Author: admin

  • ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরোপত্তা ও জীবিকা জোরদার প্রকল্পের অবহিতকরন কর্মশালা।

    ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরোপত্তা ও জীবিকা জোরদার প্রকল্পের অবহিতকরন কর্মশালা।

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদে ঝু্কিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদার করন প্রকল্প অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে সায়দাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোমিনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রোস্তম আলী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হারুন অর রশীদ।
    স্বাগত বক্তব্যে রাখেন, স্যোসাল ওয়ার্স সেন্টার (এস ডব্লিউসি)নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, ই ওয়াইপিই প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইউনূস, আলী ।

    এসময় আরো বক্তব্যে রাখেন, এস ডব্লিউসি কার্যকরী কমিটির সভাপতি সায়মা আক্তার, সয়দাবাদ ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য সুফিয়া খাতুন প্রমুখ। কর্মশালায় কমিটির ৪০ জন সদস্য /সদস্যা উপস্থিত ছিলেন।

  • পরিমনির পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো;চিত্রনায়িকা অঞ্জনা।

    পরিমনির পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো;চিত্রনায়িকা অঞ্জনা।

    পরিমনি গ্রেফতারের ২৬ দিনের মাথায় ৩১ আগস্ট মঙ্গলবার ঢাকা মহানগড় দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত দীর্ঘদিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ খুশিতে চিত্রনায়িকা অঞ্জনা বলেন পরিমনির পাশে চিলাম আছি ভবিষ্যতেও থাকবো।এর আগে চিত্রনায়িকা পরিমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হয়।

    তিনি বলেন সঠিক পথে এগিয়ে চলা এবং নিজের জীবনকে আরো সুন্দর ও সুখময় করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করছি।

    আমাদের চলচিত্রকে সমৃদ্ধময় করবে পরিমনির প্রতিভাময় অভিনয় দিয়ে এই আর্শ্বিাদ রইল। অঞ্জনা বলেন পরিমনিকে নিয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাসে যা লিখেছি এখনো আমার প্রফাইলে আছে ওর পক্ষে সবগুলো পজেটিব লিখেছি। কেউ ফেসবুকে বিভ্রান্তি কর কমেন্ড করার আগে আমার প্রোফাইলটি চেক করে আসবেন।

  • আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ’র পরিচয় শনাক্ত গ্রেফতার-৩।

    আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ’র পরিচয় শনাক্ত গ্রেফতার-৩।

    রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তির গলিত মরদেহ’র কঙ্কালের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বিরসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১ এর সদস্যরা।

    মঙ্গলবার ( ৩১ আগস্ট ) দুপুরে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান হত্যাকান্ডটি সম্পূর্ণ ক্লুলেস ছিল। তদন্ত করে র‍্যাব-১ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।পরে হত্যাকান্ডের সঙ্গে জড়িত মূলহোতা সাব্বির ও তার দুই সহযোগিকে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    এবিষয়ে ৩১ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

  • লক্ষ্মীপুরে মা মেয়েকে জনসম্মুখে জুতাপেটার অভিযোগ।

    লক্ষ্মীপুরে মা মেয়েকে জনসম্মুখে জুতাপেটার অভিযোগ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুরে জনসম্মুখে মা মেয়েকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমানের বিরুদ্ধে।

    উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. আরিফুর রহমান রোববার (২৯ আগস্ট) বিকেলে এক সালিশী বৈঠকে এ ঘটনা ঘটিয়েছেন বলে ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ইউপি সদস্যের ভয়ে আইনের আশ্রয় নেয়নি ভূক্তভোগী পরিবার।

    পুলিশ সূত্রে জানা যায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    ভূক্তভোগী ওই নারী কেরোয়া ইউনিয়নের উত্তর-পূর্ব কেরোয়া গ্রামের কালা শাহ ফকির বাড়ির সৌদি প্রবাসী আব্বাছ উদ্দিনের স্ত্রী। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ে।

    ভূক্তভোগী নারী সোমবার (৩০ আগস্ট) রাতে অভিযোগ করে বলেন, আমাদের বাড়িতে একটি সালিশী বৈঠকে প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে ইউপি সদস্য আরিফ আমার ১৭ বছরের মেয়েকে জুতাপেটা করেছে। এতে আমি প্রতিবাদ করায় সে আমাকেও জুতা দিয়ে পেটায়। বিষয়টি তাৎক্ষণিক আমি প্রবাসে থাকা আমার স্বামীকে মোবাইল ফোনে অবহিত করলে মেম্বার আরিফ উত্তেজিত হয়ে আমার ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

    তিনি আরো বলেন, ঘটনার পর রাতে পুলিশ এসে আমাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এর পর থানায় নিয়ে যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খুলে বলি। পুলিশ আমাকে লিখিত অভিযোগ দিতে বলেছে। সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু মেম্বার আরিফ আমাদের বাড়িতে লোক পাঠিয়ে আমাকে চাপ দেয় আমি যেন থানায় কোন অভিযোগ না দিই। মেম্বারও এসে আমার কাছে ক্ষমা চেয়ে গেছে।

    আমার স্বামী বিদেশে থাকে, আমি একা বাড়িতে ছোট দুই ছেলে এবং মেয়েকে নিয়ে থাকি। তাই মামলা করলে মেম্বার যদি কোন ঝামেলা করে সেই ভয়ে আর থানায় যায়নি।

    এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই নারী ও তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হয়। ভূক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তিনি অভিযোগ নিয়ে থানায় আসেননি।

    ভূক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, পুলিশের পক্ষ থেকে পুরো পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে। থানা থেকে তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মেম্বার হোক বা চেয়ারম্যান হোক- কেউ আইনের উর্ধ্বে নয়।
    এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কেরোয়ার কালা শাহ ফকির বাড়িতে ১৩ বছরের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু মেয়েটি বিয়েতে রাজী ছিলো না। তার অন্য আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিলো। অনুষ্ঠানের আগেরদিন দুপুরে মেয়েটি তার প্রেমিকের কাছে পালিয়ে যায়।

    এ ঘটনার সহযোগী হিসেবে ওই মেয়ের পরিবার প্রবাসী আব্বাছ উদ্দিনের মেয়েকে দায়ি করে ইউপি সদস্য আরিফের কাছে নালিশ করে। রবিবার বিকেলে মেম্বার আরিফ তাদের বাড়িতে এসে সালিশী বৈঠকের ডাক দেন। বৈঠকের এক পর্যায়ে মেম্বার আরিফ তার পায়ের সু-জুতা দিয়ে প্রবাসী আব্বাছ উদ্দিনের মেয়েকে আঘাত করেন। সাথে সাথে মেয়েটির মা ঘটনার প্রতিবাদ করলে তাকেও বেশ কয়েকবার জুতাপেটা করেন আরিফ। পরে উপস্থিত লোকজন আরিফকে থামান।

    এ বিষয়ে জানতে সোমবার সন্ধ্যার পর থেকে ইউপি সদস্য আরিফুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনেনি। রাত সাড়ে ১০ টার দিকে ক্ষুদে বার্তা পাঠিয়ে কল দিলে তিনি রিসিভ করে ১০ মিনিট পরে কল দেওয়া কথা জানান। আধাঘণ্টা পর পুনরায় কল দিলেও তিনি রিসিভ করেননি।

  • উল্লাপাড়ায় ১৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ১৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৭২ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন(৩৯) নামের এক র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগতগাঁতী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

    সোমবার(৩০ আগস্ট) বিকেল ৪ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন কুমারগাতী মেসার্স সমবায় ট্রাক-ট্যাংকলরী ফিলিং ষ্টেশনের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    এসময় ট্রাক তল্লাশি করে ১৭২ বোতল ফেন্সিডিল ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ফ্লাশ ট্যাংকার ট্রাক জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মঙ্গলবার সকালে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উল্লাপাড়ায় হোটেল কর্মচারীর লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় হোটেল কর্মচারীর লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইদুর রহমান(৪৫) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশের সদস্যরা।

    নিহত ওই হোটেল কর্মচারী রাজশাহীর বাঘমারা সাইপার গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও হাটিকুমরুলের সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী।

    ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার সময় হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।

    সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নবরত্নপাড়া গ্রামের হাসান আমিনের পরিত্যক্ত বাড়ি থেকে হোটেল কর্মচারী সাইদুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান মঙ্গলবার সকালে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
    লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

    মেহেদী হাসান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশসানের উদ্যোগে ৩১ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যন আবু তাহের মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ ইসলাম,২৯বিজিবি নায়েব সুবেদার আবুল কালাম আজাদ,মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,পৌর কাউন্সিলর হারান দত্ত,উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষিকা তাহেরা সুলতানা,সেনেটারী ইনেস্পেক্টর জগদিশচন্দ্র,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

    এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি , সরকারী কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
    সভায় মাদক চোরাচালান,চুরি,ডাকাতি,হত্যা,বাল্য বিবাহসহ সকল প্রকার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

  • আফগানিস্তানে মার্কিন অস্ত্র আটকা পড়ে আছে,ফেরত দিতে হবে।

    আফগানিস্তানে মার্কিন অস্ত্র আটকা পড়ে আছে,ফেরত দিতে হবে।

    আফগানিস্তান তালেবান দখলের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম বলেছেন তালেবান বাহিনীর হাতে বিপুর পরিমান মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম আটকা পড়ে আছে সেগুলো ফেরত দিতে হবে।না দিলে তার ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে।

    আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া সমালোচনা করে রিপাবলিকান দলের নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম বলেন আমেরিকার ইতিহাসে এতো বিশ্রিভাবে অদক্ষতার সাথে কোন দেশ অন্যদেশ থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়নি। এ ঘটনা আমেরিকার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

    একই সাথে আফগানিস্তানে তালেবানদের হাতে যত অস্ত্র ও সরঞ্জামাদি আছে তা আফগান থেকে ফেরত আনার দাবী জানাতে হবে।

    দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম আরো বলেন আফগানের তালেবান যদি মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে না চায় প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে।

    এ সময় তিনি আরো বলেন যদি তালেবান বাহিনীর কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে সরাসরি তাদের বোমা ফাটিয়ে উড়িয়ে দিয়ে আমাদের দেশীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফিরিয়ে আনতে হবে।

  • রায়গঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

    রায়গঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০আগস্ট)বিকেলে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজার বটতলা সংলগ্নে-কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইটের কার্যালয়ে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত) জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান।

    আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

    উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর খান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন টিটু, কৃষকলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোছাঃইয়াসমিন পারভীন সহ রায়গঞ্জ উপজেলা ও ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষকলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

  • সিরাজগঞ্জ মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জ মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    “বেশী বেশী মাছ চাষকরি, বেকারত্ব দূর করি” – এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    সোমবার (৩০ আগস্ট) দিনব্যাপি সদর উপজেলার মৎস্য প্রশিক্ষণ কাম কমিউনিটি সেন্টারে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী।

    এসময় সভায় আরো বক্তব্যে রাখেন, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জের মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সদর মৎস্য দপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ( এনএটিপি-২), সহকারী মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীগণ।