Author: admin

  • মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন।

    মাধবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও  প্রদর্শনীর মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীর মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা  স্টল পরিদর্শন করেন।
    বৃহস্পতিবার  (১৮ এপ্রিল ) দুপুরে সাড়ে ১২ টায় মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,সঞ্চালনায় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দু সাত্তার বেগ।
    এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এফ এ এন এম শাহাজান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী,  আন্দিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি তোফাজ্জাল হোসেন চৌধুরী বাবু,উদ্যোক্তা মোক্তাকিন চৌধুরী,পবিত্র কোরআন তেলওয়াত করেন মতিউর রহমান, গীতাপাঠ বাবু ধ্রুব চন্দ্র পাল খামারীগণ প্রমুখ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শনীতে মোট ২৯ টি স্টলে বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করেন খামারীরা।এখানে তারা উন্নত প্রজাতির বিভিন্ন গরু, ছাগল, মহিষ, ভেড়া, গাড়ল, কবুতর ও সৌখিন পাখি, হাঁস মুরগিসহ নিয়ে উপস্থিত হয়। এবং বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন।
    প্রদর্শনী শেষে ৫ ক্যাটাগরীতে (গরু-মহিষ, ছাগল-ভেড়া-গারল, হাস-মুরগী, সৌখিন পোষাপাখি ও কবুতর, প্রযুক্তি ও পণ্য) ১৫জন খামারীকে (টাকার চেক) পুরস্কৃত করা হয়।
  • গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খামারীদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ- ২০২৪ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা মাঠ চত্বরে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়।
    এ প্রদর্শনী মেলায় ৪৭টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা তাদের পালনকৃত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করে। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করেন। প্রদর্শনীর মাধ্যমে খামারীরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
    পরে বিকালে অংশগ্রহণকারী খামারীদের ৩টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে দুপুর বেলা সাড়ে ১১ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান মিয়া, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আয়ুব আলী সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আঃ কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি মালিক এসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান মিয়া, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি আঃ সালাম মন্ডল প্রমুখ।
    এসময় মেলাতে অংশ নেয়া প্রতিটি স্টল পরিদর্শন করেন ইউএনও। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।  তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। তাছাড়া হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। এই প্রাণি সম্পদ প্রদর্শনী পশুপালনে খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’
  • মাধবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

    মাধবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯টায় মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান এর নেতৃত্ব পুলিশের একটি দল উপজেলার আন্দিউড়া বানেশ্বর রোডের বড়ইতলা এলাকা থেকে অজ্ঞাত (২৯) ওই নারীর মরদেহ উদ্ধার করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তিনি ওই নারীর পরিচয় সনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
  • নাগরপুরে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    নাগরপুরে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

    স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪  নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর  ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে।
    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো: মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ,আনসার ভিডিবি কর্মকর্তা রুবি সহ এআই টেকনিশিয়ান ও খামারিগণ।
     প্রধান অতিথি রেজা মোঃগোলাম মাসুম প্রধান উপস্থিত সকলেই গরু,ছাগল,হাঁসমুরগি ও গবাদি পশু পালনে সকলকেই উৎসাহ উদ্দীপনা দিয়ে প্রাণিসম্পদ কে সামনের দিকে এগিয়ে নিতে  অনুরোধ করেন।
    এ অনুষ্ঠানে উপজেলার খামারিরা ফ্রিজিয়াম ও জার্সি জাতীয় গাভী, গরু; ক্রস জাতের ছাগল ও বিভিন্ন প্রজাতির কুবতর প্রদর্শন করেন।
  • দলিল জালিয়াতির অভিযোগে শায়েস্তাগঞ্জে মিজান চকদার কারাগারে।

    দলিল জালিয়াতির অভিযোগে শায়েস্তাগঞ্জে মিজান চকদার কারাগারে।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    দলিল জালিয়াতির মামলায় শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মিজানুর রহমান মিজান চকদারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
    বুধবার (১৭ এপ্রিল) দুুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মোস্তফা চকদারের ছেলে।
    জানা যায়, ভূয়া ও জাল দলিল সৃষ্টি করে জায়গা অন্যত্র বিক্রি করেন। এ ঘটনায় ওই এলাকার এক ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত তাকে সমন ইস্যু করেন। এর প্রেক্ষিতে গতকাল তিনি আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠান আদালত। তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত সিনিয়র ডিজিএম গোলাম কাউসার বলেন, বিষয়টি আমরা জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করছি কোন একটা সিদ্ধান্ত আসবে।
  • মাধবপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার।

    মাধবপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার সীমান্তবর্তী কমলপুর গ্রাম থেকে এটি আটক করেছেন গ্রামবাসী। পাখিপ্রেমী সোসাইটির জেলা সভাপতি মোজাহিদ মসি জানান, ভারতীয় সীমান্তবর্তী কমলপুর গ্রামের লোকজন প্রাণীটিকে ধরে খাঁচায় আটকে রাখেন। গ্রামবাসীর ধারণা খাদ্য সংগ্রহে সীমান্তের ওপারের পাহাড়ি এলাকা থেকে প্রাণীটি লোকালয়ে চলে আসে। পরে গ্রামের একটি জমিতে প্রাণীটি দেখতে পায় কয়েক যুবক। গ্রামের উৎসুক জনতা ধাওয়া দিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকালে প্রাণীটিকে আটক করে।
    মোজাহিদ মসি জানান, প্রাণী এখন একটি খাঁচায় আটকে রাখা হয়েছে। বন বিভাগের লোকজনকে জানানো হয়েছে। এটি সাতছড়ি জাতীয় উদ্যানে উন্মুক্ত করা হতে পারে।মাধবপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ জানান, প্রাণীটি লজ্জাবতী বানর। এর ইংরেজি নাম স্লো লরিস। এ প্রাণীটি এখন বিরল। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, এরা লরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে পাহাড়ি চিরসবুজ বনে এদের কালেভাদ্রে দেখা পাওয়া যায়। তবে আর্দ্র পাতাঝরা বনেও লজ্জাবতী বানরের উপস্থিতি দেখা গেছে।
    লজ্জাবতী বানর বা স্লো লরিস আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় সংকটাপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও এ প্রজাতিটি সংরক্ষিত।
  • নিজের বিবেককে প্রশ্ন করে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করুন-কেসিসি মেয়র।

    নিজের বিবেককে প্রশ্ন করে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করুন-কেসিসি মেয়র।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পাঁচ বছর পর আবারও এসেছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচন আসলে একাধিক প্রার্থী জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করবে এটাই স্বাভাবিক।
    এ সময় প্রার্থীরা জনগণের কাছে আসবে, ভোটারদের পবিত্র আমানত ভোট চাইবে। কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে আপনারা কোন প্রার্থীকে আপনারা ভোট দিবেন। নিজের বিবেককে প্রশ্ন করে আপনাদের পছন্দের যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।

    তিনি আরো বলেন যে,  আপনারা উপজেলা নির্বাচনে যাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, সে আগামী পাঁচ বছরের জন্য আপনাদের অভিভাবক হিসেবে কাজ করবে। আপনারা যদি সঠিক প্রতিনিধি বাঁচতে ব্যর্থ হন, তাহলে আগামী পাঁচ বছর আপনাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, এই অঞ্চলে যে উন্নয়ন অব্যাহত রয়েছে সে উন্নয়ন কার্যক্রমেও চরম বাঁধাগ্রস্ত হতে পারে। আপনারা রামপালে যে শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সময় অতিবাহিত করছেন, ভুল প্রার্থী নির্বাচিত করলে সেক্ষেত্রেও আপনাদের চরম নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।
    ভোট আপনাদের পবিত্র আমানত। তাই কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সামাজিক পরিবেশ সুস্থ থাকবে, সেটা বিবেচনা করেই আপনাদের ভোট দেওয়া উচিৎ।
    তিনি আরও বলেন যে,  উপজেলা পরিষদের সাথে স্থানীয় এমপি’র সুসম্পর্ক বজায় রাখার দরকার হয়। যদি উপজেলা চেয়ারম্যানের সাথে স্থানীয় এমপির সুসম্পর্ক বজায় না থাকে তাহলে উপজেলার উন্নয়ন ব্যহত হয়। ফলে আপনাদের এমন প্রার্থীকে নির্বাচিত করা উচিৎ যার সাথে স্থানীয় এমপি সমন্বয় করে চলতে পারে।
    বুধবার(১৭ এপ্রিল) বিকেলে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রামপালের গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হোসনেয়ারা মিলি, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি, নিখিল রঞ্জণ চৌধুরী, শেখ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • উল্লাপাড়ায় নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা।

    উল্লাপাড়ায় নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ দিনব্যাপী নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও সুরের সংস্কৃতিতে দর্শক মাতোয়ারা হয়ে ওঠে এ মেলায়। উপজেলার বন্যাকান্দি বাজার সংলগ্ন মাঠে গত সোমবার বিকেল থেকে শুরু হয় এই মানবধর্ম মেলা। বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশ আয়োজন করে ব্যতিক্রমধর্মী এ মেলার।

    কবি ওমর ফারুকের সঞ্চালনায় ও গুরু আব্দুল মজিদের সভাপতিত্বে মানবধর্ম মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মো: মনিরুজ্জামান পান্না, নজরুল সংগীত চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র সভাপতি ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. ইন্জিনিয়ার খালেকুজ্জামান, বিশিষ্ট কৃষিবিদ ও গবেষক ড. সুরজিৎ সরকার, প্রচ্ছদ শিল্পী ও অনুবাদক নাসিম আহমেদ, গবেষক ও সংগঠক কাদের পাগলা প্রমুখ।

    সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমি সহ দেশের নানা অঞ্চল থেকে আমন্ত্রিত শিল্পীরা সাঁইজী লালনের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন এ মেলায়। আগত লালন ভক্ত ও অনুরাগীরা সুরের মূর্ছনায় শিল্পীদের গাওয়া গান গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।

  • মসজিদের নির্মাণ কাজ চালুর দাবিতে দীঘিনালায় মানববন্ধন।

    মসজিদের নির্মাণ কাজ চালুর দাবিতে দীঘিনালায় মানববন্ধন।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
    খাগড়াছড়ির দীঘিনালায় মিথ্যা, অপপ্রচার ও অপবাদ দিয়ে বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লী এলাকাবাসী।
    বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য বেতছড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শতাধিক ধর্মপ্রাণ  মুসল্লী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    স্থানীয় প্রবীণ মুসল্লী আবুল আসাদ ইবরাহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম, স্থানীয় মুসল্লী মো. আবদুর রব বাবু ও মো. সেলিম প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাঁচিলের লক্ষ্যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। সেইসাথে সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে।
    এ সময় বক্তারা পুনরায় মসজিদটির নির্মাণকাজ চালু করতে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
  • গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

    গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ই এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সহ মুক্তিযোদ্ধা, সুধীসমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা বলেন, মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব অপরিসীম ।  ইতিহাস সব সময় বিজিতের পক্ষে লেখা হয় । মুজিবনগর সরকার গঠন না হলে আমাদের ইতিহাসটা হয়তো অন্য রকম হতে পারতো । সুতরাং মুজিবনগর সরকার বাঙালির স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি।