Author: admin

  • ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    ঈদ পরবর্তী লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।

    শুক্রবার ২৩ জুলাই সকাল থেকে অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ অমান্য করার অপরাধে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)নাহিদ হাসান খাঁন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কঠোর লকডাউন বাস্তবায়নে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে কঠোর নজরদারিতে রয়েছেন।
    এ সময় সরকার ঘোষিত জরুরী দোকানপাট ব্যাতিত অন্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। পণ্য ও রোগী আনানেওয়ার গাড়ী চলাচল করতে দেখা গেছে।প্রয়োজন ছাড়া তেমন লোকজনের বের হতে লক্ষ্য করা যায়নি। অকারনে যাকে বাহিরে পেয়েছে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে দেখা গেছে।রাস্তায় ইঞ্জিন চালিত কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।সবমিলিয়ে আইন প্রয়োগকারী সংস্থা লকডাউন বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন।

     

  • লকডাউনে ব্যাংকিং লেনদেন চলবে সকাল দশ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত।

    লকডাউনে ব্যাংকিং লেনদেন চলবে সকাল দশ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত।

    লকডাউনে ব্যাংকিং লেনদেন চলবে সকাল দশ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত। শুক্রবার ২৩ জুলাই ভোর ৬ থেকে দেশ ব্যাপি শুরু হয়েছে কঠোর লকডাউন চলবে ৫ আগষ্ট পর্যন্ত।এই ১৪ দিনের লকডাউনে বন্ধ থাকবে পোশাক তৈরির কারখানাসহ গণসংযোগ হয় এমন ধরনের সকল প্রতিষ্ঠান। তবে ২৫ জুলাই রোববার সকাল দশ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত লেনদেনের ব্যাংকিং এর কার্য্যক্রম চলবে। লেনদেন শেষে পরবর্তি কার্য্যক্রম চলবে বিকেল ৩ টা পর্যন্ত।

    এই কঠোর বিধিনিষেধ চলাকালিন সময়ে ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে সেটি নির্ধারন কর স্ব স্ব ব্যাংক।
    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ব্যাংকের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগসমূহের প্রয়োজনীয় শাখাসমূহ খোলা রাখার নির্দেশ প্রদান করেছেন।
    সূত্রঃ দৈনিক সংবাদ।

     

  • কঠোর লকডাউনে কলাপাড়ায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড।

    কঠোর লকডাউনে কলাপাড়ায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড।

    পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন না মানায় এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।

    শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের সদর রোড, বাদুরতলী এবং টিয়াখালী ইউপির রজপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারামতে নয় জনকে সর্বমোট চার হাজার তিনশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

    এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্য বিধি অমান্য করায় নয় জনকে পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

  • বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে।

    বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে।

    বাংলাদেশ জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ম্যাচে চ্যালেঞ্জিং বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে।বাংলাদেশ জিম্বাবুয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে খেলেছে জিম্বাবুয়ে।

    দ্বিতীয় ম্যাচে জিততে না পারলে সিরিজ হারাতে হবে স্বাগতিকদের। এমন সমীকরণের ম্যাচে শুক্রবার (২৩ জুলাই) হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে জিম্বাবুয়ে।

    বাংলাদেশকে সিরিজ জিততে হলে করতে হবে ১৬৭ রান। এদিকে ব্যাটিংবান্ধব উইকেট হওয়ায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকেন্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। চ্যালেঞ্জিং নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। এমন নির্দেশনা বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের।

  • হাতীবান্ধায় যৌতুকের দাবীতে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ।

    হাতীবান্ধায় যৌতুকের দাবীতে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ।

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের ১০ মাসের মাথায় বর্ধিত ৫ লক্ষ টাকা দাবীতে রুনা বেগম নামের এক গৃহবধূকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী আতাউর রহমান (৩০)’র বিরুদ্ধে।

    শুক্রবার (২৩ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি এরশাদুল আলম।
    এর আগে গতকাল ২১ জুলাই ভোরে ঐ উপজেলার গোতামারী(ছিটমহল) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূ রুনা বেগম বাদী হয়ে তার স্বামী আতাউর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

    আহত ওই গৃহবধূ উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার মৃত রুহুল আমিনের মেয়ে। অভিযুক্তরা একই উপজেলার গোতামারী(ছিটমহল)এলাকার মৃত নুর ইসলামের ছেলে আতাউর রহমান (৩০), মোতাহার হোসেন (২৭) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫২)।

    অভিযোগ সুত্রে জানা যায়, গেল বছর ৩১ সেপ্টেম্বর নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্নলংকার যৌতুকের বিনিময়ে আতাউর রহমানের সাথে ঐ গৃহবধূ রুনা বেগমের রেজিষ্টারী মুলে বিয়ে হয়। বিয়ের ৩-৪ মাস পর আতাউর রহমান তার স্ত্রীকে বাড়িতে রেখে চট্রগ্রামে পোশাক শিল্পকারখানায় কাজের উদ্দেশ্যে বের হয়। কাজে গিয়ে নববধূ সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

    এরপর গত ঈদুল ফিতরে আতাউর রহমান বাড়িতে এসে তার স্ত্রীর চাপে তাকে সাথে নিয়ে চট্রগ্রামে চলে যায়। তারা চট্রগ্রাম যাবার পর আতাউর রহমান বিনা কারণে প্রায়ই সময় বাসার বাহির গভীর রাত পর্যন্ত আড্ডায় থাকে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ফলে আতাউর রহমান তার স্ত্রী রুনা বেগমকে গালমন্দ করে তার ভাইয়ের নিকট হতে আরও ৫ লক্ষ টাকা বর্ধিত যৌতুক আনতে বলে। বিষয়টি রুনা বেগম তার ভাইকে মোবাইল ফোনে জানায়।

    গত ২০ জুলাই তারা স্বামী-স্ত্রী চট্রগ্রাম হতে বাড়িতে আসে। পরদিন রুনার ভাই বোনের বাড়িতে আসার খবর পেয়ে আতাউর রহমান অন্যান্য আসামীদের সাথে বুদ্ধিপরামর্শ করে রুনা বেগমকে তার ভাইয়ের নিকট হতে বর্ধিত আরও ৫ লক্ষ টাকা যৌতুক নিতে বলে। কিন্তু রুনা বেগমের ভাইয়ের সাথে আরও লোক বোনের বাড়িতে যাওয়া বিষয়টি সে তার ভাই মোমিনুর ইসলামকে বলতে সাহস পায়নি।

    রুনার ভাই মোমিনুর তার বাড়ি থেকে চলে যাবার পর রুনার উপর নানানভাবে নির্যাতন শুরু করে যৌতুক লোভী আতাউর রহমান। এমনকি ঐ রাতের মধ্যে ভাইয়ের বাড়িতে গিয়ে ঐ ৫ লক্ষ টাকা আনার জন্য চাপ ও অত্যাচার শুরু করে।

    এতে রুনা বেগম রাজি না হলে ঐদিন রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত আতাউর রহমান তার ভাই ও মাকে বাড়ির বাহিরে পাহারা রেখে শুরু করে পাশবিক নির্যাতন। এমনকি তার দুই হাত দিয়ে হত্যা করার উদ্দেশ্যে রুনার গলা চিপে ধরে তাকে মারার উপক্রম করে। এতেও ক্ষান্ত না হলে পরে আতাউর রহমান তার ভাই ও মাকে ডেকে এনে রুনার হাত-পা চেপে ধরতে বলে। তারা রুনার হাত-পা চেপে ধরলে আতাউর রহমান রুনার মুখে তরল বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। এতে রুনার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়।

    রুনার চিল্লাচিল্লির গলা শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে আতাউর রহমান নাটক করে সবাইক বলে রুনা নিজেই আত্মহত্যা করার জন্য বিষ খেয়েছে। পরে স্থানীয়রা রুনাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে দেয়। রুনা বেগম বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

    এবিষয়ে কথা বলার জন্য আতাউর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

    হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এবিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে
    প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • লক্ষ্মীপুরে ইয়াবা সেবনে এক বখাটের বিরুদ্ধে শিশু ও নারীদের যৌন হয়রানির অভিযোগ।

    লক্ষ্মীপুরে ইয়াবা সেবনে এক বখাটের বিরুদ্ধে শিশু ও নারীদের যৌন হয়রানির অভিযোগ।

    লক্ষ্মীপুরে রিয়াজ নামের এক বখাটের উৎপাত এলাকার বিভিন্ন বয়সী নারীসহ পুরুষরা অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রকাশ্যে গাঁজা ইয়াবা সেবন সহ রাত বিরাতে শিশু ও নারীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে বখাটে রিয়াজের বিরুদ্ধে।শিশু ও নারী নির্যাতন করে কয়েকবার কারা ভোগ করার পরেও থামেনি বখাটে ওই যুবক। দিন দিন আরোও বেপরোয়া হয়ে উঠেছে ঘটনাটি সদর উপজেলা চররুহিতা ইউনিয়নের সিএনজি চালক বাড়ির নিজামুদ্দিন প্রকাশ বুশার ছেলে বলে জানা গেছে।

    সিএনজি চালকের আড়ালে রিয়াজ ও একই বাড়ির মিলনের ছেলে মামুন সহ এলাকার গোপনে গাজার ব্যবসা করে আসছিল পরবর্তীতে ইয়াবা ব্যবসা লাভজনক হওয়ায় সেই ইয়াবা সেবনের পাশাপাশি বিক্রি করেও আসছে স্থানীয় উঠতি বয়সী ছেলেদের প্রেমে উদ্বুদ্ধ করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন প্রকাশ্যে দিনের বেলায় ইয়াবা সেবন করে নারীদের জড়িয়ে ধরা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকা কিশোরীদের গায়ে হাত দেয়া সহ নারীদের ঘরে ঢুকে কুরুচিপূর্ণ আচরণ করে।

    স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হলে মুচলেকা দিয়ে আবার বিভিন্ন বয়সের নারী কন্যা শিশু-কিশোরীদের খারাপ প্রস্তাব দিয়ে টাকা ছাদে রাতে বিভিন্ন প্রবাসী দিনমজুরের ঘরের সামনে উঠতে থাকে এতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে জোর করে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায় তাতে করে লোকলজ্জার ভয়ে মান সম্মানের কথা চিন্তা করে অনেকেই মুখ খুলছেন না।

    ভুক্তভোগী নারীদের মধ্যে মিজি বাড়ির প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এক সন্তানের জননী রেনু আক্তার একই বাড়ির সিরাজের অবিবাহিত মেয়ে সুমাইয়া আক্তার সিরাজের স্ত্রী লুৎফা বেগম প্রতিবন্ধী জামাল উদ্দিনের স্ত্রী পেয়ারা বেগম ওর তাদের অবিবাহিত কন্যা নিপু আক্তার খোরশেদের স্ত্রী জোহরা বেগম সহ এলাকার বিভিন্ন বয়সী কিশোরী যুবতী ও মধ্যবয়সি নারীদের যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় এলাকাবাসীর মধ্যে মাসুম পাটোয়ারী মিঠু পাটোয়ারী জন্য পাটোয়ারী নুরু পাটোয়ারী সহ গণ্যমান্য ব্যক্তিরা ওয়ার্ড মেম্বার এর মাধ্যমে কয়েকবার সালিশ বৈঠকে বসেও রিয়াজকে সংশোধন করতে পারেননি বলে জানান। তারা বলেন জিয়া আজ একটা বকাটে ছেলে সেই ইয়াবা সেবন করে বিভিন্ন নারীদের যৌন মিলন করে তাকে কিশোরীকে ধর্ষণ চেষ্টাকালে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয় কিছুদিন জেল খেটে সে আবারও নারীদের উত্ত্যক্ত করে।

    ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মামুন পাটোয়ারী বলেন রিয়াজের উৎপাতে এলাকায় নারীরা নিরাপত্তাহীন শিশুকন্যা কিশোরীরা ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না ইয়াবা সেবন করে এসে যাকে তাকে জড়িয়ে ধরেছেন আমরা বখাটের কাছ থেকে মা-বোন কন্যাদের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম পাটোয়ারী বলেন রিয়াদ একটা খারাপ চরিত্রহীন ছেলে তার মা কুকি বেগমের চরিত্র হীন কয়েকবার সালিশ বৈঠকের পরও সে সোজা হয়নি আমি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।

    সাবেক জেলা ছাত্র নেতা আব্দুল জব্বার লাভলু বলেন স্থানীয় বখাটে হলেও আমরা তাকে সংশোধনের চেষ্টা করছি যদি সে সংশোধন না হয় তাহলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • মন্ডল গ্রুপের অর্থায়নে ওসির নতুন কক্ষের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মোমিন মন্ডল এমপি।

    মন্ডল গ্রুপের অর্থায়নে ওসির নতুন কক্ষের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মোমিন মন্ডল এমপি।

    সিরাজগঞ্জ বেলকুচি থানার অফিসার ইনচার্জের নতুন কক্ষের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২২ (জুলাই) বৃহস্পতিবার বিকালে মন্ডল গ্রুপের অর্থায়নে ও অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার পরিকল্পনা ও বাস্তবায়নে এ কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

    বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপনে আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী দেলখোশ প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ওসি (তদন্ত) নুরে আলম, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টার্ফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সদস্যববৃন্দ।

  • মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা কর্ণেল আবু তাহের বীরউত্তম স্মরণে সিরাজগঞ্জে আলোচনাসভা।

    মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা কর্ণেল আবু তাহের বীরউত্তম স্মরণে সিরাজগঞ্জে আলোচনাসভা।

    মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী যোদ্ধা কর্ণেল আবু তাহের বীরউত্তম স্মরণে সিরাজগঞ্জ বাসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃৃৃৃহস্পতিবার (২২ জুুলাই) বিকেলে বাসদের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সিরাজগঞ্জ জেলা বাসদ এর আহবায়ক কমরেড নব কুমার কর্মকারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ, এবং শ্রমিক নেতা নাসির উদ্দিন প্রমুখ।

    এসময় বক্তারা শ্রদ্ধার সাথে কর্ণেল আবু তাহের বীরউত্তমকে স্মরণ করে ৭১’র আত্ম কাহিনির কথা সবার সামনে তুলে ধরেন। নেতৃবৃন্দ তার জীবন সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পটভূমিতে রনাঙ্গনের সামনের সারির অন্যতম যোদ্ধা হিসাবে কিভাবে ভূমিকা রেখেছেন যুদ্ধ চলাকালিন সময়ে তার দিক নির্দেশনা নিয়েও আলোকপাত করেন।

    আলোচনায় নেতৃবৃন্দ কর্নেল আবু তাহেরের জীবন সংগ্রামে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

  • ঢাকার আশুলিয়ায় হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।

    ঢাকার আশুলিয়ায় হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।

    ঢাকা আশুলিয়ায় ২৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ খাদিজা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব – ৪। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ তিন হাজার নয়’শ পয়ষট্টি (৩৯৬৫) টাকা জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ২২ জুলাই ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব – ৪। এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

    আসামী মোছাঃ খাদিজা বেগম ঢাকা জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    র‍্যাব – ৪ জানান – বুধবার সকালে গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে লুকানো (২৬৪) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় – আসামী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। আটক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু।

    কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু।

    ঈদুল আযহার ছুটিতে বন্ধুরা মিলে আলাদা ভাবে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেল মুঁখোমুঁখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ ও ছাত্রদল নেতার মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন আরও তিন জন। তারা উভয়ে বন্ধু।

    আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ চট্টগ্রাম রেফার করেছেন।

    বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক এবং কক্সবাজার শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল(২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

    আহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

    হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ- পরিদর্শক মিজানুল হক জানান, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

    এ ঘটনায় মোটরসাইকেল দুইটির ৫ জন আরোহী আহত হন; তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

    কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ সহকারী পরিদর্শক রিপন চৌধুরী বলেন, আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ অফিসার রিপন।

    এদিকে সড়ক দূর্ঘটনায় রিফাত ও আসিফ চৌধুরী নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার জেলা জুড়ে।