Author: admin

  • লক্ষ্মীপুরে মেঘনার উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত।

    লক্ষ্মীপুরে মেঘনার উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকাগুলোতে। অমাবস্যার প্রভাবে নদীতে স্বাভাবিকের চেয়ে আড়াই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার পর থেকে নদীতে জোয়ার আসতে শুরু করে, যার স্থায়িত্ব ছিলো সন্ধ্যা পর্যন্ত।
    জোয়ারের পানিতে জেলার কমলনগর উপজেলার চর কালকিনি, সাহেবের হাট, চর ফলকন, পাটওয়ারীর হাট, রামগতির চর আলেকজান্ডার, চর রমিজ, বড়খেরী, চর গাজী, চর আবদুল্যাহ, সদর উপজেলা ২০নং চররমনী মোহন ও রায়পুর উপজেলার ২নং দক্ষিণ চর বংশী এবং উত্তর চর বংশী ইউনিয়নের নীচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। উপকূলীয় বেড়িবাঁধ না থাকায় এসব ইউনিয়ন অরক্ষিত হয়ে পড়ে।

    গত রোববার এবং সোমবার একই কারণে ওইসব এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি প্রায় ২০ হাজার বাসিন্দা সাময়িক দুর্ভোগের মধ্যে পড়ে। কারো কারো বসতঘর এবং গোয়াল ঘরেও ঢুকে পড়ে জোয়ারের পানি। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
    সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. দুলাল হোসেন বলেন, দুপুরের দিকে মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি লোকালয়ে ঢুকে। এতে বসতবাড়ি ও ফসলি জমি জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। বিকেলের দিকে পুনরায় পানি নেমে যায়। জোয়ারের পানি অনেকের রান্নাঘরের মাটির চুলোয় ঢুকে পড়ায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে।

    কমলনগরের ৪নং চর মার্টিন ইউনিয়নের নাসিরগঞ্জ এলাকার গৃহবধূ নাসরিন আক্তার বলেন, গত দুইদিন থেকে জোয়ারের পানি তার কাঁচা ঘরে ঢুকেতেছে। পানি নামার সময় ঘরের ভিটার মাটি ধুয়ে চলে যায়।

    রামগতির মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন জানান, গত তিনদিন থেকে অমাবস্যার প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে তাদের বিচ্ছিন্ন দ্বীপ নিমজ্জিত হয়ে যায়। কয়েকঘণ্টা পর পুনরায় জোয়ারের পানি নেমে যায়।

    মেঘনা তীরের বাসিন্দা মো. সানা উল্যা জানান, চলতি বছরে চার বার জোয়ারের অতিরিক্ত পানিতে লোকালয় প্লাবিত হয়েছে। রামগতির বয়ারচর থেকে কমলনগর উপজেলার মতিরহাট পর্যন্ত মেঘনী নদী সংলগ্ন প্রায় ৩৭ কি. মি. এলাকায় বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানি প্রতিনিয়ত উপকূলীয় এলাকায় প্রবেশ করে। জোয়ারের পানি নামার সময় নদীর তীরে ভয়াভহ ভাঙ্গন দেখা দেয়।
    লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ বলেন, সাধারণত অমাবস্যা বা পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে পানির স্তর আড়াই থেকে তিন ফুট বৃদ্বি পায়। যার কারণে এই সময় টাতে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। তীররক্ষা বাঁধ নির্মাণ করা হলে জোয়ারের পানি থেকে রক্ষা পাবে উপকূলের বাসিন্দারা।

  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দুইটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারের পাশে এই ঘটনা ঘটে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

    আহতরা হলেন, সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)।
    তাদের মধ্যে টিপু ও সোহেল কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে লক্ষ্মীপুর মুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • দৌলতখান প্রেসক্লাবে তোফায়েল আহমেদ’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া।

    দৌলতখান প্রেসক্লাবে তোফায়েল আহমেদ’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া।

    ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী এবং ভোলা-১আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়ে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)আছর বাদ দৌলতখান প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের, সহ-সভাপতি মোঃ জাকির আলম,সম্পাদক মেহেদী হাসান শরীফ,যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সাবেক সম্পাদক মোঃ গজ নবী, আবুল খায়ের, সাংবাদিক সিমা বেগম,মোঃ মামুন হাওলাদার, মোঃ হাসনাইন, মোঃ রাকিব,মোঃ রুমেনুল ইসলাম সোহেব,মোঃ সিদ্দিক, মোঃ মিরাজ হোসাইন, মোঃ রিপন,উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদ জসিম উদ্দিন বাবু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক শাখায়াত হোসেন, শিক্ষক সমাজের সভাপতি হাসান আল মামুন,

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়।

    ওই দিনই বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়।

    তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তার হার্টে রিং বসানো হয়েছিল। সেটির চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন বলে জানান।

    তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন। তাই উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে।

    তাকে দিল্লির মেডান্টা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসার পর বর্তমানে তিনি শারীরিক ভাবে অনেকটা সুস্থ আছেন।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল হাসান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদকর্মী।

  • আশুলিয়ায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    আশুলিয়ায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়া থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১’র সদস্যরা।

    এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২ টি পিকআপ, ৩ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।

    মঙ্গলবার(৭ সেপ্টেম্বর)সকালে এতথ্য জানান র‍্যাব – ১’র সহকারী পরিচালক(অপস )এএসপি নোমান আহমদ। এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো মোঃ আরিফুল ইসলাম(৩১) মোঃ শরিফুল ইসলাম (৩০) ও মোঃ নুর উদ্দিন (১৯) তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    র‍্যাব-১ এর সহকারী পরিচালক ( অপস )এএসপি নোমান আহমদ জানান মোঃ সজীব খলিফা নামের এক যুবকের একটি পিকআপ সাভারের রাজালাক সহকারী নার্সারী ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি গলি থেকে চুরি হয়। তিনি তার পিকআপটি আশেপাশের বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে বিষয়টি র‍্যাব-১কে অবহিত করেন। এরই পেক্ষিতে র‍্যাব চোরাই দলের সদস্যদের খুজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এ অবস্থায় থেকে তাদের আটক করা হয়।

    তিনি আরো জানান আটককৃত আসামিদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে ১০-১২ জন জড়িত।

    সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ছিনতাই ও চুরি করে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সক্রিয় রয়েছে র‍্যাব।

  • বেলকুচিতে শোক দিবসের ব্যানার লাগাতে বাঁধা, প্রাণনাশ হুমকির জিডি।

    বেলকুচিতে শোক দিবসের ব্যানার লাগাতে বাঁধা, প্রাণনাশ হুমকির জিডি।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১৫ই আগস্ট উপলক্ষে বেলকুচি পৌরসভা কর্তৃক ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের ছবি সংবলিত শোক ব্যানার তৈরি করা হয়। ১৪ (আগস্ট) দুপুরে সেই ব্যানার বেলকুচি উপজেলা আ’লীগ কার্যালয়ে লাগাতে গেলে বেলকুচি উপজেলা আ’লীগের সাধারণ-সম্পাদক ফজলুল হক সরকার শোক ব্যনার লাগাতে বাঁধা দেয়।

    এক পর্যায়ে নিজের অপরাধ থেকে বাঁচতে প্রাণনাশের হুমকির দিয়েছেন এমন মিথ্যা অভিযোগ দিয়ে থানায় জিডি করেন। শোক দিবসের ব্যানার আ’লীগ কার্যালয়ে লাগাতে না দেওয়ায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নেতাকর্মীদের চাপে সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার বঙ্গবন্ধু সহ সকল শহীদের সংবলিত শোকের ব্যনার লাগাতে দিতে ব্যধ হন।

    এ ব্যপারে মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, বেলকুচি পৌরসভা থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের প্রতি মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি সহ কাঙ্গালী ভোজের কর্মসুচি হাতে নেই। সেই কর্মসুচির আলোকে বেলকুচি পৌরসভা কর্তৃক ১৫ই আগস্টে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের ছবি দিয়ে শোক ব্যানার তৈরি করা হয় এবং এই শোক ব্যানারগুলো পৌরসভার প্রতিটি ওয়ার্ড সহ পৌরসভার অন্তভুর্ক্ত জনবহুল স্হানগুলোতে লাগানো হয়।

    পৌরসভা কর্তৃক জাতীয় শোক দিবসের সেই ব্যানার ১৪ই আগস্টে বেলকুচি আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌরসভার পিয়ন ব্যানার লাগাতে যায়। তখন বেলকুচি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার বাধা দেয়।

    শোক দিবসের ব্যনার লাগাতে বাধা দেওয়ার অপরাধ থেকে বাঁচতে ও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ফজলুল হক সরকার প্রাণনাশের হুমকি দিয়েছি এমন মিথ্যা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে থানায় একটি বানোয়াট জিডি করেছে। আমি নাকি ফজলুল হক সরকারকে প্রাণনাশের হুমকি দিয়েছি। তাকে আ’লীগ কার্যালয় থেকে চলে যেতে বলেছি।

    তিনি আরও বলেন, এ তথ্য সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি সম্পূর্ন ষড়যন্ত্রমুলক সাজানো নাটক। পৌরসভার শোক দিবসের ব্যানার লাগানোর কাজে বাধা দেওয়ায় আমি তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া পৌরসভার পক্ষথেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    এ ব্যপারে বেলকুচি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জানান, ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌরসভার ব্যানার আ,লীগ কার্যালয়ে লাগাতে আসলে আমি ব্যানার লাগাতে বাধা দেই। তখন রুবেল ও আলোক নামের ছেলেকে বলি আ,লীগ কার্যালয়ে ব্যনার লাগাতে অনুমতি লাগে এই কথা বলার পরে তারা আমাকে গালি গালাজ করে। কিছুক্ষণ পরে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। পরে দলীয় সিদ্ধান্তে ১৭ তারিখে থানায় জিডি করি।

    এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ১৭ তারিখে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

  • উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমান করেছে।

    ওই দুই প্রতিষ্ঠানে তেলে ভেজাল ও অস্বাস্থকর পরিবেশে খাবার উদৎপাদন ও পরিবেশন করার দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হাটিকুমরুল ফুড ভিলেজ প্লাস খাবার হোটেল ও ঘোষগাঁতী তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

    এসময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মি: জন রানা ও উল্লাপাড়া স্যানেটারী ইন্সপেক্টর ফজলুল হক বারী উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ফুড ভিলেজ প্লাস হোটেলের মালিককে ৮০ হাজার টাকা এবং তেলে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ঘোষগাঁতী মহল্লার তাহান বিস্কুট ফ্যাক্টরীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছে আরব আমিরাত।

    ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছে আরব আমিরাত।

    বিদেশী অধিবাসীদের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তার লক্ষ্য ভিসা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনতে যাচ্ছে আরব আমিরাত।

    দেশটির ভিসা পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে বাণিজ্যিক ভ্রমণের অনুমতি ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করা হয়েছে।পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পন্সার।

    মানবিক ক্ষেত্রে রেসিডেন্সি ১ বছর বৃদ্ধি করা হয়েছে।পিতা মাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পন্সারে ১৮ বছর থেকে ২৫ বছরে উন্নতি করা হয়েছে। চাকুরি থেকে অব্যাহতি বা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড ৯০ দিন থেকে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত উন্নতি করা হয়েছে।

    এ ছাড়াও দেশটিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এ বছরের মধ্যে ১’শ ৫০ বিলিয়ন ডলার সরাসরি বিদেশী বিনিয়োগের জন্য ৫০ টি নতুন অর্থনৈতিক উদ্যোগ চালু করার পরিকল্পনা করা হয়েছে। এটি দেশটিকে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে।

    সূত্রঃ রিডমিক নিউজ।

  • গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    গোবিন্দাসী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আমিন জিএস।

    কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভূঞাপুর উপজেলা। তার মধ্যে অন্যতম জনবহুল ইউনিয়ন হিসেবে পরিচিত গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার নির্বাচনে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, গনমানুষের প্রিয়জন, আ’লীগের লড়াকু সৈনিক, বিশিষ্ট সমাজ সেবক, সুশিক্ষিত ও মেধাবী এবং বার বার স্বর্নপদক প্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন এলাকার গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

    শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে গোবিন্দাসী ইউনিয়নটি ভূঞাপুর উপজেলায় কালের স্বাক্ষী হয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, মসজিদ, মন্দির, খেলার মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে। আর সেই আদর্শ ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সফল সাবেক চেয়ারম্যান হিসেবে মোঃ আমিনুল ইসলাম আমিনের বেশ সুনাম রয়েছে। দলমত নির্বিশেষে যিনি গোবিন্দাসী বাসীর জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সুখে দুঃখে তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধ্যমত। বিগত দিনে গোবিন্দাসী ইউনিয়নে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। যার কাছে আওয়ামীলীগ বা বিএনপির কর্মী বলে কোন পার্থক্য নেই। তার নির্বাচনী এলাকার জনগন এটাই তার কাছে বড় পরিচয়। বিগত দিনগুলোতে তিনি গোবিন্দাসী ইউনিয়নের মানুষের মনে তার কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন।

    মোঃ আমিনুল ইসলাম আমিন জানান, আমি এর আগে চেয়াম্যান ছিলাম এবং সমাজের সেবামূলক কাজে অংশ গ্রহন করে আসছি। তাই গোবিন্দাসী ইউনিয়ন বাসীর সার্বিক মঙ্গলের লক্ষে মানুষের সেবাদানে সর্বজনের সহযোগীতায় চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের দারেদারে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, আমার বিশ্বাস তৃনমূল আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণীর পেশার ভোটারা আমাকে যেমন ভালবাসেন ঠিক তেমনটি মনোনয়ন বোর্ড আমাকে নৌকা প্রতীক দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তিনি আরোও জানান, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে গোবিন্দাসী ইউনিয়নকে একটি অত্যাধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য,গোবিন্দাসী ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরো কয়েকজন থাকলেও তার মধ্যে মোঃ আমিনুর ইসলাম আমিন এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

  • নলডাঙ্গায় হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নলডাঙ্গায় হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা থেকে ১.২ গ্রাম হেরোইনসহ সুমন আলী(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।

    সোমবার (৬সেপ্টেম্বর )সকাল ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নলডাঙ্গা পৌরসভার কুটোরিপাড়া গ্রামের হযরত আলী ছেলে সুমন আলী(২৯)।

    নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,আটককৃত সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আগে থেকেই তার উপর পুলিশের নজরদারিতে ছিলো। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে প্রায় ১২ হাজার টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সুমন আলীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন।

    সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বানভাসি গরীব ও অসহায় তাঁত শ্রমিকদের পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী চাউল বিতরন করা হয়েছে।

    সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণ হতে ছাতিয়ানতলী ও বাঐতারা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ ৫০ জন তাঁত শ্রমিক পরিবারের মাঝে ১ বস্তা করে চাউল বিতরন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    এ সময় সদর উপজেলার নির্বাহী,অফিসার মোঃআনোয়ার পারভেজ, জেলাপ্রশাসকের পি এ টু এস,এম ইব্রাহীম হোসেন,ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্যদের একাংশ।