Author: admin

  • বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

    বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

    নব গ‌ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এডহক ক‌মি‌টি‌র সদস‌্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট আব্দুর রহমান। বৃহস্প‌তিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী স‌মি‌তি সিরাজগঞ্জ শাখার প‌ক্ষে থে‌কে তা‌কে ফু‌লেল শুভেচ্ছা জানানো হয়।

    পরে আইনজীবী স‌মি‌তির হল রু‌মে জেলায় কর্মরত আইনজী‌বি ও সাংবা‌দিকদের সাথে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ আইন‌জীবি স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্নার সঞ্চালনায় সভাপ‌ত্বিত ক‌রেন আইন‌জীবি স‌মি‌তির সভাপ‌তি মীর রুহুল আমিন বাবু।

    এ সময় বক্তব‌্য রা‌খেন নারী ও শিশু ট্রাইবুনা‌লের স্পেশাল পি‌পি কায়সার আহা‌ম্মেদ লিটন, এ‌ডিশনাল ১ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিটর এড‌ভো‌কেট ও‌য়েস ক‌রোনী ল‌কেট, সি‌নিয়র এড‌ভো‌কেট সিরাজগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা অ‌তি‌রিক্ত দায়রা জজ এ‌ডিশনাল ২ সে‌লিনা পার‌ভিন পান্না।সিরাজগ‌ঞ্জে কর্মরত সি‌নিয়র এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, এড‌ভো‌কেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ সরকার প্রমুখ।

  • টাঙ্গাইলের নাগরপুরে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

    টাঙ্গাইলের নাগরপুরে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

    টাংগাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    বৃহস্পতিবার(৫ আগষ্ট),জন্মদিন উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।

    বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। এই সংগঠনের সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-র গণঅভ্যুত্থানথ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।

    ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

    শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

    আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃমতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,সাবেক ভিপি মোঃজহুরুল আমিন,উপজেলা আ,লীগের তথ্য ও গবেষনা সম্পাদক জাকির হোসেন তালুকদার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • মানবতার ফেরিওয়ালা দৌলতখানের ইউএনও অসহায় শিশু মারুফের বাড়িতে

    মানবতার ফেরিওয়ালা দৌলতখানের ইউএনও অসহায় শিশু মারুফের বাড়িতে

    গরিব, অসহায়, নিপীড়িত, ও কর্মহীন মানুষের জন্য আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে কাজ করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। বর্তমানে তিনি দৌলতখানে অল্প সময়ে সবার ভরসার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন।

    মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, শিক্ষার্থীসহ অসহায় মানুষের বিপদের বন্ধু তিনি। দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোকেই তিনি প্রাধান্য দেন।

    খবরের কাগজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অসহায় মানুষের খবর আসলে সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন তাদের বাড়ি। সম্প্রতি দৌলতখানে অসহায় দরিদ্র পরিবারের সন্তান শিশু মারুফের পা ভেঙে অর্থের অভাবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে দরিদ্র পরিবারটি মানবেতর জীবনযাপন করছেন।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওথর নজরে আসলে তিনি ওই পরিবারটির বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ উপস্থিত ছিলেন।

    এ ছাড়াও তিনি পৌর মেয়র জাকির হোসেন তালুকদার কে অসহায় মারুফের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। পৌর মেয়র জাকির হোসেন তালুকদার অসহায় শিশুর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। তিনি মারুফের চিকিৎসার সকল খরচ বহন করবেন বলে আশ্বাস দেন।

    করোনাকালীন সময়ে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ এবং নিজের অর্থে অনেকের পাশে থেকে হয়েছেন তাদের পরিবারের একজন।

    ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার দেশের করোনা পরিস্থিতির শুরু থেকেই নিজের জীবনের পরোয়া না করে সাধারণ মানুষের কল্যাণে সর্বোত্রে মাঠে থেকে কাজ করছেন। করোনার শুরু থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন, জনসচেতনতা বৃদ্ধি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়াসহ মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নির্দিষ্ট সময়ের পর দোকানপাট বন্ধ রাখতে ছুটছেন দিনরাত।

    বর্তমান কঠোর লকডাউনে বাজার নিয়ন্ত্রণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখার জন্য কাজ করছেন। ঘরবন্দি মানুষকে বাঁচাতে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন বাড়ি বাড়ি। এছাড়াও ৩৩৩-তে ফোন দিলেই মধ্যবিত্ত মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ।

    দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, আমি ইউএনও হিসেবে নয় অসহায় প্রতিটি পরিবারের একজন সদস্য হয়ে বাঁচতে চাই। ছাত্রজীবন থেকে মানুষের কষ্ট দেখলে আমি নিজেকে সামলাতে পারিনি। চাকরি সূত্রে আমি দেশের বিভিন্ন এলাকায় যতটুকু পেরেছি নিজ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ‘মানুষথ, এটাই আমার সবচেয়ে বড় বিশেষণ। কতটুকু সফল হতে পেরেছি জানি না। প্রতিদিন যদি আমি একটি মানুষেরও সামান্য উপকারে আসতে পারি এটাই আমার স্বার্থকতা।

  • আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণিকে আটক করেছে-র‍্যাবের সদর দপ্তর

    আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণিকে আটক করেছে-র‍্যাবের সদর দপ্তর

    ঢাকার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণিকে আটক করে উত্তরায় র‍্যাবের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

    ৪ আগস্ট বুধবার সন্ধা ৭ টার সময় পরিমণির বনানীর বাসার সামনে র‍্যাবের সদর দপ্তরের কয়েকটি গাড়ী অবস্থান করে পরে তার বাসার ভিতরে ডুকে বিপুল পরিমান বিদেশি মদ জব্দ করে। এসময় পরিমণিকে আটক করে জনতার ভির ঠেলে র‍্যাবের গাড়িতে তোলা হয়। পরে পরিমণিকে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

    আজ বিকেল ৫টার সময় পরিমণির বনানীর বিলাসবহুল বাসায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান মাদকসহ তাকে আটক করে র‍্যাব।

    অভিযানে র‍্যাবের একাধিক কর্মকর্তা জানান আমরা পরিমণির বাসার প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খোঁজার পর বিপুলসংখ্যক মাদক জব্দ করে তাকে আটক করেছি। পরে পরিমণির সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে।

    আটকের আগে বিকেল ৪ টার সময় তার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে লাইভে আসে পরিমণি।

  • উল্লাপাড়ায় সরকারি ও সেক্সের ঔষুধ বিক্রি’র অপরাধে মুক্তা মেডিকেলকে অর্থদন্ড

    উল্লাপাড়ায় সরকারি ও সেক্সের ঔষুধ বিক্রি’র অপরাধে মুক্তা মেডিকেলকে অর্থদন্ড

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি,সেক্সের ঔষুধ মজুদ ও বিক্রির অপরাধে মুক্তা মেডিকেল হলের মালিকে অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রণি।

    ৪ আগস্ট বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক উল্লাপাড়া পৌরসভায় মুক্ত মেডিকেলে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

    এ সময় উল্লাপাড়া পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (চলতি দায়িত্ব) মোঃ আলী আহম্মদ রতন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, মুক্তা মেডিকেল হলে সরকারি ওষুধ,যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই ঔষুধ এর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় উক্ত দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ পাওয়া যায়। এ কারণে ওই ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও একটি মাছের দোকানে ওজনে কম দেওয়া ও আরেকটি দইয়ের দোকানে উৎপাদন তারিখ না থাকায় ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে কোভিট-১৯ টিকা কার্যক্রমের প্রস্তুতি সভা

    দিনাজপুরের ফুলবাড়ীতে কোভিট-১৯ টিকা কার্যক্রমের প্রস্তুতি সভা

    সারা দেশে সরাকারীভাবে বিনামুল্যে কেভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ থেকে ১২ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী কেভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন চলবে এ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোভিট-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে এই টিকা দান কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার।

    সভায় প্রথম পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে পৌরসভা ও ৭টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জাতীয় পরিচয় পত্রধারী ব্যাক্তিদের সামাজিক দুরত্ব বজায় রেখে টিকার প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    এসময় উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

  • পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    পাট বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি রাম কৃষ্ণ সাহা’র মৃত্যু

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাজার পাট বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাম কৃষ্ণ সাহা (৭৫) বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলিপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

    মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলে সহ বহুস্বজন ও শুভার্থী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাম কৃষ্ণ সাহার বিশেষ অবদান রয়েছে।

    তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া বাজার পাট বন্দর বনিক সমিতির আহবায়ক হাফিজুর রহমান মিন্টু, উল্লাপাড়া বাজার বনিক সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সভাপতি বাবু গৌতম কুমার দত্ত, এসো গান শিখি পরিবারের পরিচালক সাংবাদিক রাজু আহমেদ সাহানসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার আসামি বুদু আটক।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষণ মামলার আসামি বুদু আটক।

    দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফরমান আলী বুদু (৪৯) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। আটক ফরমান আলী বুদু (৪৯) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত সামসুদ্দিন হকের পুত্র।

    মামলা সুত্রে জানা গেছে, গত ২ আগষ্ট সোমবার রাতে জনৈক এক ব্যক্তির ১৩ বছরের শিশুকন্যা পৌর এলাকার পশ্চিম গৌরী পাড়া গ্রামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলে। বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তি তার শিশু কন্যাকে ধমক দিলে,সে ভয়ে পাশের বাড়ী সম্পর্কে চাচা ফরমান আলীর বাসায় লুকায়। সেখানে সুযোগ বুঝে ফরমান আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৩ আগষ্ট মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে মামলা করলে ফরমান আলী বুদুকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে ১৫০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

    সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ১৫০ জন হরিজন সম্প্রদায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে নগদ অর্থ বিতরণ করা হয়।

    বুধবার ( ৪ আগষ্ট ) দুপুরের অফির্সাস ক্লাবে ১৫০জন হরিজন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।

    সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ,পরাগ সাহা, মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা কর্মহীন অসহায় দুঃস্থ হরিজন সম্প্রদায়ের মাঝে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
    সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। টিকা দিতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

    এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে সংঘর্ষের ঘটনাকে লুটপাটের ঘটনা বানিয়ে থানায় অভিযোগ।

    শাহজাদপুরে সংঘর্ষের ঘটনাকে লুটপাটের ঘটনা বানিয়ে থানায় অভিযোগ।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের গুচ্ছগ্রামের রাস্তা দিয়ে চলাচল করা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পরিবারের লোকজন হাতুড়ি, শাবল, লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

    আহতরা হলেন, লালন (৪২), ফুলচাঁদ (৪২),আবু তাহের(২৬)। এদের মধ্যে আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, পোরজনা গুচ্ছগ্রামের রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবৎ মোঃ রোশনাই ও আব্দুল ওহাবের পরিবারের লোকজন চলাচল করে আসছে। হঠাৎ করেই ২৯ জুলাই ওহাবের ছেলে আবু তাহের ভ্যান নিয়ে যাওয়ার সময় রওশন আলী তাহেরকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করলে রওশন ও তাহের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৫ জন আহত হয়।

    এ ঘটনায় মোঃ ওহাব বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে বিবাদী পক্ষ ক্ষুব্ধ হয়ে নিজের ঘরের আসবাবপত্র ভেঙ্গে লুটপাটের নাটক সাজিয়ে বাদী পক্ষকে ফাঁসানোর পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।