Author: admin

  • সিরাজগঞ্জে জেলেদের মৎস্য আইন বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষণ।

    সিরাজগঞ্জে জেলেদের মৎস্য আইন বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষণ।

    নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মৎস্য আইন সংক্রান্ত বিষয়ে সদর উপজেলার জেলেদেরকে নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    প্রশিক্ষণ কাজে সহযোগিতা করেন,সদর উপজেলা পরিষদ ও বাস্তবায়নে ছিলেন,সিরাজগঞ্জ সদর মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিরাজগঞ্জ সদর উপজেলা।

    রোববার(২২আগষ্ট) দিনব্যাপী সদর উপজেলার প্রশিক্ষণ কাম-কমিউনিটি সেন্টারে ২৫ জন জেলে নিয়ে এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃসাহেদ আলী।

    জেলেদের মৎস বিষয়ক সচেতনামুলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

    বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

    উক্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী এবং প্রশিক্ষণার্থীবৃন্দ জেলেরা (মৎস্যজীবীগণ)।

  • সিরাজগঞ্জ পৌরসভার কাটাখালী উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন।

    সিরাজগঞ্জ পৌরসভার কাটাখালী উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন।

    সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত কাটাখালি খালের পাড় ও সংযুক্ত সড়ক পাঁকাকরণ উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নূরুল হক।এই উন্নয়ন প্রকল্পের অধীনে ১কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার সড়কের পাকাকরণ ফুটপাত টাইলস লাগানোর ৯০ ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।

    রোববার (২২ আগষ্ট) সকালে এ উন্নয়ন প্রকল্পের অধীনে ইলিয়ট ব্রিজ সংলগ্ন ফজল খান রোডের পাকাকরণ কাজ চলছে। কাটাখালি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া।

    এ সময় প্যানেল মেয়র নুরুল হক জানান, সিরাজগঞ্জ পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাটাখালি উন্নয়ন প্রকল্পের অধীনে সড়ক উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে এরপর এই সড়কের বাকি অংশের ড্রেন নির্মাণ ও পাকাকরণ কাজ পৌরসভার নিজস্ব তহবিল শুরু করা হবে। চলতি মাসের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে জানান তিনি।

  • তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুরের বর্ধনপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে আলতাফ হোসেন মোল্লা(৪০) ও একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জয়নাল আবেদিন(৩৬)।

    রোববার ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান শনিবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নং ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি টাকা মূল্যের এক কেজি ৭০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

    এ সময় মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুইটি মোবাইল সেট এবং নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন হলো প্রসাশনের দৃষ্টি ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে, ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লা খনির মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে মিছিল শেষে ঘন্টা ব্যাপি তাপ বিদ্যুৎ কেন্দ্রে মুল গেটের সামনে মানব বন্ধন করেন তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ প্রমুখ।এসময় বক্তারা বলেন,দির্ঘ ৪ বছর ধরে আমরা আন্দোল করে আসছি।

    ১৪৩ জন উন্নয়ন শ্রমিকে উৎপাদন শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও নাম মাত্র ২০ জন শ্রমিকের নিয়োগ প্রদান করেন কতৃপক্ষ ।

    এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি।তারা বলেন, আগামী ২৯ আগষ্টের মধ্যে নিয়োগ সম্পুর্ণ না হলে তাপ বিদুৎ কেন্দ্রের সামনে অবস্থান কর্মসুচী পালন করা হবে।

    বিষয়টি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী
    ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন
    আন্দোলনের বিষয়ে তিনি কিছুই জানেননা তিনি একটি মিটিংএ আছেন,পরে জানতে পারবেন।
    নিয়োগের বিষয়ে তিনি বলেন নিয়োগের বিষয়টি নিয়ে উপর মহলের কোনো নিদের্শনা আসেনি, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।

  • আফগানদের উচিত তালেবানে সাশন মেনে নেওয়া;হাশমত গণি।

    আফগানদের উচিত তালেবানে সাশন মেনে নেওয়া;হাশমত গণি।

    আফগানিস্তানের জনসাধারণের উচিত তালেবানের সাশন মেনে নিয়ে দেশের জন্য কাজ করা।এমন মন্তব্য আফগানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গণির ভাই হাশমত গণি।

    নিজে আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সাশন মেনে নিয়ে অন্তর্ভূক্তিমুলক সরকার গঠনের আহব্বান জানান তিনি। শনিবার আফগানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চল থেকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আফগানের জনগণকে নতুন সরকারের সাশন মেনে নিয়ে এক সাথে কাজ করা।

    আফগান থেকে যখন মার্কিন ও বিদেশি সৈন্য প্রত্যাহারের শেষে দিকে গণমাধ্যমে এমন মন্তব্য করলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ভাই হাশমত গণি।তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তিনি সামাজিক ব্যক্তিবর্গ ও দেশটির ব্যবসায়ী সম্প্রদায়কে ইঙ্গিত করে এমন মন্তব্য প্রকাশ করেছেন। যেসব ব্যবসায়ীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ দেশের বিভিন্ন দপ্তরে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছেন তারাও যদি দেশত্যাগ লোকজনের মত দেশত্যাগ শুরু করেন তাহলে আফগানিস্তানের অর্থনীতিসহ সামগ্রিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

    অর্থনীতি, শিক্ষা,চিকিৎসা ও সাশন ব্যবস্থা একটি দেশের মূল অবকাঠামো।এ সম্পাদ রক্ষার দায়িত্ব আফগানের জনগণ এরিয়ে যেতে পারে না বলে জানান তিনি।

  • কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ।

    কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ।

    কক্সবাজার প্রতিনিধিঃলকডাউন শিথিল করে সৈকত ও পর্যটনস্পট খুলার দুদিনের মাথায় কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ইরফানুল হক মাহি নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। এসময় নিখোঁজ স্কুল ছাত্রের অপরসঙ্গীকে বিপদাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়।

    শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ নিখোঁজের ঘটনা ঘটে। বিপদাপন্ন শিক্ষার্থীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজের খুঁজে কাজ করছেন পুলিশ ও সংশ্লিষ্টরা।

    নিখোঁজ শিক্ষার্থী ইরফানুল হক মাহি (১৫) কক্সবাজার শহরের টেকপাড়া কালুর দোকান (পেট্রোল পাম্পের বিপরীতে) এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

    নিখোঁজ শিক্ষার্থীর নিকট আত্মীয় জেলা ছাত্রলীগ নেতা আহমেদ ফরহাদ জানান, দীর্ঘ ১৪০দিন বন্ধ থাকার পর ১৯ আগস্ট কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন স্পষ্ট ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকার। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসার পাশাপাশি স্থানীয়রাও সৈকতের বালিয়াড়িতে আসছে।

    শনিবার দুপুরের দিকে বন্ধু ওয়াহিদকে সাথে নিয়ে এরফানুল হক মাহি কক্সবাজার সৈকতে যান। সৈকতে ঘুরাফেরা করার পর তারা দুজন একপর্যায়ে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ গোসলকালে বেলা সাড়ে ৫টার দিকে অকস্মাৎ মাহি ও ওয়াহিদ ঢেউয়ের ফিরতি স্রোতে ভেসে যায়। তা দেখে সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা দ্রুত ঝাপিয়ে পড়ে ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও মাহি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, বীচকর্মী, লাইফগার্ড ও মাহির স্বজনরা তাকে উদ্ধারে নানা জায়গায় তৎপরতা চালাচ্ছে।

    লাইফগার্ড কর্মীরা জানায়, মাহি ও ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একসময় পানিতে ভাসতে ভাসতে সমুদ্র গভীরে চলে যায়। তাদের ভেসে যেতে দেখে উপস্থিত লাইফ গার্ড সদস্যরা ওয়াহিদকে উদ্ধার করতে পারলেও তার বন্ধু মাহির সন্ধান পাননি।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান বলেন, উদ্ধার কর্মীরা সৈকতের সুগন্ধা পয়েন্টসহ সাগরের সম্ভাব্য স্থানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। যেখান থেকে তারা ভেসে যায় সাগরের সেই অংশটা নদীর মতো হয়ে গেছে। স্রোতের টানে নিজেদের সামাল দিতপ পারেনি হয়তো কিশোরদ্বয়।

  • ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন।

    ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে উপজেলা হল রুমে এই সম্নেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে সভাপতি এবং আশফাকুল আলমকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

    স্কাউটসেরআয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

    এতে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারী লিডার ট্রেনার মো. আব্দুল মোতালেব এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সম্পাদক মেহেদী আহসান।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক সহকারী লিডার ট্রেনার মো. আতিকুজ্জামান মিলন, কমিশনার মো. মাতলুবুল মামুন, লিডার ট্রেনার প্রতিনিধি মশিহুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ।

    শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার আশফাকুল আলমকে সম্পাদক এবং সাবেক সম্পাদক মেহেদী আহসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা।

    টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল কুদ্দুস প্রামাণিক(৬৫) নামের এক বৃদ্ধ আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধ উপজেলার গোবিন্দাসী গ্রামের মৃত সোলাইমান প্রামাণিকের ছেলে ও গোবিন্দাসী বাজারের শফিকুল দর্জির বাবা। তিনি মোটর বিড়ির শ্রমিক ছিলেন। গতকাল শুক্রবার (২০ আগষ্ট ) রাতের কোন এক সময় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কুদ্দুস দীর্ঘদিন যাবত পাইলস্ রোগসহ নানা‌ রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় পাইলসের ব্যথা শুরু হলে ব্যথা় সহ্য করতে না পেরে আম গাছের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করেন।

    কুদ্দুস প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, পাইলস্ আক্রান্ত হওয়ার পর আমার বাবা মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সে আলাদা ঘরে আমার মায়ের সাথে থাকতো। রাত ১১ টার দিকে বাবাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর দেখি আম গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় সে ঝুলছে।

    ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওহাব বলেন, কুদ্দুস আলী নানান রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশটি রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার (২১ আগষ্ট ) পরিবার সহ এলাকার মাতব্বরগণ এসে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

  • ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে উল্লাপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল।

    ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে উল্লাপাড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কাযার্লয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্ব করেন।এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (শফি), উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,পৌর কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু প্রমুখ ।

    এছাড়াও উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত স্মরণ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,ওয়ার্ড আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ২১শে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে তাড়াশে আলোচনা ও দোয়া মাহফিল।

    ২১শে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে তাড়াশে আলোচনা ও দোয়া মাহফিল।

    সিরাজগঞ্জের তাড়াশে ২১ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলা ও ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রকাশ চন্দ্র,আব্দুস সামাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান প্রভাষক মর্জিনা ইসলাম, জেলা পরিষদের সদস্য হোসনেআরা  পারভীন লাভলী,মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারমান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ , নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফ করিব চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান ফরহাদ আলী বিদ্যুৎ.উপজেলা ছাত্রলীগের সভাপতি  ইকবাল হাসান রুবেল, ,সাধারণ সম্পাদক শামীম আহাম্মম আকাশ,পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ,স্ব্ছোসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতবৃন্দ। নেতবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।