Author: admin

  • নারীকে মাদকে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা আদায় অভিযোগে ৬ পুলিশ বরখাস্ত।

    নারীকে মাদকে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা আদায় অভিযোগে ৬ পুলিশ বরখাস্ত।

    রাজশাহীতে দুই নারী বাসযাত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ নগদ টাকা চাঁদা নেওয়া ও ছিনতাইয়ের অভিযোগে ৬ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে।

    বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের বরখাস্তের আদেশ জারি করেন।

    এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নিবারণ চন্দ্র বর্মন জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা বিকাশে আদায় এবং সাড়ে চার হাজার টাকা নগদ ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অপরাধে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • রামগঞ্জে ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতার পাশে,এলডিপি মহাসচিব।

    রামগঞ্জে ক্যান্সার আক্রান্ত ছাত্রদল নেতার পাশে,এলডিপি মহাসচিব।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মরনঘাতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত লক্ষীপুরের রামগন্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সম্পাদক রাকিব হোসেনের (২২)পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সেলিম শুক্রবার বিকালে রামগঞ্জে রাকিবের বাড়িতে গিয়ে দেখা করে তাকে ফুলের তোড়া দিয়ে মানসিকভাবে সাহস যোগান। পাশাপাশি রাকিবের চিকিৎসার জন্য তাৎক্ষণিক এক লাখ টাকা নগদ অনুদান দেন। একই সংগে তার চিকিৎসার দায়িত্বও তিনি গ্রহণ করেন।

    এ সময় এলডিপি মহাসচিব রাকিবের ব্যয় বহুল চিকিৎসায় দেশ বিদেশে অবস্থানরত সামর্থবান সবার প্রতি সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ জালাল আহামদ মন্টু,বিএনপি নেতা ইন্জিনিয়ার নুরুল আমিন, তোফায়েল আহাম্মদ,আবুল বাসার, নজরুল ইসলাম পিন্টু, যুবদল নেতা কবির হোসেন,রেজাউল করিম ডিহিদার, যুবদল নেতা কাওসার মাল,স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল হোসেন,খোরশেদ রব্বানী,এমরান হোসেন,ছাত্রদল নেতা এমরান হোসেন পলাশ,রকিব হোসেন শুভ, অনলাইন একটিভিস্ট কামরুল আহাসান নোমানী।

  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আখলাকুরকে গনসংবর্ধনা।

    ওসমানীনগরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আখলাকুরকে গনসংবর্ধনা।

    জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গাবাজার ইউনিয়নের শত শত জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আখলাকুর রহমান।

    উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যন পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আখলাকুর রহমান শুক্রবার দেশে আসার খবরে ইউনিয়ন বাসীর উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনার। ওই দিন সকাল থেকে ইউনিয়নের শত শত উৎসুক জনতা ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ স্থানে জড়ো হয়ে আখলাকুর রহমানের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে গোটা এলাকা।

    পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় আখলাকুর রহমান সমাবেশস্থলে আসার পর বিশাল শো-ডাউনের মাধ্যমে হাজিপুর গ্রামে গিয়ে অনুষ্টিত হয় সংবর্ধনা সভা।সভায় বক্তব্য রাখেন,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তফজ্জুল ইসলাম,সমাজসেবী আব্দুল হামিদ সোনা মিয়া,মোজ্জামিল হক,নুরুল ইসলাম, প্রধান শিক্ষক লেবু মিয়া,সমাজকর্মী তপন চক্রবর্তী,সাবেক মেম্বার আব্দুল ছত্তার,শায়েস্তা মিয়া,জাহির আলী,লিয়াকত আলী,খালিছ মিয়া,আবুল মিয়া,মুজিবুর রহমান,শাহিদুর রহমান,মাখন আলী,খাছিম আলী,আব্দুল আলী,আব্দুল কাদির,ইসলাম আলী।সভায় বক্তারা বলেন, নিজ উদ্যোগে সমাজের অবহেলিত মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি এলাকার সর্বক্ষেত্রে আখলাকুর রহমানের ব্যাপক অবদান রয়েছে। নিজ যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তৃর্ণমূলের রাজনীতি থেকে উঠে এসে সল্প সময়ের সর্বদলীয় মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

    জীবনের তাগিদে যুক্তরাজ্য পারি জমালেও প্রবাসের বিলাসি জীবন আকঁরে না ধরে নারীর টানে নিজেকে জড়িয়ে রেখেছেন বুরুঙ্গা ইউনিয়নের শিক্ষাবিস্তারসহ জনকল্যানমূলক কর্মকান্ডে। উন্নয়ন কর্মকান্ডকে আরও তুড়ান্তিত করতে আসন্ন ইউনিয়ন নির্বাচনে বুরুঙ্গাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদে আখলাকুর রহমানকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রদানের দাবি জানান তারা।

    এসময় উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা নাইম আহমদ,মামুন আহমদ,স্থানীয় বাসিন্দা মুজিব মিয়া,এরশাদ আলী,মারুফ মিয়া,জুবের আহমদ,আবু তাহের,সোনা মিয়া,অব্দুল মালিক,আব্দুর রুফ,মানিক মিয়া,আফতাব আলী,দুদু মিয়া,লেবু মিয়াসহ আরও অনেকে।

    এসময় বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি আখলাকুর রহমান বলেন,বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ছোটবেলা থেকে সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশের উন্নয়নের নিরলস প্রচেষ্টার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    বুরুঙ্গা বাজার ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।তবে জীবনে কখনও যদি কোন সুযোগ আসে অবশ্যই আমি মানুষের উন্নয়নে কাজ করবো। সাধারণ মানুষের বিপদ আপদে পাশে থাকার প্রত্যয়ে ইউনিয়নবাসীর কাছে দোয়ার আহব্বান জানান তিনি।

  • সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের আম্বরখানা আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিরুল হক চৌধুরী (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

    নিহত স্কুল ছাত্র ওই এলাকার মাহমুদ চৌধুরীর ছেলে। সে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

    নিহতের স্বজনদের সূত্রে জানান, ঘটনার সময় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন  শাহিরুল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

     

  • ভূঞাপুরে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ।

    ভূঞাপুরে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করেছে দুই নরপশু। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া গ্রামে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। ধর্ষণকারী দুজন হলো- রুলীপাড়া গ্রামের শহীদ জামানের ছেলে কবির সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০)।

    বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ কবিরকে গ্রেপ্তার করেছে। পরে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। মঙ্গলবার তার শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এসময় তার চিৎকার শুনে সন্তানের গলায় ছুরি ধরে কবির সরকার ও শাহাদত। পরে তারা সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে।

    এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ কবির ও শাহাদতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ কবিরকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

    এ বিষয়ে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে।

    মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন,থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামি কবিরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • এটিএম বুথ লুটের টাকায় জুয়া খেলেছে এজারভূক্ত আসামিরা।

    এটিএম বুথ লুটের টাকায় জুয়া খেলেছে এজারভূক্ত আসামিরা।

    জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের ওসমানীনগরের শেরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে লুট করা ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকার মধ্যে ১০ লাখ টাকা নিয়ে জুয়া খেলেছে বলে জানিয়েছে এ মামলায় গ্রেপ্তারকৃতরা। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মিল্টন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে মামলার চার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক মাহবুবুল হক ভুঁইয়া ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- শামীম আহম্মেদ, নূর মোহাম্মদ, আব্দুল হালিম ও সাফি উদ্দিন জাহির।এর আগে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় জাহিরকে।

    এটিএম বুথ লুটের সঙ্গে জাহির সরাসরি জড়িত এবং এ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী।ওসমানীনগর উপজেলার শেরপুর নতুন বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথে গত ১১ সেপ্টেম্বর ভোরে ডাকাতির এ ঘটনা ঘটে।

    চার মুখোশধারী বুথে ঢুকে নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে।এ ঘটনায় রোববার ইউসিবি ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে অজ্ঞাত চার দুষ্কৃতকারীকে আসামি করে মামলা দায়ের করেন।

    ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করলে আসামিদের গ্রেপ্তারে ওসমানীনগর থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটের কাছে সহযোগিতা চায়। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয় ৪ জনকে।

  • লক্ষ্মীপুরে শেখ হাসিনার জন্মদিনে যুবলীগের গাছের চারা রোপন।

    লক্ষ্মীপুরে শেখ হাসিনার জন্মদিনে যুবলীগের গাছের চারা রোপন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে যুবলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুই শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়৷ এসময় লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় ৭৫ টি গাছের চারা রোপন করেন যুবলীগ নেতারা।

    এই সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি একে এম সালাউদ্দিন টিপু ,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

    দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

    জেলাব্যাপী যুবলীগের প্রত্যেকটি ইউনিট ৭৫ টি করে গাছের চারা রোপন ও বিতরণ করবে। ‘মুজিব বর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করিথ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচিটি সফল করবে।

    লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রুপকার। দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম। জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করছি।

  • উল্লাপাড়া বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশীদ চিরনিদ্রায় শায়িত।

    উল্লাপাড়া বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশীদ চিরনিদ্রায় শায়িত।

    উল্লাপাড়া থেকে, সাহেব আলীঃ উল্লাপাড়ার বিশিষ্ঠ সমাজ সেবক বজরাপুর গ্রামের হারুনুর রশীদ(৯১)।চিরনিদ্রায় শায়িত হলেন। আজ শুক্রবার ভোর রাত ১.৫৫ মিনিটে নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে মৃত্যু বরন করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ,জুমায় বাজরাপুর ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে চিরনিদ্রায় শায়িত হলেন, গ্রামের কবরস্থানে।

    মোঃ হারুনুর রশীদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হিসাবে সুনামের সহিত কর্ম জীবন পার করেছেন। তিনি ওস্তাদজী, খলিফা ও সভাপতি খানকায়ে মুজাদ্দেদিয়া আজদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িক্ত পালন করেছেন।সমাজ সেবক হিসাবেএলাকার যুবক ও মুরুব্বিদের খেলা ধুলোর পরামর্শ দিতেন এবং সকলের বন্ধু হিসবে সঙ্গে নিয়ে খেলাধূলা ও গল্প, পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে সময় পার করতেন। তার মৃত্যুকালে সহধর্মিণী , ৩ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহীতা রেখে গেছেন।

  • শাহজাদপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১,আহত-৩০।

    শাহজাদপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১,আহত-৩০।

    জহুরুল ইসলাম,শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : শুক্রবার সকাল থেকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্বচরকৈজুরী গ্রামের ইউপি সদস্য চুন্নু গ্রুপ ও সাবেক ইউপি সদস্য গফুর গ্রুপের মধ্যে দফায় দফায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

    সংঘর্ষ চলাকালে ১ জন নিহত এবং নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন গ্রামবাসী আহত হয়েছে। নিহত গঞ্জের খা (৫০) পূর্ব চরকৈজুরি গ্রামের বাসিন্দা।

    আহতরা হলেন, আসাদুল (২৮), আইয়ুব আলী (৪২), শফিকুল (৩৭), ফজিলা (৫০), আমিরুল (২৭), শান্তি (৬০), আয়শা (৩৫), ঊর্মি (১৩), চম্পা (৩৫), ইসরাফিল (৩৫), আনোয়ারা (৮০) ও নাসিমা (৩৫)। আহতদের শাহজাদপুর, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় অন্তত ১৮ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

    খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমদু খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। উভয়পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

    সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদিন সকালে কৈজুরী ইউপি সদস্য চুন্নু, মোশারফ খা, আইয়ুব আলী ও মোহাম্মদ খা’র নেতৃত্বে ৪০/৫০ জন গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাবেক ইউপি সদস্য গফুর গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে উভয় গোষ্ঠী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আইয়ুব আলী, হারুন, সেলিম, গফুর মেম্বর, অকিল ব্যাপারী, আবুল, বক্কার, শাহজাহান, শামীম, শাহালম ডাক্তার, লতিফ মোল্লা, নুরু মোল্লাসহ ১৮ টি বাড়িঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে।

    সাবেক ইউপি সদস্য গফুর ও তার সমর্থকদের দাবী, ‘গঞ্জের খা মারা যাবার পর প্রতিপক্ষ চুন্নু গোষ্ঠীর লোকজন ক্ষতের সৃষ্টি করে তার দায় তাদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ।’ অন্যদিকে, তাদের এ অভিযোগ অস্বীকার করে চুন্নু গোষ্ঠীর লোকজন দাবী করেন, ‘গঞ্জের খা’কে গফুর গোষ্ঠীর লোকজন হত্যা করেছে।’

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

  • ভূঞাপুরে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়।

    ভূঞাপুরে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়।

    টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও দুইদিন ব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরু হাটের পশ্চিম পাশে যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ২২ টি নৌকা অংশগ্রহণ করে।

    গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে গোবিন্দাসী, কুকাদাইর ও খানুরবা‌ড়ি এলাকায়। দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা । বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। তবে দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোন বালাই ছিলো না।

    নৌকা বাইচের অনুষ্ঠানটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ‌।
    প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নুর মিনি, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব মিয়া, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার।