Author: admin

  • শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে।

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে।

    আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।শুক্রবার এক সাক্ষাৎ কারে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. দিপুমনি।

    এ সময় তিনি বলেন ১২ সেপ্টেম্বর থেকে স্কুল,কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হতে পারে।তবে আগামী ৫ সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের মিটিংএ চুরান্ত সিদ্ধান্ত হবে।

    এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিকেল কলেজগুলো খুলবে।
    গেল বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় উদ্যোগ নিলেও করোনার মহামারির কারনে তা সম্ভব হয়ে উঠেনি।দীর্ঘদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

    চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সম্পর্কে আগামী ৫ সেপ্টম্বর আন্তঃমন্ত্রনালয়ে মিটিং হবে।
    সম্প্রতি সচিব সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশোনা দেন।এরপর থেকেই শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর জোরেশরেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

     

  • অর্থ অভাবেই কি? নিভে যাবে শিশু নাজমিনের জীবন প্রদিপ

    অর্থ অভাবেই কি? নিভে যাবে শিশু নাজমিনের জীবন প্রদিপ

    মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
    গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের ফুটফুটে কন্যা শিশু মোছা. সালেহা আক্তার নাজমিন (৭) তার হার্টে ফুটো ধরা পড়েছে। অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার। শিশুটির বাড়ী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সংলগ্ন পার্শবর্তী পার্বতীপুর উপজেলার চকমহেশপুর গ্রামে। নাজমিনকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তার বাবা বেলাল হোসেন।

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার হার্টে ফুটো ধরা পড়ে। চিকিৎসকরা বলছেন শিশুটির হার্ট দ্রুত অপারেশনের কথা । সময় মতো অপারেশন করাতে না পারলে হয়তো বাঁচানো সম্ভব হবেনা বলেও জানিয়েছেন তারা। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ টাকা।

    সংসারে একার রোজগারে পরিবারে ৬ জন সদস্যকে নিয়ে চলতেই তার হিমশিম খেতে হয়। তাই পিতা দিনমজুর বেলাল হোসেন এর পক্ষে এতগুলো টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

    চিকিৎসার টাকা জোগাড় করতে অন্যের দ্বারে দ্বাারে ঘুরছেন তার বাবা । তবুও কোনো কিনারা মিলছেনা,এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি।

    বেলাল হোসেন তার ফুটফুটে কন্যা শিশু নাজমিনকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন। শিশুটির চিকিৎসার জন্য তাকে বাঁচাতে সমাজের সহৃদয়বান ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করছেন তিনি।

    সহায্য পাঠানোর ঠিকানা- মো. বেলাল হোসেন, চকমহেশপুর, পার্বতীপুর, দিনাজপুর। (নগদ) একাউন্ট নং- ০১৭৭৪-২৯৪৩৯৫।

  • উন্নত চিকিৎসার জন্য আ’লীগ নেতা তোফায়েল আহমেদ বিদেশ যাচ্ছেন।

    উন্নত চিকিৎসার জন্য আ’লীগ নেতা তোফায়েল আহমেদ বিদেশ যাচ্ছেন।

    আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ উন্নত চিকিৎসার উদ্দেশ্য বিদেশ যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে এই প্রবীণ রাজনীতিবিদকে ভারতের দিল্লিতে নেওয়া হচ্ছে। তার জামাতা ড.তৌহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ সময় তিনি বলেম স্কয়ার হাসপালে পরিক্ষা নিরিক্ষা শেষে আমার শ্বশুর তোফায়েল আহমেদকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে।তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলেও জানান তিনি। উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন।

    উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লিতে যাচ্ছেন।তাকে বহনের জন্য ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স পৌছে গেছে।কিছুক্ষণের মধ্য রওনা হবেন।

    জানা যায় বার্ধক্যজনিত কারনে গতকাল বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন।পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্ব প্রাপ্ত চার জনের এক জন।
    বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেত তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদানের ঘোষনা দেন।

  • জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন।

    জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন।

    জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি। এ কারনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের এক বছরের মাথায় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।গেল বছর সেপ্টেম্বর মাসে শিনজো অ্যাবে স্বাস্থ্য জনিত কারনে পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুগা।

    এক জরিপে দেখা গেছে এ বছরের সাধারন নির্বাচনের আগে কোভিড-১৯ এর প্রভাবে সুগার ৩০ শতাংশের নিচে তার জনপ্রিয়তা নেমে এসেছে। আগামী ২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন দল এলডিপি’র নেতা নির্বাচন করা হবে। এই নির্বাচনে যিনিই জিতবেন তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।কারন পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি’র সংখ্যা গরিষ্ঠতা রয়েছে।আগামী ১৭ অক্টোবর জাপানে সাধারন নির্বচন অনুষ্ঠিত হতে পারে।
    শুক্রবার স্থানীয় গণমাধ্যমে কিয়োডো নিউজের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছেন রয়টার্স।

  • সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্য আটক।

    সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্য আটক।

    সিরাজগঞ্জের কামারখন্দে মহিলা চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উৎসুক জনতা।

    ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার জামতৈল কৃষি উন্নয়ন ব্যাংকে নিচে শারমিন বেগম নামের এক মহিলার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির সময় শারমিন টের পেয়ে মহিলা চোরের হাত ধরে হাউকাউ শুরু করে।এ সময় উৎসুক জনতা চোরদের আটক করে কামারখান্দ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

    আটককৃতরা হলেন উল্লাপাড়া পৌরশহর এলাকার শিউলী খাতুন(২২),তার ছোট বোন সানজিদা খাতুন(আদুরী)(১৮) ও একই এলাকার সোনিয়া আক্তার(২০)।

    উৎসুক জনতা গণমাধ্যমকে জানান কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শারমিন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য জামতৈল কৃষি ব্যাংকে প্রবেশ করে।এ সময় প্রচন্ড ভীর থাকায় মহিলা চোর চক্রের সদস্যরা তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    এ তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান মহিলা চোর চক্রের তিন সদস্যকে উৎসুক জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তিন চোর মহিলাদের উদ্ধার করেন। ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মহিলার লিখিত অভিযোগ না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লা সবুজ মুচলিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসলো কণ্ঠ শিল্পী ন্যান্সি।

    তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসলো কণ্ঠ শিল্পী ন্যান্সি।

    অবশেষে তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসলো কণ্ঠ শিল্পী ন্যান্সি।গেল মাসে বিয়ের প্রাথমিক ভাবে আংটি বদলের শুভ কাজটি শেষ করেছে।প্রহর গুনছে বিয়ের শুভ কাজের অপেক্ষায়।

    মেহেদী মহসীনকে তার তৃতীয় বর হিসাবে বেছে নিয়েছে।সে একজন গীতিকবি দেশের খ্যাতনামা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম’র চিফ অপারেটিং অফিসার সিওও।

    পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের শুভক্ষণ সম্পন্ন করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী ন্যান্সি ও গীতিকার মেহদী মহসীন।আগস্ট মাসে তাদের বিয়ে হয়েছে তবে বিয়ের তারিখ জানানি দেশ বরণ্য কণ্ঠ শিল্পী। ন্যান্সি গণমাধ্যম কর্মীদের বলেন উভয়ের পছন্দ ও পারিবারিক ভাবেই আমাদের বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়েছে।

    কোভিড-১৯’র প্রভাবে প্রবল ইচ্ছা থাকার সত্বেও বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি। এ সময় ন্যান্সি আরো বলেন বিয়ের পর দু’জন ঢাকা শহরে একই বাসাতে বসবাস করবেন।দম্পতি জীবন ওখানেই কাটাব।

    ইতিমধ্যে গীতিকবি মেহেদী মহসীনের লেখা গানে কণ্ঠও দিয়েছে ন্যান্সি। শেষে ২০২০ ইং সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী মহসীনের লেখা “এমন একটা মন” নামে ন্যান্সির গাওয়া গান।

  • প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে কথিত নেত্রী বিউটি’র অর্থ-বাণিজ্য।

    প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে কথিত নেত্রী বিউটি’র অর্থ-বাণিজ্য।

    সরকারের অনেক অনেক শুভ উদ্যোগ যে অল্পসংখ্যক মানুষের কারণে প্রশ্নবিদ্ধ হয়, তার উদাহরণ আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে পড়া সহ নানা অনিয়ম ও অর্থ বাণিজ্য ।

    ২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তাঁর এই ঘোষণার পরপরই সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়।

    এই প্রকল্পের আওতায় সারা দেশে ভূমি ও গৃহহীন আট লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ-সহনীয় সেমিপাকা ঘর,আর ২ শতাংশ জমির মালিকানা।

    কিন্তু সরকারের এই মহৎ প্রকল্পটিও প্রশ্নবিদ্ধ হয়েছে কিছুসংখ্যক মানুষের কারণে। গৃহনির্মাণ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজের পাশাপাশি উপকারভোগীদের নিকট থেকে টাকা ও নির্মাণসামগ্রী নেওয়ার খবরও এসেছে গণমাধ্যমে।

    এমন অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে বেনাপোলের কথিত মহিলা নেত্রী শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( প্রস্তাবিত কমিটি)বিউটি বেগমের বিরুদ্ধে।

    তিনি এই আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দুস্থ বহু পরিবারের কাছ থেকে ঘর প্রতি ২৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।

    এমনই একজন দুস্থ মহিলা ওদুদের স্ত্রী পারুল বেগম (৪০) ভবারবের প্রামে ভাড়া বাসায় থাকেন। তিনি বলেন, ঐ নারী নেত্রী বিউটি আগে থেকেই আমার পরিচিত, তিনি আমাকে এবং আমার বোন আনোয়ারাকে প্রথমে ১৫ হাজার টাকা দিলে ঘর পায়য়ে দেওয়ার আশ্বাস দেয়। এই আশায় আমি তাকে সুদে ৭ হাজার ৫’শ টাকা দেয় এবং বাকি টাকা কিছুদিন পরে দিতে চায়। এর কিছুদিন পর তিনি ফোন করে বলেন তোমাদের নামে ঘরতো পাস হয়ে গেছে এখন তোমাদের ২ বোনের ২৫ হাজার করে ৫০ হাজার টাকা দিতে হবে।

    তখন আমি বলি আমার বড় ছেলে রাগ করছে,আমি এত টাকা দিয়ে ঘর নেবনা। আপনি ঘর অন্য কাউকে দিয়ে আমার টাকা ফেরত দেন কিন্তু উনি আমার টাকা নিয়ে ছলচাতুরী করছিলো। পরে সাংবাদিদের সহহতায় তিনি আমাকে ৫০০০ হাজার টাকা ফেরত দিয়েছে। টাকা ফেরত দেওয়ার দিন ৪ জন মহিলা নিয়ে এসে তিনি অনেক রাগ এবং হুমকিও দিয়ে গেছেন।

    এবিষয়ে কথিত মহিলা নেত্রী বিউটির কাছে জানতে চাইলে, সাংবাদিক পরিচয় শুনে তিনি সাংবাদিকে হুমকি সহ অশালীন ভাষায় অশ্রব গালিগালাজ করেন। যে কল রেকডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তার এই গালিগালাজ ও হুমকির রেকডিং শুনে সাধারণ মানুষ সহ বিভিন্ন সাংগঠনিক মহল তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।

    উল্লেখ্য কথিত নেত্রী বিউটি নিজেকে বেনাপোল ভূমি অফিসের নায়েবের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে দুস্থ মহিলাদের কাছ হতে অর্থ হাতিয়ে নিচ্ছে। নায়েব ও কথিত নেত্রী উভয়ই বেনাপোল পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে একটি ফ্লাট বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। যাহার ফলে দুস্থ মহিলারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার আসায় সহসায় কথিত নেত্রী বিউটির ফাদে পা দিচ্ছেন বলে আরো জানা যাই।

  • সাভারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা।

    সাভারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা।

    স্মৃতি রানি, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারে ঘরে ঢুকে রুনা খাতুন (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।

    বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল সংলগ্ন তার বাড়িতে এঘটনা ঘটে। তিনি তার বাবার বাড়িতে একাই সেমি পাকা বাড়ির একটি কক্ষে থাকতেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত রুনা খাতুন সাভার এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে ও একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী।রুনার স্বামর দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন।

    পুলিশ ও স্থানীয়রা জানা যায় স্বামী বিদেশ থাকার সুবাদে রুনা বেশির ভাগ সময় তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন।

    বৃহস্পতিবার রাতে রুনা যথারীতি সময়ে মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ না ওঠায় তাকে ডাকতে গিয়ে তার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। কারও কারও ধারণা পরকীয়র বলি হতে পারেন রুনা।

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

    হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

  • নাগরপুরে ইউনিয়ন ভিত্তিক মতবিনিময়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।

    নাগরপুরে ইউনিয়ন ভিত্তিক মতবিনিময়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে তৃনমুল নেতাকর্মীদের সাথে ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা করছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

    বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর), উপজেলার দপ্তিয়র, ভাদ্রা ও ধুবড়িয়া ইউনিয়নে তৃনমুল নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত বুধবার পাকুটিয়া,মোকনা ও মামুদনগর ইউনিয়ন সফর করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন সমস্যা, ও উন্নয়ন বিষয়ে আলোচনা হচ্ছে।উপজেলার সকল ইউনিয়নেই এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।

    এ মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল খান অপু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া সহ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

  • ফুলবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ঔষধ জব্দসহ জরিমানা।

    ফুলবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ঔষধ জব্দসহ জরিমানা।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    ফিজিসিয়ান সেম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদের অপরাধে দিনাজপুরের ফুলবাড়ীতে তিন বোন ফার্মেসীর সত্বাধাীকারীকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার দুপুর ১ টায় গোপোন সংবাদের ভিত্তিতে বাসস্টান এলাকার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ এবং বিক্রয়ের অপরাধে ঔষধ আইনের ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী তিন বোন ফার্মেসীর সত্বাধীকারী আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মেয়াদ উর্ত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়য়েছে।

    তিনি বলেন,ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন,উচ্চমান সহকারী সাইফুল ইসলাম কাজি,বেঞ্চ সহকারী রুবেল ইসলাম।

    তিনি বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালোনার সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ।