Author: admin

  • নলডাঙ্গার সরকুতিয়া বিল থেকে যুবকের লাশ উদ্ধার।

    নলডাঙ্গার সরকুতিয়া বিল থেকে যুবকের লাশ উদ্ধার।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় বিল থেকে মিলন হোসেন রতন(২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

    রবিবার(৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরকুতিয়া কান্দর ব্রিজ থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় রতন নামের ওই যুবক। সোমবার ভোরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। নিহত মিলন হোসেন রতন (২৪) উপজেলার সরকুতিয়া গ্রামের জেকের আলীর ছেলে।

    নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ১২ টার দিকে উপজেলার সরকুতিয়া গ্রামের মিলন হোসেন রতন ব্রাজিল ও আর্জেন্টিনার ফুলবল খেলা দেখার জন্য সরকুতিয়ার কান্দার ব্রিজে বসে অপেক্ষা করছিল। এসময় হঠাৎ ওই ব্রিজ থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে সোমবার ভোরে মিলন হোসেন রতন মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিলের পানি থেকে মিলনের লাশ উদ্ধার করে।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,মিলন হোসেন রতনের লাশ ভোরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

  • নলডাঙ্গায় পুলিশের সহায়তায় বিকাশ এজেন্টের টাকা পেল গৃহবধূ।

    নলডাঙ্গায় পুলিশের সহায়তায় বিকাশ এজেন্টের টাকা পেল গৃহবধূ।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একডালা গ্রামের গৃহবধূ সালমা বেগম স্বামীর কষ্টে অর্জিত টাকা উঠানোর জন্য বিকাশ এজেন্টের কাছে এসেছিলো।

    কিন্তু,বিকাশ এজেন্ট মালিকের ভুলে টাকাটি চলে যায় অন্যত্র। পরে বিকাশ এজেন্টের মালিক তার নিজের ভুলের কারণে বাধ্য হয়ে ২৫হাজার টাকা তুলে দেয় গৃহবধূ সালমার হাতে। বিকাশ এজেন্ট মালিক আরিফুল ইসলাম একই উপজেলার খাজুরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

    আরিফুল বিকাশ টাকা ফেরত পেতে নলডাঙ্গা থানার শরণাপন্ন হয়ে সাধারণ ডায়েরি করে। এবং এর দায়িত্ব পায় থানার উপ-পরিদর্শক হোসেন আলী। উপ পরিদর্শক হোসেন আলী জানান অভিযোগ পাওয়ার পরে খোঁজ নিয়ে দেখা যায় যে নাম্বারে টাকা গিয়েছে তা বন্ধ।

    পরে বিভিন্ন কারিগরি সহযোগিতাই জানা যায় নাম্বারটি পাবনার ঈশ্বরদীর কোন এক ব্যক্তির। এবং ঐ সিম মালিককে শনাক্ত করে সিম রিপ্লেসমেন্ট এর মাধ্যমে টাকা উদ্ধার করা হয়। অবশেষে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী আরিফুলের হাতে তুলে দেওয়া হয় ভুল নাম্বারে যাওয়া ২৫হাজার টাকা।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে উপ পরিদর্শক হোসেন আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন,সেবাই আমাদের লক্ষ্য। একই দিনে আরো এক ব্যক্তিকে তার হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই কাজে সহযোগিতা করেন এএসআই আসগর আলী। এছাড়াও এক সপ্তাহ আগে ভুক্তভোগী বৃদ্ধাকে তার বিধবাভাতা ফিরিয়ে দেওয়া হয়েছে।

  • বসুন্ধরা গ্রুপের এমডিসহ আটজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ ও হত্যা মামলা।

    বসুন্ধরা গ্রুপের এমডিসহ আটজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ ও হত্যা মামলা।

    কলেজ ছাত্রী মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশ চুরান্ত রিপোর্ট জমা দেওয়ার পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেছে নিহত মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।

    আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তারা।মামলার অন্যান্য আসামিরা হলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা,সাইফা রহমান মিম ও শারমিন সুলতানা।

    মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।মামলার বাদীনি নুসরাত জাহান তানিয়া জানান আমরা বসুন্ধরা গ্রুপের এডমি’র বিরুদ্ধে যে মামলা করেছিলাম পুলিশ ওই মামলার চুরান্ত রিপোর্ট দিয়েছে।আমরা ওই সময় পুলিশকে বলেছিলাম মামলাটি ট্রাইব্যুনালে দিতে।থানার পুলিশ সেটিও করেননি।বাধ্য হয়ে ট্রাইব্যুনালে মামলা রজু করলাম।

  • তাড়াশে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের ৪টি গরু মারা গেছে।

    তাড়াশে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের ৪টি গরু মারা গেছে।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় লোকজন জানান,সোমবার দিন ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়।

    এ সময় চৌড়া গ্রামের কৃষক আব্দুল লতিফের গোয়াল ঘরে  এ বজ্রপাতটি পরে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি গাভীই  মারা যায় ও ১ টি গাভী প্রচণ্ড আঘাত পায়। বিষয়টি নিশ্চিত করেছেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন এটা দুঃখজনক ঘটনা। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা দেওযার আশ্বাস দেন।

  • কেরানীগঞ্জের কালীগঞ্জে নূর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড।

    কেরানীগঞ্জের কালীগঞ্জে নূর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড।

    রাজধানী ঢাকার বুড়িগঙ্গার তীরঘেঁষা কেরানীগঞ্জের কালীগঞ্জ নূর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    নূর সুপার মার্কেটের লেবার মোঃ শহীদুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বৃষ্টি হচ্ছিল এসময় বিদ্যুৎ চলে যায়। পরে জেনারেটর চালু করার পর পরই হটাৎ ফায়ার করে শব্দ হয়। এর পরেই এখানে আগুন ধরে যায়। তিনি বলেন, আমি ২৫ থেকে ৩০টি দোকান পুরতে দেখেছি। তবে ভেতরে আরো অনেক দোকান রয়েছে।

    ঘটনাস্থলে পঞ্চাশোর্ধ এক নারীকে দেখা যায় তিনি কাউকে খুঁজছেন। পরে কথা বলে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে বিক্রমপুর থেকে তিনি নূর সুপার মার্কেটে ছুটে এসেছেন তার ছেলে মোঃ রতনের (২৩) খোঁজে। তিনি বলেন, এই মার্কেটের ৫ নং গলিতে আমার ছেলের জিন্স প্যান্টের দোকান। মোবাইলে কথা হয়েছে ছেলের সাথে তবে এখানে আসার পর এখনো দেখা হয়নি। ছেলের দোকানের কি অবস্থা তা তিনি জানেন না।

    কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী মালিক সমিতির অফিসের কর্মচারী মোঃ হৃদয় বলেন, রাত ১১টার দিকে আগুন দেখতে পেয়েই আমাদের অফিস থেকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। প্রথমে আমরা মার্কেটের লোকজন ও স্থানীয়রা আগুন নেভাতে পাশের খাল থেকে পানি নেয়ার চেষ্টা করি। কিন্তু খালে ময়লা ভর্তির কারণে সেটা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
    তিনি আরো বলেন, আগুন লাগার আগেই দোকান বন্ধ করে সবাই বাসায় চলে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।

    প্রতিদিনের ন্যায় আজও রাত ৮টার পরে মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় সবাই মার্কেট থেকে চলে যায়। পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আশেপাশের দোকানদারেরা যে যার মতো তাদের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন এখানে প্রায় ৩থশ দোকান পুরে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বিশাল।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি ডাইরেক্টর (ঢাকা বিভাগ) দিনমনি শর্মা বলেন, আমরা রাত ১১টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। সদরঘাট, পোস্তগোলা ও ঢাকা থেকে আমাদের মোট ১০টি ইউনিট এখানে কাজ করছে। এখানে বিশাল মার্কেট যার পুরোটাই টিনশেড তাছাড়া রাস্তা সংকীর্ণ হওয়ায় আমাদের কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে।

    আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

  • সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরন।

    সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরন।

    আজিজুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর দূর্গম অঞ্চলে বন্যার পানিতে নিমজ্জিত হওয়া ৩’শ ৫০ টি পরিবারে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের নিজ অর্থায়নে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল দূর্গম চরাঞ্চল ফুলবাড়ী, বড়শিমুল, খাস বড়শিমুল, চরগাছাবাড়ী, চকবয়ড়া, যমুনাবালী এলাকা সহ ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রী মধ্যে ছিলো-চাল, ডাল,আলু, লবণ সহ বিভিন্ন্য শুকনো খাবার।

    এসময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এ ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি।

    সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের বন্যার্ত অসহায়, গরীব মানুষদের পাশে থাকতে এ উদ্যোগ নিয়েছি।

  • রংপুর তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু।

    রংপুর তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু।

    রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতের ঘটনায় ৪ জন আহত হয়েছে।

    আহতদের বাড়ি গজঘন্টা ইউনিয়নের কালিরচর গ্রামে। ৬ সেপ্টেম্বর সোমবার সকালে লটারি ইউনিয়নের চর চল্লিসালে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কালির চর গ্রামের নূর ইসলামের ছেলে মতিয়ার রহমান(২৮) একই গ্রামের মনোয়ারুল ইসলামের ছেলে মোকলেছুর রহমান(২৯) সহ ১০ জন যুবক সোমবার ভোরে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মতিয়ার ও মুকলেছুর নামের ২ জনের মৃত্যু হয়। আহত চরজন প্রাথমিক চিকিৎসাতে ভালো হয়ে উঠেছে।

    গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।পারিবারিক অভিযোগ নাথাকায় সুরুতহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

  • বেলুকচিতে গাঁজার গাছসহ গ্রেফতার-১।

    বেলুকচিতে গাঁজার গাছসহ গ্রেফতার-১।

    সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ সোবাহান শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

    ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। সোবাহান শেখ কোনাবাড়ী গ্রামের মৃত হামিদ শেখের ছেলে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ দিন হলো সে গাঁজার ব্যবসা করে আসছে।

    এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোবাহান শেখের বাড়ি থেকে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা  হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

  • সিরাজগঞ্জ তাড়াশে পোনা মাছ অবমুক্তকরণ।

    সিরাজগঞ্জ তাড়াশে পোনা মাছ অবমুক্তকরণ।

    তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে  পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

    মৎস্য অধিদফতরের রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থ বছরের বরাদ্দ থেকে উপজেলার দিঘী সগুনা গ্রামের প্লাবন ভূমিতে ৩শ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্তকরণ সময়ে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী, নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের প্রধান হাফিজুর রহমান,উপজেরা মৎস্য অফিসার মশগুল আজাদ, কৃষি সম্প্রসারন অফিসার নাগিব মাহফুজ,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার আব্দুস সালামসহ অনেকে।

  • পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা; গৃহবধূকে বিয়ের আশ্বাস।

    পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরা; গৃহবধূকে বিয়ের আশ্বাস।

    সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ বেলকুচিতে উপজেলার দেলুয়া গ্রামে আপত্তিকর অবস্থায় ধরা পড়া পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ওর্য়াড কাউন্সিলর শহিদুল ইসলাম । ৬ (আগস্ট) সোমবার রাতে গৃহবধূর বাড়িতে একটি কক্ষের ভেতর আপত্তিকর অবস্থায় ধরা পরেন। ওই প্রেমিক হলেন বেলকুচি ইউনিয়নের দেলুয়া গ্রামের আব্দুর রশিদ (ডিলার) এর ছেলে হাসান আলী (২৮)। জানা যায় প্রেমিক দীর্ঘ দিন ধরে গৃহবধূর সাথে আপত্তিকর ভাবে মেলামেশা করে আসছে।

    স্থানীয়রা জানা, ওই গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ সুযোগে একই গ্রামের হাসান আলী (২৮) নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সোমবার রাতে ওই পরকীয়া প্রেমিক হাসান আলী ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে গোপন অভিসারে মিলিত হয়।

    এ সময় গ্রামবাসী ঘরে ঢুকে ওই প্রেমিক ও গৃহবধূককে আপত্তিকর অবস্থায় আটক করেন। সোমবার সকালে ২ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম দায়িত্ব নিয়ে হাসান আলীর সাথে গৃহবধূরর বিয়ের আশ্বাস দিয়ে সকালে নাম মাত্র বিয়ের নাটক সাজিয়ে কাজী মাওলানা আসলামকে ডেকে তাদের বিয়ে দেওয়ার কথা বলে ছেলের বাড়িতে গৃহবধূকে নিয়ে যায়। সরিয়ত মতে বিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত বিয়ে না হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

    এ ব্যপারে পরকীয়া প্রেমিক হাসান আলী পরকীয়া প্রেম ও দৈহিক মেলামেশার কথা স্বীকার করে বিয়ের বিষয়ে তার সম্মতির কথা জানান।