Author: admin

  • উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা।

    উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে তার নিজ কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

    উক্ত মতবিনিময় সভায় উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম সাংবাদিকদের জানান, জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসুচি ঘোষণা করেছে সরকার। তার অংশ হিসেবে উল্লাপাড়ার বিভিন্ন জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষের উন্নয়নে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করণে পরামর্শমূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

    এছাড়াও সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ বৈধ জাল, এআইজিএ প্রকল্পের নাধ্যমে চুন, সার, খৈইল ও মৎস্য খাদ্য বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশ মৎস্য খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে।

    জাতীয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বৈদেশিক আয় আসে মৎস্য সেক্টর থেকে। আগামীতে দেশের চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, মোঃ সাহারুল হক সাচ্চু, মোঃ নজরুল ইসলাম, মোঃ সাহেব আলী, মোঃ রাজু আহম্মেদ সাহান, আলমাহমুদ প্রমুখ ।

  • নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    মোঃআব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃবেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ আগষ্ট), উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কার্যাবলি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

    এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।

    এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, গনমাধ্যমকর্মী প্রমুখ।

  • ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মৎস দপ্তরের মতবিনিময় সভা।

    ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে মৎস দপ্তরের মতবিনিময় সভা।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস দপ্তরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে শনিবার বেলা ১২টায় উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,সাংবাদিক আফজাল হোসেন,সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক আল হেলাল প্রমুখ। উল্লেখ্য গত ২৩ আগষ্ট থেকে মৎস সপ্তাহ শুরু হয়,যা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

  • জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নলডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নলডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ“বেশি বেশি মাছচাষ করি বেকারত্ব দূর করি “এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে।

    নানা আয়োজনে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পযন্ত ৭ দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

    এ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ আগষ্ট)বেলা ১১ টায় উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ৭ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় কুমার সরকার।

    এ সময় স্থানীয় অন্তত ১০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • তানোর মহিলা কলেজে অনলাইন ক্লাশের সুফল পাচ্ছে শিক্ষার্থীরা।

    তানোর মহিলা কলেজে অনলাইন ক্লাশের সুফল পাচ্ছে শিক্ষার্থীরা।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ বছর জুড়ে নিয়োমিত অনলাইন ক্লাশেই দারুন উপকৃত হচ্ছেন রাজশাহীর তানোর মহিলা কলেজের শিক্ষার্থীরা। করোনাভাইরাসের কারনে এক বছরের অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রথম থেকে এখন পর্যন্ত মহিলা কলেজে নিয়োমিত চলে আসছেন অনলাইন ক্লাশ। এতে করে শিক্ষার্থীরা নিয়োমিত ভাবে ক্লাশে যুক্ত থেকে লিখা পড়া করতে পেড়েছেন। ফলে পড়া লিখা থেকে কোনভাবেই বঞ্চিত হননি শিক্ষার্থীরা। জানা গেছে, গত বছর থেকে একযোগে সারাদেশে মহামারী করোনাভাইরাসের জন্য একযোগে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিপাকে পড়ে শিক্ষার্থীরা। লকডাউন শিথিল হলে সরকারীভাবে নির্দেশনা আসে অনলাইনে ক্লাশ নেওয়ার জন্য। নির্দেশনার পর থেকেই নিয়োমিত ভাবে অনলাইন ক্লাশ চালিয়ে যাচ্ছেন মহিলা কলেজের শিক্ষকরা। যার কারনে শিক্ষার্থীরা খুবই উপকৃত হয়েছেন।

    একাধিক শিক্ষার্থীরা জানান, অনলাইনে ক্লাশ হওয়ার সময় স্যারেরা আমাদেরকে মোবাইল ফোনে জানিয়ে দেন। আমরাও ক্লাশ হওয়ার সময় যুক্ত থাকি। এতে করে আমারাও পড়া লিখা নিয়োমিত ভাবে করতে পারি। যার কারনে লিখা পড়া চলেছে প্রতিদিন। এখন শোনা যাচ্ছে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যদি অনলাইনে নিয়োমিত ক্লাশে সংযুক্ত না থাকতাম তাহলে অনেক পিছিয়ে যেতাম। গ্রাম অঞ্চলে নেটওয়ার্কের সমস্যা এবং অনেকের কাছে এনড্রুয়েট মোবাইল না থাকার কারনে কিছুটা সমস্যা হলেও সেটা পরবর্তীতে অন্য কারো মোবাইলের মাধ্যমে ক্লাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানতে পারি।

    খোজ নিয়ে জানা গেছে, তানোর পৌর এলাকার ৩নং ওয়ার্ড চাপড়া বাজার সংলগ্ন মুল রাস্তার পূর্বদিকে শিব নদীর ধার ঘেঁষে প্রতিষ্ঠিত মহিলা কলেজটি। শিক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য রয়েছে তিন তলা বিশিষ্ট আবাসিক ভবন। এই কলেজে বেশির ভাগ গ্রামীণ অঞ্চলের মহিলারা লিখা পড়া করেন। একাদশ, দ্বাদশ ও ডিগ্রির নিয়োমিত অনলাইনে ক্লাশ করাচ্ছেন বাংলা বিভাগে প্রভাষক হাবিবা খাতুন, আব্দুল্লাহ, ভুগোলে, প্রভাষক মুনসেফ আলী, ইংরেজি, মামুনুর রশিদ, গনিত সোহেল রানা, মতিউর রহমান, পদার্থ আমিনুল ইসলাম, রশায়ন মইনুল ইসলাম, জীব বিজ্ঞান রাফিজা ও অর্থনীতি মোল্লা আবু তারেক।

    প্রভাষক মুনসেফ জানান, গত বছরে সরকারী ভাবে অনলাইনে ক্লাশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা আসার পর ২০ জুলাই থেকে এখন পর্যন্ত বা শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত অনলাইনে ক্লাশ চলবেই।

    কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ জানান, যেদিন থেকে নির্দেশনা পাওয়া গেছে সেদিন থেকে ক্লাশ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয়নি। প্রতিদিন রুটিং অনুযায়ী ক্লাশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক ক্লাশ চলমান রয়েছে। ক্লাশ নেওয়ার জন্য আগামীতে এইচএসসি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের তেমন সমস্যা না হওয়ার কথা। তবে তিনি আরো জানান, ক্লাশ নিতে গিয়ে দেখা যায় অনেক শিক্ষার্থী সংযুক্ত থাকতে পারেনা। কারন গ্রাম অঞ্চলে ইন্টারনেট ও এনড্রুয়েট মোবাইল অনেকের না থাকার কারনে। অবশ্য এক্ষেত্রে শিক্ষার্থীরা পরামর্শ অনুযায়ী যার কাছে মোবাইল আছে তার নিকটে গিয়ে ক্লাশের ব্যাপারে জেনে নিতে পারবেন এধরণের পরামর্শ দেয়া হয়েছে শিক্ষার্থীদের। আমরাও খোজ নিয়ে দেখেছি এভাবেই শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

  • বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    “বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর কর্মসূচী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ (আগস্ট) শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা
    শামীম রেজা, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, এম এ আবু মুসা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবুসহ মৎস্য অফিসের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    শাহজাদপুরে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফুলঝোর নদীর অববাহিকায় সারাতৈল বিলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরেও উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার বিকেলে প্রতিযোগীতার আয়োজন করা হয় । মোঃ নবীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল আলম ঝুনু, মোঃ আকমাল হোসেন প্রমুখ ।

    সপ্তাহে দুইদিন করে মাসব্যাপী চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার বিরাট বিরাট পানসী নৌকা অংশ নেয়। সোনার তরী, হিরার তরী, পঙ্খিরাজ, উরন্ত বলাকা, ময়ূরপঙ্খী, বাংলার ভাগসহ বিভিন্ন বাহারি নামের পানিগুলো বাইচকে কেন্দ্র করে নতুন করে বাহারি সাজে সেজে ওঠে।
    এ নৌকা বাইচের সময় বাইচালরা ঢাক, ঢোল ও করতালের বাজনা আর জারি-সারি গানের তালে তালে বৈঠা চালিয়ে বিলের জল ফালাফালা করে কেটে এগিয়ে চলে নৌকা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে লাল নিশান তুলে নিয়ে যে নৌকা আগে নির্ধারিত গন্তব্যে পৌঁছে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। বিভিন্ন ধাপ পেড়িয়ে সবাইকে হারিয়ে যে নৌকা শেষ পর্যন্ত টিকে থাকবে সেটবকেই চূড়ান্ত ভাবে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

    এদিকে উদ্বোধনী এ নৌকা বাইচ দেখতে বিলের মধ্যে শত শত ছোট বড় নৌকায় পাবনা ও সিরাজগঞ্জের হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। তারা উপভোগ করে এ আনন্দঘন নৌকা বাইচ। এত মানুষের সমাগমকে কেন্দ্র করে এসময় নৌকার উপরে সৌখিন ব্যাবসায়ীরা কোমল পানীয়সহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকান বসিয়ে নেন। ভাসমান এ মেলা যেন বিরাট উৎসবে রূপ নেয়।

    এ বিষয় নিয়ে জানতে চাইলে আয়োজক কমিটির অন্যতম সদস্য আবুল কালাম জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নৌকা বাইচের আয়োজন করা হয়। মূলত ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই আয়োজন।
    এদিকে নৌকা বাইচ দেখতে যাওয়া একজন সংস্কৃতি কর্মী কোরবান আলী লাবলু জানান, আধুনিকতার ছোঁয়ায় আবহমান গ্রামবাংলার অনেক ঐতিহ্যই হারিয়ে যেতে বসেছে। সরাতৈল গ্রামবাসী যে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নৌকা বাইচের আয়োজন করেছে তা সত্যি অতুলনীয়। সব স্তরের মানুষ নানা ভাবে অংশ নিয়ে এটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

  • সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত।

    সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত।

    “বল বীর বল উন্নত মম শির,শির নেহারী আমারি নত শির ওই শিখর হিমাদ্রির,—– ”

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম, শাহাদত বার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম, মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ২৭ (আগস্ট) সন্ধায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নজরুল একাডেমির সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বএডভোকেট কে,এম হোসেন আলী হাসান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী এহসাক আলী,নজরুল একাডেমির সহ-সভাপতি মোঃ শামিমুর রহমান শামীম,নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা সন্মানিত নির্বাহী সদস্য নুরে আলম হীরা, মুহিবুর রব মুন্না,সেখ ইমরান মুরাদ,নজরুল একাডেমির গবেষণা সম্পাদক মোঃ নুরুল হুদা,নির্বাহী সদস্য প্রদীপ সাহা,জেলা কালচারাল অফিসার জেলা শিল্প কলা একাডেমি সিরাজগন্জ মাহমুদুল হাসান লালন,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ফুলাদ হায়দার খান, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সভাপতি রায়হান কবীর মিঠু, উদীচী শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক হীরক গুন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার গৌর, প্রমূখ।

    অনুষ্ঠান টি উপস্থাপনা করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠান শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • বেনাপোলে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    বেনাপোলে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    যশোরের বেনাপোলে পৌর সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছেন।১৫ আগস্ট বাঙ্গালীর শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এদিন কাক ডাকা ভোর রাতে একদল বিপথগামী সেনার হাতে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ মোট ১৮ জন স্বজনদেরও হত্যা করে। সেই সময় বঙ্গবন্ধুর অন্য দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।

    দেশজুড়ে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এরই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্য ৮৫ যশোর-১ শেখ আফিল উদ্দিনের দিক নির্দেশনায় ২৭ আগস্ট শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বেনাপোল পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

    দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের সবার মাঝে কালোব্যাজ ধারণ, অতপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়।সর্বশেষ গরীব, অসহায় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীসেচ্ছাসেবক লীগ বেনাপোল পৌর শাখার সংগ্রামী সভাপতি জুলফিকার আলী মন্টু ও সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন।

    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সভাপতি,শার্শা উপজেলা আওয়ামীলীগ ও শার্শা উপজেলা চেয়ারম্যান এবং প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন,আসাদুজ্জামান মিঠু, সভাপতি, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ ও সদস্য, যশোর জেলা আওয়ামীলীগ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্হিথ ছিলেন,অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যুগ্ন সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামীলীগ,এনামুল হক মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি, বেনাপোল পৌর আওয়ামীলীগ, নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর আওয়ামীলীগ,অহিদুজ্জামান অহিদ, সভাপতি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ,সোহরার হোসেন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ,বজলুর রহমান, চেয়ারম্যান বেনাপোল ইউনিয়ান পরিষদ,আব্দুর রহিম সরদার, সভাপতি, শার্শা উপজেলা যুবলীগ।

    সম্মাণিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, অধ্যক্ষ নুরে আলম সিদ্দীকি মিলন, সাধারণ সম্পাদক, যশোর জেলা সেচ্ছাসেবকলীগ। প্রভাষক মিকাইল হোসেন, সহ সভাপতি যশোর জেলা সেচ্ছাসেবকলীগ।তোহিদুর রহমান, সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।

    এছারাও উক্ত অনুষ্ঠানে শার্শা ও বেনাপোলের আওয়ামীলীগেরর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরহী নিহত।

    শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরহী নিহত।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরহী নিহত হয়েছে। নিহতরা হলেন,পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা(৪৫) ও চর নাকালিয়া গ্রামের আবু সোমা প্রমানিকের ছেলে আলামিন হোসেন(৪২)।

    ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান,শুক্রবার (২৭ আগস্ট)সকাল ১০টার সময় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটর সাইকেলকে পিছন একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায় । এসময় মোটর সাইকেল আরোহী আলামিন হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে মৃৃত্যু হয় ।

    এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ দু’টি পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।