Author: admin

  • সিরাজগঞ্জে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী অনুষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী’র উদ্যোগে ইনসেপশন মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।

    রোববার (৫ সেপ্টেম্বর)সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি লিমিটেড হলরুমে উক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে মুক্ত আলােচনা করেন, ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকা’র জেন্ডার অ্যান্ড মেইনস্টি মিং জেন্ডার জাস্টি অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচী’র প্রোগাম ম্যানেজার সেঁজুতি হায়াত, মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

    মূল আলোচনা বিষয় উপস্থাপন করেন, জেন্ডার মেইন স্ট্রি মিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জহিরুল আকন্দ।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ও সভাপতিত্ব করেন, ব্র্যাক সিরাজগঞ্জেরজেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দীন। সঞ্চালনায় ছিলেন, ব্র্যাক জিজেটডি রিজিওনাল ম্যানেজার মোঃখালেকুজ্জামান।

    এ সময় ব্র্যাকের আঞ্চলিকব্যবস্থাপক (দাবী) মোঃ আবুল কালাম আজাদ,আর,এম,ইউপিজি সিরাজগঞ্জেরআব্দুর রহমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের কাে-অডিনেটর। আব্দুল মাজেদ, ম্যানেজার রাজু আহমেদ,ব্র্যাক এইচ, আর ডেপুটি ম্যানেজার মুরাদুর রশীদ সহ ব্র্যাকের বিভিন্ন। প্রোগামের/এন্টারপ্রাইজের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    উক্ত অবহিতকরন সভার উদ্দেশ্য হলো মুলধারায় বা জেন্ডার মেইনস্ট্রিমিং কার্যক্রমের অংশ হিসাবে প্রতিজেলাশহরে ব্র্যাকের সিনিয়র সহকর্মীদের সাথে জেন্ডার কর্মকৌশল এবং মূল ধারায় জেন্ডারে কার্যক্রম পরিচিতির জন্য একটি ইন্সপেকশন মিটিং আয়োজন করা।

  • বেলকুচিতে কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ।

    বেলকুচিতে কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ ও কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রবিবার (০৪ সেপ্টেম্বর ) বিকালে কামারপাড়া এলাকার লতিফা শাজাহান উচ্চ বিদ্যালয় মাঠে পুর্বানী গ্রুপের অর্থায়নে ও পূর্বানী গ্রুপের আফসানা মিমির প্রতিনিধিত্বে ২ শতাধিক অসহায় কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক(মন্ত্রী), সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ, সমাজ সেবক রিয়াজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে; এমপি ফিজার।

    মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে; এমপি ফিজার।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, পুরো দিনাজপুর জেলায় মাদক বিক্রি বেড়ে গেছে। ফুলবাড়ী উপজেলার বড় সমস্যা এখন মাদক,এই মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রয়োজনে আপনারা প্রতিটি এলাকার জন প্রতিনিধিসহ সবাইমিলে প্রতিটি ইউনিয়নে এবং পৌর শহরের ওয়ার্ডে ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে মিছিল বের করেন,দরকার হলে আমিও থাকবো। পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসন আপনারা চিহিৃত মাদক ব্যাবসায়ীদের তালিকা তৈরি করে প্রতিটি মোড়ে মোড়ে টঙ্গিয়ে দিন। যাতে তাদেরকে দেখে মানুষ ঘৃনা করে।

    দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার সকাল সাড়ে ১২টায় উপজেলা হল রুমে করোনায় এবং প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ,অসহায়,প্রতিবন্ধিদের মাঝে সরকারি সহায়তার বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    তিনি আরো বলেন, মাদক বিক্রির সাথে কারা জড়িত, কারা দায়ী তাদের মুখোশ উন্মোচন করতে হবে।পুলিশ থাকার পরেও যদি এগুলো হয়, তাহলে অন্য কাউকে জানাতে হবে। মাদক সেবন কারীরা সমাজ তথা পরিবারের সবচেয়ে বড় সমস্য।পাকিস্থানীরা যে ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করবে এই মাদক। তাই তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনিকে কঠোর ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন,জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যন উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দস,উপজেলা দুর্যোগ ও ত্রান ব্যাবস্থ্যাপনা কর্মকর্তা শাফিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।

    পরে সেখানে দুস্থ্যদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

  • কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    কুলাউড়া ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৩।

    মৌলভীবাজার কলাউড়ার ভাটেরায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে।

    ৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সারে ১২ টার সময় ভাটেরা হোসেনপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘনা ঘটেছে।

    এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।কুলাউড়া রেলষ্টেশন মাস্টার মুহিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

    স্থানীয় সূত্রে জানা যায় হোসেন পুর মোড়া বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সাথে একটি মাইক্রোর সংঘর্ষ হয়।এ ঘটনায় এক শিশুসহ তিন জন মারা যায়।

    কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষন রায় জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।নাম পরিচয় জানার চেস্টা চলছে।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ম্যাকের পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেন লাক্স তারকা ফারিয়া।

    ম্যাকের পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেন লাক্স তারকা ফারিয়া।

    লাক্স তারকা ফারিয়া শাহরিন ম্যাকের পণ্য দিয়ে ব্যবসা শুরু করেছেন।তিনি ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট নাটকে অভিনয় করে সমালোচনার ঝড় তলেন।

    কাজল আরিফেন অমি’র পরিচালিত ধারাবাহিক নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর থেকে সবার কাছে অন্তরা নামেই পরিচিতি পেয়েছে লাক্স তারকা ফারিয়া।

    অন্তরা খ্যাত ফারিয়া শহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকেই তার ভক্তদের নতুন খবর জনালেন এই অভিনেত্রী। ফেসবুক পেজে ফারিয়া জানালেন অনলাইনে প্রসাধনী পণ্য বিক্রির কথা।তিনি অনলাইনে এই ব্যবসা শুরু করেছেন কমপ্লিমেন্ট ইউর মিরর নামের ফেসবুক পেজে। এই ফেসবুক পেজে যোগাযোগ করে পণ্য অর্ডার করতে পারবেন ক্রেতাসাধারন।চলতি মাসের শেষ দিকে ডেলিভারি করার চিন্তা করছেন এই তারকা।

    পণ্যবিক্রির ফেসবুক পেজে লাক্স তারকা লেখেন আমরা কম বেশি সবাই ম্যাকের পণ্য ব্যবহার করি।এ কারনে ম্যাকের পণ্য দিয়ে ব্যবসার যাত্রা শুরু করলাম।এই ব্রান্ডের পণ্য যাদের লাগবে তারা ইনবক্স করে বিস্তারিত জানতে পারেন।পণ্যের গুনগত মান নিশ্চিত করবো এবং পণ্য সম্পর্কে কমপ্লিন করার সুযোগই রাখবো না। এই ব্যবসা নিয়ে আমি উচ্ছ্বাসিত।সবার কাছে দোয়া চাই।

  • ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে আনার চেষ্টা; ডিএমপি কমিশনার।

    ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে আনার চেষ্টা; ডিএমপি কমিশনার।

    গতকাল শনিবার অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অনুপ্রবেশ করার অপরাধে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বললেন ডি এম পি কমিশনার শফিকুল ইসলাম।

    ভারত সীমান্তরক্ষীর হাতে আটক সোহেল রানা ঢাকার বনানী থানার পরিদর্শক(তদন্ত)হিসাবে কর্মরত ছিলেন। যেহেতু ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামালা করা হয়েছে সেহেতু তাকে ফিরিয়ে আনতে সময়ের ব্যপার। আমাদের বাংলাদেশেও মামলা হয়েছে সে মামলায় তাকে প্রয়োজন এজন্যও তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

    এ সময় তিনি বলেন মামলার কথা বলে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।তা না হলে ওই দেশে মামলার বিচার শেষে তাকে ফিরিয়ে আনা হবে। আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

    নর্থ বেঙ্গল বিএসএফ’র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকেও পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ভারত সীমান্তে আটকের খবর নিশ্চিত করেছেন।

    টুিইটে তারা লিখেছেন ভারতীয় সময় বিকেল ৪ টা ৪৮ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তাকে অনুপ্রবেশের অপরাধে আটক করা হয়েছে। অনুপ্রবেশের কারন জানা যায়নি।

  • কাজিপুরে অপহরণ স্কুলছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।

    কাজিপুরে অপহরণ স্কুলছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেরিপোটল প্যাচানি পাড়া গ্রামের অপহরণ হওয়া স্কুলছাত্রী সাদিয়া আক্তার মীম (১৪)কে উদ্ধার করেছে পুলিশ।এ সময় অপহরণকারী রনু তালুকদার (২৮)কে গ্রেফতার করা হয়েছে।দীর্ঘ ২৭ দিন পর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার পর এলাকাবাসীর জনমনে স্বস্তি ফিরে এসেছে।

    কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পঞ্চানন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানান গত ৭ আগষ্ট সকালে বিশেষ কৌশলে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে রনু তালুকদার নবম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এই ঘটনার পর হতে পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

    পরবর্তীতে এ ঘটনার জন্য কাজিপুর থানায় একটি সাধারন ডায়রি করেন ভূক্তভোগীর পরিবার। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর)অপহরণ হওয়া স্কুলছাত্রীকে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়ীয়া বাজার এলাকা হতে উদ্ধার করা হয়।পরে অপহরণকারীকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে পুলিশ গ্রেফতার করা হয়।

    জানাগেছে, গ্রেফতার কৃত রনু তালুকদার ২টি বিবাহ করেছ। তার দু’টি ছেলে-মেয়ে রয়েছে। অপহরণ কারী রনু তালুকদারের এমন ঘটনা করায় এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এ ব্যাপারে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওইদিন রাতেই অপহরণকারী রনু তালুকদার সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

    শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রীসহ অপহরণকারী রনু তালুকদারকে আদালতে সোপার্দ করলে আদালত স্কুলছাত্রীকে তার মায়ের জিম্বায় দেন এবং আসামী রনু তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

  • উল্লাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত-৭ জন।

    উল্লাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত-৭ জন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-ছেলে সহ গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে ৭ জন আক্রান্ত হয়েছে । শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    আক্রান্ত রোগীরা হলেন উল্লাপাড়া পৌরসভার চরকাওয়াক গ্রামের রাজন (৫২), কলেজ পাড়ার ইমতিয়াজ ইমন (১৩), ও তার মা তানিয়া খাতুন (৩২), আনন্দ (৪২), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাভলী নাহার(৪৮), ওয়ার্ডবয় আলামিন হোসনে (৩৬) এবং উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আজিজুল হক(২০)।

    উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী চলে গেছেন অপর ২ জন চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই আছেন। বাকীরা উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

    উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত রোগী সংখ্যা হ্রাস পেলোও নতুন করে মানুষের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • রৌমারী দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত।

    রৌমারী দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত।

    কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে শহিবর রহমান(৪০)নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত শহিবর রহমান কাউনিয়ার ইউনিয়নের আমবাড়ী গ্রামের এরাজ আলীর ছেলে।সে কাউনিয়ার চরে শ্বশুর বাড়িতে ছেলে সন্তান নিয়ে বসবাস করতো।

    শনিবার রাত ১ টার সময় উপজেলার কাউনিয়ার চর গ্রামের ১০৫৪ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় বিএসএফ’র গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে।

    কুড়িগ্রাম-৩৫ বিজিবি’র জিএস আইসি’র সহকারি হাবিলদার মুকিত গণমাধ্যমকে জানান শনিবার রাত সাড়ে ১২ টার সময় ১০৫৪ সীমান্ত পিলার এলাকায় বুলেটের শব্দ পেয়ে দাঁতভাঙ্গা সীমান্তর বিজিবি’র টহলদল ঘটনাস্থল পর্যাবেক্ষণে সেখানে যায়। ওখানে কাউকে না পেয়ে চলে আসার সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন শহিবর রহমান নামের যুবক ওই সীমান্ত এলাকায় গেছে।রাত ১ টার সময় মারা যাওয়ার খবর স্থানীয়রা রৌমারী থানা পুলিশকে জানায়।তবে গুলির বিষয়টি বিজিবি নিশ্চিত করেননি।

    স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে ভারতের দ্বীপচর এলাকায় গরু পাচারের সময় বিএসএফ’র গুলিতে ওই যুবক নিহত হয়।নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

    এ তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছির বিল্লাহ জানান ধারনা করা হচ্ছে বিএসএফ’র গুলিতে ওই যুবক নিহত হয়েছে।লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সিরাজগঞ্জ সদরে বাস চাপায় মোটরসাইকেল আরহী নিহত।

    সিরাজগঞ্জ সদরে বাস চাপায় মোটরসাইকেল আরহী নিহত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে বাস চাপায় আবুল কালাম(২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

    নিহত আবুল কালাম (২৯) সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও তার স্বজনেরা জানান, কালাম মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাচ্ছিল।

    এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।