Author: admin

  • কলাপাড়ায় হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা।

    কলাপাড়ায় হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা।

    পটুয়াখালীর মহিপুরে বাবার কাছে হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান ও রাগ করে মায়ের ওড়না পেচিয়ে ছেলে সোহাগ বেপারী আত্মহত্যা করেছে।

    রবিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সোহাগ বেপারী (২২)। নিহত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা।

    পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

    প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফঁাস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।’

  • উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    উল্লাপাড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার নতুন পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাইয়ান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটেছে। রাইয়ান একটি স্থানীয় বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    জানা গেছে, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার গ্রামের বাড়ী উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাইয়ান বন্ধুদের সাথে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

    এ সময় রাইয়ানের বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে গভীর পানি থেকে স্বজ্ঞাহীনভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন জানান, কিশোর রাইয়ান সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। রাইয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

  • তেলপাম্প মালিককে মারপিটকারীদের গ্রেফতার দাবিতে জ্বালানীতেল পরিবহণ বন্ধের ডাক।

    তেলপাম্প মালিককে মারপিটকারীদের গ্রেফতার দাবিতে জ্বালানীতেল পরিবহণ বন্ধের ডাক।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্টেশনের মালিক ও পরিচালককে মারপিটকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরাঞ্চলে আগামি ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানী তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ডাক দেয়া হয়েছে।

    উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউশন এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগ গত ২৩ জুলাই এক যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

    সভায় প্রশাসনকে সন্ত্রাসীদের গ্রেফতারে আগামি ১ আগষ্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে তা না হলে ২ জুলাই সোমবার অর্ধবেলা ধর্মঘট ও ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্ট্রেশনে দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় সন্ত্রাসী গাড়িতে জ্বালানী তেল নিয়ে টাকা না দিয়েই চলে যায়। পেট্রোল পাম্পমালিক আলহাজ্ব সোলায়মান হোসেন তাদের কাছে বকেয়া টাকা চাইলে তারা হুমকি দেখায়। এরপর গত ১৯ তারিখ বিকেলে সন্ত্রাসীরা পেট্রোলপাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে ১ লাখ টাকা লুটে নেয়াসহ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

    এ ব্যাপারে আলহাজ সোলায়মান হোসেন শাহজাদপুর থানায় মিন্টু মোল্লা, হামিদ মোল্লা, মোঃ নুর তাজেল মোল্লা, আলতাফ মোল্লাসহ ৭ জনের নামে জিডি করেন।এ জিডি প্রত্যাহার করতে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিলেও তিনি অস্বীকৃতি জানায়।

    এরপর গত ২৩ জুলাই সশস্ত্র সন্ত্রাসীরা পাম্প অংশীদার কাম পরিচালক আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

    এ সময় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। সন্ত্রাসীরা আব্দুল মান্নানের ভাই পাম্প অংশিদার আলহাজ সোলায়মান হোসেনকেও রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলা হলেও শাহজাদপুর থানা পুলিশ অসামীদের গ্রেফতার না করায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংশ্লিষ্ট সংগঠন এ কর্মসুচির ডাক দিয়েছে।

  • সুপারস্টার নেইমারের সাথে বার্সেলোনা নতুন চুক্তি করে ঝামেলার অবসান।

    সুপারস্টার নেইমারের সাথে বার্সেলোনা নতুন চুক্তি করে ঝামেলার অবসান।

    পিএসজির সুপারস্টার নেইমারের সাথে নতুন করে৷ চুক্তি করছে বার্সেলোনা।২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনার সাথে নেইমারের একটি ঝামেলা চলছিলো।একে অপরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন।

    হুয়ান লাপোর্তা বার্সার সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে নেইমারের সাথে চুক্তি করেছিল।যে চুক্তির আলোকে দু’পক্ষই আদালত থেকে নিজেদের মামলাগুলো তুলে নেবে।

    সোমবার রাতে বার্সেলোনার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় কেউ কারুর বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল এন্ড লেবার কোর্টে যে মামলাগুলো পেনডিং আছে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

    বার্সেলোনার দাবি করছে তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাবেন। অন্যদিকে বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো দাবী করে নেইমার আদালতে মামলা করেছেন। অবশেষে চুক্তির মাধ্যমে সেই দীর্ঘদিনের ঝামেলার অবসান হলো।

  • সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌরশহরে যুবকের লাশ উদ্ধার !

    সিরাজগঞ্জ শাহজাদপুরের পৌরশহরে যুবকের লাশ উদ্ধার !

    সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরশহর এলাকা থেকে সোহেল রানা (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার সময় পৌরশহর এলাকার পুকুরপাড় মহল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা ওই মহল্লার মৃত আসাব আলীর ছেলে।

    স্থানীয়রা জানায়, রোববার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে যান। এ সময় শাহজাদপুর পৌর কাউন্সিলর নাজমুল হাসান ও তার ভাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুর সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাউন্সিলর নাজমুলসহ তিনজন মিলে সোহেল রানাকে মারপিট করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌছে দেয়। সোমবার দুপুরে তার অবস্থার আরো অবনতি হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান।

    শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে নিহতের লাশ সোমবার রাতে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
    নিহতের লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার ২৭ জুলাই সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ডান হাতে আচরের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

  • দেশের সকল মানুষকে টিকা ও মাস্ক পরতে বাধ্য করতে হবেঃতোফায়েল আহমেদ।

    দেশের সকল মানুষকে টিকা ও মাস্ক পরতে বাধ্য করতে হবেঃতোফায়েল আহমেদ।

    আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সকল মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে।

    সোমবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।

    ওই বৈঠকে তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ উল্লেখ করে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর কারও পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেমনি টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।

    এ সময় স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সকল মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে। এ ছাড়া ভোলায় ব্যাপক করোনা আক্রান্ত বেড়ে যাওয়া রোধ করতে নিষিদ্ধ ট্রলারযোগে ভোলায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তোফায়েল আহমেদ।

    একই সঙ্গে ভোলা হাসপাতালকে দালাল মুক্ত রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনা ইউনিটে বহিরাগত সহ ভিজিটরদের প্রবেশ বন্ধ রাখা, করোনাকালীন শিক্ষার্থীরা ঘরে থাকার সুযোগে যাতে বাল্য বিয়ে না হয়, এমন নানা প্রদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে।

    ওই সভায় জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আশ্বাস দেন।

  • বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    বেলকুচিতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ নারীর মৃত্যু,৪ জন আহত।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর কবরস্থান সংলগ্ন ওয়াবদায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।

    সোমবার (২৬ জুলাই) দুপুরে অটোভ্যানটি মুকন্দগাতী থেকে সয়দাবাদের দিকে আসছিলো অন্যদিকে ঘাতক ট্রাক মুকুন্দগাঁতীর দিকে যাওয়ার পথে রাজাপুর কবস্থান সংলগ্ন ওয়াবদায় এলাকায় এ সড়ক দূর্ঘনা ঘটে।

    নিহত অটোভ্যানের যাত্রী শাহানা বেগম(৩৫) মুকুন্দগাঁতী গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মোকবেল হোসেন(৪২)গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

    অপরদিকে অটোভ্যান চালকসহ ২ জনের পরিচয় এখন পর্যন্তও মেলেনি, ট্রাকের হেলপার সায়দাবাদ গ্রামের শহিদ মন্ডলের ছেলে উজ্জ্বল (১৮) গুরুতর আহত হওয়ায় তাদেরকেও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ট্টাক ড্রাইভার তখনই পালিয়ে গেছে বলে জানা যায়।

    বেলকুচি সার্কেল এসপি সিদ্দিক আহমেদ জানান, মৃত শাহানা বেগম ঘটনা স্থলেই মারা যায়, তার স্বামী সহ আরও ৩ জন গুরুতর আহত তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে, ট্রাকটি আটক করা হয়েছে তবে ড্রাইভার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

  • র‍্যাব-১২’র পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‍্যাব-১২’র পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় র‍্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইলের ঘাটাইল থানার জামালপুর (দক্ষিনপাড়া) গ্রামে মনিরুল ইসলামের বসত বাড়ীর পশ্চিম দুয়ারী টিনসেড ঘরের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০(নয়শত নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৮০০০/-(আট হাজার) টাকা জব্দ করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন ঘাটাইল থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মনিরুল ইসলাম(৩৪) ও একই থানার চৈথট্র গ্রামের সালাম সরকারের ছেলে জাহিদুল ইসলাম(২৬)।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৬ জুলাই সোমবার সকাল সোয়া ৬ টার সময় র‍্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিন পাশের্ব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিণ খাজিরাথাক গ্রামের রিয়াজুল ফকিরের ছেলে জুয়েল রানা(২৪) ও গাজীপুরের জয়দেবপুর থানার হুড়াপাড়া বেগমপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রাশেদুল ইসলাম(২৫)।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১০(ক) ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

  • সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ইজিবাইক শ্রমিকদের নগদ অর্থ বিতরণ।

    সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ইজিবাইক শ্রমিকদের নগদ অর্থ বিতরণ।

    সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ২’শতাধিক ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে সোমবার (২৬জুলাই)সকালে অফির্সাস ক্লাব ইজিবাইক শ্রমিকদের মাঝে নগদ অর্থ তুলে দেন, অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

    এ সময়ে উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,মোঃ রেদওয়ান আহমেদ রাফি,মোঃ আফিফান নজমু, পরাগ সাহা,মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।

    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে,মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে টিকা নিতে হবে।এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • যে কারণে সালমান ক্ষমা চাইলেন সুনীল শেঠির মেয়ের কাছে।

    যে কারণে সালমান ক্ষমা চাইলেন সুনীল শেঠির মেয়ের কাছে।

    সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। হয়তো এখনো সে ভাবে কেউ তাকে চেনেন না। তবে আথিয়া নামের পর শেঠি পদবি থাকার কারনে অনেকেই বলবেন-হ্যা তার সম্পর্কে জানি,তাকে চিনি।সে বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে।

    আর সে কারণে আথিয়ার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বলিউডের সুপার হিট নায়ক সালমান খাঁন। অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। তবে এমন কিছুও ঘটে যায়নি যে সালমান খাঁনের মতো সুপারস্টার নায়ক তার তুলুনায় ওই পুচকে মেয়ের কাছে দু’হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইবেন।

    ঘটনা হলো সালমান খাঁনের বড় ভাই আরবাজ খাঁনের চ্যাট “শো” পিঞ্চ সিজন ২থ-এর। ওই শোতে এক পর্যায়ে ৩ জনের নাম উল্লেখ করে সলমানকে প্রশ্ন করেন আরবাজ!এদের মধ্যে কাকে ফলো করোনা তুমি? ক্যাটরিনা কাইফা,সংগীত বিজলানি ও আথিয়া শেঠি? এখানে একটু চিন্তা করে সালমান প্রশ্নের উত্তরে বললেন সংগীত বিজলানি।

    এ সময় সালমানের বড় ভাই আরবাজ তার ভূল শুধরে দেন। শুধরানো উত্তরে বলেন উহু সংগীতা নয়,বরং আথিয়া শেঠিকে ফলো করোনা তুমি।বড় ভাই আরবাজ এ কথা বলার সাথে সাথে সালমান সবার সামনে দু’হাত জোড় করে আথিয়া শেঠির কাছে ক্ষমা চাইলেন বলিউডের সুপার হিট নায়ক সালমান খাঁন।