Author: admin

  • নন্দীগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

    নন্দীগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

    বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উক্ত জন্মদিন পালন উপলক্ষে, রবিবার (৮ই আগস্ট) সকাল সারে ১০টায় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আওয়ামীলীগ নেতা কালিপদ, তীর্থ সলিল রুদ্র, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।

    বঙ্গমাতার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা শেষে করোনা বিস্তার রোধে জন-সাধারনের মাঝে মাক্স বিতরণ করা হয়।

  • তাড়াশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন

    তাড়াশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালন

    সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিন পালন উপলক্ষে বিনামূল্যে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ৮ আগষ্ট রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিবের ৯১তম জন্মদিন পালন উপলক্ষে মুর‍্যালে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বঙ্গমাতার জন্মদিন পালন অনুষ্ঠানে মহিলা অধিদফতর এর পক্ষ থেকো ৭ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ,তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারমান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুলসহ আরো অনেকে।

  • তানোর ইউএনও অফিসের পিয়ন আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত

    তানোর ইউএনও অফিসের পিয়ন আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত

    রাজশাহীর তানোর ইউএনও অফিসের পিয়ন আরিফ ইসলাম(৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।সে তানোর পৌরসভার রাইতান বড়শো গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে ও তানোর ইউএনও অফিসের পদে কর্মরত ছিলেন। আজ(৭ আগস্ট) শনিবার দুপুরে আরিফের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে,শুক্রবার রাত ১১টার সময় কালীগঞ্জ বাজারে মোহনপুর উপজেলার হরিপুর গোপালপুর গ্রামের আলমগীর নামের এক ব্যাক্তির পালসার মটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় আকচা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

    তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাকিবুল হাসান আমারজমিনকে জানান, নিহত আরিফের পরিবারের কেউ বাদী না হওয়ায় লাশ পোস্ট মোর্টেম ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসুচী পালন

    রাজশাহীর গোদাগাড়ীর বিভিন্ন কেন্দ্রে গণটিকা প্রদান কর্মসুচী পালন

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তিনটি করে ভ্যাকসিন বুথ স্থাপন করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টায় বিভিন্ন বুথ ঘুরে দেখা যায় এর বাস্তব চিত্র।জানা যায়,রাজশাহী জেলায় মোট ২৫৫৬০০ টি টিকা বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রদান করা হবে।স্বাস্থ্য বিধি নিষেধের বিষয়ে প্রশাসন তৎপর থাকলেও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।

    গোদাগাড়ী পৌরসভার আওতায় শাহ সুলতান কামিল মাদ্রাসায় টিকা নিতে আসা গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী বলেন, আমরা স্বাস্থ্য বিধি মেনে টিকা নেওয়ার চেষ্টা করছি এবং পরিবার পরিজনের সকলকেই টিকা নিতে উৎসাহ দিচ্ছি।

    এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ডঃ মোঃ আবু তালেব বলেন,সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসূচী সূচি শুরু হয়েছে। এখনো চলছে এবং আমরা প্রতিটি বুথে ২০০ করে ভ্যাকসিন প্রদান কর্মসূচী হাতে নিয়েছি।

    উপজেলা কর্মকর্তা জানে আলম বলেন,আমরা প্রতিটি কেন্দ্রে আনসার,পুলিশ এবং জন প্রতিনিধিদের সহযোগিতায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করেছি।যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকেও নজর দিয়েছি।পাশাপাশি আমরা বয়স্কদের বসার ব্যবস্থা করে দিয়েছি যেন তাঁদের ভোগান্তি না হয়।

  • ২০ বছর এমপিও বঞ্চিত ১৮ শিক্ষককর্মচারী; মানবেতর জীবনযাপন

    ২০ বছর এমপিও বঞ্চিত ১৮ শিক্ষককর্মচারী; মানবেতর জীবনযাপন

    টানা ২০ বছর ধরে বিনাবেতনে চাকুরীর পরও এমপিও ভূক্ত না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে চলেছে  ১৮ জন শিক্ষককর্মচারী। তাদের ভবিষ্যৎ এখন বিপন্নের পথে। সংসার জীবনেও নেমে এসেছে অভাবের বাস্তবতা। করুন এ চিত্রটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত সাতবিলা দাখিল মাদ্রাসার।

    উপজেলার সাতবিলা, ভাটবেড়া, মাহমুদপুরসহ প্রতিবেশি আরও কতিপয় গ্রামের কিছু শিক্ষিত যুবক সমন্বিতভাবে সরকারি সকল নিয়মনীতি মেনে ১৯৯৮ সালে এ মাদ্রাসাটি স্থাপন করেন। সরকারের নিয়ম অনুসারে ২০০১ সালে মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রতিষ্ঠানটিকে পাঠদানের অনুমোদন দেন।এর আগে সরকারের জনবল কাঠামোনুযায়ী মাদ্রাসায় শিক্ষককর্চারী নিয়োগ দেওয়া হয়। যথানিয়মে ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতিও লাভ করে।

    কাঙ্খিত শিক্ষার্থী ও ফলাফল তথা সরকারি বিজ্ঞপ্তির সকল নিয়ম অনুসরন করে একাধিকবার এমপিও এর জন্য আবেদন করেও এমপিও ভুক্ত হতে পারেননি ওই প্রতিষ্ঠান ও কর্মরত শিক্ষককর্মচারীরা।এতে তাদের মনে এখন হতাশার দীর্ঘশ্বাস বইছে।

    এভাবে ২০ বছর ধরে বিনাবেতনে চাকুরী করে দুর্বিসহ মানবেতর জীবনযাপন করে সরকারের নিয়মনীতি মেনে প্রতিষ্ঠানের সকল কাজ সম্পন্ন করে জীবনের শেষ বেলাতে হলেও এমপিও ভুক্ত হওয়ার আশায় তারা আজ চাতক পাখি। বুক বেঁধে বসে আছে সরকার প্রধানের মুখপানে চেয়ে।

    এ বিষয়ে সাতবিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান ২০১৯ সালের আগে সরকারি নিয়মনীতির সকল কার্য্যক্রম সফলভাবে পরিচালনা করে একাধিকবার এমপিও ভূক্তর জন্য আবেদন করেও বঞ্চিত হয়ে আছি।এতগুলো পরিবার সদস্যের ভবিষৎ জীবন নিয়েও অনিশ্চিত হয়ে পরেছি।আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।

    উল্লেখ্য ২০২০ সালে অনুষ্ঠিত দাখিল পরিক্ষায় ২০ শিক্ষার্থী পাস করেছে এবং ২০২১ সালে অনুষ্ঠিত দাখিল পরিক্ষায় ২১ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করবে বলে প্রতিষ্ঠান প্রধান জানান।

    উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম শামচুল হক জানান সর্বশেষ ২০১৯ সালে উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানটিও হয়তো এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পারে।কিন্তু সরকারি নীতিমালার মধ্যে তাদের প্রতিষ্ঠান পরে নাই বিধয় এমপিও ভুক্ত হয়নি।

  • তাড়াশে ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্য্যক্রম উদ্বোধন

    তাড়াশে ইউনিয়ন পর্যায়ে গণটিকার কার্য্যক্রম উদ্বোধন

    সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে এ গণটিকা প্রদান করা হচ্ছে।

    শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল কমিউনিটি ক্লিনিকের আওতায় কাউরাইল-ইসাহাক তফের আলী টেকনিক্যাল এন্ড কলেজ কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, তাড়াশ থানা অফিসার ইনচার্জ  ফজলে আশিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার ও কাউরাইল-ইসাহাক তফের আলী টেকনিক্যাল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • বেলকুচিতে গনটিকার আওতায় ৬ হাজার ৩’শ জন

    বেলকুচিতে গনটিকার আওতায় ৬ হাজার ৩’শ জন

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাসের ১ম ডোজের গ্রামীন পর্যায়ে গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বেলকুচি পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ টি বুথের মাধ্যমে ২ হাজার ৭ জন ও উপজেলার ৬ ইউনিয়নের ১৮ টি বুথের মাধ্যমে ৩হাজার ৬শ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২শ জনকে এই গনটিকার আওতায় আনা হয়।
    টিকাদান কর্মসূচি চলাকালে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত টিকাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদূল হক (রেজা)।
    পরিদর্শনকালে পৌর মেয়র টিকা গ্রাহিতাদের অন্যকে টিকা গ্রহনে উৎসাহ প্রদানের জন্য সহায়তা কামনা করেন।

  • উল্লাপাড়ায় প্রথম দিনে টিকা পেলেন ১০ হাজার ২’শ জন

    উল্লাপাড়ায় প্রথম দিনে টিকা পেলেন ১০ হাজার ২’শ জন

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা দান কার্যক্রমের আওতায় শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৫১টি কেন্দ্রে ১০ হাজার ২’শ জনকে টিকা প্রদান করা হয়েছে।

    প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারী ব্যক্তিদের তাৎক্ষনিক নিবন্ধন করে টিকা প্রদান করা হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উল্লাপাড়ার করোনা ফোকাল পার্সন ডাঃ আলামিন হোসেন ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসকে সঙ্গে নিয়ে সকল টিকাদান কেন্দ্র তদারকি করেন।

    ইউনিয়ন পর্যায়ে ৩ টি করে ও উল্লাপাড়া পৌরসভায় ১৮ টি করে সর্বমোট ৫১ টি টিকাদান কেন্দ্রের কার্য্যক্রম শনিবার সকাল ১০ টার সময় এক যোগে শুরু হয়। প্রতিটি টিকাদান কেন্দ্র ২’শ করে সর্বমোট ১০ হাজার ২’জন টিকা গ্রহনকারীকে টিকা প্রদান করবে।

  • বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    বগুড়ার নন্দীগ্রামে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

    থানাসূত্রে জানাযায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদের দিক-নির্দেশনায় উপপরিদর্শক রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৬ই আগস্ট) দুপুর দেড় টার সময় উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামে অভিযান চালিয়ে ইদ্রিস আলী (৪২)কে ৫০গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। সে তেঘরী গ্রামের মৃত উজির উদ্দিন প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

    অপরদিকে, এসআই এটিএম রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও মাতলামি করা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রনবাঘা গ্রামের মৃত গনেশ চৌধুরির ছেলে শ্রী রাজিব চৌধুরী (৩৩), শ্রী মহাদেভ চন্দ্র কর্মকারের ছেলে শ্রী গোপাল কুমার কর্মকার (৩২) এবং নাটোর জেলাধীন সিংড়া উপজেলার বিবি আধখোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)। উভয় ঘটনায় পৃথক মামলা হয়েছে। শনিবার (৭ই আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ।

  • বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    করোনায় মোকাবেলায় সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বানী গ্রুপের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ (আগস্ট) শুক্রবার বিকালে বেলকুচি থানা প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ আরো অনেকেই।