Author: admin

  • ৮ আগষ্ট থেকে শুরু হবে ১৮ বছর বয়সীদের টিকাদানের নিবন্ধন।

    ৮ আগষ্ট থেকে শুরু হবে ১৮ বছর বয়সীদের টিকাদানের নিবন্ধন।

    ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য টিকাদানের জন্য রেজিষ্ট্রশন শুরু করা হবে আগামী ৮ আগষ্ট থেকে।

    এই তথ্য নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার ২৯ জুলাই টিকা নেয়ার বয়স সর্বনিম্ম ২৫ বছর নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী টিকা গ্রহনকারীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।করোন সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাচ্ছে। একই প্রক্রিয়ায় এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ বছর।

    এ ব্যাপারে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান ৮ আগষ্ট থেকে যাদের বয়স ১৮ বছরের উার্ধ্বে হবে উল্লেখিত তারিখ থেকে তাদের রেজিষ্ট্রেশন শুরু হবে। যাদের ভোটার আইডি কার্ড আছে তারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন।আর যাদের (এনআইডি) কার্ড নেই তারা সরাসরি সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

    এনআইডি কার্ড ছাড়া রেজিষ্ট্রেশনের সময় অবশ্যই স্ব স্ব ইউনিয়ন, পৌরসভা,ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র সাথে নিয়ে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

  • কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ;ছাত্রলীগ নেতার কব্জি কর্তন।

    পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করেছে।

    বুধবার রাত নয়টায় তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুলের  ভাই রায়হান(২৫) গুরুতর আহত হয়েছে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে প্রথমে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক  আহত রাকিবুল জানান, বুধবার রাত নয়টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বত্ত। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

    এ ব্যাপারে আহত রায়হানের মামা মমিন বিশ্বাস জানান, দু’বছর আগে রাকিবুল রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করে। এ নিয়ে একটি মামলা পটুয়াখালী জেলা আদালতে চলমান। ওই মামলা প্রত্যাহারের জন্য রায়হানকে চাপ দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করায় রাকিবুল তার বাহিনী নিয়ে রায়হানকে বুধবার সন্ধ্যায় কুপিয়ে গুরুতর জখম করেছে।

    এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইনুল হাসান বলেন, রাকিবুল ও রায়হান দু’জনের অবস্থাই গুরুতর। এদের দু’জনকেই তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • কোকাকোলা ফাউন্ডেশনও ড্যানিশ রেডক্রিসেন্টের মাস্ক ও স্যানিটাইজার হস্তান্তর।

    কোকাকোলা ফাউন্ডেশনও ড্যানিশ রেডক্রিসেন্টের মাস্ক ও স্যানিটাইজার হস্তান্তর।

    মহামারি কারোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলার জন্য কোকাকোলা ফাইন্ডেশন ও ড্যানিশ রেড ক্রিসেন্ট “এর সহায়তায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে সিভিল সার্জন ও সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির নিকট মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল১১টার দিকে সিরাজগঞ্জ সিভিলসার্জন কার্যালয়ের সামনে উল্লেখিত করোনা প্রতিরোধ সামগ্রী হিসাবে ৫’হাজার মাস্ক ও ৫’শ হ্যান্ডস্যানিটাইজার সিভিল সার্জন ডাঃ রামপদের নিকট এবং বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারাজুল ইসলামের নিকট ২’শত মাস্ক ও ২’শ ২০টি হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন – বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান।

    এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা তাজুল ইসলাম তাজসহ অন্যান্য কর্মকর্তাগণ ও সিরাজগঞ্জ যুব রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোছাঃ শাপলা খাতুন ও তার টিম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের একাংশ উপস্থিত ছিলেন ।

  • ভুয়া প্রতিবন্ধী সংস্থার নামে শিবগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

    ভুয়া প্রতিবন্ধী সংস্থার নামে শিবগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

    বগুড়ার শিবগঞ্জে মেঘনা ভূয়া প্রতিবন্ধী সংস্থার নামে সংঘবদ্ধ এক প্রতারক চক্র কর্তৃক লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    অনুসন্ধানে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বেলতলী বাজারে তথাকথিত একটি অফিস তৈরী করে এলাকার সহজ-সরল প্রতিবন্ধী নারী-পুরুষদের টার্গেট করেন মেঘনা প্রতিবন্ধী সংস্থার নামে মোঃ মুক্তার হোসেন নিজে সভাপতি হয়ে প্রায় ৩’শ প্রতিবন্ধীদের কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে সদস্য তৈরি করেন। প্রথমে কথা ছিলো প্রতিবন্ধী সদস্য হতে শুধু ৫০ টাকা ভর্তি ফি দিতে হবে। কিন্তু সদস্য করে বিভিন্ন কৌশলে হাতিয়ে নেন টাকা। ভর্তি করে প্রত্যেককে দেওয়া হয় বাজারের ২টাকা দামের পাশ বহি। প্রতি সপ্তাহ ও মাসে সদস্যদের কাছ থেকে আদায় করা হয় ৫০-থেকে ১’শ টাকা।

    এখানেই শেষ নয়, প্রতারক মোঃ মুক্তার হোসেনের থাবা পড়ে প্রতিবন্ধী স্মার্ট কার্ড দেওয়ার নামে সদস্য প্রতি নেওয়া হয় ৩’শ টাকা করে। প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার নামে প্রতি সদস্যের নিকট থেকে ১ হাজার করে টাকা আদায় করেছে। এভাবে ৩’শ প্রতিবন্ধী সদস্যদের জিম্মি করে প্রতারক মোঃ মুক্তার হোসেন হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

    অনুসন্ধানে আরোও জানা যায় কিচক ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী যারা অনেকেই পঙ্গু ও বাকপ্রতিবন্ধী।

    তাদের বেশিরভাগ পেশা ভিক্ষাবৃত্তি। তারপরেও এদের কাছ থেকে প্রতারনা করে টাকা গুনতে প্রতারক মুক্তারের হৃদয় কাঁপানি। আর এই প্রতারনা চালিয়ে যাচ্ছেন প্রায় ১থেকে দেড় বছর ধরে।

    মুক্তার হোসেনের দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে সুবিধা না পেয়ে সম্প্রতি করোনা ভাইরাসে কর্মহীন অনেকেই টাকা ফেরত চান। এরপর মুক্তার হোসেনের শুরু হয় তালবাহানা। কে? এই মুক্তার হোসেন! মুক্তার হোসেন এর বাড়ি কিচক হরিপুর গ্রামে। তিনি নিজেও একজন প্রতিবন্ধী সুবিধাভোগী। সে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকর্মী। ঘুষ জালিয়াতির কারনে একাধিক পরিষদ থেকে তিনি চাকুরি হারিয়ে এখন এই পরিষদের কর্মী।

    প্রতিবন্ধী শাহাজুল নামে এক ব্যক্তি টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই বিষয়টি জানাজানি হয়। পরে মুক্তার হোসেন প্রতিবন্ধীদের গচ্ছিত(জমানো) টাকা ফেরত দেওয়ার নামে অনেকের পাশ বহি ডকুমেন্ট জমা নেয়। পরে ভুক্তভোগীরা মুক্তার হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলেও মুক্তার হোসেন তালবাহানা করে এড়িয়ে চলেন। তখনই তারা বোঝেন এটা সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান। তাই তারা টাকা ফেরত চান।

    প্রতিবন্ধী মুঞ্জু মিয়া, তাহেরা বেগম, আলেমন বিবি, মনিকা বিবি, ওলেদা ও ছফুরা বিবি জানান, মেঘনা প্রতিবন্ধীর সভাপতি মুক্তার হোসেন আমাদের বিভিন্ন সুবিধা দেখিয়ে জমাকৃত বহি দিয়ে টাকা নিয়েছে। আমরা আমাদের দেওয়া টাকা ফেরত চাই। তারা এই প্রতারকের বিচার চায়।

    একই দাবীতে কিচক হরিপুর হিন্দু মালিপাড়ার হিন্দু সম্প্রদায় মেঘনা প্রতিবন্ধী সংস্থার সদস্যরা। তারাও টাকা ফেরতের চেষ্টায় করছেন। ভুক্তভোগী নারী-পুরুষরা টাকা ফেরত চেয়ে বিক্ষোভ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

    এ ব্যাপারে মেঘনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ মুক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সমিতির সঞ্চয় গ্রহণ করা হয়েছে স্বীকার করে বলেন অন্যকোন সুবিধা দেওয়ার কথা কাউকে বলা হয়নি। তিনি পত্রিকায় নিউজ না করার জন্য এ প্রতিবেদকে অনুরোদ করেন।

    এ ব্যাপারে কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী জানান, বিষয়টি আমি শুনেছি এবং এ ধরনের কাজ না করতে মুুক্তার হোসেনকে নিষেধ করেছি৷ বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

  • তাড়াশে ইউএনও’র নজরদরিতে বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল।

    তাড়াশে ইউএনও’র নজরদরিতে বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল।

    সিরাজগঞ্জের তাড়াশে ইউএনও’ র নজরদারিতে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল বাড়ানো হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র সদস্যদের নিয়ে উপজেলার তাড়াশ পৌরসভার সদর বাজারে টহল দিয়ে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।

    জানা গেছে সারাদেশে সরকার স্বাস্থ্য বিধি রক্ষায় যখন লকডাউন বাস্তবায়ন করতে সরকারের কঠোর নির্দেশনা দিচ্ছে তখন জনসাধারণ অমান্য করে,স্বাস্থ্য বিধি রক্ষা না করে ,বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়া বিষয়ে তিনি জনগনকে সচেতন করতে এই টহল চলমান রেখেছেন।

    মুখে মাস্ক পরার জন্য ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে সচেতন করছেন। সরকারী বিধি না মেনে দোকান খুলে রাখার দায়ে ২জনকে ভ্রাম্যমাণ দিয়ে ৭শ টাকা জরিমানা করেছেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, ‘কোভিট ১৯’ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সকল কর্মসুচি বাস্তবায়ন করতে এ টহল অব্যাহত থাকবে।

  • উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    উল্লাপাড়ায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া খাতুন(২৫) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।

    জানা যায় উপজেলার নাগরৌহা গ্রামের মৃত কাশেম ব্যাপারির ছেলে মুদির দোকান ব্যবসায়ী হেলাল উদ্দিন ৮ পূর্বে প্রেমের সম্পর্কে জেলার শাহজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের তাইজুল ইসলামের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। তানিয়া সাথে হেলাল উদ্দিনের দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর তানিয়া জানতে পারে তার স্বামীর ১ম স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে।

    তার পরেও মেয়েদের বিয়ে একটাই হয় ভেবে সতিনের সংসার করা শুরু করে। বিয়ের ২/১ মাস পরে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।স্ত্রীর অজুহাতে উল্লাপাড়া পৌরশহরে শ্যামলী পাড়া কাদের খাঁ বিল্ডিং এর পূর্ব পাশে চিলেকোঠার ৫ তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। এখানেও শুরু হয় ঝগড়া বিবাদ।বিয়ের বছর না ঘুরতে আত্মহত্যার নামে মৃত্যুর পথ বেছে নিল তানিয়া।হঠাত ২৮ জুলাই বুধবার সন্ধার পর নিজ কক্ষে স্বামী হেলাল উদ্দিনের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে দেখে তার স্ত্রী তানিয়ার গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এতে তার মৃত্যু হয়।প্রতিবেশিরা বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় অবগত করেন।

    তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায় এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত ভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

    এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর নিশ্চিত করে বলা যাবে কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে।আপাততো থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • করোনা মোকাবেলায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ পার্লস অক্সিমিটার দিলেন-এমপি জয়।

    করোনা মোকাবেলায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ পার্লস অক্সিমিটার দিলেন-এমপি জয়।

    মহামারি করোনা দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষের জীবন ও জীবিকা সংকটাপন্ন। একের পর এক শনাক্ত ও প্রাণহানির রেকর্ড গড়ছে।

    ঠিক সেই মুহূর্তে বিশ্ব মানবতার জননী সফল প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবতার সেবায় নিবেদিত প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য উত্তরসূরি সিরাজগঞ্জ-কাজিপুরবাসির অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরবাসির কল্যাণে ও করোনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

    তিনি এই বৈশ্বিক মহামারিতে গরীব-অসহায়, সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কাজিপুরের সর্বস্তরের মানুষের করোনা মোকাবেলা করতে, করোনারোগিদের চিকিৎসা সহজিকরণ করতে,করোনা রোগীর অক্সিজেন অবথা নির্নয় করতে ৫ টি অক্সিমিটার দিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    বুধবার ২৮ই জুলাই সকালে এমপি তানভীর শাকিল জয়ের ব্যক্তিগত অর্থায়নে এবং দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের নিকট এগুলো হস্তান্তর করেন ।

    ডাক্তার মোমেনা পারভীন জানান , এখন থেকে কাজিপুরের করোনারোগিদের চিকিৎসার জন্য সহজ হবে। করোনারোগিদের এখন থেকে অক্সিজেন সিচুয়েশন তথা অক্সিজেনের মাএা বা অবস্থা এ ডিভাইস বা যন্ত্রের সাহায্যে নির্নয় করা যাবে।ইতোপূর্বে এটা ছিলো না। যা করোনা রোগিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়, মেডিক্যাল অফিসার ডাক্তার লুবনা, ডাক্তার তাসনোভা এবং দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। এ উদ্যোগের জন্য এমপি জয় মহোদয় কে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ডাক্তার মোমেনা পারভীন ধন্যবাদ ও অভিনন্দন জানান।

  • সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দরিদ্রদের খাবার বিতরণ।

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দরিদ্রদের খাবার বিতরণ।

    বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে রানী গ্রাম বাজার এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৫’শ প্যাকেটকৃত খাবার বিতরণ করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম ( সজল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার পেকেট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান (ভারপ্রাপ্ত) সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।

    সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জেহাদ আল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইমেলদা হোসেন দীপা,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন,মোঃ নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন,যুগ্ন- সাধারন সম্পাদক বিজয় কুমার দত্ত(অলক)জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ জাকিরুল ইসলাম (লিমন)সদর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমীন তালুকদার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগে সদস্য শেখ সাইফুল্লাহ ( সাদী) পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল হাসান,সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম (রাজু) সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর পর সন্ধায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠান আয়োজন করে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক
    লীগ।

  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জীবন জীবিকার তাগিদে ঝুঁকিতে যাত্রী পারাপারে ব্যস্ত।

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জীবন জীবিকার তাগিদে ঝুঁকিতে যাত্রী পারাপারে ব্যস্ত।

    করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষ জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে জীবনে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ব্যস্ত হয়ে পড়েছে।

    ২৮ জুলাই বুধবার উপজেলার প্রশাসনের বাধা উপেক্ষা করে সকাল থেকেই স্বাস্থ্যবিধি না মেনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি পণ্যসেবা গাড়ির সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে ফেরিতে। ঢাকা-খুলনা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে।পারাপারে যাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি।

    এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানান, দৌলদিয়া-পাটরিয়া নৌরুটে জরুরী সেবার যানবাহন পারাপারের জন্য ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে। জরুরী সেবার গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে, এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যথাযথ কারণ ও প্রমান ছাড়া ফেরির টিকেট দেয়া হচ্ছে না।

    দৌলতদিয়া নৌরুটে বিআইডব্লিউটিএ’র সহকারি কারিগরি প্রকৌশলী পাপ্পু কুমার প্রামাণিক জানান ,৫ টি ঘাট সচল রয়েছে। বাকি দুটি ঘাটে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সবকটি ঘাট সচল রাখার আমরা বিআইডব্লিউটিএ’র লোকজন চেষ্টা করছি।

    দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্নাফ হোসেন আমারজমিনকে জানান জরুরি প্রয়োজনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যে সকল যাত্রী পারাপার হচ্ছেন তাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে নৌ পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।

  • লক্ষ্মীপুরের মরিয়ম ভিক্ষাপেশা ছেড়ে দিয়ে ছোট ছেলে মেয়ের বই বিক্রি।

    লক্ষ্মীপুরের মরিয়ম ভিক্ষাপেশা ছেড়ে দিয়ে ছোট ছেলে মেয়ের বই বিক্রি।

    লক্ষ্মীপুরের মরিয়ম ভিক্ষাপেশা ছেড়ে দিয়ে ছোট ছেলে মেয়েদের বই বিক্রি করে সংসার জীবনের হাল ধরেছে।লক্ষ্মীপুরে রায়পুর সরকারি হাসপাতালে গেইটের সামনে দাঁড়িয়ে ১২ বছর বয়সের মরিয়ম জৈনিক লুঙ্গির পরিহিত এক ব্যক্তির কাছে শিশুদের বই বিক্রির সময় আমারজমিন প্রতিবেদককে বলেন আমি ক’দিন আগে ভিক্ষা পেশা ছেড়ে বই বিক্রির পেশা বেছে নিয়েছি। কৌতুহল হয়ে আমি একটা বই কিনতে চাইলাম।বইয়ের দাম করতেই বইয়ের দাম দ্বিগুণ দাম চাইল।
    আমি তাকে বললাম বইয়ের দাম এতো দাম চাও কেন? উত্তরে সে নরম কণ্ঠে সে বলল-কিনতেন না কিল্লাই-কন? চার দিন আগে ভিক্ষা করা ছাড়ি দি এহন বই বেইচতাছি। ধন্যবাদ দেন আর আমনে ১টা বই কিন্না নেন। তখন ৪০ টাকার বই ৭০ টাকায় কিনলে সে খুবই খুশি হয়।
    মঙ্গলবার দুপুরে রায়পুর সরকারি হাসপাতালের সামনে মরিয়মের সঙ্গে কথা হয় আমারজমিন পত্রিকার প্রতিবেদকের সে তার কষ্টের কথা বলে কেঁদে ফেলে বলে আমার চিকিৎসার জন্য ধনাঢ্য ব্যক্তি ও সরকারের কাছে সহযোগিতাও চেয়েছে।

    মরিয়ম জানায়, তার বাবার বাড়ি ফরিদপুর শহরে। আর আম্মার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকার ফকির বাড়ি। তারা দুইটি বোন ও একটি ভাই রয়েছে। সে সবার বড়। মরিয়ম পঞ্চম শ্রেণিতে পড়ে। তার খুব অসুখ (পায়ু পথে রক্ত ঝড়ে)। তার খুব কষ্ট হয়। তার মাকে কেউ সাহায্য দেয় না।মায়ে কইছে বাবার বংশে প্রথম ছেলে না হওয়ায় মাকে নানার বাড়িতে রাখি চলে গেছেন। আর ফিরে আসেন নাই। শুনেছি আব্বা আবার বিয়ে করেছেন। আমার মাও আরেক জনকে বিয়ে করেছেন। তিনি রিকশা চালান। ক’দিন আগে রিকশা চুরি হয়ে গেছে। এখন সবাই নানার বাড়িতে থাকেন। লকডাউনে স্কুল বন্ধ। ভিক্ষা করে যে টাকা পেতাম,তা দিয়ে ওষুধ কিনত আর ছোট দুই ভাই-বোনরে দিতাম।

    মরিয়ম আরও বলেন, শুক্কুরবার (চারদিন আগে) রায়পুর শহরের বড় মসজিদের সামনে দাঁড়াই আছিলাম। এক বেডা আহি আমার বলে, কিছু বই কিনি দেই। সেগুলো বেচি টাকা লই তোমার মারে দিও। ভিক্ষা করিও না। হেইদিন থাকি ভিক্ষা ছাড়ি দি এহন হাসপাতালের সামনে ও বাজারে হাঁটি হাঁটি বই বেচি। হত্তেকদিন ৭/৮ বই ৫’শ-৬’শ টেকা বেচি। ৩’শ-৪’শ টেকা লাভ হয়-হেই টেয়া মারে নিয়া দি। কিন্তু রাস্তার মইদ্দে বড্ডা হোলারা খারাফ কতা কয়। আর খুব ডর লাগে। কেও যদি আঁরে অসুখের টেয়া দিতো। তাড়াতাড়ি বালা অই যাইতাম। এ সময় এক ব্যক্তি মরিয়মকে কিছু টাকা দিয়ে ভাত খেতে বললে, সে টাকা নিয়ে চলে যায়।

    উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ভিক্ষুকমুক্ত উপজেলা গড়তে উপজেলা প্রশাসন ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিলেও কখনো বাস্তবায়ন দেখা যায়নি।

    এ বিষয়ে ইউএনও সাবরীন চৌধুরি বলেন, শিশু মরিয়মের আগ্রহের কথা শুনে ভালো লেগেছে। ভিক্ষা ছেড়ে দিয়ে শিশু বয়সে বই বিক্রি করছে। আমি হতবাক হলাম। তাকে সহযোগিতা দেয়া হবে।ভিক্ষুকমুক্ত কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবো।