Author: admin

  • সিরাজগঞ্জে জমির মূল্য পরিশোধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    সিরাজগঞ্জে জমির মূল্য পরিশোধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনা নদী সংলগ্ন প্রস্তাবিত-২ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত পুঠিয়াবাড়ী, রায়পুর, বিয়ারা, বনবাড়িয়া, মোরগ্রাম, বেলটিয়া,বড়পিয়ারী ও ছোটপিয়ারী এই ৮টি মৌজার ১ হাজার ৮২ একর জমির ক্ষতিগ্রস্থ মালিক-কৃষকরা জমির মূল্য না পাওয়ায় দিনে দিনে বিক্ষুব্ধ হয়ে উঠছে।

    ওই সকল মৌজার অন্তর্ভুক্ত জমির মূল্য পরিশোধের দাবীতে তাই আবারও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক জমির মালিক-কৃষকরা।

    রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আটটি মৌজা জমির ক্ষতিগ্রস্থ মালিক ও কৃষকরা খন্ড খন্ড মিছিল করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁথ-৩ সংলগ্ন যমুনা নদীর তীর ঘেষা উদ্ধারকৃত বিস্তীর্ণ তপ্ত বালিচরে সমবেত হয়।

    পরে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এক দীর্ঘ মানবন্ধন করে। মানববন্ধনে চলাকালে ক্ষতিগ্রস্থ মালিক ও কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন,মজনুর রহমান,আব্দুর রাজ্জাক,সাবেক কমিশনার সেরাজুল ইসলাম,কৃষক নেতা আলী আহমদ, রফিকুল ইসলাম,রেজাউল ইসলাম সহ অন্যন্যরা।

    এ সময় বক্তারা বলেন,অনতিবিলম্বে জমির মুল্য পরিশোধ না করে কোন প্রকার কাজ শুরু করা হলে তার বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচী পালন করার হুশিয়ারি দেন তারা।

    উল্লেখ্য গত শুক্রবার একই স্থানে একই দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছিলেন ক্ষতিগ্রস্থ আট মৌজার জমির মালিক ও কৃষকরা।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মামা ভাগ্নে হোটেরে সামনে অজ্ঞাত নামের ট্রাকের চাপায় প্রশান্ত কুমার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত প্রশান্ত তাড়াশ উজেলার হামকুড়িয়া গ্রামের সুর‌্য কান্তের ছেলে।রোববার বিকেলে সাড়ে ৪ টার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান,রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় প্রশান্ত কুমার নিহত হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

  • সার্বিয়া বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ।

    সার্বিয়া বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ।

    সার্বিয়া বলকান অঞ্চলের দেশ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে এক বৈঠকে দেশটির শ্রম, কর্মসংস্থান মন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচ এই আগ্রহের কথা প্রকাশ করেন।

    ১২ সেপ্টেম্বর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলেগ্রেডে তাদের দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সমঝোতা হয়।ওই বৈঠক বলা হয় বাংলাদেশ থেকে বৈধভাবে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগ করার জন্য সার্বিয়ান কোম্পানিগুলোর ‘গভীর আগ্রহেরথ কথা বৈঠকে রাষ্ট্রদূতকে জানান সার্বিয়ার মন্ত্রী।

    এ বিষয়ে একটি সমঝোতা স্মারক বা চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। “ঢাকা ও বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার বিপুল সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।

    সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুল কোভিড-১৯ এর দীর্ঘ ১৮ মাসপর আনন্দঘন উৎসব মুখর পরিবেশে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম উদ্বোধন ও করোনাকালে অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে ।

    রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যবিধিমেনে অত্র স্কুলের হল মিলনায়তনে উক্ত অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উল্লাহ।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে স্বাস্থ্য বিধিমান মেনে সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করতেহবে। স্যানেটাইজার ব্যবহার করতে হবে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শিক্ষা কম্পিউটার অপারেটর রেজাউল করিম,জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ শাহীন আলম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভিক্টরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, শিক্ষক মির্জা গোলাম মোস্তফা ও শিক্ষক রাশেদুল ইসলাম।

    অনু্ষ্ঠানে অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক শফিউল আলম,সহকারি শিক্ষক এস,এম আখতারুজ্জামান,অচিন্ত কুমার মন্ডল,সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম,শামীম হোসেন, জিয়াসমিন সুলতানা,পারভীন খাতুন,শিউলী খাতুন, নাজমা খাতুন,সানজিদা খাতুন,নাহিদ লায়লা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • বিদ্যালয়ের শ্রেনী কক্ষে চলছে প্রধান শিক্ষকের কোচিং বাণিজ্য।

    বিদ্যালয়ের শ্রেনী কক্ষে চলছে প্রধান শিক্ষকের কোচিং বাণিজ্য।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষকের নেতৃত্বে স্কুল ভবনেই চলছে রমরমা কোচিং বাণিজ্য। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে এই কোচিং বাণিজ্য চলছে টাঙ্গাইলের নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে এর সত্যতা পাওয়া গেছে স্কুল ভবনগুলো ঘুরে। করোনাকালিন স্কুল বন্ধ থাকায় আর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য এই প্রাইভেট পড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তারা। জানা যায়, ১৯৭১ স্থালে স্থাপিত হয় নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, শিক্ষা কার্যক্রম সচল রাখার দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী ও সহকারি প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত চালাচ্ছেন এই কোচিং বাণিজ্য। ভালো ফলাফলের আশায় বাধ্য হয়েই ওই কোচিং সেন্টারে পাঠাতে হচ্ছে তাদের শিক্ষার্থীদের।

    কমপক্ষে স্কুলের শতাধিক ছাত্রী ও বহিরাগত ছাত্র পড়ছে ওই কোচিং সেন্টারে। বেতনও নেয়া ছাত্রী প্রতি পাঁচশ টাকা। তবে স্কুল ভবনে কিভাবে প্রধান শিক্ষক আর সহকারি প্রধান শিক্ষক এই কোচিং বাণিজ্য চালাচ্ছেন এ নিয়ে প্রশ্নবিদ্ধ তারা।

    সরেজমিন বিদ্যালয় ভবনের নিচতলার তিনটি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়াতে দেখা গেছে। একটি কক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ১৩ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন প্রধান শিক্ষক কেতাব আলী।

    ষষ্ঠ শ্রেণীর গণিত আর সপ্তম শ্রেণীর ১৪ জন শিক্ষার্থীকে ইংরেজি পড়াচ্ছেন সহকারি প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন আর অস্টম শ্রেণীর ১১জন শিক্ষার্থীকে ইংরেজি পড়াচ্ছেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

    স্কুল ভবনে প্রাইভেট পড়ানোটা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন নাগরপুর শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেতাব আলী।

    এ বিষয়ে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানমের সাথে মুঠো ফোনে কোচিং বানিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

    নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব চাইব, তাদের জবাব দেয়ার পর উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    চট্রগ্রামের দেউড়ি মোড়ে ত্রিমুখী সংঘর্ষ,আহত-৭।

    আব্দুল করিম চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি মোড়ে হিউম্যান হলার-টেম্পো-রিক্সার ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের ৭ জন ব্যাক্তি আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি। রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার সময় উল্লেখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট মোঃসোহেল রানা বলেন, ‘সার্কিট হাউসের দিক থেকে একটি টেম্পো বেপরোয়া গতিতে আসছিল। আর বিমান অফিসের দিক থেকে আসছিল হিউম্যান হলারের গাড়ী। এ সময় কাজির দেউড়ি মোড়ে টেম্পোটি হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে অবস্থান করা একটি রিক্সাও উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।

    কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ‘দুপুরে কাজির দেউড়ি মোড়ে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিক্সা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন।

    আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো,
    হিউম্যান হলার ও রিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

  • লক্ষ্মীপুর রামগতি উপজেলায় শিক্ষার্থী আছে বিদ্যালয় নদীর গর্ভে।

    লক্ষ্মীপুর রামগতি উপজেলায় শিক্ষার্থী আছে বিদ্যালয় নদীর গর্ভে।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি মেঘনা নদীর ভাঙনে তলিয়ে গেছে। চোখের সামনেই ২০ জুন ভবনটি নদীর পেটে যায়।

    এদিকে, করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল। প্রায় দেড় বছরের বেশি সময় পর রোববার (১২ সেপ্টেম্বর) খুলছে এসব প্রতিষ্ঠান। এ অবস্থায় ভবন না থাকায় কোথায় যাবে চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা- এ নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা।

    উপজেলা শিক্ষা অফিসার কার্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে চরবালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা বিশিষ্ট ভবন করা হয়। করোনার আগে এ বিদ্যালয়ে ২৫২ শিক্ষার্থী ছিল। নদীর ভাঙনের কারণে ২০ জুন বিদ্যালয় ভবনটি পুরোপুরি তলিয়ে যায়। এর আগে কয়েকদিন ধরে তা ভাঙছিল। চেয়ার-টেবিলসহ আসবাবপত্র অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।তৃতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও জবির জানায়, তারা আগের দিন গিয়ে ভেঙে যাওয়া অবস্থায় স্কুলটি দেখেছে। পরদিন সকালে গিয়ে দেখে, সেখানে কিছুই নেই। নদী আর নদী। তখন তারা সবাই মিলে অনেক কান্নাকাটি করেছে।

    শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন, ছাত্রছাত্রী আছে শুধু আমাদের স্কুলটি নেই। এ কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। রোববার আপাতত আমরা পাশের একটি মক্তবে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করবো। এজন্য সব ধরনের প্রস্তুতিও রয়েছে।

    তিনি আরো বলেন, যে মক্তবে এখন ক্লাস হবে, সেটিও নদী থেকে আধা কিলোমিটার দূরে। ভাঙন অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে এ ঠিকানাও হয়তো আমাদেরকে হারাতে হবে। এছাড়া লোকজন ঘরবাড়ি হারিয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় শিক্ষার্থীও কমে যাচ্ছে।

    এ ব্যাপারে রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান বলেন, নদীতে ভেঙে যাওয়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আপাতত পাশের একটি মক্তবে পরিচালিত হবে। ছাত্রছাত্রীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে সেখানে আসার জন্য বলা হয়েছে।

    নদী ভাঙনে কয়েকবছরে রামগতি ও কমলনগর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়ে গেছে। একাধিকবার স্কুল, মাদরাসা অন্য জায়গায় সরিয়ে নিয়ে পরিচালনা করলেও পরে আবার ভাঙনের কবলে পড়তে হয়েছে।

  • টিউশন ফি’র ব্যাপারে শিক্ষামন্ত্রীর ড.দিপুমনির নির্দেশনা।

    টিউশন ফি’র ব্যাপারে শিক্ষামন্ত্রীর ড.দিপুমনির নির্দেশনা।

    শিক্ষার্থীদের স্কুলের বেতন পরিশোধের জন্য অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয় সে ব্যাপারে স্কুল-কলেজগুলোকে সেই নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়।

    করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে। রোববার সকালে দেড় বছর পর স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলার প্রথম দিনে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

    অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন,অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের স্কুলের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।

    তিনি বলেন,করোনার সংক্রমণ কময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। এখন শুধু করোনা না ডেঙ্গুরও সিজন চলছে। ডেঙ্গু মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তাই তাদের ফুলহাতা সার্ট পরে স্কুলে আসার জন্য বলবো। এই সময়টাতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করাই ভালো।

     

  • বেলকুচিতে দু’টি পাঁকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন- এমপি মোমিন মন্ডল।

    বেলকুচিতে দু’টি পাঁকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন- এমপি মোমিন মন্ডল।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দু’টি পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন নাগগাতী তামাই বাজার নিকট থেকে রয়নাপাড়া পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত, অন্যটি ঠাকুরপাড়া রিংবাঁধ তামাই পাঁকা রাস্তা পর্যন্ত কাজের ভিত্তি স্থাপন করলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

    এ সময় তিনি বলেন, রাস্তার কাজ গুলো আরও আগে, শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনার সংক্রমণের কারণে দেরি হলো, তবে উপজেলায় প্রত্যেক ইউনিয়নে রাস্তাঘাট কাচা থাকলে আমাকে জানাবেন সেগুলোও পাকা করন করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

    শনিবার(১১ সেপ্টেম্বর)সকালে ও দুপুরে উক্ত রাস্তা দু’টির ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উন্মোচন করার পূর্বে এক আলোচনাসভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

  • বার্ষিক চিকিৎসক সম্মেলনে প্রথম হয়েছেন ফুলবাড়ীর হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা।

    বার্ষিক চিকিৎসক সম্মেলনে প্রথম হয়েছেন ফুলবাড়ীর হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ বার্ষিক হোমিও চিকিৎসক সম্মেলনে ২৪০জন চিকিৎসকের মধ্যে প্রথম হয়েছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার হোমিও চিকিৎসক গৃহবধূ আয়শা সিদ্দিকা। রোববার সকালে বগুড়া মমইন হোটেলে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক হোমিও চিকিৎসক সম্মেলনে লটারীর মাধ্যমে তিনি প্রথম স্থান অধিকার করেন।আয়শা সিদ্দিকা ফুলবাড়ী বাজারের হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডলের স্ত্রী।

    রংপুর,দিনাজপুর,গাইবান্ধা,জয়পুরহাট,নওগা ও বগুড়াসহ ৬টি জেলার ২৪০জন চিকিৎসকের আংশ গ্রহনে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে এই বার্ষিক চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এর মধ্যে ১শজন চিকিৎসকে লটারীর মাধ্যমে পুরোষ্কিত করা হয়। এতে ফুলবাড়ী উপজেলার নারী হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা প্রথম স্থান অর্জন করলে, তাকে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পক্ষ থেকে একটি বাবাজ ১০০সিসি মটর সাইকেল উপহার দেয়া হয়। আয়শা সিদ্দিকার এই কৃতিত্বপূর্ণ অর্জনে ফুলবাড়ীর হোমিও চিকিৎসকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

    দ্বিতীয় উপহার হিসেবে শিবগঞ্জ উপজোর রাজু আহম্মেদ পেয়েছেন একটি এরইডি টিভি,তৃতীয় উপহার হিসেবে আরিফুর চৌধুরী পেয়েছেন একটি ইলেক্ট্রিক চুলা।

    সম্মেলনের শুরুতেই ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য কন্ঠ শিল্পি মনির খান সংঙ্গিত পরিবেশন করেন। এরপর চিকিৎসকদের নিয়ে লটারী এবং প্রিতিভোজ অনুষ্ঠিত হয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর চেয়ারম্যান ফারজানা দেওয়ান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পরিচালক সাইফুল নুর পরাগ ও ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।