Author: admin

  • সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    র‍্যাব-১২র মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শিমুল হক(১৯) নামের এক জন কে আটক করেছে।গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল হক(১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিম এর ছেলে।

    র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা জানান ০১/০৮/২০২১খ্রিঃ রাত্রী ০১.১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৩২০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ; আমন বীজতলা তৈরি বন্ধ।

    কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ; আমন বীজতলা তৈরি বন্ধ।

    পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা ।

    বক্তারা বলেনথ কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল,বিল নদী ,নালা পানিতে পানিতে টই-টুম্বর হয়ে আছে । মাছ শিকারের স্বার্থে এক শ্রেনীর মানুষ বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে । এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না । অপরদিকে, যে কৃষক বীজতলা তৈরী করেছে তাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ।

    এছাড়াও জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । বক্তারা এ বাঁধ কেটে অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

  • তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    তাড়াশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোটরসাইকেলে আহত।

    সিরাজগঞ্জের  তাড়াশে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

    ১ আগষ্ট রবিবার সকালে আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক তার নিজ মোটরসাইকেল চালিয়ে তাড়াশ বাজার থেকে আসার সময় বারোয়ারী বটতলায় দুর্ঘটনার কবলে পরেন।পরে  তাকে  উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    জানা গেছে তার বাম পায়ে প্রচন্ড আঘাত লেগে ভেঙ্গে গেছে। সে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি দলীয় নেতা কমর্ীসহ উপজেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

  • সিরাজগঞ্জের শাহজাদপুরে দূর্বৃত্তরা গুড়িয়ে দিল অসহায়ের বসতঘর।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে দূর্বৃত্তরা গুড়িয়ে দিল অসহায়ের বসতঘর।

    সিরাজগঞ্জের শাহজাদপুরের এক অসহায় পোশাক শ্রমিকের একমাত্র বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে একদল সন্ত্রাসী কোন রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে একটি টিনের ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায় একদল সসস্ত্র সন্ত্রাসী। চোখের পলকে সসস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাটের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী কর্মকান্ডে নিন্দার ঝড় বইছে ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ একদল লোক হাতুড়ি, কুড়াল, হাসুয়া, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় সুমন বেপারী নামের একজন নিরীহ পোশাক শ্রমিকের একমাত্র বসত ঘরে।

    মুহূর্তের মধ্যে ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়ে লুটপাট করে সন্ত্রাসী বাহিনী চলে যায়। সুমন বেপারী উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের মৃত আজাদ বেপারির ছেলে।

    সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর পরিবার ও এলাকার মুরুব্বি হাজী আমির হোসেন জানান, সুমন বেপারী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তার স্ত্রী প্রতিবন্দী সন্তান নিয়ে এই বাড়িতে বসবাস করে। সুমনের ওয়ারিশ সূত্রে পাওয়া ৫শতাংশ বাড়িতে একটি টিনের ঘর তুলে দীর্ঘকাল তারা বসবাস করে আসছে। হঠাৎই এই গ্রামের মৃত মখবেলের ছেলে হানিফ ওরফে হানি বাড়ির মালিকানা দাবী করে।
    আর এই দাবী করে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহজাদপুর থানার উপ সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    অপরদিকে নিরীহ মানুষের একমাত্র বসত ঘর এভাবে সন্ত্রাসী তান্ডব চালিয়ে ভাঙচুর চালানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দুর্বৃত্তদের শাস্তির দাবী করেছেন প্রশাসনের কাছে।

  • লক্ষ্মীপুরে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড।

    লক্ষ্মীপুরে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড।

    লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে সদর উপজেলার জকসিন বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন উপেক্ষা করার অপরাধে ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করে ১৭ হাজার টাকা অর্থদ করা হয়।

    শনিবার (৩১ জুলাই)সকাল ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।

    এ সময় দূরপাল্লার যাত্রী পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালকে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা।

    এ সময় মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধকল্পে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন লোকজন ও যানবাহন চলাচল করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া জকসিন বাজারের ১৬ জন অসহায় প্রতিবন্ধী ও নিন্ম আয়ের মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন। লকডাউন বাস্তবায়ন কল্পে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

     

  • সিরাজগঞ্জে এনডিপি এনজিও’র ৩০তম বার্ষিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জে এনডিপি এনজিও’র ৩০তম বার্ষিক সভা অনুষ্ঠিত।

    স্বাস্থ্যবিধি মেনে সিরাজগঞ্জ জেলার অন্যতম বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ৩০তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সংস্থার নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারপার্সন আলেয়া আকতার বানুথর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, এনডিপিথর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।

    শনিবার (৩১জুলাই-২০২১) সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়ীতে অবস্থিত এনডিপি’র প্রধান কার্যালয়ে – উক্ত সাধারণ সভায় গত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন এবং সংশোধিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন একইসাথে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বার্ষিক কর্ম-পরিকল্পনা এবং বাজেট পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়।

    বার্ষিক সভায় এনডিপিথর নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য যে, এনডিপি বর্তমানে বাংলদেশের ১৮টি জেলায় প্রায় ৮ লক্ষ আওতাভূক্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নে ৩৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

  • ঢাকার আশুলিয়ায় চিত্র সাংবাদিকের উপর হামলা-এ ঘটনায় আটক-২।

    ঢাকার আশুলিয়ায় চিত্র সাংবাদিকের উপর হামলা-এ ঘটনায় আটক-২।

    ঢাকার সাভারের আশুলিয়ায় এক “অনুমোদনহীন” বহুতল ভবনের সংবাদ সংগ্রহে করতে গেলে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক মনির হোসেন। এঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

    আহত চিত্র সাংবাদিক মনির হোসেন ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত মনির হোসেন সাভার উপজেলা সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত আছে।

    আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনে শুক্রবার ( ৩০ জুলাই ) বিকেলে হামলার এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রবিউল ( ৩২ ) ও আব্দুস সোবাহান ( ৪৫ )।

    চিত্র সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ধারণ হয়েছে সিসিটিভিতে। ফুটেজে ওই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিতের বিষয়টি স্পষ্ট হয়। দেখা যায় দলবদ্ধ হয়ে টেনাহিচড়ে ওই সাংবাদিককে মারধর করা হয়।

    মনির হোসেন জানান অবৈধভাবে নির্মিত নয়তলা ভবনের ছবি সংগ্রহের জন্য আমি সেখানে গেলে, ফুটেজ সংগ্রহের সময় কিছু বুঝে ওঠার আগেই ১০- ১২ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়।

    এসময় আমাকে গালিগালাজ ও কিলগুষি মারতে থাকে তারা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আমি প্রানে বাচি। এসময় পুলিশ দু’জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

    এবিষয়ে ভবনের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

    আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল্লাহ শিকদার জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সময় টিভির চিত্র সাংবাদিককে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

  • উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা দেওয়ার অপরাধে এক যুবক আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে সুমন(৩২)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সুমন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের আইনুল হক সরকার(আঞ্জুর)ছেলে।

    ৩১ জুলাই শনিবার বিকেলে উল্লাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষ্মিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোশাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন। এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

  • ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শনে জেলা পরিদর্শন কমিটি।

    ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শনে জেলা পরিদর্শন কমিটি।

    দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সাথে কথা বলেছেন জেলা মনিটরিং কমিটি। ৩১ জুলাই শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন করেন কমিটির সদস্যরা।

    পরিদর্শনে নেতৃত্ব দেন জেলা মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুল ইমাম চৌধুরী, সদস্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মুরাদ হোসেন,সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, জেলা পরিষদ সদস্য মো: কামরুজ্জামান,উপজেলা প্রকৌশলী রায়হানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: এনামুল হকসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।
    দিকে উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া ও দৌলতপুর তেলিপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরের বাসিন্দাদের খোঁজ খবর নেন মনিটরিং কমিটির সদস্যরা। পরে তারা দৌলতপুর ইউনিয়নের পানি নিস্কাশন ক্যানেল পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে কমিটির সদস্যরা উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় উপকারভোগীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শিঘ্রই সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন তারা।

    এসময় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিহীনদের জন্য এই ঘর নির্মান করেছেন। এই ঘর নির্মানে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও প্রকৃত ভুমিহীনরা যেন এই ঘর বরাদ্দ পান সে ব্যাপারে জেলা মনিটরিং কমিটি কাজ করছে। উপকারভোগীদের সাথে আমরা কথা বলেছি। যাদের অভিজ্ঞতার উপর বিবেচনা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা।

    এছাড়াও আগামীতে আমাদের মনিটরিংয়ের কার্যক্রম চলমান থাকতে। উল্যেখ: ফুলবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুস্থ্য অসহায় গৃহহীনদের মাঝে মোট এক হাজার ১টি ঘর বরাদ্দ দেয়া হয়।

  • সিরাজগঞ্জর তাড়াশে সন্তানে হাতে পিতা লাঞ্চিত।

    সিরাজগঞ্জর তাড়াশে সন্তানে হাতে পিতা লাঞ্চিত।

    সিরাজগঞ্জের তাড়াশে সন্তানের হাতে পিতা লাঞ্চিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামে।

    ৩০ জুলাই শুক্রবার ওই গ্রামের পিতা মানিক সরদার, ছেলে হাফিজুর রহমান (৪০) ও আব্দুল হান্নান (৩৫)’র হাতে লাঞ্চিত হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    থানার অভিযোগ সুত্রে জানা যায়, গোলায় গ্রামের মানিক সরদারের ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান কিছুদিন আগে পিতার নিকট থেকে জোড় করে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। তার পরেও ক্ষান্ত না হয়ে পিতার বসতবাড়ী তাদের নামে লিখে চাইলে পিতা মানিক সরদার তা দিতে অস্বিকার করেন।

    এ নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি হলে পুত্রদ্বয় পিতা মানিক সরদারকে গালি গালাজ করে। পিতা গালি গালাজ করতে নিষেধ করলে এ পর্যায়ে ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান মানিক সরদারকে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। পরে পিতাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে প্রাণ নাশের হুমকি দেয়। পিতা প্রাণের ভয়ে তাড়াশ থানায় পুত্রদ্বয়ের নামে অভিযোগ দায়ের করেন।