Author: admin

  • সিরাজগঞ্জে প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরন।

    সিরাজগঞ্জে প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরন।

    সিরাজগঞ্জ সদর উপজেলার -২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সদর উপজেলার প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।

    সোমবার (২৩ আগষ্ট) দুপুর ১২ টার সময় সদর উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে ভার্মি কম্পোষ্ট উৎপাদনের উপকরণ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক ইউসুফ রানা মন্ডল।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম,নাছিম রেজা নুর দিপু।

    অনুষ্ঠানসঞ্চালনায় ও সার্বিকদায়িত্বে ছিলেন,সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের- কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়াজান্নাত ও সাব্বির আহমেদ সহ অন্যান্য কৃষিকর্মকর্তাগন ও কৃষকেরা।

  • বগুড়ার মহাস্থানে ভাসমান পাগলি সন্তানের মা;হারানোর ৪ দিনপর উদ্ধার।

    বগুড়ার মহাস্থানে ভাসমান পাগলি সন্তানের মা;হারানোর ৪ দিনপর উদ্ধার।

    বগুড়ার মহাস্থানে ভাসমান এক পাগলি ফুটফুটে শ?পুত্র সন্তানের মা হয়েছে।সন্তান জন্মের ৯ দিন পর চুরি হয়ে যায়। চুরির ৪দিন পর উদ্ধার করে পাগলির কোল জুড়ে দেওয়া হয়।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান মাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন ভাসমান এক পাগলীর গর্ভে সন্তান ধারণ হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি পিতার। স্থানীয়রা জানায়, গত ৩/৪ মাস হলো মহাস্থান মাজারে এই পাগলীর আগমন। পরে ধীরে ধীরে অন্তঃসত্ত্বা দেখা যায়।

    এরপর প্রাকৃতিক নিয়মে প্রায় ২ সপ্তাহ আগে পাগলির কোলজুড়ে সুদর্শন ফুটফুটে একটি পুত্র সন্তান ভূমিষ্ট হয়। এরই মধ্যে শিশুটি জন্মের ৯ দিনপর হঠাৎ নিখোঁজ হয়। বেড়ে যায় পাগলির তীব্রতা। শিশুকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে।

    সদ্য জন্মা শিশুটিকে বুকের দুধ দিতে না পেরেও অনেক ব্যথায় কাতর হয়ে চিৎকার করতে থাকে বলে স্থানীয়রা জানায়৷ পরে অনুসন্ধানে জানা যায়, শিশুটিকে ভালভাবে লালন পালন করতে মহাস্থান নামাপাড়া গ্রামের খোকন নামের যুবক নিজ দায়িত্বে ভরনপোষণ করে বড় করতে নিঃসন্তান এক নারীকে দেন। এদিকে শিশুকে হারিয়ে পাগলির উশৃংখল বেড়ে যায়।

    একপর্যায়ে শিশুটি চুরি হয়েছে বলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ওই যুবকের সন্ধান নিশ্চিত করে শিশুটিকে ৪দিনপর পাগলির কোলে ফিরিয়ে দেয়। বর্তমান পাগলি মা মহাস্থান হযরত শাহ সুলতান মাজারের পাশে রয়েছে। কিন্তু দুঃখজনক হলো পাগলি পুত্র সন্তান জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালেও সেই সন্তানের পিতৃ পরিচয়ের কোনো হদিস নেই।

    সন্তান ফিরে পাওয়ার পর, এবিষয়ে পাগলির সাথে কথা বলে শিশুটির নাম জানতে চাইলে, সে বলে “ছেলের নাম তুফান”।

    এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম সম্পা বলেন, পাগলির বাচ্চা হয়ে গাছতলায় বসবাস করছে এমন সংবাদ পেয়ে রাতেই ওই প্রতূশ্রতিকে মাজার কর্তৃপক্ষ থেকে নির্মিত আশ্রয়ণ হিসেবে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছি।

    সেখানে তার চিকিৎসা সেবারও ব্যবস্থা করা হবে।
    পরে তিনি পাগলির শিশু পুত্রের পিতৃ পরিচয় খুঁজে বের করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন। পাগলি মায়ের শিশুটি চুরির আতঙ্ক এখনো কাটেনি। শিশুটিকে এক নজর দেখতে সেখানে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে।

  • তানোর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    তানোর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

    রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,পাঁচন্দর ইউনিয়ন পরিষদের আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,

    তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে মাছের আহরনোত্তর ক্ষতি কমানো কৌশল শীর্ষক প্রশিক্ষণ।

    সিরাজগঞ্জে মাছের আহরনোত্তর ক্ষতি কমানো কৌশল শীর্ষক প্রশিক্ষণ।

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক অর্থায়নকৃত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মাছের আহরনোত্তর ক্ষতি কমানোর কৌশল শীর্ষক ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।

    সোমবার (২৩ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ হলরুমে উক্ত ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ ।

    উক্ত প্রশিক্ষণে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী,এনএটিপি-২ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসীন ও মোঃ মনিরুল ইসলাম ।

    প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন, মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা/উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, মৎস্য জরিপ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা ও ক্ষেত্র সহকারীগণ।

  • তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরন ও করোনা সচেতনতামূলক প্রশিক্ষণ।

    তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরন ও করোনা সচেতনতামূলক প্রশিক্ষণ।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ আগষ্ট  সোমবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস)’র আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

    চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার  পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিরাজগঞ্জ’র সহযোগীতায় এই প্রশিক্ষণ উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি  মহসীন আলী,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু সহ অনেকে।

    উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ক প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সচিবগন অংশ গ্রহন করেন। গ্রাম পর্যায়ে এই বিষয়ে ১২টি মিটিংয়ে ৫০জন করে অংশ গ্রহনকারী নিয়ে সচেতনতা মিটিং পরিচালনা করেন সাবেক ইউপি সচিব আব্দুল করিম ও ওই সংস্থার প্রশিক্ষক সুফিয়া খাতুন।

  • ফুলবাড়ীতে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।

    ফুলবাড়ীতে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসচ্ছল  সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    ২৩ আগস্ট সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা ১০ জন অস্বচ্ছল সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদান প্রদান করা হয়।

    আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

    এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

    শেষে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার ৫’শ টাকা করে ওই ১০ জন সাংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • দিনাজপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন।

    দিনাজপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরন।

    ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশথ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ আগস্ট সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

    ২৩ আগস্ট সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য অধিদপ্তরের অধীনে রাজস্ব অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে।

  • খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ১৬ নভেম্বর।

    খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ১৬ নভেম্বর।

    গ্যাটকো দুর্নীতি মামলায় বি এন পি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন মহামান্য আদালত।

    ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ দিন ধার্য করেন। সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।আদালতের সূত্রে মতে জানা যায় গ্যাটকো দুর্নীতির মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো।

    কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন করা সম্ভব হয়ে উঠেনি। বর্তমান আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালতের বিচারক।

    ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচাল গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।

    মামলা দায়েরের পরের দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১।

    রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১।

    রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কে ভগবন্তপুর মেডিকেল মোড় এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম(৪২) নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে ।এ ঘটনায় দুই জন আহত হয়েছে।

    রবিবার ২২ আগষ্ট রাত সাড়ে ১০ টার সময় উল্লখিত স্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।

    চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আম বোঝাই একটি পিকআপ ভ্যান ও চাঁপাইনবাবগঞ্জ গামী ধান বোঝাই একটি ট্রাক ভগবন্তপুর মেডিকেল মোড় এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে পিকআপ ভ্যান চালক নিহত হয়।

    নিহত পিকআপ ভ্যান চালক সে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোয়াইড় গ্রামের বাসিন্দা।

    এই ঘটনার আহত হেলপার একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এনায়েত (৩০)।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যান চালক সাইদুলকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সাভারে সেপটিক ট্যাংকিতে পড়ে শ্যালক দুলাভাইয়ের মৃত্যু।

    সাভারে সেপটিক ট্যাংকিতে পড়ে শ্যালক দুলাভাইয়ের মৃত্যু।

    রাজধানীর সাভারে অব্যবহৃত সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার ২২ আগস্ট দুপুরে সাভার ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামের নিহত সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকি পরিষ্কার করার সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহতরা হলেন দুলাভাই সোহেল রানা(৪২) ও স্যালক সোহেল চৌধুরী(৪০)।

    স্থানীয় সূত্রে জানা যায় সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকি দীর্ঘদিন অপরিস্কার অবস্থায় পড়েছিলো।শ্যালক দুলাভাই ওই ট্যাংকি পরিষ্কারের পরিকল্পা করে।ট্যাংকি খুলে প্রথমে দুলাভাই নিচে নেমে মৃত্যুর মুখোমুখি হওয়ায় বিকট আওয়াজে শব্দ করে। শব্দ শুনে শ্যালক প্রতিবেশির বাড়ি থেকে রশি নিয়ে ট্যাংকির ভিতরে নামতে গেলে রশি ছিড়ে নিচে পড়ে যায় ফলে দুজনের মৃত্যু হয়।

    এ সময় স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে সাভার ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

    এ তথ্য নিশ্চিত করে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ্ আলম জানান নিহত সোহেল রানার বাড়িতে অব্যবহৃত সেপটিক ট্যাংকি দীর্ঘদিন বন্ধ ছিলো। ট্যাংকির ভিতরে অক্সিজেনের অভাব ও আবদ্ধ বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যুর কারন বলে ধারনা করছে পুলিশ।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতদের লাশ দাফন কাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।