Author: admin

  • উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সভা অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকালে উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া যুব সমিতিতে  উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ইউসুফ আলী মন্টুর সভাপতিত্বে বার্ষিক সভার ১ম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সুযোগ্য মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম, জেলা ব্যবস্থাপক (কালব্) জুট গোমেজ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ। তার আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

    দ্বিতীয় অধিবেশনে সদস্যদের মধ্যে লটারি, সৌজন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সেপটিক ট‍্যাংকিতে ৩ জন শ্রমিকের মৃত‍্যুর রহস‍্য উদঘাটনের দাবিতে মাধবপুরে মানববন্ধন।

    সেপটিক ট‍্যাংকিতে ৩ জন শ্রমিকের মৃত‍্যুর রহস‍্য উদঘাটনের দাবিতে মাধবপুরে মানববন্ধন।

    মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগরে সেপটিক ট‍্যাংকির ভেতরে তিনজন নির্মান শ্রমিকের মৃত‍্যুর ঘটনাকে নিরপেক্ষ তদন্ত করে রহস‍্য উদঘাটনের দাবিতে মাধবপুরে মানবন্ধন বিক্ষোভ, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় এলাবাসীর  আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানবন্ধন ও বিক্ষোভ,প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    সুষ্ঠু তদন্তের মাধ‍্যমে মৃত‍্যুর রহস‍্য উদঘটান করে দোষীদের  আইনের আওতায় আনার জন‍্য প্রশাসনের কাছে দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

    স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত‍্যাকান্ড। বক্তব‍্য রাখেন আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান,কাউন্সিলর সামসুল ইসলাম পিন্টু পাঠান, আফজাল মিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সারারণ সম্পাদক  উজ্জল পাঠান,সেচ্ছাসেবক লীগ নেতা শাহ জয়নাল আদাঐর ইউনিয়নের নারী ইউপি সদস‍্য মিনারা বেগম ,জাকির হোসেন প্রমূখ।

    পার্শবর্তী উপজেলা নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্ত্রীর নামে স্বপ্না মার্কেটে  সেপটিক ট্যাংকের ভিতরে থেকে গত (১৪ এপ্রিল) সকালে তিন নির্মাণ শ্রমিকের মৃতদেহ ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়।

    নিহতরা হলেন হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মোঃ নজব আলী ছেলে চুন্নু মিয়া (২২), মৌজপুর গ্রামের আবেদ আলীর ছেলে সম্রাট মিয়া ( ২৩) ও মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর গ্রামের ফজলুল হকের ছেলে আলম মিয়া( ২২)।

  • গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

    গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

    রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষ্যে ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ এপ্রিল) সকালে উজানচর ইউনিয়নে এই ফ্রি ভেটেরিনারি ভ্যাক্সিনেশন ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. রাশেদুজ্জামান মিয়া, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

    আয়োজিত এ ক্যাম্পেইন ফ্রি-ভেক্সিন ও কৃমিনাশক ভিটামিন পেয়ে খামারিরা অত্যন্ত খুশি এবং আগামীতে এ ধরনের পোগ্রাম আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তাঁরা।

  • তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধি:

    তাপদাহে পুড়ছে পুরো বাঘা, টিউবয়লে থাকছে না পানি।তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এদিকে, সামনের দিনগুলোয় আরও তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। তবে মৌসুমি রোগবালাই মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারো বেশি।

    ভ্যাপসা গরমে রাজশাহীর বাঘার সাধারণ মানেুষের  যায় যায় অবস্থা। শান্তি নেই কোথাও। মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছেন মানুষ। গেল ৫০ বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ।

    আবহাওয়া অফিস বলছে, সূর্যের এই তাপ সাধারণত জুন-জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে। শুধু এপ্রিল মাস না মে মাসেও দিনে মৃদু, মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে।

    বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আশাদুজ্জামান বলেন, বতমানে আবহাওয়া পরিবর্তন ও রোদের তাপ বৃদ্ধির কারণে যে কোন ধরণের সরিল খারপ হতে পারে। বিশেষ করে জ্বর ও পাতলা পায়খানা হতে পারে। তাই এই সময় সকলকে অনেক বেশি পরিমানে পানি পান করতে হবে সব সময় ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। আর সচেতন থাকার বিকল্প নেই।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রুগীর পরিমান কেমন ? জানতে চাইলে তিনি বলেন, ২-৩ জন জ্বর ও পাতলা পায়খানা জনিত রোগী আছে । তবে তাদের এই সমস্যা আসলে কি জন্য হয়েছে তা নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    বাউসা এলাকার কৃষক নায়েব আলী বলেন, আমরা দিনের বেশি ভাগ সময় মাঠে থাকি। এখন রোদের যে তাপ মাঠে থাকতে পারছি না । এতে আবাদি জমিতে আবাদ করা কষ্ট হয়ে পরছে। পানির প্রয়োজনে পানি পাওয়া যাচ্ছে না।

    বাঘা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই তীব্র ক্ষরার জন্য উঠছে না টিউবয়েলে পানি। তাই খাবার পানির জন্য ভুগানতিতে পড়তে হচ্ছে। পানি আনতে হচ্ছে পাশের পরিচিত কোন এক জলমটার থেকে।

  • রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক।

    রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
    শুক্রবার (১৯ এপ্রিল) আটক তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ও জেল হাজতে প্রেরনের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।
    আটককৃত মাদক কারবারিরা হলেন- শওকত মল্লিকের ছেলে সবুজ মল্লিক(২১), শহিদুল ইসলামের ছেলে শেখ বাঁধন(১৯) ও মৃত এয়াকুব আলী তরফদারের ছেলে অহেদ আলী তরফদার ছুটে(৪৯)। আটক সকল আসামির বাড়ি উপজেলার বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামে।
    ওসি সোমেন দাস জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়নের খেজুরমহল গ্রামের হালদার বাড়ি ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
  • লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যা দোষীদের শাস্তির দাবীতে সন্তানদের মানববন্ধন গ্রেফতার-৭।

    লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যা দোষীদের শাস্তির দাবীতে সন্তানদের মানববন্ধন গ্রেফতার-৭।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জোৎসনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

    এসময় কুপিয়ে আহত করা হয় নিহত নারীর স্বামী আলা উদ্দিনকে। খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী ও স্বজন মানববন্ধন কর্মসূচি পালন। (১৭ এপ্রিল ) বুধবার সকাল ১১ টায় ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন

    নিহত জোসনার সন্তানেরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, খুনি সিরাজ, মাহফুজ, মিজান, রাশেদা বেগম, এরশাদ,রিপন, জাকির,রিমন, রাকিব, ইব্রাহিম সহ ৭ জন্য ফাঁসি চাই প্রশাসনের কাছে

    মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জোসনার দুই ছেলে ও এক মেয়ে, ইসমাইল, ফেন্সি, রোজী, জোসনার, আসুরা, আবুল বাশার, ইউপি সদস্য সাখাওয়াত এলাকায় গণ্যমান্য ব্যক্তি সহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য আহসান উল্লাহ মানববন্ধনে উপস্থিত হয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন

    র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ বলেন,বসত বাড়ির পুকুর থেকে ড্রেজারে বালু উত্তোলন ও পানি সেচ দেয়াকে কেন্দ্র করে জোসনা ও তার স্বামী আলা উদ্দিনকে কুপিয়ে আহত করে ঘটনাস্থলে জোসনা মৃত্যু হয় মামলার পর থেকে র‌্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারিতে অবশেষে মামলার ৬ জন এজাহারনামীয় ও ১ জন অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়

  • মাটিরাঙ্গায় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    মাটিরাঙ্গায় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    মাটিরাঙ্গ(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

    “কৃষক বাচাও- দেশ বাচাও” নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১৯ এপ্রিল) সকালের দিকে আওয়ামী লীগের দলীয় কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

    পরে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি মো: আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান।

    পৌর কৃষক লীগের আহবায়ক মো: বেলাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সহ-সভাপতি ওয়ালী উল্যাহ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: খোকন মিয়া প্রমুখ।

    কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। আমাদের দেশের মাছ ও সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ং সম্পুর্ন। আমাদের দেশের খাদ্য ঘাটতি নেই। যেকোন প্রয়োজনে মাটিরাঙ্গার প্রান্তিক কৃষকদের পাশে থাকার ঘোষনা দিয়েছেন বক্তারা।

    অনুষ্ঠানে উপজেলা ও পৌর কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল।

    সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    সমাজসেবায় বিশেষ অবদানের জন‍্য “সোশ‍্যাল পার্সোনালিটি শাইনিং অ‍্যাওয়ার্ড-২০২৪ (সম্মাননা স্মারক) পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
    ‘জাতীয় ব‍্যক্তিত্ব স্মৃতি পরিষদ’ নামক একটি সংগঠন সারা দেশ হতে বাছাইকৃত ৪০ জন ইউপি চেয়ারম্যানকে ঢাকা জাতীয় শিশু কল‍্যাণ মিলনায়তন হতে এ সম্মাননা স্মারক প্রদান করে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এ সম্মাননা আমার একার অর্জন নয়। এ অর্জন আমার ইউনিয়নের সকল শ্রেনী-পেশার মানুষের। এ সম্মাননা আমি আমার প্রিয় ইউনিয়নবাসীকে উৎসর্গ করছি।
  • রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে
    কেন্দ্রীয় হাইস্কুল মাঠ চত্ত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
    অতিথিবৃন্দরা কেন্দ্রীয় হাইস্কুল মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।শুভ উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাতীয় পার্টির জাহাংগীর আলম ও যুগ্ন আহব্বায়ক আবু তাহের, প্রধান শিক্ষক আবু শাহানসাহ প্রমুখ।
    প্রদর্শনীতে বিভিন্ন জাতের, গরু-ছাগল,হাঁস-মুরগী,গবাদী পশু,পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুদের স্টল রয়েছে।
    প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল খামারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
  • গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অর্থ সহায়তা প্রদান।

    গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অর্থ সহায়তা প্রদান।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে (বিশেষ চাহিদা সম্পন্ন) গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস‍্যদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অনুদান প্রদানের চেক বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদানের এক লক্ষ টাকার চেক গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ’র হাতে তুলে দেন।
    এসময়  উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান প্রমুখ।
    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ-তহবিলের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী সংস্থার সদস‍্যরা ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে অন‍্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এজন্যই এ অনুদান প্রদান করা হয়েছে। সংস্থাটি এ অনুদান নিয়ে ঝাড়ু তৈরির কারখানা দিয়ে নতুন ভাবে জীবন শুরু করবে বলে আমি আশা করছি।