
    নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবাষিকী উপলক্ষ্যে আজ ১৫ এপ্রিল  বেলা ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত প্রস্ততিমুলক সভায় সভাপত্বিত করেন নওগাঁ জেলা প্রসাশক মোঃ-গোলাম মাওলা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই-রানীনগর সংসদ সদস্য এ্যাডঃ ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার রাশেদুল হক বি পি এম অতিরিক্ত জেলা প্রসাশক সোহেল রানা, আব্দুল করিম,অতিরিক্ত জেলা প্রসাশক, সহ আরও উপস্থিত ছিলেন আত্রাই রানীনগরের উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান গন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্টানের প্রধান ও নওগাঁ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ। প্রস্ততিমুলক সভায় পর্যায়ক্রমে বক্তরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবনের নানা গুরুত্বপূর্ণ স্মৃতিচারণের মাধ্যমে বক্তব্য রাখেন।
    এসময় অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুতি মূলক বিভিন্ন শাখা কমিটি গঠিত হয়। রানীনগর আত্রাই এর সাংসদ এ্যাডঃওমর ফারুক সুমন বলেন,আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে বলছি, জন সমাগমে পোস্টার,লিফলেট ও মাইকে পূর্ব থেকেই প্রচরনা চালাতে হবে।