Author: admin

  • ফুলবাড়ী শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন এমপি ফিজার।

    ফুলবাড়ী শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন এমপি ফিজার।

    মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

    মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

    রোববার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার বেতদিঘী ইউনিয়ের শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

    উদ্বোধনী অনুষ্ঠানে বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সারোয়ার আলম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

    এসময় মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,প্রভাষক আবু শহীদ,শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ইন্টারনেট ছাড়া গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা।

    ইন্টারনেট ছাড়া গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা।

    ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভের ব্যবহার অতি জনপ্রিয় হয়ে উঠেছে।

    অন্যান্য ডিভাইজ এর চাইতে অতি সহজে গুগল ড্রাইভে প্রবেশ করা যায়।এই ড্রাইভ ডিভাইস ব্যবহার গ্রাহকের তেমন কোন অসুবিধা হয় না। তা ছাড়াও ফাইল ছবি পিডিএফ ও শেয়ারিং এর মতো সুবিধার জন্য গুগল ড্রাইভ ডিভাইসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

    এশিয়ার মধ্যে ভারত প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেটের ঘোষণা দিয়েছেন গুগল।

    এই আপডেট অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুবিধা থাকছে।এর ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। ড্রাইভের পরিক্ষামূলকভাবে অফলাইন মোড চালু হয় ২০১৯ সাল থেকে।

    সেই থেকে বেটা ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াও গুগল ড্রাইভে কাজ করতে পারেন।এবার ড্রাইভের সেই সুবিধার পরিধি বাড়ানো হয়েছে। ফলে আরো বেশি ব্যবহারকারীরা গুগল ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করতে পারবেন।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

    উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর কন্যা এক সন্তানের জননী রুমা খাতুন (২২) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আল আমিন ও তার স্বজনদের বিরুদ্ধে।

    শুক্রবার রাতে উপজেলার গয়হাট্রা কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

    নিহত রুমার মা খুশি খাতুন অভিযোগ করে জানান, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রাখাল গাছা গ্রামের প্রবাসী মোঃ রফিকুল ইসলামের কন্যা রুমা খাতুন ( ২২) এর সঙ্গে গত ৩ বছর পূর্বে একই উপজেলার পূর্ণিমা গাঁতী ইউনিয়নের গয়হাট্রা কামাল পুর গ্রামের মৃত্যু গোলবার হোসেনের পুত্র আলামিনের সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়।

    বিয়ের এক বছর পুর্ণ হতে না-হতেই অর্থলোভী স্বামী ও তার স্বজনেরা রুমার প্রবাসী পিতাকে যৌতকের জন্য মোটা টাকার চাপ দেয়। রুমার পিতা প্রথমবারের মতো জামাই আল আমিনের পরিবারের কথা মতো মোটা অংকের বেশকিছু টাকা প্রদান করেন।

    পরে আবারও আল আমিন মোটা অংকের অর্থের জন্য গৃহবধূ রুমাকে নির্যাতন শুরু করে। এ ঘটনায় রুমার মা খুশি খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করে দেন। কিন্তু অর্থলোভী স্বামী আলামিন ও তার পরিবারের অনন্য সদস্যরা এখানেই খ্যান্ত হননি।

    গত ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে আমার মেয়ে রুমাকে (তার স্বামী) আল আমিন ও পরিবারের অন্য সদস্যরা সবাই মিলে শ্বাসরোধ করে হত্যা করে উঠানে ফেলে রেখে এক বছরের শিশু কন্যা আইরিন কে নিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত আইনি বিচার চান নিহতের মা খুশি খাতুন।

    উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় ইউডি মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান।

    সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে- করোনায় (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ ৩’শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ।

    গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

    উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক ইমরান হাসমী’র সভাপতিত্বে ও রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি ফরিদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এসময় প্রতিষ্ঠানের উপদেষ্টা রঞ্জু আহমেদ, পরিচালক মোছাঃ তাহমিনা কলি, উপ-পরিচালক মোছাঃ আমিনা খাতুন, প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন, সাহেদ সেলিম, সুমন আহমেদ সহ শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

  • স্কুলের আঙ্গিনা শিক্ষার্থীর অপেক্ষায় প্রহর গুনছে।

    স্কুলের আঙ্গিনা শিক্ষার্থীর অপেক্ষায় প্রহর গুনছে।

     

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রায় দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমন ঘোষনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ফিরে এসেছে প্রানচঞ্চলতা। এ নিয়ে পুরোদমে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিস্কার পরিচ্ছন্নের কাজ।

    যদিও এখন পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে তাদের করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিছুটা চিন্তিত অভিভাবকরা।
    এদিকে,শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলার জন্য সবরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে। স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান। তিনি জানান, উপজেলায় ১০৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে,এতে শিক্ষার্থী রয়েছে প্রায় ১৯হাজারেরও বেশী। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্তের কাগজ পাইনি, তবে খুব শিঘ্রই কিছু নিয়ম নিতি মেনে খোলা হবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল বলেন উপজেলায় নিম্ম মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক এবং স্কুল এন্ড কলেজ,মাদ্রাসাসহ মোট ৫৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে মাদ্রাসা ১৩টি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারী ভাবে প্রস্তুতি চলছে,দুই একদিনের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্তের চিঠি আসবে।

    পঞ্চম শ্রেণির ছাত্রী শিক্ষার্থী মিথিলা,সেতু,ফাহিম ও চতুর্থ শ্রেণীর রিয়াদ বলেন, আগে স্কুল পালাতাম,এখন আমরা স্কুলে যেতে চাই। স্কুলে না গেলে বাড়ীতে ভালো লাগেনা। অনেকদিন পরে আমাদের স্কুল খুলছে। এতে আমরা অনেক খুশি। আমার সহপাঠীরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করবো।

    অভিভাবক ছাখোয়াত হোসেনসহ অনেকে জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীর পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। বাচ্চারা বাড়ীতে একদম পড়াশোনা করতে চায় না। যদিও স্কুল থেকে নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে। তা পর্যাপ্ত নয়। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে ছোট বাচ্চারা ততটা সচেতন না। এ জন্য কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধির বিষয়টি খেয়াল রাখতে হবে।
    উপজেলার বেশ কয়েকেটি শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠান গুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। কিছু প্রতিষ্ঠানে পরিচ্ছন্নের কাজ চলছে। ক্লাসরুমের বেঞ্চগুলো ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। পরিপাটি স্কুলের আঙিনা যেন শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর গুনছে।
    সুজাপুর মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী বলেন, সরকারের নির্দেশনা মেনে স্কুল খোলার সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রস্তুত থাকবে। বর্তমানে শিক্ষার্থীরা বাড়ীর কাজ সম্পুর্ন করে সেগুলো প্রতি সপ্তাহে জমা দিয়ে নতুন কাজ নিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন,করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতেই হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দিন বলেন,এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পত্র পাওয়া যায়নি, তবে সরকারী নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোলার ব্যাপারে নির্দেশনা এলেই দ্রুত সকলকে জানিয়ে দেয়া হবে।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে বিআইইএ’র কমিটি গঠন।

    সিরাজগঞ্জের বেলকুচিতে বিআইইএ’র কমিটি গঠন।

    সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন” (বিআইইএ)’র কমিটি গঠিত হয়েছে। ৪ (সেপ্টেম্বর) শনিবারে বিআইইএ’র কমিটিতে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ-সম্পাদক আশারাফুল ইসলাম সহ ২১ সদস্য বিশিষ্ট বিআইইএ বেলকুচি উপজেলা শাখায় পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

    কমিটিতে বাকী সদস্যরা হলেন রুবেল আহমেদ
    সহ- সভাপতি হাবিবুল বাশার (সুমন), সহ সভাপতি সুজিত মোস্তফা,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল রেজা, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক- রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন শেখ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহ-আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিব হাসান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা খাতুন, শিক্ষা গবেষনা ও ট্রেনিং বিষয়ক সম্পাদক তৌয়ব আলী মন্ডল, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: জুবায়ের হোসেন, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, আইন বিষয়ক সম্পাদক বাবু মিয়া, নির্বাহী সদস্য মারুফ হাসান রিমন,নির্বাহী সদস্য আব্দুল মোতালেব ।

    সিরাজগঞ্জ জেলা শাখা আহবায়ক কমিটির আহবায়ক-প্রকৌশলী খাজা এমদাদুল হক মিলন, সদস্য সচিব ইউসুফ আলী মিঠুর ও রাজশাহী জোন সমন্বয়ক শরিফুল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী দুই (০২) বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে।

  • ফুলবাড়ী বিজিবি’র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার।

    ফুলবাড়ী বিজিবি’র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের মাদক ও মালামাল উদ্ধার।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে আট মাস অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকার ভারতীয় মাদক সহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল উদ্ধার করেছে।

    দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লে: কর্ণেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি)এর নির্দেশনায় তাঁর অধীনস্থ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা ৭৮.৫ কি.মি. এর মধ্যে ১৬টি বিওপি এবং ৩টি বিশেষ ক্যাম্প সহ মোট ১৯টি বিওপি/ক্যাম্পে নিয়োজিত বিজিবি সৈনিকগণ সীমান্ত এলাকায় জানুয়ারী/২০২১ইং থেকে আগষ্ট/২০২১ইং পর্যন্ত চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আট মাসে ৫ কোটি ৯৫ লক্ষ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল উদ্ধার করেন।

    বিজিবি দায়িত্বপূর্ণ বিরামপুর-ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা সহ পার্শ্ববর্তী উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চোরাকারবারীর সঙ্গে জড়িত ১৪০ জনকে আটক করেন।

    পলাতক চোরাকারবারী রয়েছে ৭৫ জন সহ ২১৫ জন আসামী। এদের বিরুদ্ধে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি ১১০টি চোরাচালানীর মামলা দায়ের করেছেন।
    ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের ১৯টি বিওপি ও ৩টি বিশেষ ক্যাম্পে নিয়োজিত বিজিবি’র সদস্যরা তাঁদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্তকতার সহিত কঠোরভাবে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে দিন-রাত নিরোলসভবে দায়িত্ব পালন করে আসছে।

    বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারত থেকে মাদকদ্রব্য সহ অবৈধ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যাতে বাংলাদেশে’র ভূ-খন্ডে চোরাকারবারীরা প্রবেশ করতে না পারে। সে ব্যাপারে সীমান্তে বিজিবি সব সময় কড়া নজরদারি সহ জোর টহল কার্যক্রম অব্যহত রেখেছেন।

    এছাড়াও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সীমান্তে দিন-রাত স্বমন্বিত টহল পরিচালনা করে উভয় দেশের চোরাকারবারীদের রুখে দেওয়া সহ গ্রেপ্তারে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন বিজিবি।
    ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে: কর্ণেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) জানান, তিনি ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও কঠোর হাতে সীমান্তের চোরাচালন প্রতিরোধে অকাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে তার অধীনস্থ বিজিবি ক্যাম্প কমান্ডার সহ সকল বিজিবিকে চোরাচালান প্রতিরোধ সর্তকতা সহিত দায়িত্ব পালনের দিক নির্দেশনা দিয়ে আসছেন।

    চোরাচালান, মাদক, সীমান্তে অবৈধ্য অনুপ্রবেশ, নারী ও শিশু এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক সভাসহ করোনা ভাইরাস (কোভিড-১৯) বিষয়ে এলাকার জনগনকে জনসচেতনতা সহ খাদ্য সহায়তা প্রদান করছেন।
    তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র সাথে সু-সম্পর্ক রেখে চলছি।

    ফলশ্রুতিতে সীমান্তে চোরাচালান ৯৫% কমে এসেছে। সীমান্তে বসবাসকারী জনসাধারণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। তবে সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত – ১০।

    আশুলিয়ায় শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড আহত – ১০।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়ায় ভয়াবহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর সাতটি রুম। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার সাঈদ মাস্টারের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানায়- ভোর রাতে ওই বাড়িতে একটি রুমে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও ছয়টি রুমে তা ছড়িয়ে পড়ে। এসময় মোট সাতটি রুম পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।

    অপরদিকে আশুলিয়ার ইউনিক এলাকার জেড আর ফ্যাশন নামের একটি পোশাক কারখানা আগুন লেগে পুড়ে গেছে।

  • বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

    গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ একাধিক মামলার আসামি ২ পেশাদার মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি নীল রংঙের এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপা আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে রবিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা কলেজপাড়া সাকিনস্থ বাবু ‘ছ‘ মিল এর সামনে নির্মাণাধীন বর্ধিতাংশ রাস্তার উপর ৬১টি বোতল ফেন্সিডিলসহ মনিরুজ্জামান হাওলাদার ওরফে মনির হোসেন(৪০), কে আটক করা হয়।

    ধৃত মনিরুজ্জামান হাওলাদার ওরফে মনির হোসেনের পিতার নাম মৃত মাহাবুব হাওলাদার। সে গাইবান্ধা থানার পলাশবাড়ী মুরারীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে শেরপুর থানাধীন ধুনট মোড় খাদ্য গোডাউনের পেছনে প্রফেসর আঃ কাদের এর বাসা ভাড়াটিয়া।

    অপর জন হলেন, মনিরুজ্জামান ওরফে ধলাই(৪১)। তার পিতান নাম মোঃ মকবুল হোসেন। সে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ফার্শিপাড়া (চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা। আটকৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ১৩টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদকসহ ও অন্যান্য মামলা রয়েছে।

  • লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্রাইভেট হসপিটাল থেকে ৩ দিনের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে রিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের ‘নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

    আটক রিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী।

    পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা হসপিটালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তান জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলা ২১৫ নম্বর কক্ষ নবজাত শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

    হঠাৎ (আজ) রবিবার বেলা ১১ টার দিকে এক নারী এসে বলে। আপনার শিশুকে ডাক্তার নার্গিস পারভীনকে দেখাতে হবে। একথা বলে অভিযুক্ত নারী নবজাত শিশুকে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে অভিযুক্ত নারী হাসপাতালের অভ্যর্থনা সভাকক্ষে বসে ছিলেন।

    শিশুকে কোলে নেওয়ার পর থেকে শিশুর নানী অভিযুক্ত নারীকে চোখে-চোখে রাখছেন। যখন (নবজাত) শিশুকে হাসপাতাল থেকে অভিযুক্ত নারী বের হয়ে একটি রিক্সা উঠেন। তখন শিশুর নানী পিছন থেকে চোর-চোর বলে চিক্কার দিলে হাসপাতালের স্টাফরা দৌড়ে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার (ওসি) তদন্ত শিপন বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

    নোভা হাসপাতালের কতৃপক্ষ ও ডাক্তার জয়নাল আবেদীন বলেন, শিশু চুরি ঘটনায় জড়িত রিমা আক্তার নামে এক নারীকে হাতে-নাতে আটক করে স্টাফথরা। পরে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত নারীকে সোর্পদ করা হয়।

    অভিযুক্ত রিমার অভিযোগ তাকে হাসপাতাল কতৃপক্ষ ফাঁসাচ্ছে। তার স্বামী ও সন্তান রয়েছে। সচেতন মানুষের দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে আসল ঘটনা জানা যাবে।
    লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।