Author: admin

  • লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকট; ভোগান্তি জনসাধারণ।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে জনবল সংকট; ভোগান্তি জনসাধারণ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার বলেছেন,পর্যাপ্ত জনবলের অভাবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আশানুরুপ চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

    ১০০ শয়্যার হাসপাতালে প্রতিদিন দ্বিগুণের বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে, তাই ইচ্ছে থাকা স্বত্ত্বেও সকল রোগীকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুরের মধ্যে আয়োজিত অনলাইনভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    করোনা সংকটে স্বাস্থ্য সেবার সার্বিক চিত্র, প্রতিবন্ধকতা ও করণীয়: প্রেক্ষিত লক্ষ্মীপুর সদরথ শীর্ষক এ মতবিনিময় সভায় করোনাকালীন সংকট মোকাবেলায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করা হয়। সনাক, লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডএম ফারুকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন।

    সিভিল সার্জন বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হলেও ৫০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে যা খুব চ্যালেঞ্জিং। একাধিকবার লোকবলের চাহিদা দেওয়া স্বত্বেও পর্যাপ্ত লোকবল না পাওয়ায় সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।

    করোনার স্যাম্পল কালেকশনে একজন সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টির আলোকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সেবাগ্রহীতাদের অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন জায়গায় সরাসরি অভিযোগ জানানোর জন্য সিভিল সার্জনের মোবাইল নাম্বার দেয়া হয়েছে। সেখানে লোকজন অভিযোগ জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়।

    বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন সীমবদ্ধতা থাকা স্বত্ত্বেও করোনা পরিস্থিতির মধ্যে দৈনিক গড়ে ৮০০ থেকে ১০০০ রোগীর সেবা প্রদান করা হচ্ছে, যা চলমান রয়েছে। কোন সেবাপ্রার্থী সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে এবং তৎক্ষণাৎ তাকে অবহিত করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন স্বাস্থ্য বিভাগের প্রশংসা করে বলেন, সমগ্র বাংলাদেশে কোভিড-১৯ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসকল ভালো উদ্যোগ রয়েছে, নিশ্চয়ই লক্ষ্মীপুর তার গর্বিত অংশীদার।

    সার্বিকভাবে অনেক সীমাবদ্ধতা থাকার পরেও সেবাদানকারী প্রতিষ্ঠানের আন্তরিকতার উপর অনেক কিছু নির্ভর করে। যদি আমরা আরেকটু আন্তরিক হই তাহলে নিশ্চয় কাংখিত মানের সেবা প্রদান করতে পারবো। তিনি লক্ষ্মীপুরের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী তার বক্তব্যে করোনাকালীন স্বাস্থ্যসেবা প্রদানে চিকিৎসকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, হাসপাতালে সেবা নিতে এসে রোগীরা যাতে কোন হয়রানীর শিকার না হয় এবং সঠিকভাবে তাদের কাংখিত সেবা পেতে পারে সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাছাড়া লক্ষীপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম চোখে পড়ার মতো, যার কারণে সেবাপ্রার্থীরা বিড়ম্বনার স্বীকার হন। তিনি এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

    টিআইবি, লক্ষ্মীপুরের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ডাঃ মোঃ সালাহ উদ্দিন শরীফ এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি পারভীন হালিম, সনাক সদস্য ও সহকারি অধ্যাপক সুলতানা মাসুমা ও ইয়েস দলনেতা শান্ত চন্দ্র পাল।

  • কানাইঘাটে ৬ সন্তানের জননীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার-১।

    কানাইঘাটে ৬ সন্তানের জননীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার-১।

    মিজানুর রহমান,কানাইঘাট(সিলেট)প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামের ৫০ উর্ধ্ব ৬ সন্তানের মহিলার যৌন হেনস্থার ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার আরো এক আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ মামলার আসামী আগতালুক গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র জব্বার (২৩) কে কানাইঘাট-হরিপুর সড়কের সেলফি ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করে।

    কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম পিপিএম জব্বারের গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন,আত্মগোপনে থেকে পালিয়ে যাওয়ার সময় মহিলার যৌন হেনস্থা ও পোর্নগ্রাফী মামলার ৩ নং আসামী জব্বারকে গ্রেফতার করা হয়।এ নিয়ে মামলার ৪ জন আসামীর মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

    উল্লেখ্য যৌন নির্যাতন ও হেনেস্থা করে ৬ সন্তানের জননী ৫০ উর্ধ্ব এই মহিলার আপত্তিকর ভিডিও ভয়ভীতি দেখিয়ে গত ২৩ আগষ্ট গভির রাতে মহিলার পাকা ঘরের বারান্দার গ্রীলের ভিতরে ধারণ করার সাথে জড়িত ছিল সম্পর্কে মহিলার নাতি একই বাড়ীর আব্দুল্লাহ,জব্বার,বড় আব্দুল্লাহ ও সায়েদ উল্লাহ। তারা মোটা অংকের টাকা মহিলার কাছে দাবী করলে ২০ হাজার টাকা দেওয়ার পরও যৌন হেনেস্থোর আপত্তিকর ভিডিও ঘটনার সাথে জড়িত ৪ জনের যোগসাজসে ফেসবুকে ছেড়ে দেওয়া হলে তাদের বিরোদ্ধে ঐ মহিলা থানায় নারী ও শিশু নিযার্তন এবংপোর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

  • কিশোরদের সামাজিক মাধ্যম নেতিবাচক প্রভাব; গবেষনায় ফেসবুক ও ইনস্টাগ্রাম।

    কিশোরদের সামাজিক মাধ্যম নেতিবাচক প্রভাব; গবেষনায় ফেসবুক ও ইনস্টাগ্রাম।

    নিউজ ডেস্কঃ কিশোর বয়সীদের ফেসবুক ব্যবহারকারীদের উপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্নভাবে গবেষণা চালিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে।

    ফেসবুক ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক মাধ্যমগুলোর নেতিবাচক প্রভাবের প্রমাণও মিলেছে সেই গবেষণায়। কিন্তু অভ্যন্তরীণ গবেষণা ফলাফল সমালোচক, বিশ্লেষক ও সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে এতোদিন গোপন রেখেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

    ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণা এবং তার ফলাফল চেপে যাওয়ার বিষয়টি প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওই গোপন গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে আবারও সমালোচক ও প্রযুক্তি বিশ্লেষকদের তোপের মুখে পড়েছে শীর্ষ সামাজিক মাধ্যমটি।

    প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণাতেই উঠে এসেছে কিশোর-কিশোরীদের মধ্যে উদ্বেগ আর বিষাদ বাড়াতে বড় ভূমিকা রেখছে ইনস্টাগ্রামে। কিশোর বয়েসীদের একটা অংশ আত্মহত্যার চিন্তায় প্রভাবিত হচ্ছেন সামাজিক মাধ্যমটির কারণে।

    সূত্রঃ রিডমিক নিউজ

  • রবসনের গোলে শেখ রাসেলকে হারিয়ে বসুন্ধরা চ্যাম্পিয়ান।

    রবসনের গোলে শেখ রাসেলকে হারিয়ে বসুন্ধরা চ্যাম্পিয়ান।

    ক্রিড়া ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রিড়া চক্রের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতে দেশের ইতিহাসে সর্ব্বোচ্চ পয়েন্টের রেকর্ড গরলেন বসুন্ধরা কিংস। লিগের সর্বোচ্চ গোলকরার রবসন রবিনিয়োর একমাত্র গোলে জয় পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।

    ১৭ সেপ্টেম্বর শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই শেখ রাসেল ক্রিড়া চক্রকে চেপে ধরেছিলো বসুন্ধরা কিংস।কয়েকবার আক্রমণ করেও প্রথমার্ধে অবশ্য প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পরেননি বসুন্ধরা কিংস।

    বিরতির পর খেলতে নেমে আগের মতোই শেখ রাসেল ক্রিড়া চক্রকে কোণঠাসা করে রাখে বর্তমান চ্যাম্পিয়ান বসুন্ধরা কিংস।বেশ ক’টি পরিবর্তনের পর আরো দুর্দান্ত হয়ে উঠেছিল খেলোয়ারা।
    ৭৮ মিনিটের সময় ডিবক্সের মধ্যে শেখ রাসেল ডিফেন্ডারের হাতে বল লেগে যাওয়ায় পেনাল্টি পায় বসুন্ধরা। ৭৯ মিনিটের সময় দুর্দান্ত স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় রবসন।

    নিজের ২১ তম গোলে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। তার এক মাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
    একই সাথে বাংলাদেশ প্রিমিয়াম লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস।২৩ ম্যাচে ২১ টিতে জয় লাভ করে ৬৪ পয়েন্ট নিয়ে নিজেদের ৬৩ পয়েন্ট অর্জনের রেকর্ড ভাঙে বর্তমান চ্যাম্পিয়ানরা।

    সূত্রঃ বাংলা নিউজ ২৪।
     

  • সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক-১।

    সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক-১।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত লিপিকেও আটকের চেষ্টা চলনো হচ্ছে।

    শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর )সকাল ৯ টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ- পরিদর্শক ইউনুস আলী।

    বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

    তথ্যসূত্রে জানা যায় ভুক্তভোগী নারীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে যায় দেলোয়ার দম্পতি। ভুক্তভোগী বাসায় কাজ করার সময় ঘর থেকে লিপি বের হয়ে যায়। এই সুযোগে দেলোয়ার গৃহকর্মীর শ্লীলতাহানি করেন। এসময় লিপি ঘরে ফিরে তাকে মারধর শুরু করেন।

    এক পর্যায়ে ওড়না দিয়ে বেধে বিকেল পর্যন্ত মারধর করে তার স্পর্শকাতরা স্থানে আয়রনের ছ্যাকা দেন। পরে জাত ও পায়ের নক তুলে ফেলার চেষ্টা করেন।

    শেষ পযর্ন্ত মাথার চুল কেটে দেন তারা। এ ঘটনায় ওই বাড়ির ওপর এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেন। বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় তিনি।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস জানান ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগে দেলোয়ার হোসেনকে আটক করা হয়ছে। লিপিকে আটকের জন্য অভিযান চালানো হয়েছে।

  • সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধন।

    সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধন।

    সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ (সেপ্টেম্বর) শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকায় শেরনগর মেইন রোড (কেন্দ্রীয় মসজিদের দক্ষিনে) সংলগ্ন ভবনে সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম মোফাখখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ডেপুটি কোর্স কো-অডিনেটর আকতার হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ জাহিদুল ইসলাম, সমাজ সেবক আব্দুল মজিদ খাঁন, ডা: শাকিল আহাম্মেদ, ডাঃ তারেক আজিজ, হাজী নুরুল ইসলাম আমিন, সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজিওথেরাপিস্ট মেছবাহ উদ্দিনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। বেলকুচিতে এই প্রথম এ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই ফিজিওথেরাপির মাধ্যমে মানবদেহের, মেরুদন্ড, কোমর, হাটু,হাত,পা সহ যে কোন ব্যাথা, প্যারালাইসিস, ষ্ট্রোকজনিত সমস্যা, বাতের ব্যাথাসহ বিভিন্ন রোগের স্বল্পখরচে চিকিৎসা করা হয়।

    এসময় বক্তাগণ ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক জনসচেতনতা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্সের উন্নতি প্রত্যাশা করেন।

    সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি না থাকায় বেলকুচির মানুষ অন্য জেলায় গিয়ে থেরাপি নিতে হয়। তাই বেলকুচি মানুষের কষ্ট লাঘবের জন্যেই আমি বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি চালু করেছি। এখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা ও আবাসনের সুব্যবস্থা রয়েছে। প্রতি শুক্রবারে ফ্রি রোগী দেখা হয়।

  • লক্ষ্মীপুরে দিনে ছেলেকে হত্যার হুমকি, রাতে তার বাবাকে হত্যা;আটক-১।

    লক্ষ্মীপুরে দিনে ছেলেকে হত্যার হুমকি, রাতে তার বাবাকে হত্যা;আটক-১।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সুপারী চুরির ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করাকে কেন্দ্র করে মো. দুলাল (৫০) নাম এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

    হত্যাকারী মেহেদী হাসান (১৮) দিনভর নিহত দুলালের ছোট ছেলে মুরাদকে হত্যার হুমকি দেয়। রাতের দুলালকে হত্যা করে ঘাতক মেহেদী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    দুলাল মোহাম্মদনগর গ্রামের রঞ্জন আলী হাজী বাড়ির মৃত অজি উল্যার ছেলে। তার ৪ পুত্র ও এক মেয়ে রয়েছে।

    ঘাতক মেহেদী হাসান একই বাড়ির হাফিজের পুত্র।
    এ ঘটনায় নিহতের মেঝ ছেলে মো. রাশেদ হোসেন ঘটনার সাথে জড়িত চার জনের নামে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতক মেহেদী হাসানকে গ্রেফতার করে।

    নিহতের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার স্থানীয় নাজিম ও আসিফ নামে দুই বখাটে যুবক ইউপি সদস্য মাসুদের সুপারী বাগান থেকে সুপারী চুরি করে। বিষয়টি নিহত দুলালের ছোট ছোট ছেলে মুরাদের বন্ধুরা মোবাইল ফোনে ধারণ করে।

    ভিডিওটি মুরাদ তার মোবাইলে সংরক্ষণ করে রাখে। এ নিয়ে চুরির সাথে জড়িতরা মুরাদের উপর ক্ষিপ্ত হয়। তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুরাদের বাড়ির বখাটে মেহেদী হাসানকে ভাড়া করে।

    নিহত দুলালের বড় বোন জীবনের নেহার ভাই হত্যার বিচার চেয়ে জানান, গতকাল দুপুর থেকেই মেহেদী তার ভাই ও তাদের ছেলেদের হত্যা করার হুমকি দিয়েছে। কয়েকবার লম্বা একটি চুরি হাতে করে তেড়ে আসে মেহেদী।

    বিকেলে এ নিয়ে ঝগড়াও হয়। রাতে বাড়ির পাশের সফির দোকানের সামনে ঘাতক মেহেদীর পিতা হাফিজ ও তার মা সবুরা মিলে অটোরিকশা চালক দুলালের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

    নিহতের মেঝো ছেলে রাশেদ হোসেন জানান, মেহেদীর মা সবুরা তার ছোট ভাই মুরাদকে মারধর করে। এতে তার পিতা বাধা দেওয়ায় অতর্কিতভাবে ছুরি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে মেহেদী। এতে ঘটনাস্থলে তার পিতা লুাটিয়ে পড়লে তিনি পিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    তিনি জানান, এলাকাবাসী ঘাতক মেহেদীকে আটক রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।এ ঘটনায় রাতেই রাশেদ চন্দ্রগঞ্জ থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এতে ঘাতক মেহেদীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামীরা হলেন সুপারী চুরির সাথে সম্পৃক্ত নাজিম উদ্দিন, মেহেদীর পিতা হাফিজ ও তার মা সবুরা।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফজলুল হক জানান, ঘাতক মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহন চলছে।

    রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহন চলছে।

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া।১৭-১৯ সেপ্টেম্বর নির্বাচনে ১১টি টাইম জোনে বিস্তৃত অঞ্চলে শুক্রবার পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে।

    তিন দিনের এই পার্লামেন্ট নির্বাচনে রাশিয়ার পূর্বাঞ্চলে ভোট গ্রহন শুরু হয়েছে।এই নির্বাচনের আগে বিরোধী দলের উপর ব্যাপক দমন পিড়ন করার অভিযোগ রয়েছে। নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি ক্রেমলিনের সবচেয়ে কঠোর সমালোচক আলেক্সাই নাভালনিকেও।কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ইলা পামফিলোভা এক সরাসরি সম্প্রচারে বলেন চলুন ভোট দেই।রোববার পর্যন্ত ভোট দিতে পারবেন দেশটির সাধারন ভোটাররা।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত দল ইউনাইটেড রাশিয়ার পার্লামেন্টের প্রভাব কমানোর কোন ইঙ্গিত এই নির্বাচনে নাই। দেশটিতে ১৪ টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

    এ দিকে রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যাবেক্ষণ করতে রাশিয়ায় ৭দিনের সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা।

    সূত্রঃ রিডমিক নিউজ। ১৭/০৯/২১

  • নতুন আঙ্গিকে নিজের ইউটিউব চ্যানেলে নায়িকা-শাবনূর।

    নতুন আঙ্গিকে নিজের ইউটিউব চ্যানেলে নায়িকা-শাবনূর।

    বিনোদন ডেস্কঃ বাংলাদেশর চলচ্চিত্রের নব্বই দশকের পরবর্তি সময়ের সফল ও আলোচিত নায়িকা হিবাবে খ্যাত শাবনূর নতুন আঙ্গিকে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন।টানা দুই দশক ঢাকাই সিনেমার নায়িকা হিসাবে শীর্ষস্থান ধরে রাখেন সূর্দশনীয় নায়িকা শাবনূর।

    এক সময় সালমান শাহ শাবনূর জুটি মানেই মানেই চিলো সুপারহিট সিনেমা।সালমান শাহ’র অকাল মৃত্যুর পর রিয়াজের সাথে গড়ে তোলেন জুটি।কিছুদিন পর এ জুটি দর্শকের কাছে হয়ে উঠে জনপ্রিয় ও সফল। এ ছাড়াও ফেরদৌস,শাকিব খান ও মান্নার সাথেও শাবনূরের জনপ্রিয় ও সফল সুপারহিট একাধিক সিনেমা রয়েছে।

    লম্বা বিরতির পর দেশে ফিরে সম্প্রতি তার সিনেমায় ফেরার খবর শোনা যাচ্ছে। বিদেশ সফরের কারনে বহুদিন ধরে সিনেমার বাইরে রয়েছে নন্দিত জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার তিনি দর্শকদের দরবারে ফিরছেন নতুন কোন সিনেমা দিয়ে নয়। এবার তিনি ফিরেছেন দর্শকদের দরবারে। তবে নতুন কোনো সিনেমায় দিয়ে নয়। তিনি বর্তমান সময়ের বিশ্বে ব্যাপক জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব চ্যানেল নিজের নামে চালু করেছেন।

    ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শাবনূর বলেন বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই তোমাদের ভালোবাসা পেতে চাই।এ প্রসঙ্গে শাবনূর জানান আমার ইউটিউব চ্যানেলে আমার অভিনীত সিনেমাগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে।সিনেমার গানগুলো নতুন করে সংগীত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।আপনাদের কাছে থাকার জন্য বিভিন্ন তথ্য শেয়ার করবো আপনাদের সাথে। বলতে পারেন ভক্ত শ্রোতাদের পাশে থাকার জন্যই ইউটিউব চ্যানেল খুললাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন।

  • লক্ষ্মীপুরে নিজ অর্থে গভীর নলকূপ বিতরণ করলেন-এমপি নয়ন।

    লক্ষ্মীপুরে নিজ অর্থে গভীর নলকূপ বিতরণ করলেন-এমপি নয়ন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ যে কোন জনপ্রতিনিধিদের নিয়ে মানুষের বিরূপ মন্তব্য পরিলক্ষিত হয় সচরাচর।জনপ্রতিনিধি মানেই যেনো কথার বরখেলাপ কারি।

    কিন্তু লক্ষ্মীপুর-রায়পুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর ক্ষেত্রে তা বিপরীত দেখা যাচ্ছে। সম্প্রতি উপ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পরপরই তার ব্যাতিক্রমী এক সেবায় ওই নির্বাচনী এলাকার জনগণ ব্যাপক মুগ্ধতা প্রকাশ করেছেন।
    এমপি হিসেবে নিজের নির্বাচনী এলাকার জন্য প্রথমবারের মতো বরাদ্দপ্রাপ্তির ১১৭টি গভীর নলকূপ বিতরণে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    নিয়ম অনুযায়ী ১১৭ জন উপকারভোগীর প্রত্যেকে ৭ হাজার টাকা করে নামমাত্র সরকারি ফি জমা দেয়ার কথা থাকলেও তিনি তা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেছেন। এর বিপরীতে তিনি ৭ হাজার টাকা করে ১১৭ জনের মোট হিসেবে ৮ লাখ ১৯ হাজার টাকা ব্যাক্তিগত এ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে পরিশোধ করেছেন।

    গভীর নলকূপ স্থাপনের স্থানীয় বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর- লক্ষ্মীপুর এর নির্বাহী প্রকৌশলীর অনুকূলে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এমপি নয়ন ব্যাক্তিগত এ্যাকাউন্টের চেকের মাধ্যমে তা জমা দেন।

    এইদিনই জমাকৃত চেকের একটি ফটোগ্রাফি তিনি নিজের ফেসবুক পেজে বর্ণনাসহ পোস্ট করলে শুভার্থীদের ইতিবাচক অসংখ্য মতামত সমেত এটি ভাইরাল হয়ে যায়।

    তানভির হায়দার রিংকু নামের একজন কমেন্টে বলেন, জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি নয়ন। জনসেবায় তিনি নব দিগন্তের সূচনা করলেন। নাজমুল সুমন নামের আরেকজন এমপিকে উদ্দেশ্য করে লিখলেন, ডেডিকেটেড ফর মাচ পিপল, স্যালুট..।

    কামরুল হাসান রাসেল নামের একজন কমেন্ট করেন, ধন্যবাদ লক্ষীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এই প্রথম কোন এমপি নিজ সংসদীয় এলাকায় সরকারি বরাদ্দ কৃত গভীর নলকূপ এর সরকারি ফি নিজস্ব অর্থায়নে পরিশোধ করে জনগণের পানির ব্যবস্থা করলেন।

    সৈয়দ বাপ্পী কমেন্ট করে লেখেন, সদর (আংশিক) এবং রায়পুর উপজেলা বাসীকে কথা দিয়ে কথা রাখলেন এমপি মহোদয়। সফলতা কামনা করি।
    অপরদিকে জেলার অন্য আসনের বাসিন্দা অনেকেই আক্ষেপ করে কমেন্টে জানান, তাদের ভাগ্য খারাপ তাই তারা এমন একজন এমপি পাননি।

    এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই জানান, অন্য আসনগুলোতে এমপির বরাদ্দের গভীর নলকূপ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। এমনকি সরকারি নির্ধারিত ফিথর চেয়েও অধিক পরিমান টাকা ওইসব এমপিদের নিজস্ব লোকের কাছে আগাম জমা দিতে হয়। এক্ষেত্রে অনেকেই প্রতারিত হওয়ার একাধিক ঘটনাও রয়েছে বলে জানা যায়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাম এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপন সরকারের একটি দীর্ঘমেয়াদি চলমান প্রকল্প।

    এ প্রকল্পের আওতাধীন মনোনীত উপকারভোগীরা প্রত্যেকে সরকারিভাবে একটি করে গভীর নলকূপ প্রাপ্ত হয়ে থাকেন। অবশ্য এর জন্য নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ৭ হাজার টাকা করে জমা দিতে হয় প্রত্যেক উপকারভোগীকে। এই টাকা সরকারের কোন একটি ট্রেজারি ব্যাংকে চালানের মাধ্যমে স্থানীয়ভাবে বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর পরিশোধ করার নিয়ম। বিনময়ে সরকার একেকজন উপকারভোগীকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি করে গভীর নলকূপ প্রদান করে থাকে। প্রকল্পের নিয়ম অনুযায়ী যা সরকারের নির্দিষ্ট বাস্তবায়ন সংস্থা নিজ দায়িত্বে নির্ধারিত স্থানে স্থাপন করে দেয়। বিগত কয়েক বছর থেকে সরকার বিভিন্ন মাধ্যমে বরাদ্দ দিয়ে গভীর নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করে চলছে।তম্মধ্যে উল্লেখযোগ্য বরাদ্দপ্রাপ্ত হন স্থানীয় সংসদ সদস্য।

    লক্ষ্মীপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর উপ পরিচালক নাসির উদ্দিন জানান, এমপি নিজেই উপকার ভোগীদের সরকারি ফি জমা দেয়ার বিষয়টি বিরল।

    জানতে চাইলে লক্ষ্মীপুর-২ (সদরের আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, প্রশংসা পাওয়ার জন্য নয়। নির্বাচনী ওয়াদা পূরণের জন্যই তিনি ব্যাক্তিগত তহবিল থেকে এ টাকা জমা দেন। নিজ এলাকার জনগণের কাছে তিনি বিভিন্নভাবে দায়বদ্ধ বলে জানান।

    নির্বাচনে তিনি গভীর নলকূপ সবসময় বিনামূল্যে বিতরণ করবেন বলে ঘোষণা দেয়ার কথাও স্মরণ করে জানান। এছাড়া নিজের নির্বাচনী এলাকার সড়ক যোগাযোগের উন্নয়নসহ অবকাঠামোগত আরও উন্নয়নের প্রতিশ্রুতিও তিনি জনগণকে দিয়েছেন বলে জানান। সেইসব ক্রমান্বয়ে তিনি নিশ্চিত বাস্তবায়ন করবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন।