Author: admin

  • ভোলার দৌলতখানে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    ভোলার দৌলতখানে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (৬ আগস্ট ) দুপুর ২টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি ব্যবসায়ী মোঃ সেলিম বাগা,মোঃ খোকন তালুকদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি ব্যবসায়ী সেলিমের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সেলিমের দোকানসহ দুটি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

    উপজেলা ফায়ার স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণের পিকআপ ঘটনাস্থলে পৌঁছাতে পাড়েনি । কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

  • তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট খাদ্য বিতরণ

    তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট খাদ্য বিতরণ

    সিরাজগঞ্জের তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের  কারনে সারাদেশে সরকারী  সিদ্ধান্ত লকডাউন বাস্তবায়নে কর্মহীন হয়ে পরা নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার  মাধাইনগর ইউনিয়নের পৌষার  আদিবাসী  উচ্চ  বিদ্যালয়ের হলরুমে এমপি আব্দুল আজিজের  নিজস্ব অর্থায়নে ১১তম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সকল মানুষের পাশে রান্না করা খাদ্য বিতরণ করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    ১১তম দিনে পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে খাবার বিতরণ অনুষ্ঠানে মাধাইনগ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম,  সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী  কিরণ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীলের সভাপতি আনিছ প্রধান, বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মাধাইনগর ইউপি চেয়ারম্যান বাবু সাধন চন্দ্র,পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যাম সুন্দরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোওয়ার হোসেন ।

     

  • ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র‍্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবু তাহেন(২৫), ও শ্রী সুখচান ওরফে খোকন (১৮) নামের দুই ব্যাক্তিকে ৩’শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

    ৫ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটক পিকআপ চালক আবু তাহেন(২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে,অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন(১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে।

    মামলা সুত্রে জানা গেছে,রংপুর র‍্যাব ১৩’র ডিএডি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপকে ধাওয়া করলে উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩’শ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে ফুলবাড়ি থানায় সোপর্দ করে। এঘটনায় র‍্যাব ১৩ রংপুর এর ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশ্রাফ ইসলাম জানান, রংপুর র‍্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।

  • বাগাতিপাড়ায় আ’লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ কামলের জন্মবার্ষিকী পালন

    বাগাতিপাড়ায় আ’লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শেখ কামলের জন্মবার্ষিকী পালন

    নাটোরের বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

    ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়মুর সুলতান।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী।এ ছাড়াও বাগাতিপাড়া উপজেলার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজের দায় এড়ানো যাবে না

    অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজের দায় এড়ানো যাবে না

    অভিনয় ও মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজের দায় এড়ানো যাবে না এক বিব্রতিতে এ সব কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড.হাছান মাহমুদ।

    বৃহস্পতিবার দুপুরে ঢাকার সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর শহীদ জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য শেষে মন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

    সম্প্রতি একাধিক চিত্রনায়িকা ও মডেলিং গ্রেফতার হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অভিনয় ও মডেলিং এগুলো আমাদের শিল্প সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সনৃদ্ধ করেও জীবন জীবিকা নির্বাহ করছেন।

    কিন্তু এ সবের আড়ালে কেউ যদি অবৈধ অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকে তিনি যেই হোন না কেন? সেই দায় তাকেই বহন করতে হবে।

  • পরকীয়ার বলি শাহআলম;রহস্য উদঘাটন সিআইডি’র জালে আসামী গ্রেফতার

    পরকীয়ার বলি শাহআলম;রহস্য উদঘাটন সিআইডি’র জালে আসামী গ্রেফতার

    ত্রিভূজ পরকিয়ার বলি শাহ আলম: সাড়ে ৪ বছর পর রহস্য উদঘাটন: স্বামী পরিত্যক্তা এক নারীর তিনজন প্রেমিক। প্রেমিকার কাছে বাকি দুজনকে আসতে নিষেধ করায় পরিকল্পিতভাবে বালিশচাপা দিয়ে খুন করা হয় শাহ আলম নামে এক প্রেমিককে।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর বেলকুচি গ্রামের বেকারি দোকানের কর্মচারি শাহ আলম (৩৫) হত্যার রহস্য দীর্ঘ ৪ বছর ৭ মাস পর উদঘাটন করেছে সিআইডি পুলিশ।

    বুধবার (৪ জুলাই) সিরাজগঞ্জ সিআইডি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার বিকেলে এ হত্যাকান্ডের মূল আসামী জুলহাস ওরফে জুলু (৫৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    সিরাজগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, ২০১৭ সালের ২৭ জানুয়ারি বেলকুচি উপজেলার যমুনার চরাঞ্চলে ছোনের ভেতর থেকে দোকান কর্মচারি শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহ আলম উপজেলার বওড়া গ্রামের মৃত জামাল মোল্লার ছেলে। ওইদিন নিহতের স্ত্রী মোছাঃ শিরিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে ক্লু-লেস এ মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।

    এরপর সিআইডি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে তদন্ত কার্যক্রম চালায়। মঙ্গলবার (৩ আগষ্ট) এ মামলার অন্যতম আসামী জুলহাস ওরফে জুলুকে কামারখন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে মামলার সব রহস্য উন্মোচিত হয়। বুধবার জুলহাস ওরফে জুলু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন।

    আদালতে জুলহাস ওরফে জুলুর জবানবন্দীতে জানা যায়, বওড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীর শাহ আলম ও জুলহাসসহ তিনজনের প্রেমের সম্পর্ক হয়।

    বিষয়টি শাহ আলম জানতে পেরে প্রেমিকাকে গালিগালাজ করেন এবং বাকি প্রেমিকদের আসতে বারণ করেন। এতে জুলহাস ও তাদের প্রেমিকাসহ তিনজনই ক্ষুব্ধ হয়ে শাহ আলমকে হত্যার পরিকল্পনা করে। এরই এক পর্যায়ে ২০১৭ সালের ২৫ জানুয়ারী রাতে শাহ আলম কাকলির সাথে দেখা করতে এসে তার বিছানায় ঘুমিয়ে পরে। এ সুযোগে কাকলি ও তার দুই পরকিয়া প্রেমিক বালিশ চাপা দিয়ে শ্বাস রোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে দূর্গম যমুনা নদীর চরের ছোনের ভিতরে

  • ইলিশের মৌসুমে বুক ভরা আশা নিয়ে সমুদ্রে জেলেরা;ফিরছে শুন্য হাতে

    ইলিশের মৌসুমে বুক ভরা আশা নিয়ে সমুদ্রে জেলেরা;ফিরছে শুন্য হাতে

    ইলিশের ভরা মৌসুমে বুক ভরা আশা নিয়ে সমুদ্রে গেছে জেলেরা। কিন্তু এখন পর্যন্ত ইলিশের দেখা পায় নি কোন ট্রলার। সাগর চষে ইতোমধ্যে কয়েকটি ট্রলার ঘাটে ফিরে এসেছে শুন্য হাতে। দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর সমুদ্রে বড় সাইজের ইলিশ ধরা পরার স্বপ্ন ছিলো জেলেদের। কারো জালেই বড় ইলিশ ধরা পরেনি। সামান্য কিছু ছোট সাইজের ইলিশ পেয়েছে কয়েকটি ট্রলার। তাতে বাজার খরচ ওঠেনি কারো। তারপরও লোকশানের বোঝা মাথায় নিয়ে ফের সমুদ্রে যাচ্ছে ফিরে আসা ট্রলারগুলো।

    পোনে দুই লক্ষ টাকার বাজার নিয়ে ৭ দিন সমুদ্রে চষে ইঞ্জিণের ত্রুটি নিয়ে ঘাটে ফিরছে এফ.বি জিহাদ নামের একটি মাছ ধরা ট্রলার। ১৬ কেজি ইলিশ, ৪টি গোলপাতাসহ সামান্য কিছু টোনাফিস নিয়ে ঘাটে ফিরে ৪০ হাজার টাকা বিক্রয় করেছেন। বুধবার দুপুরে দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম মৎস্য বন্দর আলীপুর আড়ৎ পল্লীতে কথা হয় ট্রলারের মাঝি আঃ জলিলের সাথে। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে তিনি বলেন, ৬৫ দিনের অবরোধ শেষে বড় আশা নিয়ে সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে ৪০ হাজার টাকা বিক্রয় করেছি। ট্রলারের ১৮ জন জেলের পরিবার কেমনে চলে?

    জানা গেছে, ৬৫দিনের অবরোধ শেষ হয়েছে গত ২৩ জুলাই। ২৪ জুলাই জেলেদের সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার প্রস্তুতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে যেতে পারেনি। এরপর গত ২৭-২৮ জুলাই মাছ ধরা ট্রলারগুলো সমুদ্রে গেছে। কিন্তু এখন পর্যন্ত কোন ট্রলারই ইলিশের সন্ধান পায়নি।

    গত রোববার রাতে দেড় লক্ষ টাকার বাজার সওদায় নিয়ে পাথরঘাটা ঘাট থেকে সমুদ্রে যায় এফ.বি.তাওহীদ নামের একটি মাছ ধরা ট্রলার। দুই দিন সমুদ্র চষে ইঞ্চিণের নাট ভেঙ্গে আলীপুর ঘাটে এসে ৫৫ হাজার টাকার ছোট সাইজের ইলিশ বিক্রয় করেছে। আলীপুর ঘাটে কথা হয় এফ.বি. তাওহীদ নামের মাছ ধরা ট্রলারের মিস্ত্রি ছগির হোসেন গাজীর সাথে। তিনি বলেন, দেড় লক্ষ টাকার বাজার নিয়ে গেলাম সমুদ্রে, মাছ বিক্রয় করলাম ৫৫ হাজার টাকা। এই লসের (লোকসান) বোঝা মাথায় নিয়ে আবার সমুদ্রে যাবো।

    ট্রলার মালিক মো.আল-আমিন হাওলাদার বলেন, ‘আমার একটি ট্রলার সমুদ্রে আছে। গত সাত দিনে ১০টি ইলিশ পেয়েছে। এভাবে চলতে থাকলে ট্রলার বিক্রয় করা ছাড়া উপায় থাকবে না।

    মৎস্য ব্যবসায়ী মো.মিজানুর রহমান বলেন, ‘আড়ৎ পল্লীর আড়ৎদাররা তাদের স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখে বর্তমানে ব্যবসা ঠিক রাখছেন। এখন মাছ না পেলে পালিয়ে এলাকা ছাড়তে হবে।

    মহিপুর মৎস্য বন্দর আড়ৎ সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুদ বলেন, সমুদ্রে জেলেদের জালে কোন ইলিশ মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায় তা ছোট আকারের অল্প কয়েকটি মাছ। আমরা মৎস্য ব্যবসায়ীরা হতাশ।

  • রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী অনুষ্ঠিত

    রাজবাড়ীর গোয়ালন্দে শেখ কামালের ৭২তম জম্মবার্ষিকী অনুষ্ঠিত

    রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, মসজিদে মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন উপজেলার প্রশাসন।

    বৃহস্পতিবার সকাল ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক খান, ও উপজেলার পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র,থানার (ওসি),আওয়াামীলীগে নেতৃবৃন্দু সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

    শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে
    পরে বেলা ১১টার দিকে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায়, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ’লীগের সভাপতি মোস্তাফা মুন্সী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার সামাদ মোল্লা,পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ আলী মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দক খোকন প্রমুখ।

    আয়োজিত আলোচনা সভা শেষে দুপুরে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিকালে বৃক্ষরোপণ করেন উপজেলা প্রশাসন।

  • ঢাকার সাভার সিঙ্গার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ১০ ইউনিট

    ঢাকার সাভার সিঙ্গার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ১০ ইউনিট

    ঢাকা সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে (গোডাউন ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার ( ৫ আগস্ট ) সকাল সাড়ে ৮ টার সময় রাজফুলবাড়িয়ার জোড়পুর এলাকায় এই ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ডিইপিজেড ফায়ার সার্ভিস ও হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী থেকে মোট ১০ টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যা চলাচল বন্ধ রয়েছে।

    প্রাথমিকভাবে জানা যায় যে সাভার সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন ( এসি ) মেশিন তৈরি করা হতো।

    সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান সকাল সাড়ে ৮ টার সময় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাচটি ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক।

    তাৎক্ষণিকভাবে সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • সিরাজগঞ্জে গাজী একে এম ফজলুল মতিন মুক্তা সন্মাননা ও স্মারক গ্রহন।

    সিরাজগঞ্জে গাজী একে এম ফজলুল মতিন মুক্তা সন্মাননা ও স্মারক গ্রহন।

    মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌরশহরের কৃতিসন্তান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা /গাজী একে এম ফজলুল মতিন মুক্তাকে সন্মাননা ও স্মারক প্রদান করা হয়েছে।

    এই সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন।

    বৃহস্পতিবার (৫ আগষ্ট) দুপুরে সন্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর হাতে থেকে উক্ত সন্মাননা ও স্মারক গ্রহণ করেন, গাজী একে এম ফজলুল মতিন মুক্তা। তিনি এ সময় নিজেকে গর্বিত বলে মনে করেন।

    এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম মুন্সী,যুগ্ন-সম্পাদক দিদার আলম প্রমুখ।