Author: admin

  • সিরাজগঞ্জে স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠিত।

    সিরাজগঞ্জে স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠিত।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগাম (এনডিপি)’র বাস্তবায়নে ও দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায়- সিরাজগঞ্জে স্টেক হোল্ডার মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে – স্টেক হোন্ডার মিটিং এর সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। উক্ত মিটিং এ আলোচনা করেন, বিশিষ্ট সাংবাদিক ইসমাঈল হোসেন, এনডিপি R2iG প্রকল্পের সমন্বয়কারী নুরুন নাহার চৌধুরী,প্রকল্প কর্মকর্তা স্বপ্না সেন প্রমুখ।,

    উক্ত স্টেক হোল্ডার সমন্বয় সভা অনু্ষ্ঠানে, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, ভূমিদফতরের ভূমিসহকারীগনসহ অন্যান্য প্রতিনিধিগন,এনজিও’র কর্মকর্তাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ অংশগ্রহণ করেন।

    অনু্ষ্ঠানে আলোচকগণ তথ্য আইন বাস্তবায়ন করার লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন, তথ্য অধিকার, তথ্যসংরক্ষণ, প্রকাশ প্রাপ্তি, তথ্য প্রদান পদ্ধতি, তথ্য কমিশন ক্ষমতা ও কার্যাবলী, তথ্য কমিশন গঠন, বাছাই কমিটি সহ তথ্য অধিকারের অন্যান্য নিয়ম ও আইন কানুন সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।

  • ৬ মাসের অধিক শিক্ষকদের বহিষ্কার করলে স্বয়ংক্রিয়ভাবে স্বপদে বহাল।

    ৬ মাসের অধিক শিক্ষকদের বহিষ্কার করলে স্বয়ংক্রিয়ভাবে স্বপদে বহাল।

    কোন স্কুল কলেজ বা মাদ্রাসা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কর্তৃক কোন শিক্ষককে ৬ মাসের অধিক বহিষ্কার করে রাখলে স্বয়ংক্রিয় ভাবে ওই কমিটির বহিষ্কার আদেশ বাতিল হবে এবং ওই শিক্ষক স্বপদে বহাল হয়ে যাবে।

    এ জন্য কোন কোন আদেশ জারির প্রয়োজন হবে না মর্মে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। অর্থাৎ কোন শিক্ষককে বরখাস্ত করলে সেই আদেশ ৬ মাস অতিক্রম করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বরখাস্তের আদেশ আইনের আপন গতিতে বাতিল হয়ে যাবে এবং ওই শিক্ষক স্বপদে বহাল থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

    এ বিষয়ে জারি করা রুলের চুরান্ত নিষ্পত্তি করে ৯ সেপ্টেম্বর বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষনা করেন।

    রিটকারী শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবি হুমায়ন কবির।এর আগে মাগুড়া বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সাময়িক বরখাস্ত করা হয়।
    বেসরকারি শিক্ষকদের বহিষ্কারের কোন সময় সীমা না থাকায় শিক্ষকরা নির্যাতনের স্বীকার হয়েছে। আজকের এই রায়ে শিক্ষকদের ভোগান্তির দিন শেষ হলো।

  • উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে হেরোইনসহ মোঃ জয়নাক আবেদিন(৬৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকার কেরানিগঞ্জের নরন্ডি গ্রামের মৃত সোলেমান আলমের ছেলে।

    ৯ সেপ্টেম্বর দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

    প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার ৮ সেপ্টেম্বর রাত পৌণে ১১ টার সময় র‍্যাব-১২ এর কার্য্যালয়ের উত্তর পাশে ভাই ভাই টেলিকম ও মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন,একটি মোবাইল সেট ও নগদ ১ হাজার ৫’শ ৯০ টাকা উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • জীবনে আর কোন নির্বাচনে অংশ নেবো নাঃ ডিপজল।

    জীবনে আর কোন নির্বাচনে অংশ নেবো নাঃ ডিপজল।

    ঢাকার চলচ্চিত্রে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানান জীবনে আর কোন নির্বাচনে অংশ নেবোনা এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও অংশ গ্রহন করবো না। আমি নির্বাচন করমু আর আমি জানি না এইডা কেমন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে আমার সঙ্গে কথা কইলেইতো জিনিসটা দিনের মত পরিষ্কার হইতো।

    কেন নির্বাচন করবেন না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন আমার শারীরিক অবস্থা ভালো না। ওপেন হার্ট সার্জারি করা মানুষ আমি। এমনকি চোখেও অস্ত্রপাচার করতে হয়েছে।শারীরিক ভাবে অসুস্থ্য।টেনশান ও ঝামেলার কোন কাজে আমি যাবো না। এ কারনে বর্তমানে শুধু শিল্পী সমিতিই নয়,কোন প্রকার নির্বাচনে অংশ গ্রহন করবো না।

    ভাবছিলাম এমপি নির্বাচন করমু কিন্তু শারিরীক অবস্থা কথা চিন্তা করে সে পরিকল্পনাও আর করছি না। শরীর সুস্থ্য হলেও আমি কোন নির্বাচনে অংশ নেব না।আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • ব্রাজিলের ৮ ফুটবলার নিষিদ্ধ।

    ব্রাজিলের ৮ ফুটবলার নিষিদ্ধ।

    ইংলিশ লীগের ৮ ব্রাজিল খেলোয়ারকে নিষিদ্ধ করেছে ফিফা।চলতি আন্তর্জাতিক ইংলিশ প্রমিয়ার লীগ ফুটবল খেলায় বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে যায় নি জাতীয় দলের ৯ ফুটবলার। ক্লাবের হয়ে খেলতে হলে ১০ দিনের আইসোলেশন থাকতে হয়।সেই নয় ফুটবলারের মধ্যে ৮ ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা।

    ক্লাব থেকে ব্রাজিল দলের ডাক পেয়েও খেলতে পারবে না ব্রাজিলিয়ান ৮ ফুটবল খেলোয়ার। ফিফির নিয়ম অনুযায়ী ৫ দিন ক্লাবের হয়ে খেলতে পারছে না।আগামী ১০-১৪ সেপ্টেম্বর কোন ম্যাচ খেলতে পারবে না।

    নিষিদ্ধ খেলোয়ার হলেন এডেরসন,থিয়াগো সিলভা,ফ্রেড,রবার্তো ফিরমিনো, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুজ,আলিসন বেকার,রাফিনিয়া।নিষেজ্ঞা না পাওয়া ফুটবলার হলেন এভারটনের রিচালির্সন।টোকিও অলিম্পিক ফুটবলে খেলায় তার প্রতি নমনীয়তা দেখিয়েছে ব্রাজিল ফুটবলা ফেডারেশন।

    লাল তালিকার অন্তর্ভূক্ত দেশের শর্ত জুরে দিয়েছেন ক্লাবগুলোর খেলোয়ারদের। সেটি উপেক্ষা করে জাতীয় দলের হয়ে ৪ আর্জেন্টাইন ফুটবলার খেলোয়ার। সিবিএফ ক্ষুব্ধ হয়েছে নিজেদের ফুটবলার না আসায়।এ জন্য নিষেধাজ্ঞা চেয়ে ফিফার কাছে আপিল করেছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের আবেদনে এমন সিদ্ধান্তের কথা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে ফিফা।

  • লক্ষ্মীপুরে করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে মানববন্ধন।

    লক্ষ্মীপুরে করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে মানববন্ধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে পৌরসভার আপামর জনসাধারন সতস্ফুর্তে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। একদিকে করোনা মহামারি, আর অন্যদিকে পৌর নাগরিকদের মাথার উপর লাগামহীন আয়করের বোঝা। এমন অবস্থা সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর পৌরসভাতে। গেল কয়েক অর্থ বছরে চেয়ে চলতি অর্থ বছরে কয়েকগুণ পৌরকর ধার্য্য করায় অসন্তোষ প্রকাশ করেছে পৌরসভার নাগরিকরা। অতিরিক্ত আয়করের প্রতিবাদে বুধবার (৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে তারা মানববন্ধন পালন করেছে।

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের উত্তর তেমুহনীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পৌরবাসিন্দারা। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    পৌর মেয়র আবু তাহের নিয়ম বহির্ভূতভাবে পৌরবাসীর ওপর সীমাহীন কর চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

    পৌর বাসিন্দারের দাবি, নাগরিক হিসেবে তারা পৌরসভা থেকে তেমন কোন সেবা পাচ্ছেন না। কিন্তু প্রতি বছর পৌর কর পরিশোধ করে আসছেন। তার উপর চলতি বছরে পৌরকর কয়েকগুন নির্ধারণ করা হয়েছে। যা তাদের সাধ্যের বাহিরে।
    মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বের ১ হাজার ৫০০ টাকার করের স্থলে নতুন করে ৭৩ হাজার টাকার নোটিশ দিয়েছেন। ৭ হাজার টাকার করের স্থলে ১১ লাখ টাকার নোটিশ দিয়েছেন। ২০০ টাকার করের স্থলে ৩ হাজার টাকার নোটিশ দিয়েছেন।করোনাকালীন এ সময়ে করের এমন নোটিশ পৌরবাসীর কাছে পুরোই বোঝা ও হতাশাজনক।

    এক মেয়াদে একবার করারোপ করার কথা থাকলেও পৌর মেয়র নিয়ম বহির্ভূতভাবে তিনবার কর নির্ধারণ করেছেন। অবিলম্বে দ্রুত পৌর কর কমিয়ে পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

    পৌরসভার বাসিন্দা হয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেনা জানিয়ে মাননবন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পৌর এলাকার বেশিরভাগ সড়ক গর্তে ভরা। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে। সুপেয় পানির লাইন থাকলেও নিয়মিত পানি পাওয়া যাচ্ছে না। তারপরেও পানির বিল পরিশোধ করতে হচ্ছে তাদের। পৌরসভার নিজস্ব ভবন ভেঙে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে, কিন্তু বিগত কয়েক বছর থেকে পৌরসভার কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে করা হচ্ছে। পৌরসভার নিজস্ব ভবন না থাকায় তারা হতাশা প্রকাশ করেছেন।

    জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, আমাদের একটি সুন্দর পৌরভবন ছিল। কিন্তু পৌরমেয়র আবু তাহের ওই স্থানে আধুনিক বিপণিবিতান তৈরি করেছেন। এখন ওই মার্কেটে জুতা আর পরোটা বিক্রি হয়। মানুষ পৌরভবন খুঁজে পান না।

    জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জেলা পরিষদের প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন লিকার বাড়ির ট্যাক্স এক হাজার টাকা ছিল। তাকে ৮০ হাজার টাকার নোটিশ দেওয়া হয়েছে। এভাবে সবার করই বৃদ্ধি করা হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা বদরুল আলাম শাম্মি। এরা প্রত্যেকেই আগামী পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

    এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পী, রেজাউল করিম জেনি ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাসসহ পৌরসভার বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।

    এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র আবু তাহের আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেননি। তবে তিনি বলেন, কে কি করছে তা আমার জানার দরকার নেই। সরেজমিন পৌরবাসীর কাছ থেকে খবর নিয়ে দেখেন কর বাড়ানো হয়েছে না কমানো হয়েছে।

  • সিরাজগঞ্জে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন।

    সিরাজগঞ্জে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “সাক্ষরতা অর্জনকরি,ডিজিটাল বিশ্বগড়ি”-এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও উপনানুষ্ঠানিক ব্যুরো আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানার সভাপতিত্বে  আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

    জানাযায় যে,১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তজার্তিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি,গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজন ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিনটি করা
    হয়।

    বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি শুভসূচনা করা হয়। পরে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ভিডিও প্রদর্শন ও এক আলোচনা সভা অনু্ষ্ঠান করা হয়।

    আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস অনু্ষ্ঠানে ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

    তিনি বলেন, সিরাজগঞ্জের একটি বৃহৎ অংশ বা জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে আমরা উন্নত দেশ গড়তে পারবোনা। চরাঞ্চলবেষ্টিত সিরাজগঞ্জ জেলায় শতভাগ সু-শিক্ষিত মানুষ গড়ে তােলার জন্য প্রচেষ্টা আমরা সকলেই করবো বলে জানান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃ সরাফত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তাগণ প্রমুখ।

    এ সময় সিরাজগঞ্জের সরকারী-বেসকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এবং এনজিওর কর্মকর্তাগণ প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।

  • তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন।

    তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

    ৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের  আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার  ভূমি  মেজবাউল করিমের সভাপতিত্বে  উপজেলা ভূমি অফিস ও সদর ইউপি ভূমি অফিস উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, জেলা গণপুর্ত বিভাগের প্রকৌশলী আওলাদ হোসাইন,উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,গাজী সাইদুর রহমান সাজু, গাজী এস এম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান,উপজেলা কানুন গো খাদেমুল ইসলাম,  উপজেলা নাজির মাহমুদুর রহমান, সার্ভেয়ার আব্দুল খালেক,সদর ভূমি কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

  • তাড়াশে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু।

    তাড়াশে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভীমরুলের কামড়ে সাদিকুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের প্রাক-প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থী।

    বিষয়টি নিশ্চিত করেছেন শিশু সাদিকুলের শিক্ষক মাওলানা আব্দুল হাকিম ওরফে আনিছুর রহমান।

    মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৮সেপ্টেম্বর) উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে
    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শিশু সাদিকুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির উত্তর পাশে একটি ঝোঁপের পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঝোঁপের ভেতরে থাকা একঝাঁক ভীমরুল দল বেধেঁ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে বাড়িতে আনার পরে সন্ধায় সাদিকুলের মৃত্যু হয়।

    এবিষয়ে তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, ভিমরুলে কামড়ানো শিশুটির অবস্থা গুরত্বর ছিল। তাই তাকে ভর্তি করা হয়েছিল। কিন্ত পরিবারের লোকজন উন্নত চিকিৎসার কথা বলে এখান থেকে নিয়ে যান।

  • সিরাজগঞ্জে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী।

    সিরাজগঞ্জে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেতিল ইউনিয়ন ভূমি অফিস শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামীলীগ সরকার দেশ ও দশের জন্য কাজ করে।

    বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বেতিল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সিরাজগঞ্জ গণপূর্ত অফিসের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল করিম, ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম সিরাজ সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।