Author: admin

  • ফুলবাড়ীতে চুরির দায়ে দুই যুবক আটক,গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ।

    ফুলবাড়ীতে চুরির দায়ে দুই যুবক আটক,গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুরের ফুলবাড়ীতে দিনের বেলায় চুরি করতে গিয়ে দুই যুবককে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সপোর্দ করেছেন বাড়ীর মালিকসহ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের ছামছুদ্দিন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেন (২৫) ও নাজমুল ইসলাম (২৪) নামে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করেছে গ্রামবাসী।

    আটক আনোয়ার হোসেন রংপুর জেলার তাজহাট লিচুবাগান এলাকার মৃত আবুল কালাম এর ছেলে। এবং নাজমুল ইসলাম (২৪)রংপুর সদরের গুপ্ত পাড়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে।

    থানায় দায়েরকৃত মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মধ্য গৌরী পাড়া গ্রামের বিশিষ্ট্র ব্যাবসায়ী ছামসুদ্দিন এর বাড়ীতে মদিনা ফ্লাওয়াস এর ম্যানেজার শ্যামল সামন্ত ভাড়া থাকানে। ওই বাড়ীতে সেদিন কেউ না থাকায়, সুযোগ বুঝে বাড়ীতে ঢুকে তালা ভাংঙ্গার সময় বাড়ীর মালিক ছামছুদ্দিন সিসি ক্যামেরায় দেখতে পেয়ে দুই যুবককে হাতেনাতে আটক করেন। গ্রামবাসীরা ছুটে এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

    খবর পেয়ে থানা পুলিশ তাদের দুজনকে আটক করেন। এ ঘটনায় ঐ বাড়ীর ভাড়াটিয়া মদিনা ফ্লাওয়াস এর ম্যানেজার বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তাদের জেলহাজতে প্রেরন করেন।

    ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ আশ্রাফ ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন (২৫) ও নাজমুল ইসলাম (২৪) নামে দুই যুবককে আটক করে এবং চুরির কাজে ব্যাবহৃত একটি পালছার মটরসাইকেল উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিঙ্গাসাবাদ করে তাদের দুই জনকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

  • উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার নতুন দাদপুর গ্রামের কিসমত আলীর ছেলে শহিদুল ইসলাম(৪০), শাহজাদপুর উপজেলার মশিপুর বাজারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন(২০), একই উপজেলার মশিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে লিটন প্রামাণিক ও মশিপুর পূর্বপাড়া গ্রামের মৃত অক্ষয় চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন কুমার সূত্রধর(৪৯)।

    সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ SIRAJGANJ DISTRICT POLICE [10 SEPTEMBER 2021] নামের একটি ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তাদের ওই ফেসবুক পেজে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ  গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    এ সময় আটক মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা রজু করা হয়েছে।

     

  • খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

    খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আরোহীরা হলেন মহানগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকার গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরা(২৯) ও শুভ সাহা(২৬)। শুভর দেশের বাড়ি চট্টগ্রাম। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার সময় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা জানান, আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে সৌরভ ও শুভ মোটরসাইকেলে যোগে ওরা দুজন আসছিলো এ সময় এই দুর্ঘটনা ঘটে। কেউ বলছেন প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। কেউ বলছে, অতিরিক্ত স্প্রিডে মোটরসাইকেল চালাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে লেম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয়। কেউ মোটরসাইকেল দুর্ঘনার মূল কারন জানাতে পারেন নি।

  • আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ’র মৃত্যু।

    আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ’র মৃত্যু।

    বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ’র মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪ টার সময় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

    দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সাথে যুদ্ধ করে হার মেনে দুনিয়া থেকে চলে গেলেন নাদির শাহ। তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৭ বছর।

    গত দুই বছর যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভুগছিলেন সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার। এর আগে বেশ ক’বার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে নাদির শাহকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    দুই দিন আগে নাদির শাহকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ কেনিয়া ওয়ানডে ক্রিকেট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু। নাদির শাহর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
    সূত্রঃ রিডমিক নিউজ

  • ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে ৪৪ জন।

    ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে মৃত সংখ্যা বেড়ে ৪৪ জন।

    ইন্দোনেশিয়ায় তাংগেরাং কারাগারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ এ দাঁড়িয়েছে। এ অবস্থায় কারা কর্তৃপক্ষ জেলখানায় বন্দির সংখ্যা কমাতে চাইছে। তারা মাদকের সঙ্গে সংযুক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথা চিন্তা করছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

    এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে একজন মুখপাত্র জানিয়েছেন,এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাথমিক ভাবে ৪১ জন কয়েদি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরোও ৩ জন কয়েদি প্রাণ হারান।

    মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের শিকার সকলেই জেলখানার কয়েদি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা আশঙ্কা করছেন বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। গত বুধবার তাংগেরাং কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুতই কারাগারের একটি ব্লকে ছড়িয়ে পরে যেখানে স্বাভাবিকের তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • লক্ষ্মীপুরে ৭ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন।

    লক্ষ্মীপুরে ৭ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলায় ৭ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসীম উদ্দীন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের (পিপিএম-সেবা) সভাপতিত্বে আগস্ট ২০২১ ইং মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

    সভায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার,লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন’কে সদর থানার আইন শৃঙ্খলা রক্ষা,মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল,মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশাগত দায়িত্বে বিশেষ অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের ধারপ্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট ২০২১ ইং মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জসীম উদ্দীন,শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মোঃ মহসিন এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক মোঃ নুরুল করিম চৌধুরী’কে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,পিপিএম (সেবা) মূল্যায়ন করেন এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

  • সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকা ডুবে নিহত-২ ও নিখোঁজ-৫।

    সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকা ডুবে নিহত-২ ও নিখোঁজ-৫।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে ২ জন যাত্রী নিহত ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বিকেলে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নৌকা ডুবির ঘটনায় ২ জন যাত্রীর লাশ ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এঘটনায় আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

    নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাতাশী গ্রামের মৃত সৌরদ্দীনের স্ত্রী মোছাঃ ঝিলিমন (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোরমা মধ্যপাড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের স্ত্রী মোছাঃ ফুল বেগম (৬৫)।

    এঘটনায় আরো ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। মৃতদেহ বর্তমানে এনায়েতপুর দরবার শরীফে আছে। এরা সবাই জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজারে আসছিলেন।

  • বেড়ায় নলকূপ স্থাপন করতে গিয়ে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান।

    বেড়ায় নলকূপ স্থাপন করতে গিয়ে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান।

    পাবনার বেড়ায় নতুন নলকূপ স্থাপন করতে গিয়ে পাওয়া গেল প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গত বুধবার দুপুরে উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা পূর্বপাড়া গ্রামের মিন্টু শেখের বাড়িতে এই গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মিন্টু শেখ তার নতুন বাড়িতে নলকূপ বসানোর উদ্যোগ গ্রহন করেন। নলকূপ খননে ৩০-৪০ ফুট নিচে যাওয়ার পর পানির পরিবর্তে উঠে আসছে গ্যাস।

    মিন্টু শেখ জানান পুরাতন বাড়ি ছেড়ে বাড়ির নতুন বাড়ি করেছি।বাড়িতে নলকূপ বসানোর জন্য মিস্ত্রিরা খননের কাজ শুরু করেন।৩০ ফুট খননের পর মাটির নিচে শক্ত কিছুর অস্তিত্ব পান কিছুক্ষণ পরে শব্দ শুনতে পায়।পরে মিস্ত্রিরা ম্যাচের কাঠি ফাঁক দিয়ে গ্যাসে লাগিয়ে আগুনের শিখা দেখে কাজ বন্ধ করে।পরে বাড়ির অন্য জায়গায় খনন শুরু করে। সেখানেও ৪০ ফিট খননের পর একই অবস্থায় গ্যাসে আগুনের শিখা দেখতে পায় পরে কাজ বন্ধ করে দেন।

    তিনি আরো জানান প্রথম স্থানের চাইতে দ্বিতীয় স্থানের গ্যাসে আগুনের তীব্রতা ছিলো বেশি। এ অবস্থায় নলকূপ খননের মিস্তিরা ভয়ে কাজ বন্ধ করে চলে যায়। গ্যাসের আগুনে বাড়িতে আগুন ও বিস্ফোরণের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন লোকজন। এ সময় তারা ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির চারপাশে লাল ফ্লাগ টাঙ্গিয়ে দেন। বেড়া ফায়ার স্টেশন ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থল গিয়ে নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বেড় হওয়ার আলামত দেখতে পায়। দুটি জায়গা খুঁটি পুতে ঘিরে রাখার ব্যবস্থা করেন।

    এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী গণমাধ্যমকে জানান নলকূপ খননের জায়গা সংরক্ষনের ব্যবস্থা করে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।ঘটনাটি জানা জানি হওয়ার পর ওই বাড়িতে উৎসুক জনতা ভির করছেন।

  • সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেলা মহিলা দলের উদ্যোগে নানা আয়জনের মধ্যদিয়ে পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে।প্রথমে ই,বি রোডের দলীয় কার্যালয়ে সকাল ৬.০১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকার উত্তোলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। এর পর সকাল ১১ টার সময় শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে মাল্য দান করা হয়।

    দলীয় কার্যালয়ে বাদ আছর পবিত্র কোরআন খানি, দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধায় মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি সভাপতি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের (সাবেক) সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।
    প্রধান বক্তৃা হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিএনপি এর সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, যুগ্ম- সাধারণ রাশেদুল হাসান রঞ্জন, অমর কৃষ্ণ দাস, সাংবাদিক হারুন অর রশীদ খান, হাসান ,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, জেলা মহিলা দলের নেত্রী মোছা. সালমা খাতুন,মোছা. এলেমা বেগম, জেলা ছাত্র দলের নেতা মো. জহুরুল ইসলাম, সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

    প্রধান অতিথি বেগম রুমানা মাহমুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটি শক্তিশালী দল। এই দলকে জন্ম দিয়েছে শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে আজও সারা বাংলাদেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে তিনি দাবী করেন।

    ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সকল জেলাতে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে সকালে জাতীয়
    দলীয় পতাকা উত্তোলন,শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতিতে মাল্য দান, ও , পবিত্র কোরআন খানি দোয়া, ও আলোচনা সভা আয়োজন করার জন্য জেলা বিএনপির সকল নেতা কর্মীদের কে ধন্যবাদ দেন।অনুষ্ঠান টি সঞ্চালন করেন জোৎস্না মণ্ডল।

  • নাগরপুরে বন্যায় প্লাবিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অনিশ্চিত।

    নাগরপুরে বন্যায় প্লাবিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অনিশ্চিত।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বন্যার পানিতে পানি বন্দি অবস্থায় রয়েছে প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে একই সাথে দুশ্চিন্তায় আছে হাজারো শিক্ষার্থীরা। বেশিরভাগ বিদ্যালয়ে যাওয়ার সড়ক ও মাঠ প্রাঙ্গন বন্যার পানিতে প্লাবিত হওয়ায় ব্যাপক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এদিকে বন্যা জনিত কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈশ্বিক করোনা পরিস্থিতির জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকা বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধুলোবালিতে ময়লার স্তুপ হয়ে আছে এবং দরজা-জানালা সহ অবকাঠামোর উন্নয়ন জরুরী হয়ে পড়েছে।

    নাগরপুর কাঠুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রোকেয়া আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে বিদ্যালয়ের চারপাশে বন্যার পানি থাকায় শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় আছি।

    ধুবড়িয়া ইউনিয়নের কান্দাপাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ শরিফুল ইসলাম সিদ্দিকী জানায়, তিনি নিয়মিত স্কুলে যাচ্ছেন এবং বিদ্যালয় পরিষ্কার কাজ চলমান রয়েছে। তবে মাঠে বন্যার পানি থাকায় বিড়ম্বনা হচ্ছে।

    ভূগোল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন আপন জানায়, আমরা এই বন্যায় কিভাবে স্কুলে যাবো চিন্তায় আছি। স্কুলে চারপাশে পানি থাকায় স্কুলে যাওয়ায় ব্যাপক অসুবিধা হবে।

    নাগরপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, মোঃ হারুন অর রশীদ হারুন বলেন, আমরা ইতিমধ্যে সকল প্রাথমিক বিদ্যালয়ের পরিষ্কার-পরিছন্ন কাজ শেষ করেছি। আশা করি বন্যার পানি দ্রুত নেমে যাবে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস চলমান রাখা সম্ভব হবে।

    উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২১১ টি। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে পুরো উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক সহ প্রায় লল ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় কবলিত রয়েছে।