Author: admin

  • আফগানিস্তানে প্রশিক্ষিত কুকুর ফেলে গেলেন মার্কিন সেনাবাহিনী।

    আফগানিস্তানে প্রশিক্ষিত কুকুর ফেলে গেলেন মার্কিন সেনাবাহিনী।

    আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারে তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছু ফেলে গেছে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা।অভিযোগ উঠেছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা আফগানিস্তান ত্যাগ করার সময় কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ টি প্রশিক্ষিত কুকুর ফেলে গেছেন।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে ৬০ টি বোমা অনুসন্ধানী ও অন্যান্য কাজ অনুসন্ধানী ৬০ টি সর্বমোট ১২০ টি প্রশিক্ষিত কুকুর ফেলে আসার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
    এ সকল কুকুর পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছে না।অসহনীয় গড়মে অসুস্থ হয়ে পরছে পশুগুলো। তবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছেন।
    মার্কিন সৈন্য চুড়ান্ত প্রত্যাহারের সময় কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশিক্ষিত ১২০ টি কুকুর ফেলে যাওয়ার অভিযোগ প্রত্যাখান করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

    এ সম্পর্কে পেন্টাগনের মূখপাত্র জন কিরবি স্যোসাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বলেন ভূল প্রতিবেদন সংশোধন করতে বলেছেন মার্কিন সামরিক বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে খাঁচার মধ্যে কোন কুকুর রেখে যাননি যক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বাহিনী।
    অনলাইনে প্রচারিত কুকুরের ছবির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এ সকল কুকুর সামরিক বাহিনীর ব্যবহৃত নয়।

  • লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী মো. হুমায়ূন কবির(৪১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার (১ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৬টার সময় লক্ষ্মীপুরের শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, কবির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ১০টি মামলা বিচারাধীন আছে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছেন উল্লাপাড়ার সুভল চন্দ্র শীল।

    গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছেন উল্লাপাড়ার সুভল চন্দ্র শীল।

    সভ্যতার বিকাশে মানুষের জীবনযাত্রায় লেগেছে আধুনিকতার ছোঁয়া।কাঁচের গ্লাসে শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যবহারে সেবার মান বেড়েছে সেলুনগুলোতে।তার পরেও আবহমান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য অতি পরিচিত পিড়িঁতে বা টুলে বসিয়ে চুল ও দাঁড়ি কাটার পুরনো স্মৃতি ধরে রেখেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী পাড়া গ্রামের মৃত প্রিয়নাত শীলের ছেলে সুভল চন্দ্র শীল।

    অবশ্য কালের বিবর্তনে প্রতিযোগিতায় টিকতে না পেড়ে চুলকাটা পেশা ছেড়েছে গ্রামগঞ্জে বসবাস করা শীলরা। কেউবা পারি জমিয়েছে বাংলাদেশ থেকে ভারতে। অনেক ব্যয়বহুল আধুনিক সেলুন তৈরী করার মতো পুঁজি পাট্যা না থাকায় খোলা আকাশের নিচে হাট-বাজারে পিড়িঁ বা টুলে ভাসমান সেলুনে প্রতিনিয়ত কাজ করেন তিনি।আমার পূর্ব পুরুষেরা নাপিতের কাজ করেছে আমাদেরও শিখিয়েছে।

    অনেক বছর আগে ধান,গম,চিনা ও কলাই জমাতে বাবার সাথে গ্রামের গারহস্তদের বাড়িতে গিয়ে চুল ও দাঁড়ি কামিয়ে দিয়ে আসতাম। বংশ মর্যাদার দিক লক্ষ্য করে শীল বংশের লোক ছাড়া অন্য কেউ এ পেশার কাজ করতো না। যদিও আগের দিনে মানুষের অভাব অনাটন বেশি ছিলো।

    বর্তমান সময়ে জীবন নির্বাহের তাগিদে অনেকেই সেলুনের ব্যবসা বেছে নিয়েছে। সেলুনের ব্যবসা লাভজনক দেখে জাত,বংশ ও ধর্ম পরিচয় উপেক্ষা করে সকল ধর্মের লোক পুঁজি খাটিয়ে আধুনিক সেলুন তৈরী করে এ ব্যবসায় নেমে পড়েছে।

    রজিবুল আলম সরকার জানান সেলুনে সেফ করতে ২০ ও চুল কাটতে ৪০ টাকা নেয়। আমরা গরিব পরিবারের মানুষ খোলা আকাশের নিচে পিঁড়িতে বসে ১০ টাকায় সেভ ২০ টাকায় চুল কাটলাম। এতেই আমরা তুষ্ট।

    সুভল চন্দ্র শীল জানান অভাবের সংসারে বেড়ে উঠা মানুষ আমি। ১০ বছর বয়স থেকে বাবার সাথে গ্রামে গ্রামে চুল দাঁড়ি কামিয়ে বড় হয়েছি।

    বিরামহীন ৫০ বছর যাবৎ নাপিতের কাজ করে সংসার চালাচ্ছি।প্রতিদিন ভোর ৭ টা থেকে দুপুর পর্যন্ত লাহিড়ী মোহনপুর রেলষ্টেশ সংলগ্ন বাজারে খোলা আকাশের নিচে ছাতি মাথার উপর টাঙ্গিয়ে টুল বা পিঁড়িতে বসিয়ে মানুষের চুল দাঁড়ি কাটি। নুন আনতে পান্তা ফুড়ায় এমন দরিদ্র মানুষ পিঁড়িতে বসে চুল দাঁড়ি কাটে। চুল ২০ ও দাঁড়ি ১০ টাকায় কাটি।দিন শেষে ২৫০-৩০০ টাকার কাজ করে চাল ডাল কিনে কোন রকমে ছেলে মেয়ে নিয়ে সংসার চলে যায়।

    এ বিষয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ(মক্কা) জানান আমরা ছোট বেলায় দেখেছি লাহিড়ী পাড়ার শীল বংশের লোক বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে কাস্টমারকে পিঁড়িতে বসিয়ে চুল দাঁড়ি কাটতো।

    বর্তমান সময়ে আধুনিকতার যুগে সামাজিক মর্যাদার কারনে মানুষ খোলা আকাশের নিচে পিঁড়িতে বসে চুল দাঁড়ি কাটে না। আমার ইউনিয়নের শীল বংশের লোক আধুনিক সময়ে বাপদাদার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এ জন্য তাদের ধন্যবাদ।

     

  • ফুলবাড়ীতে বিএনপিথর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    ফুলবাড়ীতে বিএনপিথর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
    দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিথর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএিনপি,উপজেলা ছাত্রদল,প্রচারদল ও পৌর যুবদল,ছাত্রদল, প্রচারদলের সম্মিলিত আয়োজনে দিবসটি পালন করা হয়।

    প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় কালীবাড়ী বাজার থেকে এক বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় পারর্বতীপুর বাসষ্টানে এসে শেষ হয়।

    পরে সেখানে স্থানীয় দলীয় কার্যালয়ে পৌর বিএনপিথর সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় পৌর যুবদলের আহব্বায়ক শফিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপিথর সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপিথর সাংগঠনিক সম্পাদক নুরআলম নুরুল্লাহ্,সহ-সভাপাতি মোস্তাহারুল হাসান রিপন,সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক ছাত্র নেতা মুর্তুজা হক শাহ্ অস্টিন, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,প্রচার দলের সভাপাতি সাজ্জাদ হোসেন সাজু।

    এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জিয়াবুর রহমান,সদস্য সচিব আলামিন সরকার পাপ্পু,পৌর ছাত্রদলের আহব্বায়ক মোনাস প্রমুখ।

    এদিকে উপজেলা বিএনপিথর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।

  • নাগরপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    নাগরপুরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বুধবার (১ সেপ্টেম্বর),নাগরপুর উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) এম,এ,সালামের সভাপতিত্বে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা থর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

    এসময় গৌতম চক্রবর্তী বলেন,আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোন বিকল্প নেই।সামনে সিনিয়র নেতৃবৃন্দ যেই কর্মসূচী ঘোষনা করবে যে করেই হোক সেই কর্মসূচী সফলভাবে পালন করবো আন্দোলনের কোন বিকল্প নেই।

    এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন আরজু, হাবিবুর রহমান হবি, এম.ফিরোজ ছিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক (সাবেক) মোঃসেলিম মিয়া ও খন্দকার ওয়াহিদ মুরাদ,নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম দিপন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু,ইকবাল কবির,নজরুল ইসলাম,এলিম মাহমুদ, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান, সাবেক সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল।

    নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সাধারণ সম্পাদক আবুল কাশেম মানিক সহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী।

  • তাড়াশে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    তাড়াশে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  করা হয়েছে।

    ১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের বিভিন্ন কর্মসূচি পালনের উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে র‍্যালী প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

    এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি স,ম আফসার আলী,সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,সাবেক সহ- সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক ফকির শাহআলম হোসেন,সদস্য সচিব মাসুম, স্বেচ্ছাসেবক দলের সম্ভব্য আহবায়ক শাহাদত হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হোসেনসহ উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফল প্রকাশ বিকালে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফল প্রকাশ বিকালে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সন্মান প্রথম বর্ষের ফল প্রকাশ হচ্ছে আজ বুধবার বিকালে।

    প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ বুধবার বিকাল চার টার পরে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

    মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য চুরান্ত ভাবে নিশ্চিত করতে হবে। ভর্তির পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাশ শুরু হবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত এক জরুরী বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সন্মান শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে এসএমএস nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

    এ ছাড়াও রাত ৯ টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ ঢুকেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

    সূত্রঃ রেডমিক নিউজ,০১-০৯-২০২১

  • কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন পরিমনি।

    কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন পরিমনি।

    কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন পরিমনি

    দীর্ঘ ২৭ দিন পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমনি বুধবার সকাল ৯ টার সময় কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছে।

    কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার শাহ শরীফ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অভিনন্দন জানান পরে তার পরিবার ও হিতাকাঙ্ক্ষীরা গাড়িবহর নিয়ে পরিমনির বাড়ির উদ্দেশ্য রওনা হতে দেখা যায়।পরিমনি সাদা পোশাকে তাকে ভক্তবৃন্দ বহনকারী গাড়ি থেকে নামিয়ে উৎসুক লোকজনের সাথে সেলফি উঠতে দেখা যায়।

    অনেক দিন পর ভক্তবৃন্দের সাথে সেলফি উঠে মজা পেলাম।আগামীতে আবার দেখা হবে বলে টা টা সাদা রঙের গাড়িতে উঠে চলে যান।

  • সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    সংবাদ প্রকাশের পর বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদীর শাখা থেকে মহোৎসবে চলছে বালু উত্তোলন। দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। দ্রুত অবৈধ বালু উত্তোলনের বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

    গত ১৪ (আগস্ট) শনিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশে ৩১ (আগস্ট) মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে আজুগড়া বেড়িবাঁধে থেকে ভ্র্যামমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে বলুমহালকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    সিরাজগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন আমারজমিন পত্রিকার  প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুখ আহাম্মেদের দৃষ্টি গোচর হয় তারই নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সাত জনকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর ভবিষ্যতে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

  • রাজবাড়ীর কালুখালীতে পাতানো খাঁচায় মেছো বাঘ আটক।

    রাজবাড়ীর কালুখালীতে পাতানো খাঁচায় মেছো বাঘ আটক।

    রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের পোল্ট্রি ফার্মের মালিক সোহাগ পাশে জঙ্গলে বনবিড়াল ধরার জন্য খাঁচা রেখে দেয়। সেই খাঁচায় মঙ্গলবার (৩১আগস্ট) সকাল সাড়ে ৮টার সময় বিরল প্রজাতির মেছো বাঘ আটকা পড়ে।

    বিষয়টি জানাজানির পর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হাসানের নির্দেশে মেছো বাঘটি থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। বর্তমান মেছো বাঘটি থানায়ই রয়েছে।
    মেছো বাঘ থাকার কথা বন অথবা জঙ্গলে। কিন্তু তা না থেকে এখন মেছো বাঘ অবস্থান করছে থানায়। তবে কোন দাবী-দাওয়া নিয়ে নয়। বন থেকে লোকালয়ে চলে আসায় মানুষের হাত থেকে রক্ষা করার জন্য মেছো বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

    বর্তমান বিরল প্রজাতির মেছো বাঘটি পুলিশ হেফাজতে একটি খাঁচার মধ্যে বন্দী রয়েছে। তবে মেছো বাঘটি পুরোপুরি সুস্থ রয়েছে বলে জানান পুলিশ। বাঘটির নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানোর জন্যও কাজ করছে তারা। এদিকে মেছো বাঘ আটকের খবর শুনে থানায় শতশত উৎসুক জনতার ভিড় করছে।

    কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মেছো বাঘের আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাঘটিকে উদ্ধার করা হয়। বর্তমান বাঘটি সুস্থ অবস্থায় থানায় রয়েছে। আমরা বনবিভাগের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি। আশা করছি বাঘটিকে নিরাপদে তার নিজ আশ্রয়স্থলে পৌঁছে দিতে পারব।