Author: admin

  • উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    উল্লাপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদক কারবরি আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মাদক কারবারিকে আটক করেছে।অপর দিকে র‍্যাব-১২ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

    মডেল থানার উপ পরিদর্শক ইব্রাহিম জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মাদক কারবারিকে আটক করে পুলিশ। মাদক কারবারিদের কাছ থেকে এ সময় ৫০ গ্রাম হেরোইন , ১’শ ১০ পিচ ইয়াবা , নগদ ৩ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    আসামিরা হলেন উপজেলার লাহিড়ীপাড়া গ্রামের আঃ হামিদের ছেলে নুরাল সরদার (৬০) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০), মোহনপুর মিলপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রতন মিয়া (২০), কয়ড়া হরিষপুর গ্রামের ইসহাক আলীর ছেলে জেল হক (৪০), মধুপুর গ্রামের আলী আকবরের ছেলে আবু সাঈদ (৫০), উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩০), চরসাতবাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহিম (২৫), বেতবাড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে ইমন সরকার (২২) ও  শাহজাদপুর উপজেলার গাড়াদহ চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান , উল্লাপাড়া মডেল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য , মাদক বিক্রির টাকা ও মোবাইল সেটসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

  • চৌহালীর বিনানই মরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন।

    চৌহালীর বিনানই মরা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন।

    সিরাজগঞ্জের চৌহালীর দক্ষিনাঞ্চলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় এক মাস ধরে প্রকাশ্যে অবৈধ ড্রেজার বসিয়ে বালু ব্যবসা চললেও স্থানীয়রা ভয়ে টু শব্দ করতে সাহস পাচ্ছে না। এতে হুমকির মুখে পড়েছে অসংখ্য বসত-বাড়ি, মসজিদ, কবরস্থান ও ফসলি জমি।

    স্থানীয়দের অভিযোগে জানা যায়, যমুনার ভাঙনে বিধ্বস্ত চৌহালী উপজেলার অবশিষ্ট অংশকে রাক্ষুসী যমুনার করালগ্রাস থেকে রক্ষায় সবাই যখন এক হয়ে কাজ করছে। ঠিক সে সময় বাঘুটিয়া ইউনিয়নের বিনানই, চর সলিমাবাদ ও ভুতের মোড় নদীর তলদেশ থেকে স্থানীয় একটি বালু দস্যু চক্রের নেতৃত্বে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মহৎসব।

    এদিকে চৌহালী উপজেলার কোথায় বালুমহালের নদী থেকে বালু উত্তোলনের অনুমোদিত নেই। তারপরও প্রভাবশালীদের ছত্রছায়ায় বাঘুটিয়া ইউনিয়নের বিনানই এলাকায় যমুনা নদী থেকে ড্রেজারসহ দেশীয় পদ্ধতিতে বালু তুলে বিভিন্ন বাসা বাড়ির খাল ভরাট করা হচ্ছে। এছাড়া ট্রাকে করে বালু বিক্রি হচ্ছে। এতে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

    আর বালু দস্যুদের নিকট থেকে প্রশাসনের কতিপয় ব্যক্তি নিচ্ছে অনৈতিক সুবিধা এমন অভিযোগ তুলেছে এলাকাবাসি।

    এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হাড়ানোদের নতুন আশ্রয় স্থল আবারও হুমকিতে পরার আশঙ্কা রয়েছে। কয়েক মাস আগে একই স্থানে অবৈধ ভাবে বালু তোলায় তৎকালীন ইউএনও ড্রেজার পুড়িয়ে ফেললেও আবারও নতুন করে চলছে বালুর রমরমা বালুর ব্যবসা।

    এ বিষয়ে বক্তব্য নিতে ড্রেজারের মালিকে মুনছুরের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তবে ড্রেজারে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, চরের মানুষের ভিটা বাড়ি ও খাল ভরাটের জন্য কিছু বালু তুলছি। এলাকার জনপ্রতিনিধি সহ সবাই অবগত।

    এ বিষয়ে অতিরিক্ত চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, চৌহালীতে কোন ইজারাকৃত বালু মহাল নেই। বিনানই এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়ে ফেসবুকে ছবি সহ একটি পোষ্ট দেখেছি। খুব দ্রুতই সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।অপর দিকে চৌহালী উপজেলা নদীর ঘাটে সরকারি বালু উত্তোলনের ড্রেজারের পসরা বসিয়েছে এক বালু ব্যবসায়ী ৷

  • সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির ভয় দেখিয়ে সাংবাদিক চকর মালিথার নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে রায়গঞ্জ চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

    মঙ্গলবার ( ৩ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌরশহর রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
    আটক সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম এ বিষয়ে রাত সাড়ে ৮টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি প্রদান করে। এই সুযোগে নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথার পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট মোবাইলে মোটা অংকের টাকা দাবী বরেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলে হুমকি দেন।

    পরে ওই সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যেমে বিকাশে টাকা প্রদান করেন। তিনি ক্ষমতাশীন দলেন নেতা বলে বিভিন্ন সময় কেন্দ্রের নেতাদের নাম ব্যবহার করে নানা মূখী প্রতারনা করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

    এরই ধারাবাহিকতায় বাঘের হাট পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে পৌরশহরের কাঠেঁরপুল এলাকা থেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাবাদে সে নিজের দোষ শিকার করেছে ।

    সংবাদ সম্মেলনে তিনি আরোও জানান,তার বিরুদ্ধে নানমুখি প্রতারণার অভিযোগ রয়েছে।ইতিপুর্বে তিনি কয়েক বার গ্রেফতার হয়েছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা
    ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।

  • স্ত্রী’র পরকীয়ার বলি হয়েছে স্বামী;আট সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন।

    স্ত্রী’র পরকীয়ার বলি হয়েছে স্বামী;আট সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবলু চৌধুরী নামের এক যুবকের মৃত্যুর পরে দাফন কাফনের ৮ সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। দু’মাস আগে স্ত্রী’র পরকীয়ার বলি হয়েছিলো ওই যুবক। তাকে দাফনও করা হয়েছিলো। নিহত ওই যুবক উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। ময়নাতদন্তের স্বার্থে দাফনের ৮ সপ্তাহ পর ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নিহত যুবকের লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রেখা খাতুনের পরকীয়ায় বাধা দেওয়ায় বাবুল চৌধুরিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নিহতের স্ত্রী রেখাসহ ৭ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কবর থেকে লাশ উত্তলোন করা হয়। এসময় শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এদিকে নিহতের স্ত্রী রেখা খাতুন বলেন, গত ৯ জুন রাতে আমি আমার সন্তানকে নিয়ে একরুমে ঘুমিয়ে ছিলাম এবং আমার স্বামী আরেকটি রুমে ঘুমিয়ে ছিল। হঠাৎ স্বামীর কোন সাড়াশব্দ না পেয়ে স্বামীকে ডাক দেই। এসময় স্বামী কোন উত্তর না দিলে তার গায়ে ধাক্কা দিয়ে দেখি স্বামী অচেতন।

    এসময় আমি চিৎকার করলে আসপাশের লোকজন এসে স্বামীকে মৃত অবস্থায় পায় এবং পরেরদিন লাশ দাফন করা হয়।

  • তাড়াশে কঠোর বিধিনিষেধে কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।

    তাড়াশে কঠোর বিধিনিষেধে কর্মহীন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ‘কোভিড ১৯’র সরকারের ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে কর্মহীন হয়ে পরা ছিন্নমুল, ভিক্ষুক ও অসহায়, রিক্সা-ভ্যান- চালক, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

    ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর  বাজারে ৮ম দিনের এ খাদ্য বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর  লকডাউন থাকায় মানুষ যখন কর্মহীন হয়ে পরেছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর উপহার হিসেবে এই সকল মানুষদের পাশে রান্না করা খাদ্য বিতরণ করছেন ৬৪ সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    জানা যায় গত ২৭ জুলাই  মঙ্গলবার থেকে তার আসনে  এই খাদ্য বিতরণ করছেন। ৮ম দিনে  ইউনিয়ন পর্যায়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, জাতীয় সংসদ সদস্যর ছোট ভাই মাকরশোন জহির উদ্দিন টেকনিক্যাল কলেজের  অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার,সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বাবুল আকতার।

  • কলাপাড়ায় সাত মাসের বকনা বাছুরে দুধ দেয়া সেই খামারির লাল গাই চুরি।

    কলাপাড়ায় সাত মাসের বকনা বাছুরে দুধ দেয়া সেই খামারির লাল গাই চুরি।

    পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের বকনা বাছুরে দুধ দেয়া সেই খামার মালিক নুর ইসলাম হাওলাদারের খামার থেকে লাল গাই চুরি হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার পশ্চিম রজপাড়া গ্রাম থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের গাভীটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

    বর্তমানে এ খামারি দিশেহারা হয়ে গাভীর খোঁজে ঘুৃরে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। এদিকে আদুরে লাল গাইটি খামারে দেখতে না পেয়ে এখন পাগল প্রায় নুরইলামথর স্ত্রী ফুলবানু। কথায় কথায় মূর্ছা যাচ্ছেন তিনি। তাকে শান্তনা দিতে বাড়িতে ভীড় করছেন পাড়ার প্রতিবেশিরা।

    প্রায় দশ বছর আগে ৬০ হাজার টাকায় ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনে খামার শুরু করেন নুর ইসলাম হাওলার। বিগত দশ বছর যাবৎ সন্তানের মতো লালন পালনের পর ভালোবেসে নাম রেখেছিলেন লাল গাই। ওই গ্রামেও লাল গাই হিসেবে গাভীটির বেশ পরিচিতি রয়েছে। দেড় মাস আগে বাছুর প্রসবের পর প্রতিদিন ১৬ লিটার করে দুধ দিচ্ছিলো গাভীটি । বেশ ভালই চলছিল তার সংসার। কিন্তু খামার থেকে গাভীটি বাচ্চাসহ চুড়ি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন তিনি।

    নুর ইসলাম হাওলাদার জানান, রাত বারোটার দিকেও তিনি তার খামারে ঢুকে লাল গাইটি দেখেছেন। ফজরের নামাজ পরতে আসা মুসুল্লীরা পিকআপ ভ্যানে করে গাভী নিয়ে যেতে দেখেছেন। তবে গাভীটি চুরি হয়ে যাচ্ছে সেটা তারা বুঝতে পারেননি বলে তিনি কান্নায় ভেঙ্গে পরেন।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান,এবিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আমরা খোজ নিয়ে দেখছি।

  • সিরাজগঞ্জে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ ফুড প্যাকেজ বিতরন।

    সিরাজগঞ্জে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ ফুড প্যাকেজ বিতরন।

    জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বা‌র্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে দ‌রিদ্র ও কর্মহীন ও তাঁ‌তীগোষ্ঠী ৫’শতাধিক পরিবারের মাঝে কোম্পা‌নি’র ঈঝজ কার্যক্রমের আওতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

    জেলা প্রশাসনের আয়োজনে জেলার দরিদ্র ও কর্মহীন ৫’শতাধিক পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন কার্যক্রমের সহযোগিতায় ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

    ফুড প্যাকেজের মধ্যে ছিলো চাউল-১০ কেজি, আলু-২ কেজি, সয়াবিন তৈল -১লিটার, প্যাকেট লবণ ২টা -২ কেজি, ২টা সাবান ।

    মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার সময় পৌরশহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন, সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ।

    বিশেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্যে রাখেন,বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব শ‌ফিকুল ইসলা‌ম, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পা‌নি লিমিটেডের প‌রিচালক মোঃ আবু নাসের,ও ব্যবস্থাপক প্রশাসন মোঃ মাসুদুর রহমান।

    অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্য বলেন, করোনা ভাইরাস রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে,মাস্ক পড়তে হবে, টিকা নিতে হবে। ঘনঘন সাবান/ ডিটারজেন পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় আরো অন্যানের মধ্যে উপ‌স্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ, ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্,বাংলাদেশ তাঁতী লীগের সহ-সভাপ‌তি এম, জি মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এর আগে সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে সিরাজগঞ্জের ১৩৫ জন তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

  • উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরদারের ছেলে ইমন সরকার(২২) ও চরসাত বাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহীম প্রামাণিক কালু(২৫)।

    ৩ জুলাই মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব মোঃমোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার সময় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের রবি সরকারের ছেলে আশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে পায়ে চলা কাচা রাস্তার উপর র‍্যাব-১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।


    এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

    টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ রা আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো,চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

    সরেজমিনে গিয়ে জানা যায়, দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও তালহাজ এবং পাশের বাড়ির রবিউলের ছেলে রাফি (৬) মঙ্গলবার সাড়ে ১১টার সময় বাড়ির পাশে পুকুরের সন্নিকটে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। তখন রাফি দৌড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে যায়।

    এসময় একই এলাকার কবির, শওকত, সাগর ও জহিরুল সহ অনেকেই পুকুরের পানিতে নেমে তাদেরকে খোঁজাখুজি করে।

    পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়া মন্ডল দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই চাচাতো ভাইয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধন।

    শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধন।

    সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডাঃ জাহিদ মালেক স্বপন এমপি।

    সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার সময় ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এ হাসপাতালের বহি:বিভাগ সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১শটি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

    শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

    প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বার বার স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিম শুধু জাতীয় নেতা ছিলেন না, তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করবো এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করবো।

    সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সচিব(স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মোঃ আলী নূর, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম, সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আমিরুল হোসেন চৌধুরী, সঞ্চালনায় ছিলেন লাইন ডাইরেক্টর ডাঃ সামিউল ইসলাম।

    ২০১৫ সালে ৮’শ ৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০.৯০ একর জায়গার উপর শহরের পাশেই শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫’শ শয্যার হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। আগামী ডিসেম্বরে পূর্নাঙ্গভাবে চালু হবে হাসপাতালটি। তবে এক বছর পুর্বেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেডিকেল কলেজের কার্যক্রম।