Author: admin

  • সিরাজগঞ্জে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন।

    সিরাজগঞ্জে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করাহয়েছে।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে সদর উপজেলায় উক্ত ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন, সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদসদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    তিনি বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও ব্যাপক সাদৃশ্যমান উন্নয়ন করছেন। তা এ উপজেলাতে নতুন নতুন বিল্ডিং, মডেল মসজিদ,অডিটোরিয়াম দেখেই বুঝতে পারছেন আপনারা,জননেত্রী শেখ হাসিনা সরকার মানে উন্নয়নের সরকার,জনগনের সরকার, মানুষের ভাগ্য উন্নয়নের সরকার । তাই সকলের সহযোগিতা কামনা করছি।

    এতে অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,সদর এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, উপজেলাপরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন,ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

  • সপ্তাহে দু’দিন অষ্টম ও নবম শ্রেণির ক্লাস।

    সপ্তাহে দু’দিন অষ্টম ও নবম শ্রেণির ক্লাস।

    ডেস্ক নিউজঃ পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে দু’দিন নেওয়ার নির্শদেশ দিয়েছেন সরকার।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি মহাপরিচালক সৈয়দ মোঃ গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/অধ্যক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

    সরকারের সিদ্ধান্তে গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে ক্লাস শুরু হয়।শুরুতে পঞ্চম শ্রেণি,এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন চলবে অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল কর্তৃপক্ষ।

    সূত্রঃরিদ্মিমিক নিউজ।৷       ১৬/০৯/২০২১

  • চলতি মাসেই চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন-রেলমন্ত্রী।

    চলতি মাসেই চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন-রেলমন্ত্রী।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জ-ঢাকা রুটে আগামী চলতি সেপ্টেম্বরের মধ্যেই “সিরাজগঞ্জ এক্সপ্রেসচ্নামের ট্রেনটি পূণরায় চালু করা হবে।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ পূণরায় চালুকরণ বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেল সংযোগ প্রকল্পটি আমরা অনেক দূর এগিয়েছি। তবে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি বাস্তবায়ন কমিটি প্রকল্পটি দেখে সিদ্ধান্ত দিলে এ প্রকল্প শুরু হবে।

    তিনি বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ভারতের সাথে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবীগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি।

    রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার সারাদেশে রেল যোগযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেলসংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ কাজ করছে।

    সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, আওয়ামীলীগ নেতা এ্যাড. বিমল কুমার দাশ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, রেল বাঁচাও আন্দোলনের আহবায়ক এডভোকেট মাহবুবে খোদা টুটুল, জেলা বাসদের আহবায়ক ও রেল বাঁচাও আন্দোলনের যুগ্ন আহবায়ক নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণত সম্পাদক দিলীপ কুমার গৌর, শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ প্রমূখ।

  • সিরাজগঞ্জে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক কর্মশালা।

    সিরাজগঞ্জে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক কর্মশালা।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জেনারেশন ব্রেকথ্রু পকল্প-পর্যায় ২ জেমস সেশনের মুল বার্তা সমাজের নারী-পুরুষের মধ্যে বৈষম্য নয় চাই সাম্য ও সমতা সমাজ কর্তৃক আরোপিত নয় বরং দক্ষতা অনুযায়ী পরিবারের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালন করবে।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ শেখ কামাল অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বাস্তবায়নে ও জাতিসংঘ জন সংখ্যা তহবিল (ইউএনফপিএ) সহযোগিতায় ও জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জ ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) আয়োজনে জেনারেশন ব্রেকথ্রু বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক,জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প পর্যায় ২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা,জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ,সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমিক অফিসারগন ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন,অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় নারী পরুষকে পিটিয়ে রক্তাক্ত জখম।

    লক্ষ্মীপুরে চাঁদা না দেয়ায় নারী পরুষকে পিটিয়ে রক্তাক্ত জখম।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ৫ জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

    জায়গা জমি নিয়ে পূর্ব থেকে চলমান মামলার তদন্ত শেষে হামলাকারীরা অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ চালায়। ঘটনাটি ঘটেছে তেয়ারিগঞ্জ ইউনিয়নের বিনোদ ধর্মপুর গ্রামের কাজিম উদ্দিন খলিফা বাড়িতে

    মামলার এজাহার সূত্রে জানা যায়, নূর মোহাম্মদের ছেলে মোঃসেলিম প্রকাশ ইমরান হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একেই বাড়ীর মো: আবদুস সাত্তারের সাথে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল।ভবানীগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা চলমান মামলার তদন্ত কর্মকর্তা, মো: মামুন পাটোয়ারী ও তার সহায়ক মো: আজম খান বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সময় তদন্ত করে যাওয়ার পূর্ব থেকে পরিকল্পিত ভাবে আবদুস সাত্তারের ছেলে ইউসুফ(৩৫) সাইফুল(২৪) শরীফ(৩০) জাকির(৩৭) রাসেল(২৪)রিজন(১৯)কুলসুম বেগম(৩৩) নয়ন বেগম(৪৫) ও আবুল কাশেমের ছেলে রাশেদ(২৪) আরো অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে মোঃ সেলিমের বসত বাড়িতে ঢুকে হামলা করে ঘর ভাংচুর করে।

    এই সময় তাদের হাতে থাকা ধারালো ছেনি ও লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এতে মো: কবির হোসেন, জাকিয়া বেগম, সুফিয়া খাতুন, স্বপন ও সোহেল গুরুতর ভাবে রক্তাক্ত জখম হয়।

    তাদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী মো: নুর করিম,শামসুল আলম শ্যামল, মুনছুর আহমেদ, দুলামিয়া, আবুল খায়ের, দেলোয়ারা বেগম, এগিয়ে এলে আবদুস সাত্তারের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী রা কোনভাবে বাড়িতে প্রবেশ করতে দেয় না।

    স্থানীয়রা লক্ষ্মীপুর মডেল থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।পরে অবস্থার অবনতি হলো কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    এই বিষয়ে সেলিমের দাবী অভিযুক্ত আবদুস সাত্তারের ছেলে ইউসুফ আলী তার নিকট থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে দফায় দফায় হামলা ও হুমকি-ধমকি দিয়ে আসছিলো।

    তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক হুছাইন তিনি জানান, প্রকাশ্যে আব্দুস সাত্তারে ও তার ছেলে ইউসুফ সঙ্গবদ্ধ হয়ে ১০/ ১৫,জন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পিটিয়ে কুপিয়ে আহত করেছেন ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
    এর আগে জমিজমা বিষয়ে একাধিকবার ভূমি সহকারী মামুন পাটোয়ারী তার সহায়ক আজম খান ইউপি সদস্য আবু তাহের, কোহিনুর বেগম, রৌশন আক্তার স্থানীয় মান্যগণ্য রাজনীতিবিদ সহ অনেকে ছিল কাগজপত্র দেখে দখল শর্তে তিন বার আবুল খায়ের, ও নূর মোহাম্মদকে বুঝিয়ে দেয়া হয়। এর আগে আদালতের রায় পেলেন আবুল খায়ের এই নিয়ে আব্দুস সাত্তারের ছেলে ইউসুফ বলেন,উনারা চেয়ারম্যান-মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কাউকে মানে না।
    আব্দুস সাত্তারের ছেলে ইউসুফকে সমাজের মাদক ব্যবসায়ী হিসেবে স্থানীয়রা চিনেন তারা চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য কাউকে পরোয়া করে না তাদের একাধিক মামলা আছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান – ‘আমি মারামারি ঘটনাটি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ এস, আই, মোহাম্মদ হান্নানা মিয়াজী কে পাঠিয়েছি, এই মারামারিকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে জেলা পর্যায়ের সেমিনার।

    সিরাজগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে জেলা পর্যায়ের সেমিনার।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    “মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর ব্যবস্থাপনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ অফিসার ক্লাবে আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক তোফাজ উদ্দিন আহমেদ।

    বিশেষ অতিথি বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম,জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর, ঢাকা এর উপ-প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ আবু হানিফ,জেলা আনসার কমান্ড্যানট মির্জা সিফাত -এ-খোদা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

    উক্ত সেমিনারে স্বাগত বক্তব্যে রাখেন,জেলা মৎস্য র্কমকর্তা মোঃ সাহেদ আলী।

    অনু্ষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক দায়িত্বে ছিলে, সদর উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

    এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,পৌর কাউন্সিলর রোমানা রেশমা,জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি আলী আহমেদ টুংকু সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম,বেলকুচি উপজেলার বড়ধুল ইউপি চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা সহ সিরাজগঞ্জ জেলা প্রতিটি উপজেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তৃতারা বলেন,ইলিশ হচ্ছে বাংলাদেশের সম্পদ। তাই কোন ক্রমেই ঝাটকা ও মা ইলিশ ধরা যাবেনা। সবাইকে সর্তক থাকার আহবান জানান।

  • নলডাঙ্গায় মাদক ব্যবসায়ীর বসত বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার।

    নলডাঙ্গায় মাদক ব্যবসায়ীর বসত বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার।

    নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী জুয়েল শেখের বসত বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে গাঁজার গাছ উদ্ধার করেছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

    এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু তার চাষ করা গাঁজার গাছ উদ্ধার করেন আদালত।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়ি ভিতর হতে একটি মাদকদ্রব্য গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। গাজা ব্যবসায়ী জুয়েল শেখ ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

    উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখের বাড়ির ভিতর থেকে অনুমান ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

    পরে ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    নজরুল ইসলাম,নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

    ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে তিন শিশু কন্যা পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে অপরদিকে প্রতিবন্ধি অপর শিশুকন্যাকে গুরুতর আহতাবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

    স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুইটার দিকে কুরাটি গ্রামের বাচ্চু মিয়ার শিশু কন্যা হাবিবা(৯)তারা মিয়ার কন্যা তানিয়া(৮)অপর প্রতিবন্ধি শিশু কন্যা সুমাইয়া(১২)বৃষ্টি নামলে জনৈক মালেকের পুকুরে সাঁতার কাটতে নামে।

    পরবর্তী সময় বাড়ির লোকজন আহতাবস্থায প্রতিবন্ধি শিশু সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে হাবিবা ও তানিয়াকে পুকুরের পানির নীচে মৃতবস্থায় পায়।পরে দুই শিশু কন্যাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপিঃমেম্বার মোঃ আব্দুল কাদির ঘটনা নিশ্চিত করে জানান শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল পরে তাদেরকে মৃতঅবস্থায় নান্দাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী(৬৮) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলী রায়গঞ্জ থানার মিত্রতেঘরিয়া গ্রামের মৃত জেনাত আলীর ছেলে।

    বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকা গ্রামের কবরস্থান এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামের একটি ট্রাকের ধাক্কায় ওই বৃদ্ধর মৃত্যু হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জানান নিহত ইউসুফ উপজেলার চরিয়া শিকা গ্রামের কবস্থান মসজিদে যোহরের নামাজ আদায় করার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধর মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার শিক্ষক ইকবাল।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন। তাকে বুধবার রাতে পৌরসভার শ্যামলীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    ইকবাল উল্লাপাড়ার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।তিনি বিভিন্ন অপরাধে তিনবার গ্রেপ্তার হলেন। এর আগেও ওই শিক্ষক চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হয়েছেন।

    উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গ্রেফতার শিক্ষক ইকবাল হোসেনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

    উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবীর জানান, সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় বুধবার রাতে ইকবাল হোসেনকে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

    উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী একরাম হোসেন জানান, বার বার বিভিন্ন মামলায় জড়ানোর কারনে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

    উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, ইকবাল হোসেন এর আগেও চাঁদাবাজী ও তার দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।