Author: admin

  • সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউ‌পিতে জি আর চাউল বিতরণ।

    সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউ‌পিতে জি আর চাউল বিতরণ।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে সরকারের বরাদ্দকৃত জি আর চাউল বিতরণ করা হয়।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে কাউয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলী‌ম ভূঁইয়া সব কয়েকটি ওয়ার্ডের ৫’শত প‌রিবারের মাঝে চাউল বিতরণ করেন।

    এ সময় ট্যাগ অফিসার সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল খালেক,ইউনিয়ন পরিষদ সচিব সাইদুল ইসলাম,৮ নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য মোঃ আব্দুল খালেক, ২ নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য শাহজামাল শেখ, ছানোয়ার হোসেন, ১, ২, ৩ নং ওর্য়াড সংর‌ক্ষিত ম‌হিলা ইউ‌পি মোছাঃ রা‌জিয়া খাতুন, ৪ নং ওর্য়াড ইউ‌পি সদস‌্য, মোস্তফা কামাল ইউ‌নিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ আলী আকবর সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • দৌলতখানে তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

    দৌলতখানে তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।

    হাছিব ইশতিয়াক,দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় ভোলার দৌলতখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টম্বর সোমবার বিকালে দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।

    হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন এর পরিচালনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চরখলিফা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী মিয়া,উপজেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ গত ৩০ আগষ্ট রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদকে ভর্তি করা হয়েছিল।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২ সেপ্টেম্বর ইয়ার এ্যাম্বুলেন্স যোগে ভারতের রাজধানী দিল্লি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুষ্ঠানে

    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রহমতুল্লাহ । অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মোহতামেম ও মসজিদের ইমামগন উপস্থিত থেকে দোয়ায় অংশ গ্রহন করেন।

  • নলডাঙ্গার হালতিবিলে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস।

    নলডাঙ্গার হালতিবিলে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার(১২ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার হালতি বিলে অভিযান পরিচালনা করে এ জালগুলো জব্দ করেন। ৪০ হাজার মিটার কারেন্ট জালের অনুমানিক মূল্য এক লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান। এসময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন,রবিবার সন্ধ্যায় উপজেলার হালতিবিলে অবৈধভাবে মাছ শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    এসময় অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ শিকার করার সময় বিভিন্ন স্থান হতে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে জব্দ করা হয়। পরে পাটুল ঘাটে জব্দকৃত লক্ষাধিক টাকার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • বিবিএসএফ অন্তর্ভূক্ত সংগঠনের তালবীজ বপন কার্যক্রম উদ্বোধন।

    বিবিএসএফ অন্তর্ভূক্ত সংগঠনের তালবীজ বপন কার্যক্রম উদ্বোধন।

    ফজলে রাব্বীঃ বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর এর তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন,সরকারি আজিজুল হক কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। এ সময় তিনি বলেন বর্তমান সময়ে একটু ঝড় বৃষ্টি হলে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে প্রান যায় সমাজের অসচেতন মানুষগুলো।বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবার লক্ষ্যে ও মানুষের জীবন রক্ষার্থে আমরা তালবীজ বপনের কর্মসূচী হাতে নিয়েছি।

    এছাড়াও উপস্থিত ছিলেন,তীরের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম,জনাব মোঃ জিয়াউর রহমান, জনাব মোঃ মোখলেছুর রহমান মুকুল, জনাব মোঃ মাসুদ রানা, জনাব হারুন ইবনে সালাম, জনাব মোঃ শামসুল আলম,তীরের সাবেক সভাপতি মোঃ আরাফাত রহমান, তীরের ভারপ্রাপ্ত সভাপতি মুকিম মাহমুদ, সাধারন সম্পাদক রিফাত হাসানসহ প্রমূখ।

  • ২০২৩ সাল থেকে থাকবেনা পিএসসি ও জেএসসি পরীক্ষা-শিক্ষামন্ত্রী।

    ২০২৩ সাল থেকে থাকবেনা পিএসসি ও জেএসসি পরীক্ষা-শিক্ষামন্ত্রী।

    আগামী ২০২৩ সাল থেকে থাকবেনা প্রাথমিক সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরিক্ষা জানালেন শিক্ষামন্ত্রী ড.দীপুমনি। তবে এসএসসি,এইচএসসি ও দাখিল,আলিম পরিক্ষা চলমান থাকবে কিন্তু পরিক্ষা পদ্ধতি কিছু পরিবর্তন আনা হয়েছে।

    ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি জানান তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরিক্ষা হবে না। প্রস্তাবিত নতুন জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে এসে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না অর্থাৎ বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগে বিভক্তির কোন সুযোগ থাকছে না নতুন শিক্ষাক্রমে।তবে কারিগরির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। যা ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকরি হবে।

    এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন এসএসসি ও দাখিল পরিক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের উপর ভিত্তি করে। এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরিক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

  • ফুলবাড়ীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ীতে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দুপুর ১টায় পৌর শহরের মাছ বাজার চত্বরে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ,ও নারী নির্যাতন প্রতিরোধ কল্পে পৌর বিট পুলিশিং এর আয়োজনে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড কাওন্সিলর আব্দুস জব্বার মাসুদ।

    এতে এসআই আরিফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শফিকুল ইসলাম।

    অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই সাগর,এসআই আলামিন,এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।আয়োজিত সভায় বক্তারা মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ,ও নারী নির্যাতন বন্ধ করতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানানো হয়। এসময় ব্যাবসায়ী,সুধিজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশসানের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যন আবু তাহের মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,২৯বিজিবি নায়েব সুবেদার আবুল কালাম আজাদ,মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,পৌর কাউন্সিলর হারান দত্ত,এসআই দেবি কান্ত, উপজেলা আনছার ভিডিপি কমকতা হাসুনুল মোবিন ,সেনেটারী ইনেস্পেক্টর জগদিশচন্দ্র প্রমুখ।

    এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ,সরকারী কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
    সভায় মাদক চোরাচালান,চুরি,বাল্য বিবাহসহ সকল প্রকার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

  • নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    আব্দুল্লাহ খিজির,স্টাফরিপোর্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার(১২ সেপ্টেম্বর), রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় উপ-পরিদর্শক শ্রীজীব অধিকারী,সহকারী উপ পরিদর্শক রাসেল,আতিক, জহির সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কোনড়া গ্রামের মৃত পরশ আলীর ছেলে মোঃ সেতাব আলী (৩৫); বেকড়া ( বিলপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৩) ;দুয়াজানী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)।

    এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

    পরে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

    এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেকড়া থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

  • উল্লাপাড়ায় আলীমুদ্দির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

    উল্লাপাড়ায় আলীমুদ্দির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

    রুবায়াত হাসান হিরা,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের শ্রীকলা গ্রামের আব্দুল আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

    রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  শ্রীকোলা গ্রামবাসী মানববন্ধন ও মৌন মিছিল করে।

    উল্লাপাড়ায় গত ১৮.০৮.২০২১ বুধবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা গ্রামে বাড়ির টিউবওয়েলের পানি সরকারি ড্রেনে গরানোর জন্য পানির পাইপ স্থাপনে বাধা প্রদান করায় শ্রীকোলা গ্রামে আমিরুল গং এর সাথে বিরোধের জেরে আব্দুল আলিম নামে একজন খুন হওয়ার ঘটনা ঘটে। আলীমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবিতে মৌন মিছিলে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সহ শ্রীকোলা গ্রামবাসী।

    পরে একটি মৌন মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তরা বলেন, আলীমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক।

    এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে অন্যরা কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।

  • ৩১৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।

    ৩১৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।

    ৩১৯ জন নতুন ডেঙ্গু রোগী গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন ২৪৪ জন। আমাদের বাংলাদেশে সেপ্টেম্বর মাসের ১২ দিন।এই ১২ দিনে ৩ হাজার ৫১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ৮ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

    আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৬০ জন।

    ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৭৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৮১ জন।

    সূত্রঃ রিডমিক নিউজ