Author: admin

  • উল্লাপাড়ার বহুল আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

    উল্লাপাড়ার বহুল আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বহুল আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি আব্দুল হাই (৫২) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা( ওসি) দীকপ কুমার (দাস পিপিএম) একদল চৌকশ পুলিশ নিয়ে রাজশাহী চারঘাট থানার নন্দনগাছী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুল হাই (৫৫)কে গ্রেফতার করেছে।

    অপর দিকে অন্য আসামীরা গ্রেফতার না হওয়ায় ধর্ষিতার পরিবার আতঙ্কের মধ্যে এবং ধর্ষিতা ধর্ষণের পর থেকেই মানষিক ভারসাম্যহীন রোগী হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

    উল্লাপাড়া মডেল থানার অফিসাস ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে সলপ রেলস্টেশন থেকে গত ২২ আগষ্ট সন্ধ্যায় এক চায়ের দোকান থেকে (৩২) বছর বয়সী এক গৃহবধুকে বেতকান্দি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে বকুল (৩৩) ও একই গ্রামের চৈতন খা’র ছেলে আমিরুল খাঁ নামের দুই ব্যক্তি তুলে নিয়ে বেতকান্দি গ্রামের আম বাগানে নিয়ে যায়।

    এ সময় ওই দুই ব্যক্তিসহ ভদ্রকোল পূর্ব পাড়া গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুল হাই (৫২), বেতকান্দি গ্রামের হায়দার আলীর ছেলে ফরিদুল (২২) ও মাটিকোড়া গ্রামের দুলাল (৩৫) নামের ৫ জন পালাক্রমে গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করে। ২য় ধাপে আমিরুল খাঁ মেয়েটিকে জোরপূর্বক তুলে পাশ্ববর্তী আমবাগানে নিয়ে গিয়ে আবারও অপর সঙ্গীদের সঙ্গে পালাক্রমে ধর্ষণ করে।

    ধর্ষিতার মামাতো বোনের সঙ্গে কথা হলে এব্যাপারে তিনি জানান, ধর্ষনের স্বীকার ওই নারী এখনও মানষিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে ধর্ষিতার পরিবার।

  • সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের  তাড়াশে চলমান মৎস্য  সপ্তাহর ৬ষ্ট দিন মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে।
    ২সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা  মৎস্য  কার্যালয়ের আয়োজনে  মৎস্য  সপ্তাহ উপলক্ষে ৬ষ্ট দিনে উপজেলা মৎস্য অধিদফতরের সামনে  ৮জন মৎস্য চাষীর মাঝে  উপকরণ  বিতরণ করেন  উপজেলা  পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা  পরিষদের  ভাইস চেযারম্যান আনোয়ার হোসেন  খান, মৎস্য  অফিসার  মশগুল আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,আব্দুল মমিন,বিআরডিবি চেয়ারম্যান  আরিফুল ইসলাম,মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সালাম,সাংবাদিক মহসীন আলী, এম ছানোযার হোসেন সাজু ,আব্দুল বারিক খন্দকার সহ অনেকে।

  • রাজশাহীর তানোরে নিহত যুবকের লাশ উদ্ধার।

    রাজশাহীর তানোরে নিহত যুবকের লাশ উদ্ধার।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে মনিরুল ইসলাম নামের এক ব্যাক্তির লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলা কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর সাধুর মোড়ে একটি ধান ক্ষেতে। এখন পর্যন্ত কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

    তবে প্রাথমিক ভাবে নিহতের লাশ শনাক্ত করেছে পুলিশ। তবে স্থানীয়রা ধারণা করছেন ওই যুবক মনিরুল ইসলামকে অন্য কোথাও হত্যা করে তার লাশ লাশ ধানক্ষেতের নালায় ফেলে রাখা হয়েছে।নিহত মনিরুল ইসলাম উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তানোর-চৌবাড়িয়া সড়কের দূর্গাপুর নামক স্থানে ধানক্ষেতের নালার ভেতরে স্থানীয়রা ওই যুবকের মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ শনাক্ত করে। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, বুধবার দিবাগত রাতে কেউ তাকে হত্যা করে ধানক্ষেতের নালায় লাশ ফেলে রেখে গেছে।

    এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান জানান,লাশের নাম পরিচয় পাওয়া গেছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত মনিরুলকে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে গেছে । তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তদন্ত করে আসল রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফুলবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ।

    ফুলবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ “বেশি বেশি মৎস চাষ করি,বেকারত্ব দুরকরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রর্দশনী মৎস চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে।

    জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ চত্বরে মৎস অধিদপ্তরের উদ্যোগে ৬ জন মৎস চাষীর মাঝে এই খাবার বিতরণ করা হয়।মৎস্য চাষীদের হাতে মাছের খাবারের বস্তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মৎস
    কর্মকর্তা মাজনুন্নাহার মায়া প্রমুখ।

  • শাহজাদপুরের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যু।

    শাহজাদপুরের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যু।

    শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের উজ্জল নক্ষত্র,লাখো প্রাণের হৃদয়ের স্পন্দন, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন(৬৭) সবাইকে শোক সাগরে ভাসিয়ে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি…………..রাজিউন)।

    তিনি তুরস্কের স্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(বাংলাদেশ সময়) ভোর ৩টা ১৩ মিনিটের দিকে ইন্তেকাল করেন। তিনি শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লার মরহুম মৌলভী আতাউর রহমান ও মরহুমা হালিমা বেগম ছেলে।

    শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু,শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক আশিকুল হক দিনার ও তার ভাতিজা শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোলো বিষয়টি নিশ্চিত করেছেন।

    তারা জানান,গত ২৬ জুলাই তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ আগস্ট রবিবার একটি বিশেষ বিমানে নিয়ে তুরস্কের স্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,৩কন্যা,কন্যা জামাতা, নাতি-নাতনি,ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ এ দিন ভোর ৫টার দিকে শাহজাদপুরে এসে পৌছালে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। মূহুর্তে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও শাহজাদপুরবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে।

    এ সময় তারা তার খোজ খবর নিতে নতুনমাটির দলীয় কার্যালয় ও পাঠানপাড়ার পৈর্তৃক বাড়ি ও দ্বারিয়াপুরের বাসভবনে আত্নীয় স্বজন ও দলীয় নেতা-কর্মীরা এসে ভিড় করে। ভোর থেকে এলাকার মসজিদে তার মৃত্যুর খবর প্রচার করে দোয়া কামনা করা হয়।

    এদিকে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে সব কিছু ঠিক থাকলে তার মরদেহ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকায় পৌছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিয়ে তার মরদেহ সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও প্রথম জানাজা শেষে তার মরদেহ শাহজাদপুরে আনার কথা রয়েছে।

    শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে আওয়ামীলীগে যোগদান করে শিল্প উপ-মন্ত্রী হন। এর আগে তিনি ১৯৮৬ সালে তৎকালিন শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯২ সালে শাহজাদপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

    তিনি ২০০৯ সালে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান,২০১৪ ও ২০১৬ সালে পরপর দুইবার আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন।শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি সিরাজগঞ্জ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

  • লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    সোহেল হোসেন’লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির পদে নিয়ে এক সময়ের ছাত্রদল নেতা এবং বিএনপি পরিবারের সন্তান রাকিবুল হাসান শান্ত মরিয়াহ হয়ে উঠেছে।

    চাহিদা মোতাবেক পদ পেতে জেলা কমিটির দুই নেতার সাথে নানা অপকৌশলে দেন দরবার। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।

    দলীয় একাধিক সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ড়ের ২০১২ইং সালে গঠিত ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ২০১৪ইং সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনাতে আসে। ২০১৬ইং সালে টাকার বিনিময়ে রামগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ কিনে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে । নতুন মেরু করনে শান্ত দলীয় গঠনতন্ত্র পরিপস্থী শান্ত ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স করে টেন্ডারবাজিতে বেপোয়া হয়ে উঠে।

    এলাকাবাসী জানায়,রাবিকুল হাসান শান্ত উপজেলার কয়েকজন বিপদগামী ও অর্থলোভী আ‘লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ বাগিয়ে নেয়। তার পিতা আব্দুল মতিন সোনাপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। সেই সুবাদে রাকিবুল হাসান শান্ত ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হয়। তার বড় ভাই মানিক হোসেন পৌর যুবদলের সহ-সভাপতি, মেজ ভাই মো: নুরনবী জামায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, বড় মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকার তেজগাও থানা বিএনপির সভাপতি, ছোট মামা হাবিবুর রহমান রামগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতির পদ দখল করে রয়েছে।

    রাকিবুল হাসান শান্ত একজন বিবাহিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও উপজেলা ছাত্রলীগের পদ বাগিয়ে নিতে নানা ভাবে তদবির করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড়ের ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ তৃণমুলের নেতারা অভিযোগ তুলেছেন রাকিবুল হাসান শান্ত একজন অনুপ্রবেশকারী, মাদক সম্রাট হওয়ায় দল থেকে বহিস্কার করার জোর দাবী তুলা হয়েছে।

    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা ছাত্রদলের দায়িত্বে থাকাবস্থা সোনাপুর ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিনের সুপারিশে রাবিকুল হাসানকে কমিটিতে রেখে ছিলাম।

    এ বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান শান্ত বলেন, স্কুল জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকায় সুস্থধারার রাজনীতি করি বলেই শীর্ষস্থানীয় নেতারা আমাকে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ দিয়েছেন। ওই সময় কেউ কথা না বললেও এখন উপজেলা ছাত্রলীগের কমিটির পদের জন্য লড়াই করায় স্বার্থানেষ্বী একটি মহল আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। এগুলো ভিত্তিহীন পাগলের প্রলোভন মাত্র।এ সব মিথ্যা অপপ্রচার করে বঙ্গবন্ধু আদর্শের সৈনিককে দাবিয়ে রাখা যাবে না।

  • এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উদ্যোগে ১ সেপ্টেম্বর বুধবার জালালপুর ইউনিয়নে অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জের সহকারি পুলিশ সুপার(বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমেদ,এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন,বিশিষ্ট সমাজসেবক হাজী সুলতান মাহমুদ প্রমুখ।

    বিট পুলিশিং সমাবেশে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    সমাবেশে পুলিশ সুপার বলেন,মিডিয়ায় গুজব,অপপ্রচার, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানান।

    তিনি আরো বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বত্তোক ভাবে জনগণের পাশে রয়েছে থাকবে।

  • সিরাজগঞ্জে বন্যার্তদের ফুডপ্যাকেজ বিতরণ করলেন-ইউপি চেয়াম্যান।

    সিরাজগঞ্জে বন্যার্তদের ফুডপ্যাকেজ বিতরণ করলেন-ইউপি চেয়াম্যান।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নবীদুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে যমুনাপাড়ের নিম্ন অঞ্চল পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর গ্রামের ৩’শ পানিবন্দী পরিবারের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ করেছেন।এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাউল, আলু,লবণ,ও শুকনা খাবার।

    বুধবার(১সেপ্টেম্বর)বিকেলে পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর গ্রামে ফুটপ্যাকেজ বিতরনের সময় উপস্থিত ছিলেন,সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ,ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোমিন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্মল,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বনী,সায়দাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান, সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসেন, সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি ফুয়ারা খাতুন ও সাধারণ সম্পাদক রিতা খাতুন প্রমুখ।

  • কাজিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    কাজিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    কাজিপুর থেকে কোরবান আলীঃ সিরাজগঞ্জের  কাজিপুরে ‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই শ্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ২০২১।এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান বাস্তবায়ন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

    মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা জাহান  উক্ত সভায় অংশ গ্রহনকরেন মেডিকেল অফিসার গন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ,স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ,সিনিয়র স্টাফ নার্স,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এম টি (ই পি আই), প্রমুখ।।অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

  • সিরাজগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন।

    সিরাজগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বহুলী বাজারে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সাথে অনুষ্ঠান সভা করা হয়েছে।

    বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উক্ত উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু।

    এসময় বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী খানসহ এবি ব্যাংক এজেন্ট আউটলেটের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন ।