Author: admin
-
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে ছেলে নিহত, আহত বাবাসহ ২।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র (৪৪) এবং প্রতিবেশী দরবার হোসেন (৪৮)। আজ সোমবার ভোর ৪টায় সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে।তবে নিহত কিশোরের মরদেহ ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফর সদস্যরা সোমবার সকাল সাড়ে ৮টার সময় নিয়ে গেছে বলে জানান স্বজনরা।নিহত কিশোর জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা। জয়ন্ত লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। অপর আহত দরবার হোসেন নিটালডোবা গ্রামের বাঠু মোহম্মদের ছেলে।স্থানীয়রা জানায়, ভোর রাতে মহাদেব, তার একমাত্র ছেলে জয়ন্তসহ আরও ১৫-২০ জন ৩৯৩ নম্বর পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় জয়ন্ত কুমার। এ সময় পায়ে গুলি লেগে আহত হোন মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন।আহত দরবার হোসেনের ভাতিজা হামিদুল ইসলাম জানান, সকালে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন চাচা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোন হাসপাতালে নিয়ে গেছে বলতে পারছেন না তিনি।নিহত কিশোর জয়ন্তের মা ও মহাদেবের স্ত্রী অধিকা রানী ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন। সকাল থেকে নিজ বাড়িতে চিকিৎসা চলছে তাঁর।জয়ন্তের বড় বোন স্মিতা রানী বলেন, ‘ভাইয়ের মৃত্যু এবং বাবার গুলি লেগেছে শোনার পর মা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর থেকে চিকিৎসা চলছে।’ বাবা কোনো হাসপাতালে আছেন বলতে চাননি স্মিতা। তবে ভাইয়ের মুখ শেষবারের মতো দেখার জন্য লাশ ফেরতের দাবি জানান তিনি।ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহাম্মদ জানান, ‘আমরাও স্থানীয়দের কাছ থেকে শুনেছি একজন মারা গেছেন, দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’ -
লক্ষ্মীপুরে আর কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না জামায়াত নেতৃবৃন্দ।
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।
জামায়াত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন,শকুনরা বাংলাদেশকে আবারো চক্রান্তের বেড়াজালে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে জাগ্রত থাকতে হবে।
তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন যায়গায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসরা পরাজিত শক্তি দোসরা যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন চক্রান্তকে বাংলাদেশে আর বাস্তবায়ন হতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মাঝে উপর সামগ্রী বিতরণের সময় জেলা জামায়াত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,
জামায়েত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা আমীর রুহুল আমিন ভূঁইয়া,সেক্রেটারী জেনারেল ফারুক হোসাইন মোহাম্মদ নুর নবী।সোমবার দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে এক পথ সভায় এসব কথা বলেন তিনি।
এসময় পথসভায় বিশেষ অতিথি ড.শফিকুল ইসলাম মাসুদ, বলেন, জামায়াত ইসলামী তৈরি করে দেশের সূর্য সন্তান ছাত্রশিবির, আর আপনারা(আওয়ামীগ) তৈরি করেন সন্ত্রাসীদের গডফাদার। একের পর এক ব্যাংক ডাকাতি ও শেয়ার বাজার লুট করেছেন। গত ৫ আগষ্টের আগ মুহুর্তে জামায়াত-শিবির নিষিদ্ধের ট্রাম্পকার্ড দিয়ে আমাদের আন্দোলন নস্যাৎ করতে চেয়েছেন কিন্তু পারেননি। এই দেশের ছাত্র-জনতা জামায়াত-শিবিরকে বুকে নিয়ে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে আপনাদের পতন নিশ্চিত করে ঘরে ফিরেন।
এই আন্দোলনের সবচেয়ে বড় নেয়ামক শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবির শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সে দিন নিষিদ্ধ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনা ঐ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। আর আপনি শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।এসময় প্রধান অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরষিদ সদস্য ও ঢাকা উত্তর মহানগরীর সেক্রেটারী ড. মুহামম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, সহ-সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও সেক্রেটারী জহিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও সেক্রেটারী এডভোকেট মুঞ্জুরুল আলম, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন,শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারী ফরিদ উদ্দিনসহ জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন জামায়াতের নেতৃবৃন্দ।
-
উল্লাপাড়ায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৪)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া মাঠে ধান কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলে ঘটনার সময় জিল্লুর রহমান অপর দিনমজুরদের সঙ্গে তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিছু দুর যাওয়ার পর রাস্তায় তিনি মারা যান।উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আলামিন হোসেন জানান, জিল্লুর রহমানকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। -
কলেজ ছাত্র স্বপন হত্যাকাণ্ডের প্রধান আসামী গ্রেপ্তার।
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার কলেজ ছাত্র মোঃ স্বপন হোসেন (২০) হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ পান্না আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। পান্না শাহীকোলা গ্রামের মৃত বেলাত প্রামানিকের ছেলে। পলাতক এই আসামীকে ২৮ এপ্রিল রাতে নারায়নগঞ্জ জেলার সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়। নিহত স্বপন উপজেলার শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। চলতি বছরের ৭ ফেব্রæয়ারি রাতে পান্না ও রাকিব পূর্ব পরিকল্পিতভাবে মোবাইল ফোনে স্বপনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের পাশের ফসলী মাঠে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া মডেল থানায় এক প্রেস বিফিংএ গ্রেপ্তার পান্নার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে জানান, গ্রামে জমিজমা নিয়ে পান্নার সঙ্গে তার আপন চাচাতো ভাই হাফিজুল ও হামিদুলের গোলযোগ ছিল। এতে নিহত স্বপন প্রতিপক্ষ হাফিজুল ও হামিদুলের দলে যোগ দেওয়ায় এবং পান্নার মেয়েকে উত্ত্যক্ত করায় স্বপনের সঙ্গে পান্নার শত্রæতার সৃষ্টি হয়। এই শত্রæতার জের ধরেই পান্না তার সহযোগী রাকিবকে নিয়ে স্বপনকে হত্যা করে। ঘটনার রাতে হ্যামার দিয়ে স্বপনের মাথায় আঘাত করা হয়। স্বপনের মৃত্যু নিশ্চিত করতে ঘাতক পান্না তার শরীরেও হ্যামার দিয়ে কয়েক দফা আঘাত করে। এর আগে এই মামলার অপর আসামী রাকিবকে পুলিশ ঘটনার পর দিন গ্রেপ্তার করে। তবে বর্তমানে সে জামিনে আছে। পুলিশ রাকিবের জামিন বাতিল করার জন্য আদালতে আবেদন জানাবেন বলে উল্লেখ করেন সহকারী পুলিশ সুপার।
-
ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ।
ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে ২০২৪। দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রিটার্নিং অফিসারে কার্যালয় নীলফামারীতে প্রতিক বরাদ্ধ দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে।প্রতিক বরাদ্দের মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দী করবেন।
চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- মুজিবনগর সরকারের কর্মচারী ও সাবেক উপকর কমিশনার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীক, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীক, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস পারভেজ আনারস প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দী করবেন । ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- নীরেন্দ্র নাথ রায় টিউবওয়েল প্রতীক, মোঃ আবু সাঈদ উড়োজাহাজ প্রতীক, মোঃ মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক, মোঃ স্বপন টিয়া পাখি প্রতীক, মোঃ হামিদার রহমান চশমা প্রতীক, শ্রী উত্তম কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীক, সুজয় চন্দ্র রায় তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দী করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা-মোছাঃ আয়েশা সিদ্দিকা পদ্মফুল প্রতীক,মোছাঃ জাহানারা বেগম হাঁস প্রতীক, মোছাঃ পারুল বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।
ডিমলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তৃতীয় লিঙ্গের একজন ভোটরসহ এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭০ জন। এরই মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ১২ হাজার ৫৯০ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সহিংশতা ছাড়াই সুষ্ঠ,অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রসাশন, সকল স্তরের জনগন ও প্রার্থীদের সহযোগীতা কামনা করছি এবং প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংশতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।
-
আমাকে বাঁচাও আমি সহ্য করতে পারছিন এক সৌদি প্রবাসী গৃহকর্মীর আর্তনাদ।
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ‘আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি দিনে দিনে মরণের দিকে যাইতেছি। যেভাবেই হোক আমারে দেশে নাও। দালাল আমারে দোজখের মধ্যে পাঠাইছে। আমার ওপর অমানুষিক নির্যাতন করা হয়।সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের রেহানা বেগম (২৫) ফোন করে স্বামী মো: আব্দুল বাছির মিয়াকে এ আকুতি জানান। দুই মাস আগে সংসারের সচ্ছলতা আনতে সৌদি আরবে যান রেহানা বেগম।সেখানে দাম্মাম শহরের একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন।রেহানার স্বামী জানান, তার স্ত্রীকে পার্শ্ববর্তী মঙ্গলপুর গ্রামের লিটন দাশ সৌদি পাঠানোর প্রস্তাব দেন। সেখানে গেলে ভালো বেতন ও ভালো পরিবেশে কাজ করতে পারবে বলা জানায়। দালালের কথা বিশ্বাস করে এক লাখ টাকা দিয়ে রেহানাকে সৌদিআরবে পাঠান তিনি। সেখানে দাম্মাম শহরে একটি পরিবারে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। কিন্তু ওই পরিবারে এখন তার ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালাচ্ছে। পনেরো দিন আগে ফোন করে রেহানা জানায় রাতদিন তাকে কাজ করতে হয়।ঠিকমতো খাবার দেওয়া হয় না। প্রতিদিন তার ওপর নির্যাতন করা হচ্ছে। ঘরের ভেতর বন্দি অবস্থায় রয়েছে। আর কিছুদিন থাকলে সে মারা যাবে। সৌদিতে রেহানার এই কষ্টের কথা লিটন দাশকে জানালে সে বলে রেহানাকে দেশে ফিরিয়ে আনতে হলে তিন লাখ টাকা দিতে হবে। আব্দুল বাছির মিয়া বলেন আমি গরীব মানুষ এতো টাকা কোথায় পাব, এতো টাকা থাকলে কি স্ত্রীকে বিদেশে পাঠাই? স্ত্রীর জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, সৌদিতে রেহানা মানবেতর জীবনযাপন করছে বলে মোবাইলে জানিয়েছে।এর পর থেকে তাঁর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। রেহানার পরিবার খুবই দরিদ্র। সংসারের অভাব ঘোচাতে গিয়ে এখন আরও সমস্যার মধ্যে পড়েছে।রেহানাকে সরকারের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার দাবি করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এ কে এম ফয়সাল জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য -
মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন।
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন করা হয়েছে ।
সোমবার(২২এপ্রিল)দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত উপজেলার অধীনস্থ হাইল হাওরে রুস্তমপুর গ্রামে এ বোরো ধান কর্তন উৎসবটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি।
কৃষিমন্ত্রী বলেন,নতুন উচ্চফলনশীল জাতের ধানের চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিজেদের প্রয়োজন মিটিয়ে চাল রপ্তানি করাও সম্ভব হবে, আমাদের প্রধান খাদ্য হলো ভাত। বর্তমানে আমাদের জনসংখ্যা ১৭ কোটি। ক্রমবর্ধমান এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মিটাতে হলে চালের উৎপাদন আমাদেরকে অবশ্যই আরো বৃদ্ধি করতে হবে। সেজন্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বিনা উদ্ভাবিত নতুন জাতের উচ্চফলনশীল ধানগুলো চাষ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে চাল রপ্তানি করাও সম্ভব হবে।
এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোরো ধানের উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ করা হয়েছে, যাতে কৃষকেরা ন্যায্যমূল্য পান। গতবছরের চেয়ে এবছর ধানের মূল্য কেজিপ্রতি দুই টাকা বাড়ান হয়েছে।
মন্ত্রী বলেন, ৭০% ভর্তুকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছেন। এটি বিশ্বের বিরল উদাহরণ। এই মুহূর্তে হাওরে প্রায় ৯ হাজার কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলছে। এর ফলে দ্রুততার সঙ্গে ধান কাটা সম্ভব হচ্ছে ও হার্ভেস্টের সময় ধানের অপচয়ও কম হচ্ছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো: হেলাল উদ্দীন, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: মতিউজ্জামান, উপপরিচালক সামছুদ্দিন আহমেদ,পুলিশ সুপার মনজুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন মন্ত্রী।এছাড়া, ধামাইল, ঝুমুর নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। -
খাগড়াছিতে পুলিশের সর্বস্তরে শ্রেষ্ঠ মাটিরাঙ্গা থানা ও সার্কেল।
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাদক উদ্ধার,মাদক ব্যবসায়ীদের আটক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান নিরোধ সহ বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় পুলিশের সকল স্তরে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা থানা ও মাটিরাঙ্গা সার্কেল।সোমবার (২২ এপ্রিল) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্ম-দক্ষতায় মার্চ ২০২৪ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠদের নাম ঘোষণা করে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।এতে জেলায় শ্রেষ্ঠ সহকারি পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন আবু জাফর মো. সালেহ,মাটিরাঙ্গা সার্কেল। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মোঃ শরীফ, শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর মাসুদ আলম পাটোয়ারী এবং শ্রেষ্ঠ সহকারী সাব ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. সালেহ ও ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের হেফাজতে নিরলস ভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবুও এমন অর্জন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সঠিক নির্দেশনা ও আন্তরিকতা ছিল বলেই আমরা এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে চোরাচালান রোধ, মাদক, সন্ত্রাস সহ যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করছি। -
সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদের রিরুদ্ধে দুদকের কমিটি গঠন।
অনলাইন ডেস্কঃ সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এঘটনা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২২ এপ্রিল সোমবার দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায় দুদুকের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্ব তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন। রিটে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (২৩ এপ্রিল) এ বিষয়ে শুনানি হতে পারে।
রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গেলো রোববার (২১ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। লিখিত ওই আবেদনে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে, উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেলো ১ মাস ধরে আলোচনায়। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে গত ৩১ মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। দুদিন পর ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে আরেকটি খবর প্রকাশিত হয় ওই দৈনিকে। সাবেক আইজিপিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা-সমালোচনা হলেও, নিশ্চুপ ছিল দুদক।