Author: admin

  • ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাজাঁসহ চার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

    বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২কেজি গাজাঁসহ ওই ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

    আটক ব্যাক্তিরা হলেন উপজেলার পুখুরী গ্রামের মৃত্য বাকো সরেনের ছেলে কাদো সরেন (৬০), কাদো সরেনের স্ত্রী দুলিনা টুড (৪৫) বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের কেশোড মার্ডির ছেলে সুনিল মার্ডি (৪৫), ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামের মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগম (৪৫)।
    এই ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক ও চোরাচালান বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

    ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ একটি অভিযানীক দল উপজেলার পুখুরী গ্রামের আদিবাসি বাড়ীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাজাঁসহ কাদো সরেনসহ কাদো সরেনের স্ত্রী ও তার সহযোগী সুনিল মার্ডিকে আটক করা হয়, এরপর একই এলাকায় অভিযান চালিয়ে ১২কেজি গাজাঁসহ মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগমকে আটক করা হয়।

  • বড়লেখা পুঞ্জিতে কারিতাস সক্ষমতা প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত।

    বড়লেখা পুঞ্জিতে কারিতাস সক্ষমতা প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের বড়লেখায় কারিতাস সক্ষমতা প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমুহের মূল্যায়ন ও সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর পুঞ্জিতে কারিতাস সক্ষমতা প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমুহের মূল্যায়ন ও উপকারভোগীদের নিয়ে সমম্বয় সভা অনুষ্ঠিত হয়।

    কারিতাস সক্ষমতা প্রকল্প কুলাউড়া-বড়লেখা শাখার ফিল্ড এনিমেটর মেরিসিয়া টংপেয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাত নম্বর ও মাধবকুণ্ড পুঞ্জির প্রধান (মান্ত্রী) ওয়ানবর এলগিরি।

    সভায় বক্তব্য রাখেন, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান গবেষক মো. মাঈন উদ্দিন, সহকারী গবেষক পল্লব রোজারিও, ইনডিজেনাস ডেভেলপমেন্ট পিপলস (ডিআইপি)’র প্রধান ডেভিড হেমব্রোম, কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক বনিফাস খংলাঃ।

    এসময় আরও উপস্থিত ছিলেন, কারিতাস সিলেট অঞ্চলের সহকারী মাঠ কর্মকর্তা ডনবসকো খংস্টিয়াঃ, সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা চয়ন চক্রবর্তী, প্রকাশ চন্দ্র সরকার, সাত নম্বর পুঞ্জি ক্রেডিট ইউনিয়নের পর্যবেক্ষন সভাপতি এলিয়াস বারেঃ, ফিল্ড এনিমেটর রমেন সাহা প্রমূখ।
    প্রকল্প সূত্রে জানা যায়, দরিদ্র, অবহেলিত, অসহায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কারিতাস সক্ষমতা প্রকল্প বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবকুণ্ড, সাত নম্বর পুঞ্জিতে ১লা জুলাই ২০১৯ খ্রীঃ থেকে কার্যক্রম শুরু করে।শুরুতে পুঞ্জিবাসীদের নিয়ে নিজেদের আর্থিক প্রতিষ্ঠান তৈরী করার লক্ষ্যে একটি ক্রেডিট ইউনিয়ন গঠন করা হয়।

    এ প্রকল্পের মাধ্যমে পশুপালন, মৌলিক আইন, স্বাস্থ্য বিষয়ক, নারী-পুরুষ বৈষম্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উপকারভোগীদের মধ্যে গরু পালন, পান চাষ, পুকুর, মুদির দোকান, মসলা চাষ সহ বিভিন্ন আয়বৃদ্ধিমুলক কাজে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

     

  • ১৯ স্বর্নের দোকানে ডাকাতি-স্বর্নসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার।

    ১৯ স্বর্নের দোকানে ডাকাতি-স্বর্নসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার।

    নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয়ায় এক রাতে ১৯ স্বর্নের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।এই ঘটনার তদন্ত শুরু করে সিআইসি।তদন্ত সংঘবদ্ধ একটি ডাকাত দলের সন্ধান পায় অপরাধ তদন্ত বিভাগ।

    ডাকাতির সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা না গেলেও ডাকাতি করা স্বর্ন ও টাকাসহ এক ডাকাতের স্ত্রীকে আটক করেছেন তারা।

    বুধবার রাতে ডাকাতের স্ত্রী শাহানা বেগম(২৪)কে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আটক করা হয়।
    এ সময় ওই নারীর কাছ থেকে ডাকাতি করা ২ ভরি স্বর্ন ও ২ লাখ ৪৪ হাজার ৮’শ ৪০ টাকা উদ্ধার করা হয়।
    বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন বিশেষ পুলিশ সুপার মুক্তাধর।এ সময় তিনি জানান গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি স্বর্নের দোকানে একযোগে ডাকাতির ঘটনা ঘটে।

    অজ্ঞাত নামের ৩০-৪০ জন ডাকাত ওই দোকানগুলো থেকে স্বর্নালঙ্কার ও নগদ অর্থ সহ এক কোটি ৩২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
    চাঞ্চল্যকর এই ডাকাতি ঘটনা তদন্তের সময় বুধবার মধ্যরাতে বাড্ডা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা বেগমকে আটক করে সিআইডির সদস্যরা।

    সূত্রঃ বাংলা নিউজ

     

  • তানোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির অভিযোগ।

    তানোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির অভিযোগ।

    সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির অভিযোগ উঠেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাংহাটি থেকে চুরি করে একটি পরিপক্ক তাজা গাছ কাটে দমদমা গ্রামের গোপাল শর্মা, গাংহাটি গ্রামের রবিন্দ্রনাথ রবি ও কাঁমারগা গ্রামের আবুল কাশেম। এ সময় স্থানীয়রা ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) ঘটনা স্থলে এসে কাটা গাছ জব্দ করেন। তবে রহস্যজনক কারণে কোনো মামলা করা হয়নি।

    এদিকে স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বিক্রি ও নানা অজুহাতে বাঁধের গাছ চুরি করে আসছে। তারা বলেন, চুরি তো চুরি একটিও চুরি দশটিও চুরি তাহলে এদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেনো-? নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাঁধে রাম রাজত্ব কায়েম করেছে, এরা বাঁধের জায়গা জবরদখল করে পজিশন বিক্রি, গাছ চুরিসহ নানা অপকর্ম করে আসছে।

    অভিযুক্ত গোপাল শর্মা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে গাছ কেটেছি,আমরা এখানে গাছ কেটে একটি ঘর নির্মাণ করবো। আপনারা কিছু জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করুন বলে দম্ভোক্তি দেখান।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ইউপি ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) বলা হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে। এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা(তহসিলদার)আব্দুস সাত্তার বলেন, কাটা গাছ জব্দ করা হয়েছে, তিনি বলেন, ইউএনও স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

  • মৌলভীবাজার কলমগঞ্জে ছেলের হাতে বাবা’র মৃত্যু।

    মৌলভীবাজার কলমগঞ্জে ছেলের হাতে বাবা’র মৃত্যু।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জে ছেলে নন্দলাল রবিদাসের লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবি দাস (৪৫) এর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীগর কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নন্দলাল বর্তমানে  পলাতক রয়েছে।নিহত শ্যামলাল আলীগর কামারছড়া চা বাগানের শ্রমিক।

    স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলাল তার স্ত্রী শনিছড়ির সাথে সাপ্তাহিক মজুরির টাকা নিয়ে ঝগড়া করেন। এক পর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে নন্দলাল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।

  • গাবতলীতে স্যানোর উদ্যোগে তালবীজ বপন।

    গাবতলীতে স্যানোর উদ্যোগে তালবীজ বপন।

     

    ফজলে রাব্বীঃ বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর অন্তভুক্ত সংগঠন’প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা (স্যানো)র সহযোগিতায় বুুধবার(১৫ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার রেল লাইনের দুই পাশে ৫০০টি তালবীজ লাগিয়ে “তালবীজ বপন কর্মসূচী-২০২১” শুরু করা হয়েছে।

    তালবীজ বপন কর্মসূচীর আয়োজন করেন,প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা (স্যানো)কাহালু,বগুড়া সভাপতি এ.টি.এম. আহসান হাবীব তালুকদার (রঞ্জু)।

    বপন কাজে সহযোগিতা করেন,‘‘গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি”র সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (প্র.শি, হামিদপুর সপ্রাবি) ও সহ সভাপতি শ্রী বিপ্লব কুমার মহন্ত,“ফিরিয়ে দাও অরণ্য”র সভাপতি এম.ফজলুল হক বাবলু,“ধলির বিল যুব সংগঠন”এর সাধারণ সম্পাদক মোঃ মুঞ্জুরে মওলা নিরব ও সহ: সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিবুল হাসান,সোন্দাবাড়ী পরিবেশ উন্নয়ন কমিটি”র সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান মুন্নাসহ আরও অনেকে। সংগঠনগুলো প্রায় ২ হাজার তালগাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে

  • সিরাজগঞ্জে ওয়ারেন্টশন প্রোগামের বন্ধুর প্যানেল ল-ইয়ারদের সভা।

    সিরাজগঞ্জে ওয়ারেন্টশন প্রোগামের বন্ধুর প্যানেল ল-ইয়ারদের সভা।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ওয়াচডগ ফেলোশিপ ওয়ারেন্টশন প্রোগামের বন্ধু প্যানেল ল- ইয়ার এবং আইনজীবী সভা অনু্ষ্ঠিত হয়েছে ।

    বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে উক্ত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু। এতে সভাপতিত্ব করেন, ওয়াচডগ ফেলোশিপ মেম্বার মোঃ ওমর ফারুক রাব্বী।
    এসময় উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট,বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার,অ্যাডভোকেট মোছাঃ লায়লা ইয়াসমিন পপি,অ্যাডভোকেট খোরশেদ আলম খসরু,তৃতীয় লিঙ্গের কয়েকজন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ঝিনাইদহে প্রধান শিক্ষক গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

    ঝিনাইদহে প্রধান শিক্ষক গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

    অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের স্কুলের শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম (৫২)নামের এক প্রধান শিক্ষক।

    নিহত নজরুল সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাগান্না ঢালীপাড়া গ্রামের মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

    আজ বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক নজরুল ইসলামের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন।
    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়। যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে লাগানোছিলো। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
    নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জান গত ১৩ সেপ্টেম্বর নজরুল স্কুলে এসে আর বাড়িতে ফেরেনি। সেই থেকে ফোন বন্ধ করে নিখোঁজ ছিলো। আমার ভাইয়ের সাথে পারিবারিক কোন সমস্যাছিলো না।

  • আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলছে না এমন মন্তব্য হাস্যকর।

    আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলছে না এমন মন্তব্য হাস্যকর।

    নিউজ ডেস্কঃ আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলতে ভয় পাচ্ছে সরকার এমন বক্তব্য হাস্যকর ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ড.দিপুমনি।

    আজ বুধবার মহান জাতীয় সংসদ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল/২০২১ এর উপর বক্তব্যের সময় এমন মন্তব্য করেন তিনি।

    এ সময় উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন কে কাকে কিসের ভয় দেখায়।আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছি,আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সৈরাচার সরকার হঠিয়েছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছি।কাজেই ওই সব বুলি আওড়িয়ে লাভ নেই।দেশের ক্রান্তিকাল সময়ের জন্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের সকল বিষয় নিয়ে একটি রোডম্যাপ তৈরী করেছে।সেই ম্যাপ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

    বিএনপি’র উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন কারা আন্দোলন করবে,যারা জনসম্পৃক্তহীন,যাদের মানুষ প্রত্যাখান করেছে তারা করবে আন্দোলন এটা সত্যিই হাস্যকর বিষয়।

  • বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিনিয়োগের পথ সুগম করতে চুক্তি স্বাক্ষর।

    বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিনিয়োগের পথ সুগম করতে চুক্তি স্বাক্ষর।

    বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিনিয়োগের পথ সুগম করতে দুই দেশের মধ্যে চুক্তি হলো। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেণ্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট বা টিফা স্বাক্ষরিত হয়েছে।

    ১৫ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরাসরি এবং অস্ট্রেলিয়ার পক্ষে ওই দেশের বাণিজ্য,পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান ভার্চুয়াল সভা শেষে চুক্তিতে সই করেন।

    এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। টিফা স্বাক্ষরের কারনে অস্ট্রেলিয়ার বিনিয়োগ ও বাণিজ্য বাংলাদেশে বাড়বে।বাংলাদেশপ ১’শটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ সব অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুযোগ সুবিধার প্যাকেজ ঘোষনা করেছে সরকার।

    বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত সেবা প্রদানে সহজ করা হয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।

    সূত্রঃ রিদ্মিক নিউজ