Author: admin

  • শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন।

    শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষীকি এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক
    প্রমূখ।শেষে বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্যদিয়ে কর্মসূচী শেষ হয়।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পাড়ের জনগণ সংগঠনের উদ্যোগে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনি ছিলেন উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার।

    শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনলাইন ভিত্তিক সংগঠন “যমুনা পাড়ের জনগণ” এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার, সুরকার ও নাট্য ব্যক্তিত্ব গোলাম রব্বানী রতন।

    বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, কবি অধ্যাপক আলী রেজা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, ভূঞাপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম, আজমান আলী, জহিরুল ইসলাম বিজয়, আল আমিন সানি, মমিনুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গত ৪ আগস্ট (বুধবার) সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলেও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • বগুড়া হিজড়া প্রকল্পের মুকুট মনির সচেতনতায় করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহ।

    বগুড়া হিজড়া প্রকল্পের মুকুট মনির সচেতনতায় করোনা ভ্যাকসিন গ্রহনে আগ্রহ।

    দীর্ঘ সময় ধরে বৈশ্বিক কোভিড-১৯ এর মহামারী ছোবলে বিপর্যস্ত বাংলাদেশ। লন্ড ভন্ড হয়ে গেছে দেশের মানবজাতি। সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অদৃশ্য ভয়াবহ এ সংক্রমনের কালো থাবার হাত থেকে দেশের প্রতিটি নাগরিকের মুল্যবান জীবন বাঁচতে নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার।

    পাল্লা দিয়ে চলছে ভয়ানক করোনা ভাইরাসের আক্রমন।করোনা প্রতিরোধে বিজ্ঞানীরা তৈরী করেছে করোনা ভ্যাকসিন বা টিকা। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও দেশের প্রতিটি নাগরিকদের জন্য টিকা(ভ্যাকসিন) প্রদান কর্মসুচি চালু করেছে।

    সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এ ভাইরাস হতে মুক্তি পেতে জীবন রক্ষায় স্বেচ্ছায় গ্রহণ করছেন এ রোগের টিকা।

    সেদিক থিকে পিছিয়ে নেই আমাদের এ সমাজের অনগ্রসর তৃতীয় লিঙ্গের বা হিজড়া জনগোষ্ঠির লোকেরা। সাধারণ মানুষ সহ এ সব হিজড়াদের সচেতন করতে কাজ করে চলেছেন বগুড়ার একটি বেসরকারী এনজিও কর্মীরা। এ এনজিও কর্মী টিএমএস এস এর হিজড়া পুর্নবাসন প্রকল্পের বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মোছাঃ মোর্শেদা হক (মুকুট মনি)। সুন্দ এ কাজ করে যাচ্ছেন। এদের একত্রিত করেছেন একটি প্লাটফর্মে।উদ্দোগী করেছেন করোনার টিকা গ্রহনে।এসব হিজড়ারা এখন টিকা নিতে মুকুট মনির নেতৃত্বে টিকা গ্রহনের নিবন্ধনের জন্য ব্যতিব্যস্ত।

    শেরপুর স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকার উত্তম কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে টিকার নিবন্ধন করছেন তারা।শুধু তাই নয় টিকা গ্রহনের জন্য মোবাইলের মাধ্যমে ফিরতি (টিকা প্রদানের দিনক্ষণ) ম্যাসেজ প্রাপ্তির অপেক্ষার প্রহর গুনছে সেফালি, শিল্পী, রাজ্জাক, সফিকুল, নাজিম, সোহেল, বেশাখি ও কারিনা, বাতাসি, গোলাপী ও চৈতি হিজড়ারাও।

    টিকা নিবন্ধনের সময় উপস্থিত ছিলেন, বেসরকারি এনজিও প্রতিষ্ঠান (টিএমএসএস) এর হিজড়া জনগোষ্ঠির উন্নয়ন প্রকল্পের শেরপুর-ধুনটের দায়িত্বে থাকা প্রোগ্রাম অফিসার মোছা. মোর্শেদা হক মুকুট মনি, টিকার নিবন্ধন ফরম তাদের হাতে তুলে দেন।

    এসময় ওই কর্মকর্তা বলেন,ওই প্রকল্পের আওতায় থাকা হিজড়াদের সমাজে প্রতিষ্ঠিত করতে তারা বদ্ধ পরিকর। তাই ওই প্রকল্পের মাধ্যমে তাদের নানামুখি কাজের পথ দেখিয়ে দেয়া হচ্ছে। যেমনটা তাদের সেলাই কাজের প্রশিক্ষন প্রদানসহ বিভিন্ন ধরনের হাতের কাজ শিখিয়ে দেয়া এবং তাদের মাঝে দোকান ঘর ও মালামাল কিনে দিয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এতে তারা সমাজে অবহেলিত না থেকে আর দশজন সাধারণ মানুষের মত বেঁচে থাকতে পারবে।

  • উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে আব্দুস সামাদ(৪২), দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের কাইয়ুম হোসেনের স্ত্রী নূপুর আক্তার(১৮) ও একই এলাকার মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ(২৫)।

    র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল উপজেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামের মা বাবার দোয়া রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১০৯ বোতল ফেন্সিডিল ও নগদ ৫ হাজার টাকা,২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    দীর্ঘদিন যাবত হলো পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • সিরাজগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনে বীজ,চারা ও কাটিং বিতরন।

    সিরাজগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনে বীজ,চারা ও কাটিং বিতরন।

    সিরাজগঞ্জ সদর উপজেলার অনাবদি পতিত জমি, ও বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কৃৃষি অফিসার কৃৃষিবিদ মোঃ রোস্তম আলী সদর উপজেলার প্রায় শতাধিক তরুণ-তরুনী ও যুবক-যুবতীসহ পারিবারিক ভাবে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজী, ফুল ও ফল গাছের চারা, বীজ ও কাটিং যন্ত্র বিতরন করা হয়েছে।

    শনিবার (১৪ আগষ্ট ) সকালে সদর উপজেলার কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ সকল সবজি বীজ, ফুল-ফল গাছের চারা ও কাটিং যন্ত্র বিতরণের পর পারিবারিক কৃষকদের সদর উপজেলার কৃষি ছাদবাগান দেখানো হয় এবং সবাইকে পারিবারিক বাগান করা ও গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সদর কৃষিসম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, অ্যামেলিয়া জান্নাত সহ অন্যান্য কর্মকর্তাগণ।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ১৪ আগষ্ট শনিবর দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    ওই স্কুলের সভাপত সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা  ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, ইউপি আ’লীগের সভাপতি প্রভাষক মঈনুল হক,সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের  সাবেক প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সেরাজ সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, পালাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সহ অনেকে।

     

  • সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।

    সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়।

    গণমাধ্যমকর্মীরা প্রান্তিক জনগণের সাথে কাজ করেন পুলিশও ওই সকল জনগোষ্ঠীর সাথে কাজ করে।পুলিশ জনগণের বন্ধু হলেও সাংবাদিকরা ওই সকল জনগোষ্ঠীর আরো কাছের মানুষ।

    শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম একথা বলেন। তিনি আরোও বলেন, কথা নয় আমি কাজে বিশ্বাসী, তাই আমরা একে অপরের বন্ধ হয়ে কাজ করে সিরাজগঞ্জকে আধুনিক মডেল শহর গড়ে তুলবো।

    মো. নজরুল ইসলাম গত ১২ আগস্ট সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এটা তার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পঞ্চম কর্মস্থল। এর আগে সর্বশেষ তিনি রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া থানার বাসিন্দা।

    এ সময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু , যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবীন, সাংগঠনিক সম্পাদক হীরক গুণ, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু প্রমুখ।

    আলোচনা ও পরিচিতি সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ গোলাম, উপ-পরিদর্শক মোঃ জাফর, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, মাহমুদ হাসান প্রমুখ।

    এসময় ওসি বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে দায়িত্বরত এলাকার জনগণের বিপদ-আপদে পাশে থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কেউ কাউকে ছাড়া চলতে পারেনা তাই সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি কথায় নয় কাজে প্রমাণ করতে চাই।

    তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে ২লাখ ১১হাজারের মতো জনবল। নতুনভাবে ৫০হাজার নিয়োগ দিয়ে বাহিনীকে বড় করা হয়েছে। যার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

    পুলিশ মহাপরিদর্শকের ৪টি নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে জানিয়ে তিনি বলেন, আচরণ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠা যাবেনা এবং সততা নিয়ে তাৎক্ষনিক সাড়া দিয়ে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ।

  • জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের খাবার বিতরণ।।

    জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের খাবার বিতরণ।।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে গরীব,দুঃস্থ,অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।

    শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ২ টার সময় সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে ও সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর হার্ডপয়েন্টে এ সকল রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

    উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম,(বিপিএম) ও জেলার পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা’র উপস্থিতিতে রান্না করা খাবার বিতরন করা হয়।

    এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী,সিরাজগঞ্জ সার্কেল জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম) পুনাকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা সিফাত-ই-খোদা,অতিরিক্ত পুলিশ সুপার(সদর)শরাফত ইসলাম, আরআই প্রমূখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

  • ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে

    ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে

    বৈশ্বিক করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের মাঝে সন্তোষজনক সেবা দিয়ে ২০২০-২০২১ অর্থবছরে সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা দিয়ে রেকর্ড গড়েছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে রাজস্ব আদায়ে এটিই সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে জরুরি বিভাগ থেকে ৭০ হাজার ৮৪৮ টাকা, বহির্বিভাগ (আউটডোর) থেকে ১ লাখ ৫৪ হাজার ৩১১ টাকা, আন্ত:বিভাগে ভর্তিকৃত রোগী থেকে ৭৬ হাজার ৭২০ টাকা, এ্যাম্বুলেন্স ভাড়া বাবদ ৫ লাখ ৫৫ হাজার ৯৪০ টাকা, ইসিজি পরীক্ষা থেকে ৩ হাজার ৫২০ টাকা, এক্স-রে পরীক্ষা থেকে ২৫ হাজার ৩৭৬ টাকা ও প্যাথলজি পরীক্ষা থেকে ৫ লাখ ৭৫ হাজার ৯১০ টাকাসহ সর্বমোট ১৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা আয় হয়েছে। আয়কৃত এ টাকা গত জুন মাসে ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছেন কর্তৃপক্ষ।

    ২০২০ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৩ হাজার ২২৬ জন জরুরি রোগী, ৫ হাজার ৫৫৮ জন ভর্তিকৃত রোগী এবং ৫০ হাজার ৬৩২ জন বহির্বিভাগের (আউটডোর) রোগীসহ মোট ৭৯ হাজার ৪১৬ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। আর চলতি বছর ১৭ হাজার ২১৬ জন জরুরি রোগী, ৪ হাজার ৩১৭ জন ভর্তিকৃত রোগী এবং ৩৭ হাজার ২৩৮ জন বহির্বিভাগের রোগীসহ মোট ৫৮ হাজার ৭৭১ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

    বৃহস্পতিবার সকালে বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার খয়েরবাড়ী গ্রামের শাহিনুর ইসলাম বলেন, গতবছর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম। আজ আবারও চিকিৎসা নিতে এসেছি। এসে দেখি, হাসপাতালের পুরো চেহারাই পাল্টে গেছে। সব নতুন নতুন লাগছে। আগের তুলনায় এখানকার সেবার মানও অনেক ভালো হয়েছে।

    স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. এজাজুল ইসলাম বলেন, গত ২০২০-২০২১ অর্থবছরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ ৬২ হাজার ৬২৫ টাকা আয় হয়েছে। যা অন্য অর্থ বছরের চেয়ে অনেক বেশী।

    জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ‘ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম রাষ্ট্রীয় কোষাগারে এত বড় অঙ্কের রাজস্ব জমা হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন ও উপজেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। আর এটি সম্ভব হয়েছে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের আন্তরিক প্রচেষ্টায়। আগামীতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

    তিনি আরও বলেন, ১০ বেডের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডের জন্য জাইকা প্রকল্প থেকে “সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইচ্ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে এটি বাস্তবায়ন হবে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘একজন অসুস্থ মানুষ অনেকটা বিপদে পড়েই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আর তাদের মধ্যে গরীব ও অসহায় রোগীর সংখ্যাই বেশি। ওইসব রোগীকে তাদের প্রত্যাশিত সেবা দিয়ে হাসিমুখে বাড়িতে পাঠানোই চিকিৎসক হিসেবে আমাদের পরম সার্থকতা। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছেন।থ সে কারণেই অন্য অর্থ বছরের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা করা হয়েছে।

    ডা. মো. মশিউর রহমান আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি অনেক পুরনো। এর অনেক অংশ ভেঙে গেছে। জরুরি রোগী বহনকালে প্রায়ই এটি পথে নষ্ট হয়। ফলে রোগীরা অনেক ভোগান্তিতে পড়েন। স্বাস্থ্য দপ্তর থেকে নতুন একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ দিলে এখানে সেবার মান অনেক বৃদ্ধি পাবে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এর সাথে কথা বললে তিনি জানান, ‘ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারির মধ্যে কোভিড ও নন-কোভিড রোগীদের সেবাদানের পাশাপাশি বিভিন্ন সেবা খাত থেকে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে এটি অনেক ভালো দিক। জনবল সংকট থাকার পরেও এখানে আগের তুলনায় স্বাস্থ্যসেবার সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে।

  • সিরাজগঞ্জের প্রখ্যাত ফটো সাংবাদিক এনামুল কবীরের ইন্তেকাল

    সিরাজগঞ্জের প্রখ্যাত ফটো সাংবাদিক এনামুল কবীরের ইন্তেকাল

    সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া স্কুল রোডের বাসিন্দা প্রখ্যাত ফোটো সাংবাদিক এনামুল কবীর হান্নান (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার দুপুরের ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ও প্রখ্যাত কবি মরহুম এম,এ রউফ পাতার সহদর এনামুল কবীর দীর্ঘ দিন দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

    তার অপর ভাই বীরমুক্তিযোদ্ধা লেখক আব্দুল মান্নান (মান্না রায়হান) । এনামুল কবীরের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জ সাংবাদিক বৃন্দ সহ প্রতিবেশী ও বন্ধুবান্ধব দের মাঝে শোকের ছায়া নেমে আসে।এনামুল কবীরের এক কন্যা তাসনুভা কবীর প্রভা (১৬) রয়েছে।

    এনামুল কবীরের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

    শুক্রবার বাদ এশার সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় জামে মসজিদে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।