Author: admin

  • উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত-১৫ জন

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ আহত হয়েছে।১৯ আগস্ট বিকেল ৫ টার সময় বগুড়-নগরবাড়ী মহাসড়কের উপজেলার পৌরশহরের চৌকিদহ ব্রীজের উপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    সংঘর্ষের ঘটনায় ট্রাক চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে বিপরিত দিক থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রাক যাওয়ার সময় চৌকিদহ ব্রিজের উপর এই দুথটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুথটি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন।

  • সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলরে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে শহরের ইবি রোডের জেলা বি, এন,পি দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসনে রাজেশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লা আল কায়েসের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী পালন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় নির্বাহী কিমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বি এন পি’র বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান (বাচ্চু) ,সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার (রানা), যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান (রঞ্জন), শামীম খান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার (বাবু), সাধারন সম্পাদক মুরাদুজ্জামান (মুরাদ) সহ বি এন পি ও তার অঙ্গসংগঠনরে নেতৃবৃন্দ।

  • সিরাজগঞ্জে আউশ বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস

    সিরাজগঞ্জে আউশ বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস

    সিরাজগঞ্জে আউশ বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আউশ প্রদর্শনীর উপর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আবু হানিফ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আ.জ.ম. আহসান শহীদ সরকার কাজল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অ্যামেলিয়া জান্নাত ও মোঃ সাব্বির আহমেদ সিফাত সহ সংশ্লিষ্ট ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

    উক্ত মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু।

    প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন- ভাল বীজের মান নিশ্চিতকরনের জন্য সরকার কৃষকদের বীজ উৎপাদনে সাবলম্বি করতে কৃষককে উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোক্তার মাধ্যমে বীজ ইউনিয়নের কুষক যাতে মান সম্মত বীজ পায় সেজন্য প্রকল্প কাজ করছে। আশা করি কৃষকরা বীজ উৎপাদন করে বীজের ঘাটতি মেটাতে সক্ষম হবে।পরে অতিথিবৃন্দ আউশ বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন।

  • উল্লাপাড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা।

    উল্লাপাড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই তেলমিলের মালিককে ৩০,০০০/=ত্রিশ হাজার ও দুই মিষ্টির দোকান মালিককে ৪০,০০০/=চল্লিশ হাজার করে সর্বমোট ৭০,০০০/=সত্তর হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান(রণি)।

    ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার বাজার মনিটরিং করার সময় এই জরিমানা করা হয়।

    সিরাজগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান বিএসটিআই এর অনুমোদন না থাকার অপরাধে তেলমিলের মালিক আব্দুল গণিকে ১০,০০০/=দশ হাজার ও নজরুল ইসলামকে ২০,০০০/=বিশ হাজার সর্বমোট ৩০,০০০/=ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও লিলি মিষ্টান্ন ভান্ডার দোকান মালিককে বাসি দই ও মিষ্টি রাখার অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকা ও জবা দই ঘরের মালিককে একই অপরাধে ২০,০০০/= বিশ হাজার টাকস করে সর্বমোট ৪০,০০০/= চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সর্বমোট চারজনকে ৭০,০০০/= সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উল্লাপাড়া পৌরসভা প্রসিকিউটর অফিসার আলী আহম্মেদ (রতন) তার ফেসবুক আইডিতে স্ট্যাটার্সে এ তথ্য নিশ্চিত করেন।
    এ সময় সিরাজগঞ্জ র‍্যাব-১২’র চৌকস অভিযানিক দল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।

  • বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে আ,লীগ অফিসে চেয়ারম্যানের প্রতিবাদসভা।

    বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে আ,লীগ অফিসে চেয়ারম্যানের প্রতিবাদসভা।

     

    বালুদস্যুর অভিযোগ ধামাচাপা দিতে সিরাজগঞ্জ এনায়তেপুর থানা সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সেরাজ তার পক্ষে প্রতিবাদ সভা করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১৯ (আগস্ট) বৃহস্পতিবার সকালে এনায়েতপুর- বেতিল বাজারে প্রতিবাদসভার আয়োজন করা হলে স্থানীয় লোকজনের ধাওয়ায় খেয়ে বিতারিত হয়ে পরে এনায়েতপুর থানা আ’লীগ অফিসে প্রতিবাদ সভা করেন। চেয়ারম্যান নিজের অপরাধ ঢাকতে থানা আ’লীগ অফিসে কিভাবে প্রতিবাদ সভার আয়োজন করেন এ বিষয়ে এনায়েতপুর থানা আ’লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছেন। এই প্রতিবাদ সভার তীব্রনিন্দা জানিয়েছেন।

    এদিকে বালু দস্যু ও সংখ্যালঘুদের বাড়ি দখল অভিযোগ ধামাচাপা দিতে চেয়ারম্যানের আ,লীগ অফিসে এ প্রতিবাদ সভা করা কে মানুষ ছি ছি করছে আর বলছে অভিযোগ ঢাকতেই এই প্রতিবাদ সভা করেন। ইউনিয়নের লোকজনকে অর্থের আশ্বাস আর ভয় ভীতি দেখিয়ে এ প্রতিবাদ সভা লোকজন জড়ো করেন স্থানীয়রা অভিযোগ করেছেন।

    উল্লেখ্য, ব্যাক্তি মালিকানাধীন জমিতে অবৈধ ভাবে বালু মহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়তপুর থানার সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

    বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল সাড় ১০টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে আধাঘটা ব্যাপী এ কর্মসুচিতে সৈদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টারের সভাপতিত্বে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য নূর মাহাম্মদ সিকদার, গোলাম হোসন, রজব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সৈদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ যমুনার চরের ব্যাক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এছাড়া গত জুন মাস আমাদের ব্যাক্তিগত জমিতে বালু মহাল করার জন্য ডিসির কাছ আবেদন করেছে। তার এই অপতৎপরতা আমরা কখনো মেনে নেবোনা। যদি বালু মহালের অনুমতি দেয়া হয় তবে আমরা হাজার হাজার মানুষ লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসুচি দেবো। তারা আরও বলেন, সিরাজ চেয়ারম্যান এমপি মমিন মন্ডলকে সংস্পর্শ থেকে তাকে কৌশলে ঢাল হিসবে ব্যবহার করে খামারগ্রামের হিদুদের বাড়ি দখলসহ প্রভাব খাটিয়ে সাধারন মানুষকে অত্যাচার অবিচার করছে। এখন তার চোখ পড়েছে আমাদের জমিতে সরকারী বালু মহাল করার জন্য। প্রশাসনের কাছে দাবী তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। তা না হলে আমরা যে কোন মুল্য তার অত্যাচার প্রতিহত করবো।

  • করোনা টিকার ভ্যাকসিনসহ সেবা সংস্থা ক্লিনিকের মালিক আটক।

    করোনা টিকার ভ্যাকসিনসহ সেবা সংস্থা ক্লিনিকের মালিক আটক।

    রাজধানীর দক্ষিণখানের সেবা সংস্থা নামের একটি ক্লিনিকের ফার্মাসিতে মর্ডানের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনপূর্ণ অ্যাম্পল/ভায়াল ১টি ও ২১টি খালি অ্যাম্পল/ভায়ালসহ মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করেছে পুলিশ।

    বুধবার(১৮ আগস্ট) দক্ষিণ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহআলম এ তথ্য নিশ্চিত করে জানান ভ্যাকসিনের ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তিনি এই টিকা সংগ্রহ করলেন।এ ঘটনায় তার বিরুদ্ধ মামলা প্রস্তুতি চলছে।

    দক্ষিণ থানার তদন্ত(ওসি) আজিজুল হক মিয়া জানান বুধবার রাত ১২ টার দিকে দক্ষিণখানের চলাবন এলাকার সংস্থা ক্লিনিকের ফার্মাসিতে করোনার ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    এসময় ভ্যাকসিনপূর্ন একটি অ্যাম্পল/ভায়াল ও ২১ টি খালি অ্যাম্পল/ভায়াল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পল/ভায়ালে ১০ ডোজ করোনা ভ্যাকসিনের টিকা থাকে।ফার্মেসির মালিক বিজয় ৫’শ টাকার বিনিময়ে প্রতিডজ করোনা টিকার ভ্যাকসিন বিক্রি করে থাকেন।

  • তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটি বিলুপ্তির পথে।

    তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটি বিলুপ্তির পথে।

    সিরাজগঞ্জের তাড়াশে আধুনিকতার ছোঁয়ায় খেজুর পাতার পাটির দেখা  এখন স্বপ্নে পরিনত হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় প্লাষ্টিকের তৈরী পাটি ,বেতের তৈরী শীতল পাটি, বিভিন্ন ধরণের চট ও কার্পেট এবং পলিথিনের তৈরি নানা রকমের উপকরণসহ আধুনিক সরঞ্জাম ব্যবহারের কারণে গ্রামবাংলার নিদর্শণ চলনবিলের ঐতিহ্যবাহী নীপন হাতের তৈরি খেজুর পাতার পাটির চাহিদা কমায় বর্তমানে বিলুপ্তির পথে ।

    কিন্তু প্রাচীন কাল থেকেই এ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে খেজুর পাতার পাটির ব্যাপক চাহিদা ছিলো।

    স্বাধীনতার পরেও এই উপজেলার সকল পরিবারেই দেখা যেত খেজুর পাতার পাটির ব্যবহার। পরিবারের সদস্যরা নিজস্ব খেজুর গাছের পাতা পেরে রোদে শুিকয়ে নিজেরাই ঘরে শুয়ে থাকার জন্য,মাটিতে পেরে ভাত খাওয়ার জন্য ও নামাজ পড়ার জন্য এবং আবাদী জমির ফসল নিতে এই পাটি তৈরী করতেন। আদিবাসীসহ নিম্ন শ্রেনীর জনগণ বৃষ্টির দিনে  ছাতার পরিবর্তে খেজুর পাটির তৈরি ঘোমটা বৃষ্টি আটকানো ঢাল হিসাবে ব্যবহার করতেন।

    এছাড়াও অনেকেই এই পাটি তৈরীকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা অর্জন করতেন। এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল। বিশেষ করে ক্ষুদ্র নৃ গোষ্টি পরিবারের সদস্যরা দিন পরিশ্রমের কাজ করে ফাঁকা সময়ে তারা তৈরী করতো এই পাটি।

    বর্তমানে এই পাটির চাহিদা কমে যাওয়ায় ও এলাকায় খেজুর গাছের পরিমান কমে যাওয়ায় এবং অল্প সময়ে আধুনিক যন্ত্র দ্বারা বেশী উদপাদন করায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি সেই খেজুর পাতার পাটির দেখা মিলাই স্বপ্ন মনে হচ্ছে।

    বর্তমানে মানুষের পারিবারিক ও দৈনন্দিন কাজে ব্যবহার্য ঐতিহ্যবাহী খেজুর পাটির পরিবর্তে স্থান করে নিয়েছে আধুনিক বেতের তৈরী শীতল পাটি, নলপাটি, পেপসি পাটি, বিভিন্ন ধরনের চট ও কার্পেট, মোটা পলিথিন সহ নানা রকমের উপকরণ। এই উপকরণ গুলো সহজেই বাজারে পাওয়া যায় বলে মানুষ খেজুর পাটির বদলে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন ঝুকে পরছে। ফলে হারিয়ে গেছে খেজুর পাটির কদর। খেজুর পাটির চাহিদা কমে গেলেও উপজেলার আদিবাসী নারীরাসহ গ্রাম বাংলার নারীরা আজও অবসর সময়ে খেজুর পাটি তৈরির কাজে ব্যস্ত থাকেন।

    হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেজুর পাতার পাটিকে তারা নিজস্ব  সংস্কৃতিতে আজও আঁকড়ে ধরে রেখেছেন।এমনটাই চোখে পরছে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গুচ্ছ গ্রাম এলাকায়।

    বারুহাস ইউনয়িনের বস্তুল গ্রামের খেজুর পাতার পাটি তৈরী করা এক গৃহ বধু শাপলা খাতুন বলেন, আমরা এখনও খেজুর পাতা সংগ্রহ করে সংসারের সকল কাজ কর্ম সেরে  অবসর সময়ে পাটি তৈরী করি। এই পাটি আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে অন্যাদের কাছে  বিক্রি করে যে টাকা পাই তা আমার সংসারের কাজে ব্যয় করি।

    ওই গ্রামের বাসিন্দা আখলিমা খাতুন বলেন, প্লাষ্টিকের পাটি পাওয়া যায় বলে খেজুর পাটির কদর আর নাই। আগে এই পাটি বিক্রি হতো হাট বাজারে। কিন্তু এখন আর বিক্রি হয় না। আবার আগে খেজুর পাতা পাওয়া যেত গাছ কমে যাওয়ায় পাতা ও পাওয়া যায় না। তাই  এই পাটি তৈরী করতেও সমস্যা হচ্ছে। এখন আর কেউ খেজুর গাছ লাগাতে চায় না।

    এ ব্যাপারে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন,আমরা খেজুর গাছ ও তাল গাছ লাগানোর জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছি। একদিকে যেমন বিলুপ্ত হয়ে যাওয়া খেজুর গাছ ও তাল গাছ রক্ষা পাবে।  অপর দিকে  প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা পাওয়া যাবে আবার পাটি তৈরির সাথে জড়িত আদিবাসী ও অন্যান্যরা খেজুর পাতার পাটি ব্যবহার সহ বিক্রি করে সংসারে যোগান দিতে পারবে।

  • দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন হেফাজত নেতা বাবুনগরী।

    দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন হেফাজত নেতা বাবুনগরী।

    দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে হেফাজত নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী(ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।

    ১৯ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ১১ টার সময় ফায়ার সার্ভিস এর অ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামে তাকে চিকিৎসার জন্য আনা হয়। মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম গণমাধ্যমকে জানায়িছেন গতকাল বুধবার সন্ধার পর হুজুরের শারীরিক অবস্থা ঘটতে থাকে।

    আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকি তার অবস্থা আরোও অবনতি হয়। পরে তার সঙ্গীরা তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে এনে চিকিৎসার উদ্দেশ্য চট্টগ্রাম হাসপাতালের দিকে রওনা হয়। হেফাজতের এই নেতা বাবুনগরী ৬৭ বছর বয়সে দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন হলো হৃদরোগ,কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন।

  • সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

    বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় সলঙ্গা থানার নলকা ব্রিজ সংলগ্ন এলাকায় আব্দুল আজিজ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।এ সময় কার্ভাড ভ্যানসহ ২টি মোবাইল এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহমান লিমন (১৯) ও পটুয়াখালী জেলার হরতর্কীবাড়ীয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রিয়াজ গাজী (২৮)।

    র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সিরাজগঞ্জে দুই মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১।

    সিরাজগঞ্জে দুই মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১।

    সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক ফলার আঘাতে নিহত হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

    বুধবার (১৮ আগস্ট) দুপুরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় সংঘর্ষ চলাকালে এঘটনা ঘটে। নিহত ইলেকট্রিক মিস্ত্রি সাজ্জাদ হোসেন পৌর এলাকার সয়াগোন্দি মসজিদ পাড়ার আবু সাঈদের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লাবাসির মধ্যে সংঘর্ষ বাধে।

    এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

    তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই মহল্লা দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গুরুতর আহত সবুজ,আলামিন, জহুরুল ইসলামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

    সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, বুকের ডান পাশে ধারালো আস্ত্রের আঘাতে পৌনে ২ টার দিকে সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ টার দিকে সে মারা যায়।