Author: admin

  • জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার আলোচনা সভা

    জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার আলোচনা সভা

    মহান স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার উদ্যোগে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস’র বগুড়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম, শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছাম্মাক, শাহ আলম,উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক ছোলায়মান আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার, প্রচার সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ সনাতন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিলন,কার্য্য নির্বাহী সদস্য আবুল খায়ের,সদস্য নজরুল ইসলাম,মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়ার অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ জুলফিকার আলী।

  • রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

     

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে চাদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করেছে বাঘা থানা পুলিশ ।

    জানা যায়, ১৫ আগস্ট বরিবার সকাল সোয়া দশ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, উপপরিদর্শক মিজানুর ইসলাম ও সাজদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীনগর মোল্লা পাড়ার পদ্মার চর থেকে চাঁদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করা হয়।

    আটক কৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল(২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন(২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।

    এসময় তাঁদের কাছে দেশিয় তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে বাঘা থানা পুলিশ।

    সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আটককৃতরা একটি নৌকা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে যায়। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এর আগে দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতদের যান-বাহন হিসাবে রয়েছে টলার বিশিষ্ট নৌকা।

    এদিকে রবিবার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিনতাই অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্র ধারী তিন ব্যাক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পারেন বাঘা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম । তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছান এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা (বসতি)পূর্ণ এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালন, ছিনতায় ও ডাকাতি মামলা রয়েছে।

    এবিষয়ে চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) প্রনব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালে উপজেলার লক্ষীনগর পদ্মার চরে একটি অভিযান পরিচালনা করা হয় । এসময় তাঁদের কাছ থেকে তিনটি দেশিয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করা । এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে ।

  • কলাপাড়ায় এক যুবকে কুপিয়ে হাতের আঙ্গুল কর্তন

    কলাপাড়ায় এক যুবকে কুপিয়ে হাতের আঙ্গুল কর্তন

    কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১ টার দিকে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

    আহত ইয়াকুব হাওলাদার (২৪)কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরনের পর শংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। এ সময় রাকিব (১৯) নামের অপর একজন আহত হয়।

    আহত রাকিব’র বাবা সজিব মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইযাকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা’র নেতৃত্বে ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

  • গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    রাজশাহীর গোদাগাড়ীতে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়াও শাহাদৎ বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সম্মান জানানো হয়।

    বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সম্মান জানানো হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের জাতীয় সাংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম , ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।

    এছাড়াও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস,গোদাগাড়ী পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে।

  • বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজ

    বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সার্বাধিকনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জালালপুর ইউনিয়নের মূলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মহফিলসহ কাঙালি ভোজের আয়োজন করা হয়।

    ১৫ আগস্ট রবিবার বিকেলে জালালপুর ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

    এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

  • ফুলবাড়ীতে বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন।

    ফুলবাড়ীতে বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

    দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকালে পৃথক পৃথক ভাবে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

    এদিকে সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

    রবিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।

    এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

  • ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ভূঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

    রবিবার (১৫ ই আগস্ট) সকাল ৯ টায় উপজেলা চত্বরের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১৫ আগষ্টের শহীদদের আত্মার প্রতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

    আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল রনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

    প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, জুলিয়া পারভেজ, আসাদুল খান, কোরবান আলী তালুকদার, কাজী গোলাম রব্বানী ইমরান, মোহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, নাসির উদ্দিন, তৌফিকুর রহমান মানিক, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান তালুকদার প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন।

  • নাগরপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

    নাগরপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

    নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

    রবিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি,আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন,সম্পাদক সজিব মিয়া সহ তৃনমুল নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি। তাঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

    এ সময় বক্তারা আরও বলেন,বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরব অর্জনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং এদেশের মানুষের মুক্তিই তাঁর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নেই তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন, জীবনের একটা বড় সময় জেলে কাটিয়েছেন। কিন্তু তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।থ

    পঁচাত্তুরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়। খুনিরা ভেবেছিল, এর মাধ্যমে ইতিহাস থেকে তাঁর নাম মুছে যাবে। কিন্তু ইতিহাস চলে তার নিজস্ব পথে। নতুন প্রজন্মের কাছে তিনি আজও মহানায়ক, তিনি বাঙালি জাতির স্বপ্নের দিশারী। তাঁর ৭ই মার্চের ভাষণ এখনো দেশের আপামর মানুষকে উদ্দীপিত করে এবং অন্যায় ও বৈষ্যমের বিরুদ্ধে সংগ্রাম করতে সাহস যোগায়।

  • জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    জাতীয় শোক দিবসে ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে অসহায় গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ১৫ আগস্ট রোববার সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ১২৫ টি
    অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে এই শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ এসজিপি।

    এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন
    ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ নঈম রেজভী, সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

  • বেলকুচি পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    বেলকুচি পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    সিরাজগঞ্জ বেলকুচি পৌর সভার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ (আগস্ট) রবিবার সকালে বেলকুচি পৌরসভার আয়োজনে পৌর চত্বরে জাতীয় পতাকা ও শোক দিবসের কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুরু করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি পৌরসভায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন নীরবতা পালন ও সকল শহীদের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে শোক সভায় বক্তব্যে রাখেন, সাবেক বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রমানিক, কাউন্সিলরবৃন্দ সহ উপজেলা ও পৌর আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।