Author: admin

  • চট্রগ্রামের বাকলিয়ায় দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার

    চট্রগ্রামের বাকলিয়ায় দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার

    আব্দুল করিম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি এলজিসহ আলী আকবর (৪২) নামের পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন হলো সে পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।

    শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে সোয়া ৫ টার সময় হাটখোলা এলাকার আব্দুস সোবহান রোডের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আলী আকবর পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকার আব্দুস সোবহানের বাড়ী গ্রামের মৃত মোজাহারুল হকের ছেলে।

    বাকলিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশেদুল হক জানান, গোপন সংবাদের  ভিত্তিতে মামলার পলাতক আসামি আলী আকবরকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

  • উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক স্থানে গালায় ফাঁস দিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
    স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
    নিহতরা হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের মৃত আবু বক্কারে ছেলে নূর ইসলাম(২৮) ও বড়হর ইউনিয়নের বড়হর দক্ষিণপাড়া গ্রামের হারুন ফকিরের মেয়ে লাকী খাতুন লিলি(১৪)।

    উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোঃ হাবিবুর রহমান জানান স্ত্রীর সাথে ঝকড়া করে শুক্রবার রাতের কোন এক সময় নিজ ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মোহনপুর ইউনিয়নের লাকী খাতুন মানুষিক অসুস্থতার কারণে নিজ বাড়ির ঘরের ডাফার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত করে ।

    শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । সোমবার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে । উল্লাপাড়া মডেল থানায় দুটি ইউডি মামলা হয়েছে ।

     

  • চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পাহাড় কাটায় ২ জন গ্রেপ্তার।

    চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পাহাড় কাটায় ২ জন গ্রেপ্তার।

    আব্দুল করিম,চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে নগরীর খুলশী থানায় পাহাড় কাটার অপরারে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকতার হোসেন (২০) ও মো. রাসেল (২০)। তারা দুজনই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে সরকারি মহিলা কলেজের পাঁচতলা ভবন নির্মাণের জন্য পাহাড় কাটছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে খুলশী থানাধীন সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।

    তিনি বলেন, ‘শুক্রবার বিকালে পাহাড় কাটার দায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মহসিন হায়দার ও সাব ঠিকাদার মো.শফিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর।

    ওই মামলায় রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহনগরীর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাঁচতলা ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তরের একটি টিম সম্প্রতি ওই এলাকায় পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে তারা ঘটনার সত্যতা পায়।

    এ ঘটনায় পাহাড় কাটা বন্ধে তাৎক্ষণিক নির্দেশ দেওয়ার পাশাপাশি একটি মামলা দায়ের করা হয়।

  • তাড়াশে বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    তাড়াশে বিদ্যুৎ পৃষ্টে এক যুবকের মৃত্যু।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে ।

    ১১ সেপ্টেম্বর শনিবার  সকালে  ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে  আব্দুর রহিম আকন্দ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।  স্থানীয় সুত্রে জানা যায় মৃত যুবকটি ভোরে পাশের একটি  বিদ্যুৎ চালিত সেচপাম্পে (মোটর) গোসল করতে গিয়ে বিদ্যুৎ তারে আটকিয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে আনে।
    পরে হাসপাতালের  চিকিৎসক রুমন খান তাকে পরিক্ষা করে  মৃত্যু ঘোষনা করেন।

    এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্দ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • নাগরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।

    নাগরপুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি টিটু।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

    শনিবার(১১ সেপ্টেম্বর),উপজেলার গয়হাটা ও সলিমাবাদ ইউনিয়নের বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল,ডাল বিতরণ করা হয়েছে।

    এ সময় এমপি টিটু বলেন, বন্যায় আক্রান্ত মানুষের পাশে আছেন মমতাময়ী মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেকোন দূযোর্গ মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত আছি।

    তিনি আরও বলেন,আপনারা ধৈর্য্য সহকারে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করুন।আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। আমরা ত্রান সামগ্রী নিয়ে সর্বদা প্রস্তুত আছি।সাংসদ আহসানুল ইসলাম টিটু এ সময় নৌ-পথে গয়হাটা, সলিমাবাদ ইউনিয়নের বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করে বন্যায় আক্রান্ত পরিবরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ,উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা প্রমুখ।

  • লক্ষ্মীপুরে সার মজুত রাখার অপরাধে এক পরিবেশককে জরিমানা।

    লক্ষ্মীপুরে সার মজুত রাখার অপরাধে এক পরিবেশককে জরিমানা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় পরিবেশক বিটুল চন্দ্র সাহা নিয়ম বহির্ভূতভাবে ২০ টন ৪’শ বস্তা সার দোকানে মজুত রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মোমিন এর ভ্রাম্যমাণ আদালত তাকে উল্লেখিত পরিমান টাকা জরিমানা করেন। এ সময় ওই পরিবেশক বিটুলকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। বিটুল উপজেলার রামগতি বাজারের একজন ক্ষুদ্র সার পরিবেশক।

    উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ৪’শ বস্তা রাসায়নিক সার ভর্তি ট্রাক পরিবেশক বিটুলের দোকানের সামনে আসে। পরে ট্রাক থেকে ১’শ ৩০ বস্তা সার দোকানে রাখলে পরিবেশকের দোকানে একসঙ্গে ৪’শ বস্তা সার মজুত করা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিনকে বিষয়টি লিখিত ভাবে অবিহিত করে।

    বিষয়টি তদন্তের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। ঘটনাস্থলে গিয়ে সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন তিনি। এমনকি পরিবেশক বিটুলের আনা ট্রাকভর্তি ৪’শ বস্তা রাসায়নিক সারের সঠিক কাগজপত্র পর্যন্ত দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী অফিসার ওই পরিবেশককে উপজেলা পরিষদে ডেকে নিয়ে ট্রাকের বাকি সার দোকানে নামানোর নির্দেশ প্রদান করেন।

    জানা যায়,বিটুল উপজেলার চরগাজী ইউনিয়নের ক্ষুদ্র রাসায়নিক সার পরিবেশক। ওই ইউনিয়নের প্রধান পরিবেশক ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা আহাদুর রহমান। গত ৭ মাস আগে আহাদুর রহমান মারা যান। প্রধান পরিবেশক হলেও তার কোন গুদাম ছিল না চরগাজী ইউনিয়নে। এতে ক্ষুদ্র পরিবেশক বিটুলকে প্রতিনিধি করে সারগুলো তার দোকানে মজুত করা হতো।

    পরিবেশক বিটুল চন্দ্র সাহা বলেন, আমি আহাদুর রহমানের প্রতিনিধি। আমার দোকানে সার ছিল না। এখন সারের মৌসুম। এজন্য আহাদুর রহমানের ভাই ইয়াসিন রহমান মাসুদ চাঁদপুর থেকে সার উঠিয়ে আমার দোকানের জন্য পাঠিয়েছেন।

    উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী বলেন, আমি যাওয়ার আগেই ট্রাক থেকে ১৩০ বস্তা সার নামানো হয়েছে। বাকি ২৭০ বস্তা সার নামাতে নিষেধ করা হয়েছে।

    রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, নিয়ম বহির্ভূতভাবে সার আনায় পরিবেশক বিটুলকে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে নোটিশ করা হয়েছে।

  • বজ্রপাত নিয়ন্ত্রণে আবিষ্কার হলো রশ্মিদানব।

    বজ্রপাত নিয়ন্ত্রণে আবিষ্কার হলো রশ্মিদানব।

    বিশ্বে প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ন্যাশনাল জিওগ্রাফিকের হিসাব অনুযায়ী, বছরে বিশ্বব্যাপী প্রায় আড়াই লাখের মতো বজ্রপাত সংক্রান্ত ঘটনা ঘটে।

    বিশ্বজুড়ে বছরে বজ্রপাতের ঘটনায় বহু মানুষের অকাল মৃত্যু হয়। একজন মানুষের জীবদ্দশায় কমপক্ষে ৬০ হাজার থেকে ৮০ হাজার বজ্রপাতের শিকার হওয়ার আশঙ্কা থাকে। আর বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে এ সংখ্যা আরোও বেশি। আর এই ভয়ংকর পরিসংখ্যানকে সামনে রেখেই সুখবর দিলেন বিজ্ঞানীরা।

    বজ্রপাত নিয়ন্ত্রণ সক্ষম রশ্মিদানব নামক এক রশ্মি জেনেভার বিজ্ঞানিরা প্রায় কুড়ি বছরের প্রচেষ্টায় আবিষ্কার করেছেন। সন্প্রতি জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ প্রযুক্তি আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।

    সুইস পদার্থ বিজ্ঞানী জীন পিয়েরে উলফা বিজ্ঞানীদের এই দলের নেতৃত্বে রয়েছেন। তিনি বলেন,লেজার খুব সংকীর্ণ,উচ্চশক্তির আলোর বিম তৈরি করে।

    এটির প্রয়োগে হীরা কাটা থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়ে আসছিল। এবার এটি আমাদের বজ্রপাত থেকে রক্ষা করবে।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • নৌকায় পিকনিকের অশ্লিলতার রসদ যোগাতে ব্যস্ত দালাল শফি।

    নৌকায় পিকনিকের অশ্লিলতার রসদ যোগাতে ব্যস্ত দালাল শফি।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ার নদনদী ও চলবিলে পানি বাড়ার সাথে সাথে নৌকার পিকনিকের নামে অশ্লীলতার ছড়াছড়ি।এই অশ্লীলতার রসদ যোগাতে ব্যাস্ত সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের কাচিয়ার চর গ্রামের মৃত – কোরপ আকন্দ ছেলে কাঠ মিস্তি শফিকুল ইসলাম শফি (৩২)।

    সিরাজগঞ্জ রোডের আশেপাশে বাসা ভাড়া নিয়ে নারায়নগঞ্জ,বরিশাল,নাটোর থেকে নিত্য শিল্পি ভাড়া এনে নৌকায় দীর্ঘদিন যাবৎ শাফি ভাড়া করা নিত্য শিল্পীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করে আসছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকেই বলেন,শফি আগে কাঠমিস্ত্রীর দিনমুজুর হিসেবে কাজ করত। হঠাৎ করেই শফি দুরদুরান্ত থেকে মেয়ে মানুষ এনে নৌকায় অশ্লীল নিত্যর জন্য ভাড়া দেওয়া শুরু করে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা রাত চুক্তিতে প্রতি শিল্পী ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিয়ে থাকে। আর এসকল নৌকা উল্লাপাড়া উপজেলার,ফুলজোর,গাড়াদহ, করতোয়া,জপঝপীয়া নদী ও চলনবিলের একাংশে পিকনিকের নামে দাপিয়ে বেড়ায়।

    এসব পিকনিকের আয়োজকেরা সবই উঠতি বয়সী তরুন যুবক ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ।
    পিকনিকের নামে এসব ভাড়া করা নিত্য শিল্পিরাই আবার একটু সন্ধ্যা হলেই নৌকার উপরই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়।

    এসব যাত্রা শিল্পি ও দালালদের কারনে এলাকার কিছু উঠতি বয়সী যুবক বিপথে চলে যাচ্ছে, অনেকেই এসব খপ্পরে পরে দ্বিতীয় বিবাহ্ করে সাংসারিক কলহে জরিয়ে পরছেন ।

    এলাকাবাসী ও সচেতন মহলের দাবি শফির এসব অনৈতিক কার্যকলাপ বন্ধে প্রসাশনের হস্তক্ষেপ জরুরী।
    নাম প্রকাশে অনিচ্ছুক কাচিয়ার চর গ্রামের এক গ্রাম প্রধান বলেন,শফি দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে নৌকায় অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়া দেয় এবং বাড়িতেই রাখত বার বার নিষেধ করলেও না শোনায় শফিকে সমাজ থেকে বিতারিত করা হয়েছে। তার পরও শফি এসব অসামাজিক কার্যকলাপ করেই যাচ্ছে। প্রসাশন এব্যপারে নজর না দিলে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাবে।শফির এক প্রতিবেশী জানান,শফির দুই বউ ছোট বউ যাত্রা শিল্পি সেও নৌকার পিকনিকে নাচে।

    সম্প্রতি শফির দ্বিতীয় স্ত্রী যাত্রা শিল্পী তানিয়া খাতুন (৩০) শফির নামে সলংগা থানায় তাকে জোড় করে নৌকায় অশ্লিল নিত্য ও দেহব্যবসায় বাধ্য করা হয় মর্মে একটি অভিযোগ করেন।

    পরে বিষয়টি,সিরাজগঞ্জ রোডে অবস্থিত, সিরাজগঞ্জ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মনজেল হক ও সেক্রেটারি মিজানুর রহমান মিমাংসা করে দিলে শফির স্ত্রী অভিযোগটি তুলে নিয়ে আসে।

    এব্যাপারে যাত্রা শিল্প উন্নয়নের সভাপতি ও সেক্রেটারীর কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকারও করেন তারা।
    এ ব্যপারে শফির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি (০১৭০০৬৭২৩৫১) বন্ধ পাওয়া যায়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন,নৌকার পিকনিকের নামে অশ্লিলতা বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, কোথাও নৌকায় পিকনিকের নামে অশ্লিল কার্যকলাপ চললে,শুনলে আমি তাৎক্ষণিক প্রসাশনিক ব্যবস্থা গ্রহন করি,এসকল অশ্লিলতা বন্ধে নদীপাড়ের মানুষজনের সহযোগীতা কামনা করে প্রসাশনকে খবর দেওয়ার অনুরোধ ও জানান তিনি ।

  • রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন।

    রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের নতুন নির্মিত ইউনিয়ন কমপ্লেক্সের ভবন উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ফলক উন্মোচন করে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি।

    এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি আব্দুল আজিজ বলেন,স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

    প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও চান্দাইকোনা ইউনিয়নে সকল কাঁচা রাস্তা পাঁকাকরনের প্রতিশ্রুতি দেন।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মােঃ আব্দুল হাদি আল মাজি জিন্নাহ,সাধারন সম্পাদক মােঃ আবুল কালাম আজাদ হৃদয়,উপজেলা নির্বাহী অফিসার মােঃ রাজিবুল আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট,সাধারণ সম্পাদক মােঃ রেজাউল করিম মানিক,উপজেলা প্রকৌশলী মােঃ আতিকুর রহমান তালুকদার,রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ শহিদুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খাঁন দুলাল প্রমূখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল মহিলা আওয়ামী লীগের নেত্রী মিস হালিমা মাজেদা খাতুন সহ ইউপি সদস্যরা এবং দলীয় নেতা কর্মী বৃন্দ।

  • তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    তালেবান গোষ্ঠীর প্রশংসায় বক্তব্য; মসজিদের খতিব আটক।

    আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ার অপরাধে তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে আটক করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর নিশ্চিত করেছেন।

    ওই বার্তায় বলা হয়েছে,তালেবান আফগানিস্তান ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

    এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানদের প্রশংসা করে বক্তব্য রাখেন।ওই খতিবকে আটকের পর সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বার্তায় ওই মসজিদ ও খতিবের নাম উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিচ্ছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

    আফগানিস্তানের তালেবানদের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তালেবানের ক্ষমতা দখলের ফলে তাদের সকল প্লান পুরোপুরি ব্যর্থ হয়েছে।

    কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।
    সূত্রঃ আমার সংবাদ