Author: admin

  • বিধবা নারীর মুখে হাসি ফুটালেন নলডাঙ্গা থানা পুলিশ।

    বিধবা নারীর মুখে হাসি ফুটালেন নলডাঙ্গা থানা পুলিশ।

    নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মানবিক সহযোগিতায় বয়স্ক ভাতার টাকা ফিরিয়ে এনে তুলে দেওয়া হয়েছে, বিধবা নারী বেগমের হাতে। বেগম নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্ব ব্রহ্মপুর গ্রামের মৃত জলিল উদ্দিনের স্ত্রী।

    নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়,বয়স্ক ভাতার টাকা যথাসময়ে বেগমের নিজ বিকাশ নম্বরে না আসায় গত ৮ আগস্ট ২০২১ তারিখে টাকা ফেরত পাওয়ার জন্য নলডাঙ্গা থানায় অভিযোগ করেন।

    অভিযোগটি খতিয়ে দেখে টাকা উদ্ধারের জন্য উপপরিদর্শক আজগর আলীকে দ্বায়িত্ব দিলে, উপপরিদর্শক মোশাররফ ও আজগর মিলে বিকাশ এজেন্ট ঢাকা অফিসের সহযোগিতায় ব্রাহ্মবাড়িয়ার নবীনগর থেকে বয়স্ক ভাতার টাকা উদ্ধার করা হয়।

    ২৪ আগস্ট মঙ্গলবার(২৪ আগস্ট) উদ্ধারকৃত বয়স্ক ভাতার ৪ হাজার ৫’শ টাকা বেগমের হাতে তুলে দেয় নলডাঙ্গা থানা পুলিশ। বয়স্ক ভাতার টাকা ফেরত পেয়ে বেগম বলেন,পুলিশের একান্ত সহযোগিতায় টাকা ফেরত পেয়ে আমি খুব খুশি।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,সর্বোচ্চ চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই টাকা উদ্ধার করতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে নলডাঙ্গা থানা পুলিশ সকলের পাশে থাকবে।

  • উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ভ্যানচালক নিখোঁজ।

    ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুর উপর ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন।২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫ টার ঘাটিনা রেলসেতুর উপর এ ঘটনা ঘটে। এসময় শিশুসহ আরো তিন নারী প্রাণে বেঁচে গেছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার ততপরতা চালাচ্ছে। তবে নিখোঁজ ভ্যানচালক ও বেঁচে যাওয়া কারো পরিচয় জানা যায়নি। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছেন।

    উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে একটি ভ্যানে করে শিশুসহ ৩ নারী ঘাটিনা ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরে ভ্যান চালক ঘাটিনা ব্রিজ দেখানোর জন্য ব্রিজের উপর নিয়ে যায়। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আকষ্মিকভাবে সেতুর উপরে উঠে পড়ে। এসময় শিশুসহ ওই তিন নারী ব্রিজের নিচে নিয়ে আত্মরক্ষা পায়। কিন্তু ভ্যান চালক বঙ্রে ভিতর আসতে পারেন না। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় করতোয়া নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।

    তবে নিখোঁজ ভ্যান চালকসহ তাদের পরিচয় জানা যায়নি। নাদির হোসেন আরো জানান, রাজশাহী থেকে ডুবুরিদল আসছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ভ্যান চালককে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা।

    উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা।

    উল্লাপাড়ায় গৃহবধু গণধর্ষণের শিকার;ধর্ষিতা উদ্ধারের পর মামলা

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতকান্দি গ্রামের আম বাগানে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ ধর্ষিতা অসুস্থ গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট রবিবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আম বাগানে। এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত ১০/১২ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।

    উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, তিনি তার স্ত্রীকে নিয়ে রবিবার বিকেলে শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলওয়ে স্টেশনে যান। স্টেশনে পৌঁছার পর তার স্ত্রীকে প্লাটফর্মের পাশে একটি চায়ে স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যান ভাড়া দেবার জন্য টাকা ভাঙ্গাতে স্টেশনের নিচে দোকানে জান।কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ দেখতে পান। পরে রাতভর খোঁজাখুজি করেও তার স্ত্রীর সন্ধ্যান মেলেনি।

    সোমবার সকালে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন এক মহিলা অসুস্থ অবস্থায় স্টেশন থেকে অর্ধ কিলোমিটার দুরে বেতকান্দি গ্রামের পাশে আমবাগানে পড়ে আছে। পরে ধর্ষিতার স্বামী সেখানে গিয়ে তার স্ত্রীকে সনাক্ত করেন এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান।

    স্ত্রী সুস্থ হলে জানতে পারেন, তাকে (স্ত্রীকে) যেকোন উপায়ে অজ্ঞান করে কিছু লোক স্টেশন থেকে তুলে নিয়ে উক্ত আমবাগানে রাতভর পালাক্রমে ধর্ষন করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদেরকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তার কাছে মনে হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করেছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও সি) দীপক কুমার দাস (পিপিএম) গণধর্ষনের বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামি শনাক্তের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করছি।

  • দিনাজপুরে মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান।

    দিনাজপুরে মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান।

    দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে পাথর খনিতে কর্মরত খনি শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

    ২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় খনির ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক এই উপবৃত্তি প্রদান করা হয়।

    জিটিসিথর নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপবৃত্তি প্রদান করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
    পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর জিটিসি কর্তৃক আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি আগষ্ট মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে মাসিক আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

    মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খনির সন্মুখে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোমচ্ স্থাপন করেছে। চ্যারিটি হোমের অধীনে পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে এই মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

    সেই সাথে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান, খনি এলাকার মসজিদ, মাদ্রাসা এবং এতিম খানা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহে আর্থিক সহায়তা প্রদান করছেন খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। খনি এলাকায় বিভিন্ন সামজিক কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ০৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৫০জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

  • নাগরপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রনোদনার ঋণ বিতরণ।

    নাগরপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রনোদনার ঋণ বিতরণ।

    টাংগাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনার আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪আগষ্ট), উপজেলা হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) নাগরপুর শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

    বক্তব্যে সাংসদ টিটু বলেন, কোভিড-১৯ এ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কোভিড ১৯ এর টিকা বাংলাদেশের জনগনের মাঝে বিতরনের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের কারনে পল্লী উদ্যোক্তরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

    এ কারনে মাননাীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থদের মাঝে প্রনোদনা হিসেবে ঋন প্রদানের ব্যবস্থা করেছেন।এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) টাংগাইল জেলার উপপরিচালক এস.এম জুয়েল আহমেদ।

    নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।

    এ অনুষ্ঠানে ১৩ জন উদ্যোক্তাদের মাঝে পনের লাখ টাকার প্রনোদনার ঋন বিতরন করা হয়েছে।

  • শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    শাহজাদপুরে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। মামলার এজাহার ও ভিকটিমের পারিবারিক সুত্রে জানাগেছে, উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুল করিমের ছেলে নাহিদুল ইসলাম (৮) কে ২১ আগস্ট মাদ্রাসা থেকে বাড়ীতে চলে যায়।

    ২৩ তারিখ সকালে তার মা তাকে মাদ্রাসায় যেতে বললে নাহিদুল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কারন জানতে চাইলে, মায়ের কাছে বলে, মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগষ্ট নাহিদুলকে বাথরুমে নিয়ে গিয়ে জোরপুর্বক বলৎকার করেছে।

    এ ঘটনা জানাজানি হলে, এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে নাহিদের বাবা আব্দুল করিম বাদী হয়ে আরিফুল ইসলামকে আসামী করে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
    থানা পুলিশ সোমবারই আরিফুল ইসলামকে মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    এ ব্যাপারে, শাহজাদপুর থানার ওসি(ওপারেশন) আব্দুল মজিদ বলেন, আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষককে কোর্টে পাঠানো হবে।
    এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে এলাকার স্থানীয় জনসাধারণ ।

  • শেরপুরে স্বত্বদখলীয় সম্পত্তির উপর হামলা ও গৃহিনীকে বেদম মারপিট।

    শেরপুরে স্বত্বদখলীয় সম্পত্তির উপর হামলা ও গৃহিনীকে বেদম মারপিট।

    বগুড়া শেরপুরে বেলগাড়ী গ্রামের পারুল বেগমের স্বত্বদখলীয় সম্পত্তির উপরে হামলা করে বেদরক মারপিট করেছে নামিক আসামিগণ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে শেরপুর থানায় মামলা করেন।

    বাদীনি মামলায় উল্লেখ করেন সে একজন সহজ সরল, গ্রাম্য সাধারণ মহিলা অপর পক্ষে আসামীগণ একদলবদ্ধ, অন্যায়কারী, পরধন লোভী আইন অমান্যকারী ব্যক্তি। আসামীগণ এলাকায় বিভিন্ন ধরণের অপকর্মের জড়িত। তাহাদের দলীয় লোকজন লইয়া বিভিন্ন ধরণের অন্যায় কাজের প্রতিবাদ করার সাহস পায় না। বাদীনির পিতার তপশীল বর্ণিত সম্পত্তি প্রাপ্ত হইয়া দখলভোগ করিয়া আসাকালে মৃত্যুবরণ করিলে বাদীনি ও তাহার পিতা ও মাতা উক্ত সম্পত্তিতে স্বত্ববান হইয়া দখলভোগ করিয়া আসিতেছে।

    বাদীনি ও ২/৩ নং সাক্ষীগণ নালিশী সম্পত্তিতে বর্তমান মৌসুমে বিভিন্ন প্রজাতির গাছ বৃক্ষাদি রোপন করিয়া তথায় দেখাশোনা করিতে থাকে। বাদীনির স্বামীর চান্দাইকোনা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রহিয়াছে। তাহাতে ব্যবসা করিয়া স্বচ্ছলভাবে জীবন যাপন করে। বাদীনি প্রায় সময় তার পিতার বাড়ীতে অবস্থান করে। বাদীনির ২নং সাক্ষীও ব্যবসার কারণে অন্যত্র অবস্থান করিতে হয়। বাদীনির পরিবারের উক্তরূপ স্বচ্ছলতা দেখিয়া আসামীগণ প্রায়ই সময় বাদীনির ক্ষতি করতে চেষ্টা করিতে থাকে এবং তাহাদের পৈত্রিক সম্পত্তি থেকে বেদখলের চেষ্টা করিতে থাকে।

    এমতাবস্থায় বাদীনি ও ২/৩ নং সাক্ষী ১/২নং আসামী পিতার বিরুদ্ধে শেরপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা করে। উক্ত মোকদ্দমা দায়েরের পর হইতে আসামীগণ অতিশয় ক্ষিপ্ত হইয়া উঠে এবং বাদীনিদের সমূহ ক্ষতি করার চেষ্টা করিতে থাকে। এরই একপর্যায়ে গত-১৯/০৮/২০২১ ইং তারিখে আসামীগণ কতিপয় সন্ত্রাসী ব্যক্তিকে লইয়া বাদীনির স্বামী ও ভাইয়ের অনুপস্থিতির সুযোগে নালিশী সম্পত্তিতে অবৈধভাবে, বেআইনীভাবে প্রবেশ করিয়া তাহাদের হাতে থাকা দা, কোদাল, কুড়াল ইত্যাদি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বাদীনির ও তার ভাইয়ের লাগানো চারা গাছ কাটিতে থাকে।

    একপর্যায়ে প্রায় ৭০/৭৫ টি ইউক্যালিপটাস, ১০/১২ আমগাছ ৬/৭টি কাঁঠাল গাছ,১৫/২০ টি কলাগাছ কাটিতে থাকে।

    উক্ত গাছ বৃক্ষাদি দেখাশোনা করার জন্য একটি পার্শবর্তী টিন চালাঘর তৈরি করে এবং তাহারা ভাঙ্গিয়া থাকে, যাহাতে প্রায় ৩ বান্ডিল টিন খুলিয়ে লইতে থাকে।

    এমতাবস্থায় বাদীনি খবর পাইয়া দ্রুত ঘটনাস্থলে আসিয়া আসামীদের এহেন অন্যায় কাজে বাধা প্রদান করিলে ১নং আসামী ক্ষিপ্ত হইয়া বলে যে শালাকে শেষ করে দে। এদের খুব বাড়াবাড়ি হইয়াছে। এমত বলামাত্র ২নং আসামী মোঃ শামীম তাহার হাতে থাকে কাঠের বাটাম দ্বারা বাদীনিকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিতেই বাদীনি মাথা সরাইলে উক্ত আঘাত বাদীনির হাতের ডানায় লাগিয়া গুরুতর জখম হয়।

    ৩নং আসামী তখন ছুটিয়া আসিয়া বাদীনিকে হত্যার উদ্দেশ্যে তাহার ২ হাত দ্বারা বাদীনির গলা চাপিয়া ধরে ইহাতে বাদীনির প্রায় নিঃশ্বাস বন্ধ হইয়া যায় এবং বাদীনি ছটফট করিতে থাকে ২নং আসামী বাদীনির কাপড় চোপড় টানা হেঁচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়।

    একপর্যায়ে ১নং আসামী বাদীনির গলায় থাকা ১২ আনা ওজনের স্বণের চেইন জোরপূর্বক ছিনিয়া চুরি করে। ২নং আসামী হত্যার উদ্দেশ্যে বাদীনিকে কাঠের বাটাম দ্বারা মাথা লক্ষ করিয়া আঘাত করলে উক্ত আঘাত বাদীনির বাম পায়ে লাগিয়ে গুরুতর জখম হয়। তখন বাদীনি চিৎকার দিতে থাকলে আশেপাশের লোকজন সহ সাক্ষীগণ আসিতে থাকে। আসামীগণ দ্রুত সকল চারাগাছ, টিন ভ্যানে উঠাইয়া লয় যাহার আনুমানিক মূল্য- ৩৫,০০০/- টাকা এবং স্বর্ণের চেইন যাহার মূল্য ৫০,০০০/- টাকা প্রায় লক্ষাধিক টাার ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে ২নং সাক্ষী দ্রুত ঘটনাস্থলে বাদীনিকে আঘাতপ্রাপ্ত দেখিতে পাই ভ্যান যোগে দ্রুত শেরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায় ২১ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন থাকে।

    এমতাবস্থায় আসামীগণ আরও বলিয়া বেড়াইতেছে যে, আজ বেঁচে গেলি পরবর্তীতে বাদীনিকে ও তার পরিবারের সদস্যদের যেকোন ধরণের ক্ষতি করিবে মর্মে প্রদর্শন করিতেছে। আসামীদের আচরণে বাদীনি ও তার পরিবার লোকজন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।

    বিষয়টি লইয়া বাদীনি হাসপাতাল থেকে ছাড়া পাইয়া থানায় অভিযোগ করিতে গেলে আসামীগণ প্রভাবশালী হওয়ায় থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করিয়া আদালতের আশ্রয় গ্রহল করিতে বলে।

    বাদীনির স্বামী এবং ভাই এখনও আসামীদের ভয়ে ঠিকভাবে বাড়িতে থাকিতে পারিতেছে না।

  • জাতীয় সঙ্গীতকে অবমাননা করে টিকটক ভিডিও তৈরী-আটক ৫।

    জাতীয় সঙ্গীতকে অবমাননা করে টিকটক ভিডিও তৈরী-আটক ৫।

    বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপসে ভিডিও তৈরি ও প্রচারের দায়ে সংশ্লিষ্ট ৫ যুবককে আটক করেছে বগুড়ার সদর থানা পুলিশ।

    মঙ্গলবার (২৪ আগস্ট) রাতভর তাঁদের বগুড়ার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়।

    আটকরা হলেন, মিশকাত হোসেন, নূর ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী।
    পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়,কয়েকজন যুবক বগুড়ার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসে।

    তিনি আরও বলেন, ভিডিওটি বগুড়া জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দলকে সবগুলোকে আটকের দায়িত্ব দেন।

    পরে সংশ্লিষ্টদেরকে শনাক্ত করে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ওই ৫ যুবককে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগাণ্ডা এবং এগুলোর প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্ত আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২থ রয়েছে। এছাড়া, কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে বিধান রয়েছে।

  • উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাঁজাসহ রবিউল ইসলাম সর্দার(৩৭)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

    উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজারে ২৩ আগস্ট সোমবার রাত পৌনে ১০ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।
    আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ বাজার গ্রামের মৃত বেল্লাল আলী সর্দারের ছেলে।

    র‍্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০ টার সময় র‍্যাব-১২’র একটি অভিযানিক দল উল্লাপাড়া প্রতাপ বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

    এ সময় তাকে তল্লাশি করে ৫’শ ৩০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সিরাজগঞ্জে করোনা সহায়তা চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শনে-টুকু ।

    সিরাজগঞ্জে করোনা সহায়তা চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শনে-টুকু ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে করোনা সহায়তা চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ(টুকু)।

    সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে করোনা রোগের ঔষধপত্র ও অক্সিজেন সিলিন্ডার করোনা উপসর্গ থাকা রুগীর বাড়ীতে পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
    ২৩ আগস্ট সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সেবামূলক কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস,ডাঃ আবদুল লতিফ,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজাম্মান মুরাদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু,,অন্যান্য নেতৃবৃন্দরা।