Author: admin

  • আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

    আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

    বারবার আওয়ামী লীগ দলের শৃঙ্খলা অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের নারী বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

    শনিবার ২৪ জুলাই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

    এ সময় তিনি আরোও বলেন হেলেনা জাহাঙ্গীর তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবেই আমি জানি ও চিনি।ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটি মিডিয়া চ্যানেলও আছে,যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ও আছেন।

    এই সুবাদে উনাকে আমরা উপ-কমিটিতে রেখেছিলাম। কিন্তু উনি কি করছেন তা আমাদের জানাননি। তিনি চাকরিজীবী লীগ তৈরি করে তার নাম সভাপতি রেখেছেন।যা আমাদের নিয়মনীতির বাইরে।

    এ কারনে আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি,তাকে চিঠিও দেওয়া হয়েছে। উনি যেহেতু আমাদের দলীয় উপ-কমিটির নিয়মনীতি ভঙ্গ করেছে তিনি কি করছেন তা আমাদের জানানি।তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সদস্য পদ বাতিল করে দিয়েছি।

  • লক্ষ্মীপুরে লকডাউন বাস্তবায়নে পুলিশের ১৫ মামলা,২ লাখ টাকা জরিমানা।

    লক্ষ্মীপুরে লকডাউন বাস্তবায়নে পুলিশের ১৫ মামলা,২ লাখ টাকা জরিমানা।

    লক্ষ্মীপুরে প্রতিটি পাঁকা সড়কের মোড়ে মোড়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ সদস্যরা। একই সাথে নিবন্ধনহীন যানবাহন ধরতে অভিযান পরিচালনা করেন তারা।

    শনিবার সকাল থেকে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় ট্রাফিক বিভাগ, সদর থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

    এছাড়াও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এর নির্দেশেই এ অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌চ্ছে ব‌লে সং‌ল্লিষ্ট সূ‌ত্রে জানা যায়।

    ট্রাফিক সার্জেন্ট মামুন রশিদ বলেন, লকডাউন বাস্তবায়নে এবং নিবন্ধনহীন যানবাহন ধরতে আমাদের এ অভিযান। ইতিমধ্যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ২ লাখ টাকার মামলা করা হয়েছে এবং ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

  • ইসরাইলের বিপক্ষে খেলতে না চাওয়া সেই মুসলিম খেলোয়াড়কে শাস্তি।

    ইসরাইলের বিপক্ষে খেলতে না চাওয়া সেই মুসলিম খেলোয়াড়কে শাস্তি।

    ইসরাইলের অ্যাথলেটের বিপক্ষে খেলায় অংশ না নেওয়ায় আলজেরিয়ার সেই মুসলিম খেলোয়ার কেথি নুরিনকে শাস্তি দেওয়া হয়েছে। আলজেরিয়ার অ্যাথলেটের কেথি নুরিনের ওজন ৭৩ কেজি শ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল।

    কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে।পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরাইলের তোহার বাটবাল।কিন্তু নুরিন চান নি ইসরাইলের বিপক্ষে খেলায় অংশ নিতে।

    এ জন্যই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মুলত ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের নির্যাতনের প্রতিবাদ স্বরুপ এই সিদ্ধান্ত নিয়েছে নরিন।

    এমন সিদ্ধান্ত নেওয়ার পর নুরিন এবং তার কোচ আমের বিন ইয়াকলিফকে অলিম্পিক থেকে প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

    আলজেরিয়ান একটি টিভি স্বাক্ষাতকারে নুরিন বলেন অলিম্পিকে আসতে আমি অনেক সাধনা ও কষ্ট করেছি।কিন্তু ফিলিস্তিনের বিষয়টি ওই কস্টের চেয়ে অনেক বড় করে দেখেছি।

  • কলাপাড়ায় পাওনা টাকার শোকে মৃত্যু, লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান।

    কলাপাড়ায় পাওনা টাকার শোকে মৃত্যু, লাশ নিয়ে দেনাদারের বাড়িতে অবস্থান।

    পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনীল চন্দ্র দাস (৪০)।শুক্রবার রাত নয়টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে শনিবার সকাল নয়টা থেকে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করে তারা। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যেও সৃষ্টি করেছে।

    নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে আলীপুর বাজারে ভিটি দেয়ার কথা বলে আমার স্বামী সুনীল চন্দ্র দাসের কাছ থেকে আট লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। এনি এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিদেরা সালিশ করলেও টাকা পায়নি সুনীল দাস। পরে টাকার শোক সইতে না পেওে মূক্রবার রাতে তার মৃত্যু হয়।

    এ ব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, নিহত সুনীল জমি কেনার জন্য ইউসুফ মুসুল্লীকে টাকা দিয়েছিলো।

    এ নিয়ে আমরা সালিশ বৈঠক বসলেও টাকা ফেরত দেয়নি। আমার জানা মতে সুনীল অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। শনিবার সকাল থেকে নিহতের স্বজনরা লাশ নিয়ে ইউসূফ মুসুল্লীর বাড়ির সামনে অবস্থান করে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করছে ।

  • সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে ঈদের পর দ্বিতীয় দিনের লকডাউন।

    সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে ঈদের পর দ্বিতীয় দিনের লকডাউন।

    মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ‘লকডাউন বা কঠোর বিধিনিষেধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ‘অপ্রয়োজনেথ ঘরের বাইরে বের হচ্ছেন অনেকেই।

    শনিবার (২৪ জুলাই) সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে অতিবাহিত হচ্ছে তৃতীয় ঢেউয়ের লকডাউনের ২য় দিন।

    সরকারের বেঁধে দেওয়া দু’সপ্তাহের লকডাউনে দোকান পাট শপিং মল বন্ধ ছিল কিন্তু এদিকে ৮৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

    অনেকটা ঈদের আমেজে লোকজনকে অবাধে চলাচল করতে দেখা গেছে। এবং ঈদ উপলক্ষে কর্মস্থল ত্যাগ করে গ্রামের বাড়ীতে ঈদ করার জন্য এসে অনেকে আটকে পড়েছে।

    বিশেষ করে পাড়া মহল্লায় দেখা গিয়েছে প্রচন্ড ভীড় চা স্টলেও বসেও আড্ডায় ব্যাস্ত সবাই জেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। স্বাস্থ্যবিধি মানা প্রবণতা কম দেখা গিয়েছে। এছাড়াও

    বড় গণপরিবহন না চলাচল করলেও ছোট যানবাহন ঠিকই চলাচল করেছে। শহরের প্রবেশদ্বার গুলোতে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের সেভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

    এছাড়াও সেনাবাহিনী, র‍্যাব বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ন স্থান গুলোতে অবস্থান করতে দেখা গেলেও তারাও ছিলেন অনেকটা নির্বিকার। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধিনিষেধ অমান্য কারিদের জরিমানা করতে দেখা গিয়েছে।

  • চলনবিলের জলরাশি লকডাউন উপেক্ষা করে ঈদ আনন্দে মেতে উঠেছে।

    চলনবিলের জলরাশি লকডাউন উপেক্ষা করে ঈদ আনন্দে মেতে উঠেছে।

    সিরাজগঞ্জ চলনবিলের তাড়াশে লকডাউন উপেক্ষা করেও ঈদে নিজের মনকে ও পরিবারের সদস্যদের আনন্দ দিতে ছুটছে চলনবিলের জলরাশিতে। সরকারি কঠোর বিধিনিষেধ চলছে ২৩ জুলাই ভোর থেকে চললেও ঈদের আমেজে দর্শনীয় স্থান গুলোতে চলছে মানুষদের ভীড় । প্রশাসন বাধা দিলেও নানা কৌশলে ঈদের আনন্দ ভোগ করছেন জনগন।

    সরেজমিনে তাড়াশ উপজেলার চলনবিল  এলাকা কুন্দইল ও ৮নং এবং ৯ ব্রীজে  দেখা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে পড়ন্ত বিকেলে ভ্রমণ পিপাসু মানুষদের ভিড়। চলনবিলের মনোমুগ্ধকর মিষ্টি বাতাস, মেঘের ছুটে চলা ও পানির ওপর ঢেউয়ের দৃশ্য নজর কেড়েছে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের। প্রকৃতির সান্নিধ্য পেতে চলনবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তারা। ঐতিহাসিক চলনবিলের তাড়াশ, সিংড়া, গুরুদাসপুর, চাটমোহর, ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত বিলে এমনকি চলনবিল গর্ভে অবস্থিত গুরুদাসপুর উপজেলার বিলসা বিলের ব্রীজে, সিংড়ার ঘাসি দেওয়ান পীরের মাজার ও গুরুদাসপুরের খুবজীপুরের চলনবিল জাদুঘর পরিদর্শনে ছুটছে নৌকা নিয়ে।

    হাটিকুমরুল টু বনপাড়া মহাসড়কের  ৮নং এবং ৯ ব্রীজে ও মাকড়শোন  গ্রামে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকা সারি সারি সাজানো দেখে মনে হয়েছে এটা নৌকার মেলা। এই নৌকা কেউ বা সারাদিন,কেউ বা ১ ঘন্টা,কেউবা ৩/৪ঘন্টার জন্য ভাড়া নিয়ে ঘুরছে।এতে নৌকার ভাড়াও কম নয়।

    নৌকা নিয়ে বেড়ানো এক ব্যক্তি বলেন, ৯ নং ব্রীজে ১টা নৌকা  নিয়ে  ২০ থেকে ৩০মিনিট পর তাকে ভাড়া দিতে হয়েছে ৪শ টাকা। তার পরেও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের  আমেজ উপভোগ করছি এবং আনন্দ পেয়েছি।।

    চলনবিল অধ্যুষিত সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী বলেন, প্রতি বছরেই বর্ষা মৌসুমে চলনবিলের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ছুটে আসেন দুর-দুরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ। তবে এবার  লক ডাউনের কারনে ঈদের দিন ও ঈদের পরের দিন অন্যান্য বছরের তুলনায় লোকজনের ভীর কম ছিলো এবং ৩য় দিন অনেকটাই ভীড় কমে গেছে।

    মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল জানান, চলনবিলের বুক চিড়ে বয়ে যাওয়া হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের  ৯ নং ও ১০নং ব্রীজ এলাকায়  ঈদের ২ দিন ভীড় ছিলো। প্রশাসনের ভূমিকা থাকায় ৩য় দিন থেকে মানুষের ভীড় অনেকটাই কমছে।

  • রাজধানীর কামরাঙ্গীরচরে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রাজধানীর কামরাঙ্গীরচরে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রাজধানীর কামরাঙ্গীরচর নয়াগাঁও এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

    নিহতরা হলেন মা ফুলবাসি দাস(৩৫) ও মেয়ে সুমি দাস(১১)।এ ঘটনায় ফুলবাসি দাসের স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে।

    কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান শনিবার সকালে প্রতিবেশীদের সংবাদের ভিত্তিতে নিহতের বিষয়টি জানতে পেরে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে এবং নিহতের স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে গ্রেফতার করেছে।

    তিনি আরোও জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। কিন্তু কি কারনে কি ভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মুকুন্দ্রকে গ্রেফতার করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • নিত্য প্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান ৫টার পরিবর্তে ৩টার মধ্যে বন্ধের নির্দেশ-ইউএনও।

    নিত্য প্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান ৫টার পরিবর্তে ৩টার মধ্যে বন্ধের নির্দেশ-ইউএনও।

    বর্তমান করোনা পরিস্থিতিতে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সকল নিত্য প্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান বিকেল ৫টা পরিবর্তে বিকেল ৩টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

    জনস্বার্থে উপজেলার এসকল ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য উদার্ত আহ্বান জানান তিনি। শুক্রবার (২৩শে জুলাই) উপজেলার কুন্দারহাট মহা সড়ক ও বাজার এলাকায়, কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সাথে নিয়ে, ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কালে সাংবাদিকদের এই বর্তমান নির্দেশনার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

    এসময় তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীতে বাংলাদেশ ভয়াবহ সময় পার করছে। বর্তমানে বাংলাদেশে এই ভয়ংকর করোনা ভাইরাসের সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে তাতে এই মূহুর্তে আমাদের সবার কঠোর সতর্কতা অবলম্বন ছাড়া কোন উপায় নেই। দয়া করে এই করোনা ভাইরাসকে কেউ অবহেলা করবেন না। সরকার ঘোষিত কঠোর লকডাউন শুধুমাত্র এই ভয়ংকর করোনা ভাইরাস থেকে আপনাদের কে রক্ষা করার জন্য এবং আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য।

    এই ভাইরাস থেকে নিজে রক্ষা পেতে পরিবারের সদস্যদের রক্ষা করতে দয়া করে নিজ দায়িত্বে এই ১৪দিন সরকারি নির্দেশনা মেনে চলুন। অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না।

    অবশ্যই বাধ্যতা মূলক মাক্স পড়বেন এবং সামাজির দূরুত্ব বজায় রাখবেন। প্রয়োজনে বাহিরে গেলে বাসায় ফিরে সবার আগে সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করে পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। সর্বপরি করোনা প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলবেন। আপনাদের জন্য বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনার টিকার ব্যাবস্থা করেছেন, আপনাদের নিজের প্রয়োজনে এই টিকা গ্রহন করুন এবং পরিবারের সদস্যদের এই টিকার আওতায় আনুন।

    বর্তমান সময়ে নন্দীগ্রাম উপজেলায় যে ভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে তাতে আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক না হলে নন্দীগ্রাম উপজেলা প্রসাশন কঠোর অবস্থানে যাবে বলেও উপজেলা বাসীর উদ্দেশ্যে হুসিয়ার বার্তা প্রদান করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

  • চলে গেলেন দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

    চলে গেলেন দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

    করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন দেশবরণ্য কণ্ঠ শিল্পী ফকির আলমগীর। ২৩ জুলাই শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার ছেলে মাশুক আলমগীর রাজিব।

    মৃত্যুর সময় এ সংগীত শিল্পীর বয়স হয়েছিলো ৭১ বছর। গণ সঙ্গীতে কিংবদন্তি শিল্পী ছিলেন ফকির আলমগীর।

    এ দেশে গণসঙ্গীতকে আলাদা করে পরিচিত করে তলেন তিনি।তার কণ্ঠে গণসঙ্গীত পেয়েছে ভিন্ন মাত্রা। তিনি শুধু গণসংগীত শিল্পীই ছিলেন তিনি ছিলেন একজন পপ গায়কও।

    ৭১’র মুক্তিযুদ্ধের পর যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রনাকে প্রকাশের জন্যই দেশ সংগীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলাবন্ধন ঘটিয়েছে ফকির আলমগীর ও তার সময়ের কয়েকজন শিল্পী। তখন থেকে তারা শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান।

    বাংলা পপ গান বিকাশেও ফকির আলমগীরের বিশেষ অবদান রয়েছে। তার গাওয়া “সান্তাহার জংশনে দেখা” “মন আমার দেহ ঘড়ি সন্ধান করি”,”বনমালী তুমি” “মায়ের একধার দুধের দাম” “কালো কালো মানুষের দেশ” উল্লেখযোগ্য আরোও জনপ্রিয় গান তিনি আমাদের জন্য রেখে চলে গেলেন।
    “ও সখিনা” গানটি ১৯৮২ সালে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে সম্প্রচারের পর দর্শকদের মধ্যে সারা ফেলে। এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছিলেন তিনি।

  • গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গোবিন্দগঞ্জে মদপানে ২ যুবকের মৃত্যু এ ঘটনায় আরোও ৫ যুবক আহত।

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদপানে সোহাগ ও সৈকত নামের ২ যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় ৫ যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতরা হলেন তৌফিকুজ্জামান সৈকত(৩০) ও মেহেদী হাসান সোহাগ(৩২)। এদের মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১ টার সময় বগুড়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত ১০ টার সময় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সৈকতের মৃত্যু হয়।

    সৈকত চক গোবিন্দগঞ্জ ঝিলপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সোহাগ গোবিন্দগঞ্জ পৌরশহরের চক গোবিন্দ পাঠানপাড়া গ্রামের আলমগীর হোসেন প্রধানের ছেলে।
    বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)তাইজুল ইসলাম।তিনি জানান দুই যুবকের মৃত্যুর কারন জানার জন্য পুলিশ তদন্ত করছে। তবে এ পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
    স্থানীয়দের মাধ্যমে জানা গেছে সৈকত ও সোহাগ বৃহস্পতিবার রাতে দু’জন এক সাথে মদপান করেন।মদপানের প্রায় দু’ঘন্টা পর তারা অসুস্থ্য হয়ে পড়েন।