Author: admin

  • উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাদারা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে মানারুল ইসলাম(২৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে শরিফুল ইসলাম(৪০)।এ সময় তাদের তল্লাশি করে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    রোববার ১৯ সেপ্টেম্বর sirajgonj district police নামের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের ফেসবুক পেজে জানানো হয় রোববার রাত পৌনে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ইমাম আলী মার্কেটের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নিষিদ্ধ ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

    এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিট সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার স্ট্যান রিলিজ।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার স্ট্যান রিলিজ।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান আলীসহ ৪ পুলিশ কর্মকর্তাকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

    জানা গেছে ওই ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিদৃষ্ট অভিযোগ অনিয়ম,দুর্নীতি,দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারনে তাদেরকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

    বিষয়টি রবিবার ১৯ সেপ্টেম্বর সন্ধার পর গণমাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন।
    এ সময় তিনি গণমাধ্যমকে জানান দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অভিযুক্তরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী, উপপরিদর্শক জাহিদ হোসেন,পুলিশ কনস্টেবল আজম আলী ও রুহুল আমিন।

    জানা যায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারীতে শাজাহান আলী সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগদান করেন।গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর ওসিসহ ৪ জনকে নিদৃষ্ট সময়ের আগেই ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়।

    স্ট্যান রিলিজের বিষয়টি হাইওয়ে থানা অস্বীকার করলেও বদলির বিষয় নিশ্চিত করেন টিআই রফিকুল ইসলাম।

  • চৌহালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    চৌহালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    চলতি ২০২১-২২ইং অর্থবছরে উচ্চ ফলনশীল নাবী জাতের পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

    রবিবার সকালে চৌহালী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ৷

    চৌহালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ,খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো: মাসুম সিকদার,ছাত্রলীগের সহ সভাপতি মো:রোকনুজ্জামান রকু প্রমুখ।

    বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-সহকারী কৃষি অফিসার(ডিপ্লোমা) ছানোয়ার হোসেন শামীম আহমেদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপজেলা পাঁচটি ইউনিয়নের ২০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ৫০০ গ্রাম করে নাবী জাতে পাট বীজ, এবং ১০ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে উচ্চ ফলনশীল নাবী জাতের পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার ৬৩০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।এদের মধ্যে উপজেলার খাষপুকুরিয়ার, খাষকাউলিয়া, বাঘুটিয়া ,উমারপুর ও ঘোড়জান ইউনিয়নের কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷

  • ইউপি নির্বাচনে ৪৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।

    ইউপি নির্বাচনে ৪৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।

    অনলাইন ডেস্কঃ সারাদেশে ১৬০ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোমবার ভোট হবে।তবে ভোটের আগেই বাগেরহাট,চট্রগ্রাম ও খুলনায় ৪৩ টি ইউনিয়নে আওয়ামীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ৬৬ টি ইউপির মধ্যে ৩৮ টি ইউনিয়নে নৌকার প্রার্থী ব্যতিত অন্য কোন প্রার্থী ছিলো না,বাকী ২৮ টি ইউনিয়নেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন।

    সোমবার যে সকল জেলায় ইউনিয়ন পরিষদ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এর মধ্যে খুলনা ৩৪ টি,বাগেরহাট ৬৬টি,সাতক্ষীরায় ২১টি,নোয়াখালী ১৩ টি,চট্টগ্রাম ১২ টি ও কক্সবাজারে ১৪ টি ইউনিয়নে ভোট হবে।

    বাগেরহাটের বাইরে চট্রগ্রামের সন্দ্বীপে ৪ টি ও খুলনায় একটি ইউনিয়নে আওয়ামীলীগ মোননীত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।

    দেশে প্রায় সাড়ে চার হাজার গত বছর কয়েক ধাপে ইউনিয়নে কয়েক ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গেল ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১ টি ইউপিতে ভোটের তফসিল ঘোষনা করেছিলো।

    করোনার কারোনে ভোট স্থগিত করা হয়।২১ জুন ২০৪ টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।সীমান্তবর্তি এলাকায় করোনা পরিস্থির অবনঅবনতি হওয়ায় ১৬৭ টি ইউনিয়নে ভোট স্থগিতাদেশ করা হয়েছিলো। প্রথম ধাপে ১৬৭ টি ইউপির মধ্যে ১৬০টি ইউপিতে ভোট গ্রহন করা হয়।

    সূত্রঃ দৈনিক জনবাণী

  • হাতীবান্ধায় এক বৃদ্ধের আত্মহত্যা।

    হাতীবান্ধায় এক বৃদ্ধের আত্মহত্যা।

    ফারুক হোসাইন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেটের ব্যাথা সইতে না পেরে গলায় রশি দিয়ে জয়নাল আবেদীন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ পারুলিয়া (বটতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

    মৃত জয়নাল আবেদীন ঐ এলাকার মৃত হযরত আলী তালুকদারের ছেলে। পেশায় মৎস্যজীবী ও গ্রামে বিভিন্ন ধরনের তেলেভাজা খাবার বিক্রি করে জীবিকার নির্বাহ করতেন। এলাকায় তাকে জয়নাল দোকানী বলে সবাই চিনে।

    জানা গেছে, মৃত জয়নাল দোকানী গতকাল বিকালে দুটি খলাই (মাছ শিকারের জন্য বাঁশের তৈরী) বটতলায় বিক্রি করে। সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে দিয়ে ঘুন্টিবাজারে যায়। সেখান থেকে পেটের ব্যাথার জন্য ঔষধ নিয়ে এসে বাড়িতে সামান্য কিছু ভাত খেয়ে ঔষধ খায়। রাত ১১টার দিকে জাকেরের মাহফিলে যাবার কথা বলে আবারও বাহিরে যায়।

    সকাল ৬টার দিকে প্রতিবেশী মন্টুর ছেলে মঞ্জু মিয়া (৩০) নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দেখেন জয়নাল দোকানী একটি ইউক্লিভটার গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

    এলাকাবাসীও জানান, জয়নাল দোকানী দীর্ঘদিন হতে পেটের ব্যাথার রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও তার সে রোগ সারেনি। এজন্য তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

    মৃত জয়নালের স্ত্রী ফিরোজা বেগম (৬০) জানান, তার স্বামীর পেটের ব্যাথার অশুখ ছিলো। এর আগে দুইবার অপারেশন করলেও রোগ সারেনি। পেটের ব্যাথার কারণে তিনি ঠিকমতো খাওয়াদাওয়া করতে পারতেননা। হয়তো এজন্য তিনি আত্মহত্যা করেছেন। তবে তার স্বামীর সাথে কারো কোন ঝগড়াবিবাদ ছিলো বলেও তিনি জানান।

    এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম।

    ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে খোজখবর নিয়ে এসেছি। মৃত জয়নাল দোকানী খুবই ভালো লোক ছিলো। তার সাথে এলাকাবাসীর কারো কোনদিন কোন ঝামেলা হয়েছে বলে তিনি শুনেননি। এমনকি অভাবের মাঝে থাকলেও জয়নাল দোকানী কোনদিন ইউনিয়ন পরিষদে এসে সাহায্য সহযোগিতা চাননি।

    হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রাথী ছলিম উল্লাহ’র মতবিনিময়।

    রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রাথী ছলিম উল্লাহ’র মতবিনিময়।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে গণসংযোগের অংশ হিসাবে চেয়ারম্যান প্রার্থী ছলিম উল্লাহ’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    নির্বাচনকে সামনে রেখে এলাকাবাব্যাপী ব্যাপক গনসংযোগ,সাংগঠনিক কর্মকান্ড জোরদার, এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় করেন।

    রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: কাউছার হোসেনের উপস্থাপনায় সাংবাদিক ছলিম উল্লাহ আসন্ন ইউপি নির্বাচনে নিজেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

    এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার বশির ও দৈনিক সোনালী খবরের স্টাফ রিপোর্টাও দ্বীন ইসলাম। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গির মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ ও দপ্তর সম্পাদক মো: আবু তাহের,সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী,পারভেজ হোসেন,রাজু আহমেদ,রাকিব হোসেন প্রমুখ।

    প্রার্থী হিসেবে ঘোষনা সময় সাংবাদিক ছলিম উল্লাহ বলেন,এক সময়ে আলোচিত করপাড়া এখনো মানুষ অপরাধীদের কাছে অসহায়,আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলে এলাকা মাদক নিমূল, সন্ত্রাস-চাদাঁবাজি বন্ধ এবং এলাকার মানুষদের নিরাপদে বসবাস করার পরিবেশ তৈরী করবো।

    এসময় তিনি আরো বলেন, প্রার্থী হওয়ায় এবং ভোট দেওয়ায় আমাদের নাগরিক অধিকার। আসন্ন ইউপি নির্বাচনে সরকার করপাড়াসহ সারা দেশের মানুষদের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিলে যোগ্য ও দক্ষ ব্যক্তিকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এতে করে ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হবে ।

  • ফুলবাড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু।

    ফুলবাড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    অফিস থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজস্ব কর্মকর্তা শাহাদৎ হোসেন (৪০) নিহত হয়েছেন। এঘটনায় আমিনুল ইসলাম(৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহী হরিদাশ চন্দ্র (৩৯)আহত হয়েছেন।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনটি ঘটে।নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের আলহাজ্ব সুলতান আলীর ছেলে।সৈয়দপুরে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ ইসলাম।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান,সাহাদৎ হোসেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সন্তানের অসুস্থতার কথা শুনে শনিবার বিকেলে অফিস শেষে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে পরিবারের কাছে যাওয়ার উদ্দ্যোশে রওনা দেন তিনি। বাড়ী যাবার পথে ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই( ঢাকা মেট্রো -ট ২৪-০০-৯২)
    ট্রাকের পিছনে চাকায় চাপা পড়ে যায় এবং এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

    এসময় আহত অবস্থায় উদ্ধার করে সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহী হরিদাশকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এ ঘটনায় ট্রাকের চালক রাজু(৩১)কে আটক করা হয়েছে,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং পাথর বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

  • সিরাজগঞ্জের শেখ রাসেল শিশু পার্কে লিটন পরিদর্শনে সাত্তারের অভ্যর্থনা।

    সিরাজগঞ্জের শেখ রাসেল শিশু পার্কে লিটন পরিদর্শনে সাত্তারের অভ্যর্থনা।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের যমুনা নদীরপাড়ে অবস্থিত দৃষ্টি নন্দন শিশু বিনোদনের অন্যতম পার্ক শেখ রাসেল শিশুপার্কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও বসুন্ধরা গ্রুপে’র উপদেষ্টা ডাঃ সাজ্জাদ হায়দার লিটন এর আগমনে ও পরিদর্শনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভ্যর্থনা জানানো হয়েছে।

    শনিবার (১৮ সেপ্টেম্বর -২০২১) দুপুর সাড়ে ১২ টার দিকে- প্রধান অতিথি ডাঃ সাজ্জাদ হায়দার লিটন এর আগমনে ও শেখ রাসেল শিশু পার্ক দর্শনকালে- ফুলেল শুভেচ্ছা ওঅভ্যর্থনা জানান- সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌরকাউন্সিলর, ধানবান্ধি ১০ নংওয়ার্ড আওয়ামীলীগের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, মেহনতি মানুষের পরমবন্ধু হাজী আব্দুস সাত্তার।

    এসময় ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মন্ডল, সিরাজগঞ্জের হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা পল্টু, সাবেক কাউন্সিলর ছফর আলী সহ স্থানীয় আওয়ালীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন। এসময় মনোমুগ্ধকর এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয় ।

  • কাজিপুরে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ।

    কাজিপুরে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ।

    কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের আওতায় তেকানি ইউনিয়নের ২০ জন হতদরিদ্র নারীর মাঝে ছাগল ও গাছের চারা বিতরন করা হয়েছে।

    ১৮ই সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় উপজেলার তেকানি ইউনিয়নের ২০ জন হতদরিদ্র নারীর মধ্যে ১টি করে উন্নতজাতের ছাগল ও দুটি করে ঔষধি গাছের চারা বিতরন করা হয়।

    হতদরিদ্র নারীদের আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী সেচ্ছােসেবী সংগঠন “সুধা স্বনির্ভর প্রকল্প”এর এমন উদ্যেগে এলাকাজুড়ে বইছে প্রশংসার ঝড়।

    ছাগল ও ঔষধি গাছের চারা বিতরনকালে উপস্হিত ছিলেন তেকানি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি সালাম বিএসসি,শাহীন মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান,সুধা স্বনির্ভর প্রকল্পের সদস্য শাহাদাত তালুকদার, মালেক মাস্টার,মামুন তালুকদার,গোলাম রাব্বানী খোকন তালুকদার সহ স্হানীয় মু্ক্তিযোদ্ধা ও শিক্ষক সমাজ।

    সুধা স্বনির্ভর প্রকল্পের পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদার বলেন,সমাজের অসহায় হতদরিদ্র নারীদের সাবলম্বী হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য,ধাপে ধাপে তেকানি,নিশ্চিন্তুপুর, চরপানাগাড়ি সহ পুরো চরাঞ্চল জুড়ে আমাদের এ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

  • সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাই চক্রের ১১ সদস্য আটক।

    সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাই চক্রের ১১ সদস্য আটক।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

    আটকরা হলো মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের মেত জেনদাল মোল্লার ছেলে সুমন (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার কালাম ব্যাপারীর ছেলে কাইয়ুম (৩০), একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯) ও মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩)।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন যাবৎ শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কোন ভুক্তভোগী অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১১ ছিনতাইকারীকে আটক করা হয়।

    তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।