Author: admin

  • বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে পানির ড্রেন খননে প্রাচীন ভাঙা মূর্তি উদ্ধার।

    বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে পানির ড্রেন খননে প্রাচীন ভাঙা মূর্তি উদ্ধার।

    গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানগড় এলাকায় বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন খননকালে প্রাচীন আমলের ৩ কেজি ২০ গ্রাম ওজনের একটি কালোপাথরের মূর্তির ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বুধবার (৮সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় ঈদগাঁহ মাঠ সংলগ্ন বানারসি গ্রামে মৃত দেলোয়ার হোসেনের মেয়ে পলি আক্তার পিংকি বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন খনন করতে গিয়ে (লেবার) শ্রমিক এই মূর্তিটি পেয়ে আত্মসাৎ করতে গোপন করে।

    এক সময় তাঁদের কানাঘুষা ও গতিবিধি সন্দেহ হলে পিংকি তাঁদের জিজ্ঞেসা করে। একপর্যায়ে তাঁরা মুর্তির কথা পিংকিকে জানায়। এসময় পিংকি এটি প্রত্নতত্ত্ব সম্পদ বলে তাঁর লেবারদের বলেন, “যেখানে পেয়েছ সেখানে রেখে দাও”। এরপর পিংকি শিবগঞ্জ থানা পুলিশ, মহাস্থান জাদুঘর ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খোলাসা করেন।

    মহাস্থানগড় জাদুঘর এর কাস্টডিয়ান রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানা তদন্ত (ইন্সপেক্টর) হাসমত আলী, এএসআই উজ্জ্বল হোসেন সহ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ থানাধীন রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান ঐতিহাসিক ঈদগাহ মাঠের পাশে বাড়ি ড্রেন খননকালে প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া। স্থানীয় এলাকাবাসীরা বলেন, পিংকি মুর্তিটি ক্ষত হলেও নিজে পুলিশকে ডেকে উদ্ধার করে সততার পরিচয় দিয়েছেন। এ বিষয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলী(৬)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার ৮ সেপ্টেম্বর ১২ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগধা গ্রামের সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।নিহত মোহাম্মদ আলী উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

    হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাব্বত আলী জানান নিহত মোহাম্মদ নানার বাড়িতে এসে অন্যান্য ছেলেদের সাথে সরস্বতীর শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফুলবাড়ীতে এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন।

    ফুলবাড়ীতে এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার এনআরবিসি ব্যাংক এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার সামনে (বাপজান টাওয়ারে) এই শাখা ব্যাংক এর উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই শাখা ব্যাংক এর শুভ উদ্বোধন ঘোষনা করেন পৌর মেয়র মাহামুদ আলম লিটন। এসময় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন,এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাগণ।

    পরে সেখানে পিটিকন প্লাষ্টিক ইন্ডাস্ট্রিস এর সত্বাধিকারী মকছেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

    বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার কাজি রেজাউল কায়েছ,পৌর কাওন্সিলর মমতাজুর রহমান পারভেজ,কাওন্সিলর হারান দত্ত প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্রাঞ্চ ম্যানেজার আতিকুর রহমান,অপারেশন ম্যানেজার সামসুজ্জোহাসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যাবসায়ীগণ।

  • ফুলবাড়ীতে আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    ফুলবাড়ীতে আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার নানা আয়োজনের মধ্যদিয়ে আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন করা হয়েছে।

    সকাল সাড়ে ১১টায় স্থানীয় সরকারী কলেজ শহীদ মিনার চত্বরে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপন করেন ব্লাড ফাউন্ডেশনের সদস্য ও আমন্ত্রিত আতিথিদ্বয়।

    প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে কেক কেটে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
    আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবীব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সহ-সভাপতি আশুরা আক্তার মিমু,সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের আন্যান্য সদস্যগণ।
    অনুষ্ঠানের শুরুতেই আইসিটি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্যরা সচেতনতা মুলক সংক্ষিপ্ত একটি নাটিকা প্রদর্শন করেন। পরে তারা সেখানে অনুষ্ঠান চলাকালে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন।

  • উল্লাপাড়ায় স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার! ৪ জনের বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার! ৪ জনের বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ উল্লাপাড়ায় স্কুল শিক্ষার্থীর ভিডিও ফ্রুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৪ জন ধর্ষককে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

    থানায় মামলার বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রথমে ৪০ হাজার পরে ৩০ হাজার টাকা ওই শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা নেয় উল্লেখিত ৪ জন ধর্ষক। আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করলে তাকে কুপ্রস্তাব দেয় মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ।

    গত ২৭ আগষ্ট রাতে ওই শিক্ষার্থীকে পাশের বাড়ীর বাঁশ বাগানে ডেকে নিয়ে একই গ্রামের হোরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) পর পর দুইবার ধর্ষণ করে। এ সময় ওই ধষনের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের ভাই আব্দুল মাজেদ (২৫)।

    উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ভুক্তভুগি শিক্ষার্থীর পিতার অভিযোগ মামলা হিসেবে গণ্য করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রের্কড করা হয়েছে

  • নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে অবহিতকরণ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোার্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে সুষম সার ব্যবহারে কৃষি পণ্যের সরিষা,ভূট্রা ও সব্জী উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ে কৃষক কৃষানীদের প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের কর্মপরিকল্পনা নাগরপুর উপজেলা গয়হাটা ইউনিয়ন বাস্তববায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৮সেপ্টম্বর সকালে নাগরপুর উপজেলা পরিষদ কর্তৃক,বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাগরপুর উপজেলা, সহযোগিতায় উপজেলা ও উন্নয়ন প্রকল্প UGDP স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী দিন ব্যাপি নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মতিন বিশ্বাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী মোঃসরোয়ার হোসেন,মনির হোসেন সহ ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

  • তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা।

    তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে  আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

    ৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে  ৮ সেপ্টেম্বর ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক সাক্ষরতা  দিবস অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নূরুন্নবী ,জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ওহিদুজ্জামান,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

  • নাগরপুরে বন্যার্ত মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    নাগরপুরে বন্যার্ত মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন গয়হাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ থেকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রাশেদুল ইসলাম রাশেদ।

    বুধবার (৮ সেপ্টেম্বর), উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাল বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী রাশেদ।

    এ সময় চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, বলেন,বন্যার্তদের পাশে বর্তমান আওয়ামীলীগ সরকার আছে।কেউ না খেয়ে থাকবে না।আজ আমি ব্যক্তিগতভাবে গয়হাটা ইউনিয়নের বন্যার্তদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলাম ।মাননীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, গয়হাটা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান, সভাপতি( মহিলা) রেখা বেগম, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিদ সরকার, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহদত হোসেন, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইলিয়াস শাহ ও সাধরান সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

  • সিরাজগঞ্জ বিএনপির যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ গ্রেফতার।

    সিরাজগঞ্জ বিএনপির যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ গ্রেফতার।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতি’র সাবেক সভাপতি নূর কায়েম সবুজ কে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌরশহরের সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।

    ওসি মোঃ নজরুল ইসলাম আরো জানান, নূর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট আছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে আটক করা হয়েছে।বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু জানান, নূর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে আটক করা হয়েছে এগুলো সব রাজনৈতিক মামলা। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার নিশর্ত মুক্তি দাবি করছি।

    এদিকে নূর কায়েম সবুজকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, যুগ্ম সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি লাখ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

    উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃ মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া, ১৪নং মান্দারী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, ৪নং চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ২০নং চর রমণী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু সৈয়দ ইউছুভ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, ১৬নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, ৩নং দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল প্রমুখ।