Author: admin

  • উল্লাপাড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরণ।

    উল্লাপাড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরণ।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে খ‌রিপ-২ মৌসুমে মাসকলাই বীজ উৎপাদন বৃ‌দ্ধির লক্ষ্যে মাসকলাই বীজ ও রাষায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

    সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে ৪৫০ জন কৃষককে রাসায়নিক সার, মাসকলাই বীজ ও ৩০ জন কৃষককে নাবী পাট বীজ বিতরণ করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছিলেন,স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    এসময় উল্লাপাড়া উপজেলা কৃ‌ষি অ‌ফিসার সুবর্ণা ইয়াসমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ সুবিধা ভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস‌্য তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দূর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’

    তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন সারের দাবীতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিলো হাহাকার। কৃষিমন্ত্রী বলেছিলেন, সারের জন্য কৃষক ছুটবে না, সার কৃষকের বাসায় চলে যাবে। আর প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইলো।

  • গজারিয়ায় জঙ্গিবাদ,বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে উদ্ভুদ্ধকরণ সভা।

    গজারিয়ায় জঙ্গিবাদ,বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে উদ্ভুদ্ধকরণ সভা।

    গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিয়ে বন্ধ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভবেরচর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে সন্ত্রাস-জঙ্গিবাদ,বাল্যবিয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ শিলু রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোকাররম হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।

    অবহিতকরণ সভায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং,ও বাল্যবিবাহ বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে সমাজে কুফল,সমাজ রক্ষায় যুবসমাজ ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন।

  • নাগরপুরে আইসিভিজিডি’র এক দিনের অবহিতকরণ সভা।

    নাগরপুরে আইসিভিজিডি’র এক দিনের অবহিতকরণ সভা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা-ছেলের ২১ মেয়ের ১৮, এর আগে বিয়ে নয় কারোচ্ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) কারিগরি ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৌশলগত সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অবহিতকরণ সভা বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নেছা মনি, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,

    মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৪ জন সুবিধাভোগীর মাঝে আইসিভিজিডি কার্ড বিতরণ করা হয়।

    এ সময় উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সচিব সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

  • পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে নালার পানিতে ডুবে আহম্মেদ কাজী(২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২০ সেপ্টেম্বর দুপুরে নালার পানিতে ডুবে গিয়ে আহম্মেদের মৃত্যু হয়। নিহত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের শাহীন কাজির ছেলে।

    স্থানীয়রা জানান আহম্মেদ কাজী তার মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে গিয়েছিল।আজ সোমবার দুপুরে তার মা পরিবারের অন্যান্যদের সাথে কথা বলছিলো।মায়ের কথা বলার সুযোগে খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে নালার পানিতে পড়ে ডুবে যায়।

    অনেক খোঁজাখুঁজির পর কিছুক্ষণ পর নালার পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতাম বইছে।

  • উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়ায় “আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথ”এর শুভ উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর “উল্লাপাড়া ডিজিটাল বুথের ” ফিতা কেটে শুভ উদ্বোধন(২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় গোলাম আম্বীয়া আলম সুপার মার্কেটের ৩ তলায় অবস্থিত অফিসে) অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলামমোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল বাতেন হিরু,এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোকপাত করেন কোম্পানির ব্যাাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, তিনি বলেন, উল্লাপাড়ায় এই প্রথম আইল্যান্ড সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সরাসরি পরিচালিত হচ্ছে। আমাদের সিকিউরিটিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। কেহ গুজবে কান দিবেন না। প্রয়োজনে প্রশিক্ষনের ব্যাবস্তা রয়েছে। উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ৬ টি ডিজিটাল বুথ রয়েছে।

    এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ম্যানেজার আ ন ম নাজমুল হুদা,মোঃ নিয়াজ উদ্দিন শাকিল, মোঃ কামরুজ্জামান কনক,মোঃ মোস্তাফিজুর রহমান, মোহন আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লিগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।

     

  • লক্ষ্মীপুর জেলেদের অধিকার আদায়ে কোডেক’র মতবিনিময় সভা।

    লক্ষ্মীপুর জেলেদের অধিকার আদায়ে কোডেক’র মতবিনিময় সভা।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগতি-কমলনগরের মেঘনা উপকূলীয় অঞ্চলে নানা বিড়ম্বনার জালে বন্দি জেলেদের জীবন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মেঘনা উপকূলীয় এলাকায় মাছ ধরতে গিয়ে জেলেরা উপজেলা মৎস্য অফিস,জলদস্যু, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের হাতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে জানান।

    মানুষের জন্য ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জেলেদের অধিকার আদায়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

    কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কোডেকের প্রকল্প সমন্বয়কারী মোর্শেদা বেগম,মনিটরিং অফিসার দেব দুলাল হাওলাদার, ফিল্ড অফিসার মোকাম্মেল হোসেন, জেলে প্রতিনিধি, আব্দুল মতলব মাঝি, আবুল কালামসহ কয়েকজন জেলে-নদী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

    এই সময় মেঘনা উপকূলের নানা সমস্যার কথা তুলে ধরে জেলেরা জানান,একজন লোক জেলে হতে হলে প্রথমত তার জেলে কার্ড থাকতে হয়।এ জেলে কার্ড তৈরীর শুরুতেই বিড়ম্বনার শিকার হন তারা। প্রকৃত জেলে হলেও মৎস্য কর্মকর্তার নির্ধারিত কিছু দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জেলে কার্ড তৈরি করতে হয়। এর পর মেঘনায় বা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েও পড়েন বিভিন্ন সমস্যায়।

    এতে প্রতিনিয়ত জলদস্যুদের কবলে পড়তে হয় তাদের। নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড জেলেদের নিরাপত্তার জন্য নিযুক্ত থাকলেও উল্টো তাদের হাতে আরো বেশি লাঞ্ছনার স্বীকার হতে হচ্ছে তাদের। আবার নৌ পুলিশ ও কোস্টগার্ড কারেন্ট জালের অভিযানের নামে বিকাশের মাধ্যমে তাদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

    এক শ্রেণির দালাল রয়েছে, তারা নৌ পুলিশ ও কোস্টগার্ডের পক্ষে জেলেদের আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। টাকা না দিলে চলে অমানবিক নির্যাতন। আবার কখনো তাদের মেরে নদীতে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

    মা ইলিশ রক্ষা ও ঝাটকা সংরক্ষণ সপ্তাহে সরকারের নিষেধাজ্ঞা সময় জেলেদের জন্য খাদ্য সহায়তার নামে যে চাল দেওয়া হয়,তা দিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা সম্ভব হয়না। তাই তাদের দাবি এ খাদ্য সহায়তা না দিয়ে জেলেদের ঋনের ব্যবস্থা করলে তারা পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে বেঁচে থাকতে পারবে।

    মেঘনা বা গভীর সমুদ্রে ইলিশ উৎপাদনে সরকার যে পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করছে; সে মোতাবেক জেলেদের তেমন কোন সুরক্ষা দেওয়া হচ্ছে না। তাই তাদের দাবি তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে সরকার যেন তাদের দিকে নজর দেন। অন্যদিকে এসব জেলেরা দাদন ব্যবসায়ী মহাজনের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন বলেও জানান তারা।

  • শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা।

    শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ“সকলে তরে সকলে মোরা,প্রত্যেকে আমরা পরের তরে”এই স্লোগানকে  নিয়ে শ্রীমঙ্গলে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চতুর্থ বার্ষিক  বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর রোববার ১১ টার সময় শ্রীমঙ্গল  শহরের ক্যাথলিক মিশনের পুরাতন নটরডেম জুনিয়র হাই স্কুলের কনফারেন্স হলরুমে সাধারন সভা অনুষ্ঠিত হয়।

    প্রাক্তন পরিচালনা পরিষদের চলিত বছর ৩০ জুন সময়সীমা সমাপ্তি হওয়া পর,ফলে মৌলভীবাজার জেলা সমবায় অধিদপ্তরের অনুমোদন ক্রমে একটি অন্তবর্তি কালীন কমিটি গঠন করা হয়েছে।

    এই কমিটি কার্যকাল চার মাস পর্যন্ত কার্যকর থাকবে এবং ক্রেডিট ইউনিয়নে বিভিন্ন  কার্যক্রম ওই কমিটি উপর দায়ভার নেস্ত থাকবে।

    প্রথম অধিবেশনে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অন্তর্বতি কালীন কমিটি সভাপতি নিকোলাস তপ্ন সভাপতিত্বে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ম্যানেজার ডমিনিক সরকার রনি সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ক্যাথলিক মিশনের প্রধান  ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, অন্তর্বতিকালীন কমিটি সদস্য সচিব বিনিময় হাজং,সদস্য কার্লোস রাংসা,প্রধান নির্বাচন কমিশন ইগ্নেসিয়াস মানখিন,সদস্য সচিব বিনিময় হাজং,সদস্য ফানটিন সুঙ প্রমুখ।

    স্বাগতিক  বক্তব্য দান করেন অন্তর্বতি কালীন কমিটি সভাপতি নিকোলাস তপ্ন।অনুষ্ঠানের ২য় কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন নির্বাচন কমিশন।

    মৌলভীবাজার  জেলা সমবায় অধিদপ্তর  থেকে বিগত  মাসের ৪ আগস্ট  তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন প্রধান নির্বাচন কমিশন সভাপতি ইগ্নেসিয়াস মানখিন, সদস্য সচিব বিনিময় হাজং,সদস্য ফানটিন সুঙ, প্রমুখ।

    সেন্ট যোষেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পরিষদের জন্যে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করে ঘোষণা করেন নির্বাচন কমিশন।
    বাংলাদেশ সমবায় আইন অনুসারে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমবায়ের গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান হিসাবে  নির্বাচিত হলেন ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি,ভাইস চেয়ারম্যান টমাস প:ডুয়েং, সেক্রেটারি সামুয়েল হাজং,ট্রেজারার ফাদার কেবিন কুবি সিএসসি,ডিরেক্টর এলিসন সুঙ,ডিরেক্টর ভিক্টর সুমের, ডিরেক্টর নেরিয়ুস বুয়াম,ডিরেক্টর ফিলিপ কেরকেটা,ডিরেক্টর আশীষ দিও প্রমুখ।

    নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত ক্রেডিট ইউনিয়নে পরিচালনা পরিষদ  সদস্যদেরকে বেজ পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা   অভিনন্দন জানানো হয়।প্রাক্তন পরিচালনা পরিষদের সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সরূপ লগো সংযুক্ত  উপহার প্রদান করা হয়ছে।

    নবনির্বাচিত পরিচালনা  পরিষদের চেয়ারম্যান ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি অভিমত প্রকাশ করে বলেন ক্রেডিট ইউনিয়ন এমন একটি প্রতিষ্ঠান যার মালিকানা শুধু সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।শেয়ার ক্রয় মাধ্যমে সদস্যভুক্ত হতে হয় ও নিয়মিত শেয়ার সঞ্চয় জমা করার মাধ্যমে ক্রেডিট ইউনিয়নের সুবিধাসমূহগুলো ভোগ করা যায়।

    সদস্য সদস্যাদের  মধ্যে বাৎসরিক  লভ্যাংশ বণ্টন করা হয় ও  স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়।ঋণদান মাধ্যমে যে মুনাফা পাওয়া যায়,সে মুনাফা দিয়ে ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যদের লভ্যাংশরূপে বণ্টন করা হয়। বর্তমানে বৈশ্বিক এই মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষা জন্য সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আরও অভিমত প্রকাশ করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান টমাস পঃডুয়েং, সেক্রেটারি সামুয়েল হাজং।

     

  • সিরাজগঞ্জে বিদেশী রিভলবার সহ শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার।

    সিরাজগঞ্জে বিদেশী রিভলবার সহ শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার।

    সিরাজগঞ্জে বিদেশী রিভলবারসহ শীর্ষ সন্ত্রাসী পলাতক আসামি ফয়সাল ইকবালকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশের সদস্যরা।সন্ত্রাসী ফয়সাল ইকবাল সিরাজগঞ্জ পৌরশহরের দিয়ারধানগড়া গ্রামের বাসিন্দা।

    বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারার তদন্তে প্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, দাঙ্গাবাজ, অপহরন, ছিনতাই, চাঁদাবাজী, মাদকদ্রব্য সহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ ফয়সাল ইকবাল জয়পুরহাট জেলার সদর থানাধীন শান্তিনগর গ্রামে আত্মগোপন করে আছে মর্মে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উক্ত আসামীকে গ্রেফতার করার জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ও ফোর্সসহ ১৮/০৯/২০২১ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে ১৯/৯/২০২১ খ্রিঃ তারিখ রাত্রী ০২.০৫ ঘটিকার সময় জয়পুরহাট সদর থানায় উপস্থিত হয়ে উক্ত থানা পুলিশের সহায়তায় ১৯/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত্রী ০৩.০০ টার সময় শান্তিনগর এলাকাধীন রেল ষ্টেশন হতে আসামী মোঃ ফয়সাল ইকবাল-কে গ্রেফতার করা হয় ।

    গ্রেফতারকৃত আসামী ফয়সাল ইকবালকে সিরাজগঞ্জ থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান তার বসত বাড়ীতে একটি রিভলবার আছে । এ প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার(সদর), পুলিশ পরিদর্শক (অপারেশন্স), পুলিশ পরিদর্শক(তদন্ত), সিরাজগঞ্জ এর নেতৃত্বে এসআই(নিঃ) দয়াল কুমার ব্যানার্জী, এসআই(নিঃ) মোঃ সেলিম রেজা, এসআই(নিঃ) মোঃ মাহমুদ হাসান, এসআই(নিঃ) মোঃ রিপন ইসলাম, এসআই(নিঃ) মোঃ আলিম হোসাইন, এএসআই(নিঃ) মোঃ নুর আরশাদসহ উল্লিখিত অফিসার/ফোর্স ধৃত আসামী মোঃ ফয়সাল ইকবাল এর দিয়ারধানগড়া গ্রামস্থ বসত বাড়ীতে ১৯/৯/২০২১ খ্রিঃ ১২.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনাকালে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোঃ ফয়সাল ইকবাল এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী পাকা শয়ন কক্ষের ভিতরে কাঠের খাটের তোসকের নিচ হতে ফয়সাল এর দেখানো ০১(এক)টি লোহার তৈরী .২২ বোর সচল রিভলবার, ০৩ রাউন্ড গুলি ও দুটি সিম সহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ থানায় আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

  • প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি না পিতামাতা;বিষ খাওয়ালো মেয়ে।

    প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি না পিতামাতা;বিষ খাওয়ালো মেয়ে।

    ডেস্ক নিউজঃ প্রেমিকের শচীনের সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খুশবুর। শচিনকে বিয়ে করতে চেয়েছিলো মেয়ে খুশবু,কিন্তু রাজি ছিলো না পিতামাতা।শেষ পর্যন্ত ঠিক করেছিলো প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে অজানার দেশে। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পিতামাতা।তাই তার বাবা মা সহ পরিবারের সবাইকে কৌশলে বিষ পান করিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তাদের মেয়ে।ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

    এ ঘটনায় গত শুক্রবার ওই মেয়ে সহ তিন জনকে আটক করে পুলিশ।খুশবুর বাবা দীপক ভাঞ্জারার করা মামলার পর তাদের আটক করা হয়েছে। আটক বাকীরা হলেন খুশবুর স্বামী শচিন ও তার বাবা আশোক মোড়।

    পুলিশ সূত্রে জানা যায় খুশবু ঔষুধের দোকান থেকে বাবা মাকে খাওয়ানোর উদ্দেশ্যে কিছু বিষাক্ত ট্যাবলেট ক্রয় করে ময়দার সঙ্গে মিশিয়ে দেয়। পরে রাতে খাবারে তা মা-বাবা ও ভাইকে খাওয়ায়। কিছুক্ষণ পর বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়লে খুশবু পালিয়ে যায়।

  • কাজিপুরে শিক্ষার্থীদের উদ্যেগে মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ।

    কাজিপুরে শিক্ষার্থীদের উদ্যেগে মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশ।

    কবির মাহমুদ,কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে শিক্ষার্থীদের উদ্যেগে মাদক,সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর(রবিবার) সকাল ১০ টার সময় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন ও বিজ্ঞান স্কুল,নাটুয়ারপাড়া কে.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়,খাষশুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজ থেকে ছাত্ররা স্ব স্ব উদ্যেগে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলটি নাটুয়ারপাড়া হাট,মগবাজার ও গুলমোড় বাজার প্রদক্ষিণ শেষে আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে এসে একত্রিত হয়।এরপর মিছিলরত শিক্ষার্থীদের আয়োজনে আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে এক মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার,সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদ এর সাবেক এজিএস আব্দুর রউফ সরকার পরান,যুবলীগ সভাপতি দুলাল সরকার,সাধারণ সম্পাদক কালাম সরকার, সেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম আকতার, কৃষকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তারা,খাষশুড়িবেড় হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক মাস্টার,আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর পরিচালক আয়নাল হক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তোজাম্মেল হক মাস্টার,নাটুয়ারপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আকবর,সাংগঠনিক সম্পাদক মাহবুবু আলম হাড্ডি,সহ-সম্পাদক কবির মাহমুদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ডন, সাধারণ সম্পাদক জুয়েল রানা বাঘা সহ প্রমুখ।

    এসময় বক্তারা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানায়।

    উল্লেখ্য গত ১৩ ই সেপ্টেম্বর(সোমবার) নিশ্চিন্তুপুর ইউনিয়নের মিহাদুল ইসলামকে শ্রেণীকক্ষে ধুমপান করতে নিষেধ করে, আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল এর ৯ম শ্রেনীর ছাত্র মেহেদি ও মিহাদ। এরই সূত্র ধরে মিহাদুল তাঁর সক্রিয় গ্যাঙ সদস্য চরগিরিশ ইউনিয়নের হবিবর রহমান মাস্টারের ছেলে মাহিম ও নাটুয়ারপাড়ার খ্যাতারমোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিব কে সাথে নিয়ে মেহেদী হাসান ও মিহাদকে মারধর করে।মেধাবী এই ছাত্ররা মাদক সেবনে বাঁধা দিয়ে মারপিটের স্বীকার হওয়ায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হয়ে মাদক বিরোধী মিছিল করে।

    মিছিলে অংশগ্রহন করা একাধিক ছাত্র দৈনিক আমার জমিন প্রতিনিধি কে জানান,নাটুয়ারপাড়ায় এখন নামে-বেনামে বিভিন্ন ক্লাব গঠিত হচ্ছে, যেখানে মানবিকতা শিক্ষা দেওয়ার পরিবর্তে মাদক সেবনের শিক্ষা দেওয়া হয়।এসমস্ত ক্লাবগুলোকে আইনের আওতায় আনতে পারলে মাদক সমস্যা অনেকটা নিরসন হবে।