Author: admin

  • কুড়িগ্রামে পানি বন্দী প্রায় ৬০ হাজার মানুষ।

    কুড়িগ্রামে পানি বন্দী প্রায় ৬০ হাজার মানুষ।

    কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে বন্যার পানি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বর্তমানে বন্যার পানি স্থির থাকায় কৃষকের আবাদি ফসল ক্ষতির আশাংকা করছে স্থানীয়রা। রোপা আমন ধান ও বিভিন্ন ধরনের শাক সবজি নষ্টের আশঙ্কা করেন তারা।

    কুড়িগ্রামে বিভিন্ন এলাকা জুড়ে বন্যার পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার ৫২০ হেক্টর ফসলি জমি।ক্ষতির সন্মখিন হয়েছে এ অঞ্চলের হাজার হাজার কৃষক।জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

    গবাদিপশুর গো-খাদ্য সংকটে তাদের গৃহপালিত পশু বাঁচাতে পানির মধ্যে ডুবে থাকা ঘাস কেটে নিয়ে খাওয়াচ্ছে। প্লাবিত এলাকাতে যোগাযোগের এক মাত্রা ভরসা নৌকা আর কলাগাছের ভেলা।

    সোমবার ৩০ আগস্ট সন্ধা ৬ টার সময় ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে ও ব্রক্ষপুত্র নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    কুড়িগ্রামের জেলা প্রসাশক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান বন্যা মোকাবেলায় বন্যার্তদের জন্য নয়টি উপজেলায় ২৮০ মেট্রিকটন চাউল ও ১২ লক্ষ্য টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

  • সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত

    সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত

    সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদকঃ

    নাটোরের সিংড়া উপজেলার ০৫ নং চামারী ইউনিয়ন আওয়ামিলীগ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের আয়োজনে ৩০ আগস্ট সোমবার বিকাল তিনটায় চককালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল করিম রবির নেতৃত্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন রাজনীতিবিদ ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুর রশিদ প্রামানিক। আব্দুল মমিন মন্ডলের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা জর্জ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আসাদুল ইসলাম আসাদ। এসয় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে বাংলাদেশ কে নেতৃত্ব শূন্য করার লক্ষে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার নীল নকশা তৈরি করে খন্দকার মোস্তাক বাহিনী।

    সেদিন ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি বলেই আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাড়িয়েছে, উন্নয়নের রোল মডেল হিসাবে পৃথীবির বুকে পরিচিতি লাভ করছে। চেয়ারম্যান প্রদপ্রাথী রবিউল করিম বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী যদি আমরা পড়ি আমরা দেখতে পাই উনি ছাত্র জীবন থেকে সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল । বয়স্কদের সম্মান করতেন এছাড়াও তিনি গরীব দুঃখির পাশে ছিলেন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন সরদার, আব্দুর রশিদ প্রামানিক,চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম রবি, তাজ উদ্দীন প্রমুখ।

  • সিরাজগঞ্জে অর্থআত্মসাৎ এর অভিযোগে নারী ইউপি সদস্য আটক।

    সিরাজগঞ্জে অর্থআত্মসাৎ এর অভিযোগে নারী ইউপি সদস্য আটক।

    সিরাজগঞ্জে উপকারভোগীর কাছ থেকে মাতৃত্বকালীন ভাতার টাকা কৌশলে আত্মসাৎ এর অভিযোগে সায়দাবাদ ইউনিয়ন পরিষদের নারী সদস্য সীমা খাতুনকে আটক করেছে সদর থানা পুলিশ।ওই নারী ইউপি সদস্যকে আটকের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়।

    গতকাল রোববার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ তার কার্যালয়ে অভিযোগটি তদন্ত করেন।তদন্ত শেষে নারী ইউপি সদস্য দোষী সাব্যস্ত হলে সীমা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন।

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান সায়দাবাদ ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য সীমা খাতুন পোড়াবাড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার মাতৃত্বকালীন ভাতা পাচ্ছিল। ওই ভাতার টাকা তিনি পাইয়ে দিয়েছেন মর্মে কৌশলে ভাতাভোগীর নিকট থেকে দুই দফায় ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
    এ বিষয়ে ভাতাভোগী নুরুন্নাহার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। রবিবার নির্বাহী অফিসার তার কার্যালয়ে উভয়ের উপস্থিতিতে শুনানী করেন।শুনানী শেষে নারী ইউপি সদস্য সীমা দোষী সাব্যস্ত হয়।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
    নুরুন্নাহার সোমবার সীমার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেছে। সকল আইনি প্রক্রিয়া শেষে আসমিকে জেলহাজতে প্রেরন করেছে।

  • কলাপাড়ায় ১৫ মামলার আসামী জংলা শাহআলম আটক।

    কলাপাড়ায় ১৫ মামলার আসামী জংলা শাহআলম আটক।

    সৈয়দ মোঃ রাসেল ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

    পটুয়াখালীর মহিপুরে ধর্ষন, ডাকাতিসহ ১৫ মামলার আসামী জংলা শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে কুয়াকাটার লেম্বুর বন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাহআলমকে ধরতে একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। আটককৃত জংলা শাহআলম উপজেলার লতাচাপলী ইউপির পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণ, ডাকাতি, গরুচুরিসহ অন্তত ১৫ টি মামলা রয়েছে শাহআলমের বিরুদ্ধে। মূলত এ অভিযুক্ত ব্যক্তি জঙ্গলেই লুকিয়ে বসবাস করতো। গতকাল রাতে জঙ্গলের মধ্যে থেকেই শাহআলমকে গ্রেফতার করা হয়েছে।

  • কাজিপুরে জমি দখল ও ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    কাজিপুরে জমি দখল ও ঘরবাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

    কোরবান আলী,কাজিপুর থেকেঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গুর্জিয়া ( পাঁচগাছি) গ্রামের এক হিন্দু পরিবারের জমি দখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুরে ভূক্তভোগীদের পক্ষে গুর্জিয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোরঞ্জন সরকার। বক্তব্যে তিনি উল্লেখ করেন, সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর মৌজার মৃত গয়ারাম সরকারের স্ত্রী শংকরী রাণী  নিজ দখলীয় আট শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে যাচ্ছেন।

    ৩০ আগস্ট সোমবার সকালে সেই জমিতে তিনি  ধান রোপন করতে যান। এসময় ওই জমির বর্গাচাষী একই গ্রামের ভাসা সরকারের পুত্র উৎপল চন্দ্র সরকারের সঙ্গে ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু,আজিবারের পুত্র শাহীন,মেহের শেখের পুত্র মোনেক্কা ধান রোপনে বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উৎপল সরকার ও তার সহযোগীরা  শংকরীর স্বজনদের মারপিট শুরু করে ।

    অবস্থা বেগতিক দেখে শংকর রানির লোকজন দৌড়ে নিজ বাড়িতে গেলে সেখানে গিয়েও  তাদের এলোপাথারি মারপিটে শংকরী রানী, লিপি রানী, বিমল সরকার, সুনীল সরকার  কে পিটিয়ে জখম করে।  বর্তমানে আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন   ফরিদুল ইসলাম, বাবু , শাহীন মিয়া, মোনেক্কা ও তোতা মিয়া এই হামলা চালিয়েছে।

    এক পর্যায়ে তারা শংকররানী, শ্যামল ও বিমলের বাড়িতে গিয়ে শোকেজ  ভাংচুর  করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। লিখিত বক্তব্য উপস্থাপনের সময় পাশা, রানা আহম্মেদ, সুনীল, লক্ষণ, মুনজুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীতে হাত-পা বাঁধা মৎস্যচাষীর লাশ উদ্ধার।

    গোদাগাড়ীতে হাত-পা বাঁধা মৎস্যচাষীর লাশ উদ্ধার।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কালাদিঘী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মাসুদ(৪২)নামের এক মৎস্যচাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত মৎস্যচাষী দেওপাড়া ইউনিয়নের চাপাল এলাকার আঃ খালেকের ছেলে মাসুদ (৪২) আহত অবস্থায় উদ্ধার একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজ আলীর ছেলে লিটন (৩৬) কে উদ্ধার করা হয়।ঘটনাটি গতকাল রবিবার রাত আড়াইটার দিকে ঘটেছে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ তার লীজকৃত পুকুরের মাছ ধরার জন্য আগের দিন সকালে পুকুর থেকে বাঁশসহ অন্যান্য জিনিস উত্তোলন করে রাখেন এবং জেলেদের ঠিক করেন মাছ ধরার জন্য।

    মাসুদ ও তার সহযোগী লিটন দুজন রাত ১০ টার দিকে পুকুর এলাকায় যায় এবং পুকুর পাড়ে টিনের মাচানের উপর ঘুমিয়ে থাকেন। এসময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের হাত-পা চোঁখ,মুখ বেঁধে বেধড়ক মারধর করেন। এবং পুকুরে মাছ ধরা অবস্থায় জেলেদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৎস্যচাষী মাসুদ আলীকে মৃত ও তার সহযোগী লিটনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জরিত সংঘবদ্ধ দলটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • মহস্থানের মাদক সম্রাট কামাল বাহিনীর ৩ সদস্য আটক।

    মহস্থানের মাদক সম্রাট কামাল বাহিনীর ৩ সদস্য আটক।

    গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মহাস্থানের মাদকের গডফাদার কামাল বাহিনীর ৩ সদস্য বিপুল পরিমাণ গাঁজাসহ আটক। এর মধ্যে কামালের স্ত্রীও রয়েছে।

    মহাস্থানের মাদকের গডফাদার কে এই কামাল? বগুড়া সদরের মথুরা গ্রামের আলতাফ আলীর পুত্র কামাল হোসেন।
    অনুসন্ধানে জানা গেছে কামাল ছিল একজন টোকাই। তাঁর সৎ ভাই শাহজাহান মারা যাওয়ার পর বিয়ে করে শাহজাহানের স্ত্রী অর্থাৎ তাঁর ভাবি মরিয়ম বেগমকে। মরিয়ম আগে থেকেই গাঁজার ব্যবসায় লিপ্ত ছিল। কামাল পরে তাঁর ভাবি মরিয়মকে বিয়ে করে সেই মাদকের সিঁড়ি বেয়ে আজ আঙুল ফুলে কলা গাছ। শুধু গাঁজার পাহাড় গড়ে এখন অঢেল সম্পদের মালিক। স্ত্রী মরিয়ম বেগম একাধিক বার গাঁজাসহ প্রশাসনের হাতে আটক হলেও টাকার স্রোতে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও বীরত্বের সাথে গাঁজার ব্যবস্থা চালিয়ে যায়।

    এলাকার সচেতন মহল জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনব কায়দায় তাঁর নিজস্ব ২০ফুট সাইজের টাসকা ট্রাক দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহন করে। আর এই গাঁজা গড়-মহাস্থান এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাঁর অধিপত্য বিস্তার ঘটায়। আর এসব মহাস্থান পাথরপাড়া তাঁর বাড়ীতে হাট বাজার বসায়। বাড়ী তো ২টা আছেই এরপরেও টাকার লীলায় মহাস্থানগড়ের শালবাগানের পাশে নির্মাণ করছে একটি আলিশান বাড়ী। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কামাল সারাদিন মোটরসাইকেল নিয়ে মোবাইলে মাদক বেচা-কেনা করতে যোগাযোগ করে। স্ত্রী মরিয়ম সহ এলাকার একাধিক ব্যক্তি কামালের নেপথ্যে মাদক ব্যবসায় কাজ করে। একটি স্বনির্ভর সূত্রে জানা যায়, মাটক সম্রাট কামাল কে সহযোগিতা করে এলাকার কিছু প্রভাবশালী মহল ও লেবাসধারী কিছু সমাজসেবক।

    তাঁরা মাসোয়ারা নিয়ে কামালকে মাদক বিক্রি করতে বাহবা দেয়। ফলে ভয়ে কেউ মাদকের প্রতিবাদ করতে সাহস পায় না। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে মহাস্থান মোন্নাপাড়া গ্রামে কুরু ফকিরের পুত্র লেবু মিয়ার বসতবাড়ী তল্লাশি করে সাড়ে ৯কেজি গাঁজা উদ্ধার করে। এসময় লেবু মিয়া (৩৪) ও তার স্ত্রী সিমা (২৮) কে আটক করে পুলিশ। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রাথমিক ভাবে উদ্ধারকৃত মাদক কামালের বলে পুলিশকে জানায়। তাঁদের তথ্যের ভিত্তিতে গড়-মহাস্থান পাথরপাড়া গ্রামে কামালের বাড়ীতে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক সম্রাট কামাল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকেও পুলিশ গাঁজা উদ্ধার করে। এবং কামালের স্ত্রী মাদক সম্রাজ্ঞী মরিয়ম বিবি অরফে ফুলকি (৩০) কে আটক করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক আমাদের যুবসমাজ বিশেষ করে নতুন প্রজন্মকে গিলে খাচ্ছে। সরকার যেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও আমাদের মাদক ব্যবসায়ীদের ছাড়ছি না। মাদক ব্যবসায়ীরা যতই কৌশল পাল্টাক না কেনো পুলিশ তাঁদের শেকড় উপড়ে ফেলবে।

    স্থানীয়রা জানান, মহাস্থান মাদকের গডফাদার কামালের সম্পদের হিসাব দুদকের অনুসন্ধানে আনতে হবে। সে কিভাবে ট্রাক-মোটরসাইকেল ও বাড়ী-গাড়ির মালিক হয়।

  • বেলকুচিতে ভগবান  শ্রী কৃষ্ণের জন্মোৎসব পালন।

    বেলকুচিতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মোৎসব পালন।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সারাদেশে ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মৎসব পালন হয়েছে। ৩০ (আগস্ট) সোমবার সকালে বেলকুচি কেন্দ্রীয় সার্বজনিন শ্রী শ্রী কালিমাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে জন্মোৎসব উপলক্ষে অত্র মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর শাহা, সহ সভাপতি বিমল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মিত্র, পৌর কমওটি যুগ্ম আহবায়ক নয়ন কুমার ঘোষ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ রাজবংশী সহ আরো অনেকেই।

  • বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

    বেনাপোলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

    আঃরহিম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।

    রবিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের মুছা মল্লিকের ছেলে সদর আলী (৩২) ও রঘুনাথপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আখের আরী মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

    পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে পোড়াবাড়ী গ্রামস্থ মিন্টুর বসত বাড়ীর পশ্চিম পাশের্ব পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ২ কেজি গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামতসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।

  • ব্র্যাকের বিদেশ ফেরত অভিবাসীদের মার্কেটিং ও সেলস বিষয়ে কর্মশালা।

    ব্র্যাকের বিদেশ ফেরত অভিবাসীদের মার্কেটিং ও সেলস বিষয়ে কর্মশালা।

    সিরাজগঞ্জের কামারখন্দে ব্র্যাকের উদ্যোগে বিদেশ-ফেরত অভিবাসীদের নিয়ে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৯ আগস্ট) দিনব্যাপী কামারখন্দ উপজেলার পাবলিক লাইব্রেরীর হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অনুপ্রেরনা-২ প্রকল্পের আওতায় ২৫ জন বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    এই প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদেশ-ফেরত অভিবাসীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের বিভিন্ন সেবা প্রাপ্তি এবং করণীয় নিয়ে আলোচনা করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন।

    উক্ত কর্মশালায় দিন ব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা হাট-বাজার বসিয়ে পন্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মার্কেটিং এন্ড সেলস বিষয়ে হাতে-কলমে ধারনা লাভ করেন। বিদেশে কষ্টে অর্জিত টাকা,অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে নতুন করে জীবন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রশিক্ষনার্থীরা।

    প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরন করা হয়।
    প্রশিক্ষণটি পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রক্ট কো-অর্ডিনেটর,মোঃ আব্দুল মাজেদ।