Author: admin

  • গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ।

    গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ।

    গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই তিন শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    এর আগে বৃহস্পতিবার এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারপভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সঙ্গে ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    প্রসঙ্গত, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা।
    এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • আওয়ামী লীগের কোন ক্ষমা নাই, শেখ হাসিনার ক্ষমা নাই: মির্জা ফখরুল।

    আওয়ামী লীগের কোন ক্ষমা নাই, শেখ হাসিনার ক্ষমা নাই: মির্জা ফখরুল।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭-১৮ বছরে যে সম্পদ লুট হয়েছে। তার জন্য আন্দোলন করেছি। আন্দোলনে কারো চোখ, কারো পা ভেঙে পঙ্গু হয়েছে।‘আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে।’ আজ শেখ হাসিনা চলে গেছে। কিন্তু দেশকে ফকির করে গেছে।
    তিনি বলেন, আমরা স্বাধীন হলেও পুরোপুরি না। কারণ আন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। সে বিএনপির না। আমরা চাই এই সরকার দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাক যেনও ভোট দিতে পারি। আমরা তাদেরকে পরাজিত করেছি। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। তরুণ যুবকদের প্রাণ গেছে। আজকে সুযোগ এসেছে নতুন করে দেশ তৈরির। আমরা সংবিধান এমনভাবে তৈরি করবো যেনও সাধারণ মানুষ তার অধিকার ফিরে পায়।
    ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফ্যাসিবাদী দলের চিরতরে বিদায় না করা পযন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
    তিনি বলেন, ঘুষ চাইলেই তাকে আইনে দিতে হবে। অন্যায় আমরা করতে দেব না। আওয়ামী লীগ দেশটাকে খোবলা করে ফেলছে। হিন্দুদের বাড়িঘরে হামলা হয়নি। তবে উদ্দেশ্য ছিল ভারতের। আওয়ামী লীগ মানুষকে ভাগ করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কোন ক্ষমা নাই। শেখ হাসিনার ক্ষমা নাই। তার বিচার হবে।
    যারা দেশ পরিচালনা করছেন সঠিকভাবে দেশ পরিচালনা করবেন। যেনও আবারও খেসারত দিতে না হয়। তাই আমাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। তাই আগামী নির্বাচন যেনও ভাল হয় সে কারণে সকলকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের।
    বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না,‘তারা (সংখ্যালঘু) আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে। তাদের জানমাল নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের সকলের।হিন্দু ভাইরা শান্তিতে যেনও পূজা করতে পারে। বাংলাদেশে কোন কোন্দল হয় না। শেখ হাসিনা ভারত থেকে যেনও কোন চক্রান্ত করতে না পারে।
    আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই-সংগ্রাম করেছি। আমাদের ঠাকুরগাঁওয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে। বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি।’
    এরপর বিকেলে মির্জা ফখরুল জেলার পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরও একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
    রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে
     জেলা ও উপজেলা বিএনপি নেত্রীবর্গ সহ হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।
  • পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতে ইসলামীর মাহফিল ও আলোচনা সভা।

    পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতে ইসলামীর মাহফিল ও আলোচনা সভা।

    মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী (সা:) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের টিলাবাজারস্থ ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে মঙ্গলবার বিকেল ৪টার সময় অনুষ্ঠিত সিরাত মাহফিলে জামায়াত ইসলামী ৯নং ইসলামপুর ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা জামাতের আমীর প্রিন্সিপাল মোঃ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারী এড. মোঃ কামরুল ইসলাম। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
  • ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা স্বাধীন:মির্জা ফখরুল।

    ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা স্বাধীন:মির্জা ফখরুল।

    ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফ্যাসিবাদী দলের চিরতরে বিদায় না করা পযন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির আয়োজনে ডিগ্রি কলেজ মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ।

    সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠদের ‘আমানত’ আখ্যা দিয়ে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের ও শেখ হাসিনার বিচারের দাবির আহ্বান জানিয়েছেন জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ফখরুল বলেন, ‘যত প্রকার অত্যাচার, নির্যাতন আছে সবই করেছে আওয়ামী লীগ সরকার। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত,স্বাধীন। এদেশের স্বাধীনতা ততক্ষণ থাকবে, যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারব। আওয়ামীল লীগের মতো শুরু করলে আমরাও টিকতে পারব না। তাই সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা বাড়াতে হবে।

    বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না,‘তারা (সংখ্যালঘু) আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে। তাদের জানমাল নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশে সনাতন ধর্মালম্বীসহ সকলে মিলেমিশে বসবাস করব।’

    ‘আমানতের খেয়ানত যারা করে, তারা মোমিন না। তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’

    ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরে ফখরুল বলেন, এ আন্দোলনে খুনি হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছে;
    ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান আমাদের সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুয়োগ এসেছে। দেশে এখন কেয়ারটেকার সরকার রয়েছেন, দেশ সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এখনো বসে আছে। তাদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে।

    এখনও বাবার পথ চেয়ে সন্তান অপেক্ষা করছে, বাবা ফিরে আসবে কিন্তু ফিরে আসে না। গুম, খুন, আয়নাঘর বানিয়ে বিএনপির ওপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা সরকার।  ‘প্রয়াত জামায়াত নেতা আমাদের গোলাম আযমের ছেলে  আবদুল্লাহিল আমান আযমী সেনা কর্মকর্তা হয়েও ছাড় পাননি। আট বছর আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে।

    আমাদের অনেক নেতা-কর্মীকে এই আয়নাঘরে রাখা হয়েছে। অনেক নেতা-কর্মীর খবরই পাই না। ১২ বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ, এখন পর্যন্ত তার কোনো খবরই পাওয়া যায়নি। তার স্ত্রী-সন্তানেরা জানে না তার মৃত্যু দিবস পালন করবে শহীদ হিসেবে, না আল্লাহ তাকে ভালোভাবে ফিরিয়ে দিক সে দোয়া করবে—তারা সেটাও জানে না।

    ফখরুল আরও বলেন,’মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তিনি যখন যাকে চান আমির বানান। রাষ্ট্রপতি বানান, প্রধানমন্ত্রী বানান। আবার যখন যাকে চান ফকির বানান।’

    শেখ হাসিনার পতনের দিন নিয়ে তিনি বলেন, ‘আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে।’

    তিনি আরও বলেন, ‘আমি ১১ বার কারাগারে গিয়েছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই-সংগ্রাম করেছি। আমাদের ঠাকুরগাঁওয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে। বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি।’

    নেতা-কর্মীদের অন্যায় না করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কারও ওপর অন্যায়, নির্যাতন করবেন না। নয় তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউ তা চান না।’

    সীমান্ত হত্যা নিয়ে ফখরুল বলেন, পাশেই ভারত সীমান্ত। আমরা ভালোভাবে থাকতে চাই। আমাদের ওপর অন্যায় করা হলে আমরা প্রতিবাদ করবো।

    জনসভায় জেলা ও উপজেলা বিএনপি নেত্রীবর্গ সহ হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটেছিল।

    রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির  আয়োজিত সমাবেশে যোগ দেন।

  • স্বাস্থ্য পরিক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরলেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

    স্বাস্থ্য পরিক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরলেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

    মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে স্বাস্থ্যের জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

    বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
    এ সময় তিনি জানান,সন্ধ্যা সোয়া ৭টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের এক নাম্বার বাসভবন ফিরোজায় পৌঁছালেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

    এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসভবন যাবেন।

  • নিয়মিত দেখা মিলছেনা জনপ্রিয় অভিনেত্রী প্রভার।

    নিয়মিত দেখা মিলছেনা জনপ্রিয় অভিনেত্রী প্রভার।

    জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। যে কারণে পর্দায় এখন আর নিয়মিত দেখা মেলে না প্রভার।

    তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, ভাবনাগুলো ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন তিনি।

    সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

    প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সকল ব্যাথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’

    প্রভা তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’

    সবশেষ প্রভা লেখেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’

    প্রভার সেই স্ট্যাটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন। কেউ আবার অতীত টেনেও কথা বলছেন।

    যদিও প্রভা সেসবের মন্তব্যের কোনো জবাব দেননি। বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী।

  • সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ্ পছন্দ করেন না: মির্জা ফখরুল।

    সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ্ পছন্দ করেন না: মির্জা ফখরুল।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত৷ আর আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না।
    বুধবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও হরিপুর বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত স্বাধীন। এ স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারবো। আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সবাই মিলেমিশে বসবাস করবো৷ তারা আমাদের আমানত। সামনে দুর্গা পূজা আসছে। তাদের জান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কারণ তারা আমাদের আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না। তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখার কথা বলেন মির্জা ফখরুল।
    ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ আন্দোলনে খুনি হাসিনা হাজারো মানুষ খুন করেছে৷ বিএনপি নেতা, ছাত্র-জনতাকে নির্যাতন করেছে। নির্যাতনের আয়নাঘর বানিয়েছে। মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ্ পছন্দ করেন না। তিনি যখন যাকে চান আমির বানান আবার যখন যাকে চান ফকির বানান।
    মির্জা ফখরুল বলেন, আগস্ট মাসের ৪ তারিখে চিন্তাও করতে পারিনি ৫ তারিখে রাস্তায় এত মানুষ নেমে আসবে আর হাসিনার পতন ঘটাবে। সব শেষে জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে।
    তিনি বলেন, কারো উপর অন্যায় নির্যাতন করবেন না। নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউ তা চান না। যেমন হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে।
    নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সামনে নির্বাচন হবে। কবে হবে তা জানিনা। তবে এটা ঠিক আওয়ামীলীগ সরকার নির্বাচনের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে আপনারা কেউ এতদিনে ভোট দিতে পারেননি। যোগ করে ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবাই ভালো মানুষ ও নিরপেক্ষ মানুষ। কোন দলের রাজনীতি করেন না।  আপনারা ধৈর্য ধরেন সবাই শান্ত থাকেন। আপনাদের দাবি এখানে যেন আমরা ধানের শীষ প্রতীক দেই। কাজেই ধানের শীষকে শক্তিশালী করেন। কারল নির্বাচন সামনে আসছে। আমরা দেশকে ভালো রাখার সুযোগ যেন না হারাই।
    সীমান্ত হত্যা নিয়ে ফখরুল বলেন, এখানে পাশেই ভারত সীমান্ত। আমরা ভালোভাবে থাকতে চাই। আমাদের উপর অন্যায় করা হলে আমরা প্রতিবাদ করবো।
    এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়াই সংগ্রামে ত্যাগের কথা তুলে ধরেন এবং তাদের জন্য দোয়া চান।
    জনসভায় তীব্র রোদ উপেক্ষা করে ঈদগাহ মাঠ কানায় কানায় ভরপুর ছিলো জেরা উপজেলার বিএনপির নেতাকর্মী ও বিএনপি সমর্থিত ছাত্র-জনতা দলে দলে এসে যোগদান করেন।
  • ঠাকুরগাঁওয়ে বিজিবির সচেতনমুলক সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

    ঠাকুরগাঁওয়ে বিজিবির সচেতনমুলক সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

    সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার,মাদকদ্রব্য ও চোরচালান বন্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে জনসচেতনমূলক সভা ও  ৩ শতাধিক বিনামূল্যে সীমান্তের লোকজন চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
    মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠিত হয়।
    এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহাম্মদ, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম নাজমুল হক প্রমুখ এতে বক্তব্য।
    এসময় ডাবরী, কাঠালডাঙ্গী সহ আশপাশের বিওপির বিজিবির সদস্য এবং স্থানীয়য় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সীমান্তে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহায়তা চান তিনি।
    সম্প্রীতির সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে এই কর্মকর্তা আরো বলেন, একটি মহল সীমান্তে গুজব ছড়াচ্ছে, নিজস্ব চরিতার্থ হাসিলের জন্য। সব গুজবের কান্না দিয়ে প্রতিটি বিষয়ে যাচাই-বাছাই করে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
    সীমান্তে বিজিবির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। একই সাথে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
  • নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামানিকের পুকুরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।
    লাশ উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া মডেল  থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিগত রবিবার রাতে তার (ঝপঝপিয়া বাজারের) দোকানে আসার কথা বলে বাড়া থেকে বের হয় আশরাফুল। তার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না বলে তার পরিবারের সদস্যরা জানান। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো গেঞ্জি, লুঙ্গি ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি মামলা মুলে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রির্পোট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • ঠাকুরগাঁও হাসপাতালে নার্সের ভুলে এক নবজাতকের মৃত্যু।

    ঠাকুরগাঁও হাসপাতালে নার্সের ভুলে এক নবজাতকের মৃত্যু।

    ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে ৩ দিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
    সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
    নিহত শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
    শিশুটির বাবা সাব্বির হোসেন বলেন, ১৫ তারিখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করেছিলাম। বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আমি নার্সদের ডেকে নিয়ে আসি। চিকিৎসক সানিকোর্ড (Sanicord) নামে একটি ঔষধ নিয়ে আসতে বলেন। আমি সাথে সাথে নিয়ে আসি। একজন নার্স সেই ঔষধ সিরিঞ্জে করে নিয়ে হাতের ক্যানুলাতে পুশ করেন। কিছুক্ষণের মধ্যেই আমার সন্তানটি মারা যায়। আমরা এর বিচার চাই।
    ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, খবর পেয়ে শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।