Author: admin

  • কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই ভাই বোনের মৃত্যু।

    কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই ভাই বোনের মৃত্যু।

    সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আবু তালহা(৬) ও মুন্নী খাতুন(১৬) নামের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার চরদোগাছা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও মেয়ে।

    ১৬ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

    কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বসত ঘরের বিদ্যুতের ছিদ্র তার স্টিলের বাক্সের সাথে লেগে যায়। এমতাবস্থায় শিশু তালহা ওই স্টিলের বাক্স স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বোন মুন্নি তালহাকে স্পর্শ করে। এতে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

     

  • লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ৭৫’র ১৫ আগস্টে কিছুসংখ্যক বিপদগামী সেনা সদস্য বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা,ও বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুএবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

    পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু,বঙ্গবন্ধুর ভাগ্নে, মুক্তিযুদ্ধের সংগঠন শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি আব্দুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।এই সময় বঙ্গবন্ধুর দু”কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

    মূলত, ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাএা শুরু করে। বেসামরিক সরকারকে উৎখাত করে সামারিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুরকে হত্যার পর গোটা দেশে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষপ। দ্য টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়। সবকিছু সত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত নেই।

    একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।সপরিবারে শাহাদাতবরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমান সহপরিবারে সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

    উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, আনোয়ার হোসেন (সোহাগ) দিঘলি ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক,দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

  • বাংলাদেশ আফগানিস্তান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যাবেক্ষণ করছে।

    বাংলাদেশ আফগানিস্তান পরিস্থিতি সতর্কতার সাথে পর্যাবেক্ষণ করছে।

    আফগানিস্তানের বর্তমান পরিবেশ পরিস্থি বাংলাদেশ সতর্কতার সাথে নিবিড় পর্যাবেক্ষণ করছে।বাংলাদেশ বিশ্বাস করে আফগানের জনগণ নিজেরাই তাদের দেশ পূর্ণগঠন ও তাদের ভবিষ্যৎ নির্ধারন করবে।

    আজ সোমবার ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।আফগানিস্তানের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

    বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ সতর্কতার সাথে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যাবেক্ষণ করছে।আমাদের বিশ্বাস আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রভাব এ অঞ্চলে এবং এর বাইরেও পড়তে পারে।

    বিবৃতিতে আরোও উল্লেখ করা হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক-সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।আফগানিস্তান সার্ক ভূক্ত দেশ ও দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ।

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তান সরকার ও জনগণ আমাদের সহায়তা দিয়েছে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,জঙ্গীবাদ, ধর্ষণ, ইভটিজিং এ সকল ঘটনা যে কেউ ঘটালে,তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার এ সকল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের।শুধু প্রশাসনের ভরসায় বসে থাকলে চলবে না। আইন শৃংখলা বাহিনীকে সবার সহযোগীতা করতে হবে। তবেই দেশ থেকে উৎখাত হবে সকল ধরনের অপরাধ।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস,সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান,পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার,উদুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রমূখ।

  • উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যু।

    উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘ ১৫ দিন মহামারী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে চিরনিদ্রায় শায়িত হলেন, সিংহ গাঁতী গ্রামের ডাঃ নুরুল ইসলামের ছোট ছেলে প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদ(৪১)।

    গত ১ আগস্ট প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদ ও তার সহধর্মিণী নুশরাত জাহান করোনায় আক্রান্ত হয়ে এনায়েত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সেখানে তার সহধর্মিণীর চিকিৎসায় উন্নতি হলেও আব্দুল্লাহ আল মাসুদের অবনতি দেখা দিলে গত ৪ আগস্ট জরুরী ভাবে ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    দীর্ঘ ১১ দিন আইসিইউ লাইফ সাপোর্ট চিকিৎসার পর ১৫ আগস্ট ১.২০ মিনিটে করোনা যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ ওয়া…রাজি উইন। মৃত্যুকালে রেখে গেছেন তার পিতা-মাতা স্ত্রী সন্তানসহ আত্নীয়স্বজ।

    প্রকৌশালী আব্দুল্লাহ আল মাসুদের জানাজার নামাজ শেষে ১৫ আগস্ট রাত সাড়ে ১০ টার সময় স্বাস্থ্য বিধি মেনে সিংহ গাঁতী গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা সকল মানুষের নিকট দোয়া চেয়েছেন।

  • আফগানিস্তানের কাবুলে বোরকার দাম বৃদ্ধি।

    আফগানিস্তানের কাবুলে বোরকার দাম বৃদ্ধি।

    আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহনের আগেই বোরকার দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। তালেবান আফগানিস্তানের কাবুলে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা অস্বাভাবিক  দামে বোরকা বিক্রি করছে। এর আগে তালেবান শাসন আমলে মহিলাদের বোরকা পড়া বাধ্যতামুলক ছিলো। এই চিন্তা মাথায় রেখে দোকানীরা বোরকার দাম বৃদ্ধি করেছে।

    ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতন হয়েছিলো। তার পর থেকে আফগানিস্তানে বাধ্যতামুলক বোরকা পড়ার বিষয়টি তুলে দেওয়া হয়। তবে ধর্মীয় অনুবোত ও ঐতিহ্যগত কারনে মহিলারা বোরকা পরিধান করতেন। আবার যারা চাইতেন তারা আধুনিক ও তাদের পছন্দের পোষাক পড়ে বাহিরে চলাফেরা করতে বাঁধা ছিলো না।

    তবে আবার তালেবানরা আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে এবং নারীর স্বাধীনতা নিশ্চিত খর্ব হচ্ছে ভেবে ওই দেশের নারী মহল দোকান গুলোতে বোরকা কেনার জন্য ভীর জমিয়েছে। এ সুযোগে আফগানের কাবুলে বেড়েগেছে বোরকার ব্যবসা,চড়া দামে বোরকা বিক্রি করছেন তারা।

    দোকানিরা দ্য গার্ডিয়ানকে জানান এতো দিনে রাজধানীসহ আশেপাশের নারীরা দলে দলে বোরকা কিনছেন।এখন কাবুলের নারীরা দোকানে দোকানে বোরকা কেনার জন্য ভীর করছে।

    নারী ক্রেতারা জানাচ্ছেন কিছুদিন আগে বোরকা ২’শ আফগান মুদ্রায় বিক্রি হয়েছে, একই বোরকা ২ থেকে ৩ হাজার আফগান মুদ্রায় বিক্রি হচ্ছে। কাবুলে নারীরা জানান নারীদের মনে যেমন ভয় বেড়েছে বোরকার দামও তেমন বেড়েগেছে।

  • ন্যাশনাল পিপলস্ পার্টি লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালন।

    ন্যাশনাল পিপলস্ পার্টি লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালন।

    লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলর দলগ্রাম ইউনিয়নে ১৫ আগস্ট রবিবার সকাল ৯ টায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) লালমনিরহাটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রক্তঝরা ১৫ আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    জাতীয় শোক দিবস আলোচনা সভায় আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিপলস পার্টির লালমনিরহাট জেলার শাখার সভাপতি শরিফুল ইসলাম (মুন্সি)। এসময় আরোও উপস্থিত ছিলেন ন্যাশনাল যুব পিপলস্ পার্টি (এনপিপির) লালমনিরহাট জেলা আহবায়ক মোঃ আলী হোসেন সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন হাজারো বাঙ্গালীর মাঝে একজন শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি না হলে আমাদের আজ এই সোনার বাংলা পাওয়া হত না, তিনি মুক্তিযুদ্ধের ঘোষনা না দিলে আজ আমরা স্বাধীন সোনার বাংলা পেতাম না, তিনি না হলে আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেতাম না।

    তিনি আরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৫ই আগস্টে শাহাদাত বরণ করা নিয়ে অনেক কথা বলেন।পরিশেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করেন।

    আলোচনাসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।সর্বশেষে সকলকে তবারক বিতরন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাসনাল পিপলস্ যুব পার্টি (এনপিপির) লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক জনাব আলী হোসেন।

  • রায়নগর ইউপি আঃলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    রায়নগর ইউপি আঃলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

    গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৫ আগস্ট) বিকালে রায়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কাজীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেনের উদ্যোগে মহাস্থান হযরত শাহ সুলতান আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, তিনি ১৫ আগস্টের শোকাবহ বেদনাদায়ক ঘটনা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৪৬ তম শাহাদত বার্ষিকী।

    ১৯৭৫ সালের এই দিনে ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।তিনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের খুঁজে বের করে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিয়ার আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আজমল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মটু, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন, ছাত্রলীগ নেতা আরিফ হাসান রাসেল,শাহ কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মোফা, শাহ আলম, শফিকুল ইসলাম, শাহ আলম, কামাল পাশা সহ উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

    আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের সহকারী পেশ ইমাম আব্দুল হামিদ।

  • সিরাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    সিরাজগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    সিরাজগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতীর গৌরবগর্ব, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আগস্ট মাসব্যাপি কালোব্যাজ ধারন, এস,এস রোডস্থ দলীয় কার্যালয়ে রোববার ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জাতীর পিতার জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

    উক্ত আলোচনাসভায় জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না, ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ -সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।

  • জাতীয় শোক দিবসে উল্লাপাড়া মোহনপুর ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা।

    জাতীয় শোক দিবসে উল্লাপাড়া মোহনপুর ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা।

    সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

    ১৫ আগস্ট রবিবার বিকেল ৩ টার সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (মক্কা’র) সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (পান্না) ৭৫’র সেই ভয়াল রাতে বঙ্গবন্ধু ও তার স্ব-পরিবারকে নির্মম ভাবে হত্যার আত্ম কাহিনি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। সেদিন শিশু সন্তান শেখ রাসেল পর্যন্ত ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি।শেষ সময়ে এক গ্লাস পানি পর্যন্ত তাকে দেওয়া হয়নি।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বড়, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য সম্পাদক জেড,এম জলিল,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার, সাংগঠনিক সসম্পাদক গিয়াস উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও আতোয়ার রহমান মুন্না প্রমূখ।

    আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ। দোয়া ও মিলাদ শেষে বিপুল সংখ্যক মানুষের মাঝে তাবারোক বিতরন করা হয়।