Author: admin

  • মনের মতো সঙ্গী না পেলে বাবা ছাড়াই মা হবার কথা ভাবব-জ্যোতি।

    মনের মতো সঙ্গী না পেলে বাবা ছাড়াই মা হবার কথা ভাবব-জ্যোতি।

    মনের মতো সঙ্গী না পেলে সিঙ্গেল ভাবে মা হবার কথা ভাববেন এমন চিন্তা চেতনার কথা জানালেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। এই মূহুর্তে সে কলকাতায় রয়েছেন।

    সেখান থেকেই ফেসবুকে নিজের অভিমত প্রকাশ করেছেন।

    সম্প্রতি শবনম ইয়াসমিন বুবলী মা হয়েছেন―এমন খবরে দেশীয় শোবিজ অঙ্গন উত্তপ্ত। মঙ্গলবার দুপুরে বুবলী নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এরপরই চলচ্চিত্রপাড়া দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে ফেলে। স্পষ্ট করে তোলে ২০২০ সালে বুবলীর অন্তর্ধান রহস্য।

    দেশীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় বুবলী ওই বছর নিউ ইয়র্কে সন্তান জন্মদানের জন্যই গিয়েছিলেন। কেননা সে সময় তিনি মিডিয়াকে পুরোপুরি এড়িয়ে চলছিলেন। বলা যায় তিনি হয়ে গিয়েছিলেন নিখোঁজ। বলা হচ্ছে শাকিব খান বুবলীকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান হয় নিউ ইয়র্কে। বিষয়টি নিয়ে দেশীয় শোবিজ অঙ্গন যখন মুখর তখনই মুখ খুললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

    জ্যোতি কারো নাম না বললেও সময়ের ঘটনার সঙ্গে শতভাগ সাদৃশ্য রয়েছে। অভিনেত্রী বলেন, ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

    জ্যোতি আরো বলেন, ‘আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’

     

  • ঢাবিতে যুবককে হত্যা: আটক বালিয়াডাঙ্গীর ফিরোজ, হয়রানি না করার আকুতি বাবা-মার।

    ঢাবিতে যুবককে হত্যা: আটক বালিয়াডাঙ্গীর ফিরোজ, হয়রানি না করার আকুতি বাবা-মার।

    ঢাকা বিশ্ববিদ্যায়ে (ঢাবি) তোফাজ্জল নামে এক যুবকের হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে একমাত্র ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান ফিরোজ কবিরের বাবা ও মা।
    আজ শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় আমজানখোর ইউনিয়নের জুগিহার গ্রামে প্রতিবেদককে ফিরোজ কবিরের বাবা কাঠমিস্ত্রি ফাইজ উদ্দীন ও মা ফিরোজা বেগম এ কথা বলেন।
    ফিরোজের বাবা ফাইজ উদ্দীন জানান, গতকাল স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলের ছবি তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তালিকায় দেখে তাকে জানান। পরে তিনি বাড়ির পাশে স্কুলহাটে গিয়ে দোকানের টিভিতে খবরে ঘটনা সম্পর্কে অবগত হন। এর আগে তার ছেলে ফিরোজ কবির গত ৩ দিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করেনি ।
    ফিরোজের বাবা আফসোস করে বলেন, আমি আমার পরিশ্রম, জায়গা-জমি বিক্রি করে ফিরোজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। পড়াশোনা শেষ করে ছেলে বিসিএস ক্যাডার হবে, এই স্বপ্নে সব কষ্ট ভুলে যাই। বাড়ির অবস্থা এত জরাজীর্ণ হওয়ার পরও ওর পেছনে সব ব্যয় করছি। গতকালকে ঘটনা শোনার পর থেকে নির্ঘুম দিন কাটছে। নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছি সবাই।
    ফিরোজের মা ফিরোজা বেগম জানান, ‘মোর বাপ তো সহজ-সরল, এলাকাত কাকো এরা জোড়ে কাথা কহেনি। সেই ছুয়াডা কাকো মারে ফিলাবে, এইডা মি বিশ্বাস করবা পারছু নি। মোর বাপের মোবাইল বন্ধ, তিনডা দিন গেল কুনো কাথা কহেনি মোর সঙ। মি কেংকরে ধরিম মোর বেটা কাকো মারে ফিলাইজে। যুদি মোর বেটা এমন কাজ করে, তাহলে ওয়াক শাস্তি দোক। না হইলে মোর বেটাক পড়াশোনা শেষ করবা দোক। হামারতো ফিরোজ ছাড়া কুনো সম্পত্তি নাই।’
    সরেজমিনে দেখা গেছে, বাঁশের বেড়া আর ছাউনি দিয়ে জরাজীর্ণ দুটি ঘরে বসবাস করেন ফিরোজের বাবা, মা ও দুই বোন। ফিরোজের ছোট বোন ফারজিনা আক্তার নবম শ্রেণিতে পড়াশোনা করে।
    ফারজিনা বলেন, ভাইয়ার এমন খবর শোনার পর থেকে বাবা-মা ভেঙে পড়েছেন। তাকে পড়াশোনা করাতে গিয়ে বাড়ি পর্যন্ত মেরামত করেননি বাবা। গোয়ালঘরের মত ঘরগুলোয় বসবাস করছি। তার ভাই জড়িত না থাকলে হয়রানি মুক্ত রাখার অনুরোধ করেন।
    ফিরোজের খবর গণমাধ্যমে আসার পর থেকেই তার বাড়িতে এসে সকাল থেকে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেধাবী ছিলেন ফিরোজ। এলাকায় তার আচার-ব্যবহারে মুগ্ধ ছিলেন সকলেই। তার এমন খবরে প্রতিবেশীরাও অবাক হয়েছেন।
    ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজ তার চাচা আইজ উদ্দীনকে ফোন করেছিলেন। তার চাচা জানান, ফিরোজ তাকে ফোন দিয়ে বাবা ও মাকে সান্ত্বনা দিতে বলেছেন। ঘটনার সময় ফিরোজ টিউশনিতে ছিলেন। বন্ধুরা তাকে ফাঁসিয়েছেন বলে চাচার কাছে দাবি করেছেন। তবে এরপর থেকেই ফিরোজের মোবাইল বন্ধ।
    ফিরোজের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন সহপাঠী শামীম উদ্দীন। গতকালের খবরের তিনিও দুপুরে এসেছেন সহপাঠীর বাড়িতে। তিনি বলেন, স্কুল-কলেজে কোনো ঝামেলায় জড়াতো না ফিরোজ। টিভিতে তোফাজ্জল হত্যায় জড়িতদের সঙ্গে তার ছবি দেখে সকলেই অবাক হয়েছি।
    তবে অনেক প্রতিবেশী ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন জঘন্য ঘটনা মেনে নেওয়ার মতো না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই। সেখানে ফিরোজ জড়িত থাকলেও। নাহলে পরিবারটিকে যেন হয়রানি না করা হয়।
    ফিরোজ কবির হরিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সমির উদ্দীন স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে ৪র্থ বর্ষে পড়াশোনা করছেন বলে পরিবার জানিয়েছে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    মামলার পর মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম নামে ছয় শিক্ষার্থীকে আটকের পর গণমাধ্যমে আসে ফিরোজের নাম ও ছবি। এরপর থেকে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ফিরোজের কবিরের এলাকা।
  • উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ২ জন শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের রুহুল আমিন (৩৫) ও মোঃ আশরাফ আলী(৩৩)।

    জানা যায় শনিবার (২১ সেপ্টেম্বর) উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে তারা দুই জন কাজ করছিলো।সন্ধার দিকে হঠাৎ আকাশে ঝড় ও বৃষ্টির আভাস দেখে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন ওই গ্রামের ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক। এ সময় তিনি গণমাধ্যম কে জানান আশরাফ ও রুহুল আমিন মাঠে কাজ করার জন্য গেছিলেন। বৃষ্টি নামার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনায় তারা ঘটনাস্থলেই মারা যায়।

    এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।

  • রামপাল পশু হাসপাতাল মোড় রক্তদান ক্লাবের মতবিনিময় সভা।

    রামপাল পশু হাসপাতাল মোড় রক্তদান ক্লাবের মতবিনিময় সভা।

    বাগেরহাটের রামপালে “রামপাল পশু হাসপাতাল মোড় রক্তদান ক্লাব” এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২১ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় রক্তদান ক্লাব’র আয়োজন উপজেলা মডেল মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী আব্দুল হান্নান। ক্লাবের সভাপতি মোঃ তায়েব নূর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ রমজান আলী।
    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান (আসাদ)।
    এমসয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মাছুম বিল্লাহ, আরাফাত হোসেন সবুজ, মুদাচ্ছের হোসেন,  মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মামুন শেখ, আবির শেখ,  মোঃ মঈনুদ্দিন রাহাত, মোঃ নুরুজ্জামান প্রমুখ।
    সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও সেবাধর্মী কাজ। রোগাক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন সময়ে রক্ত লেগে থাকে। রক্ত শূন্যতায় অনেকে মারা যায়। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় বিশুদ্ধ রক্ত পাওয়াও কঠিন হয়ে পড়ে। সেজন্য এমন একটি সংগঠন থাকলে বিপদের সময় মানুষের পাশে দাড়ানো সহজ হয়। আমরা চাই এ সংগঠনটি কলেবর আরো বৃদ্ধি হোক এবং মানুষের সেবায় তাদের কার্যক্রম আরো গতিশীলতা পাক।
  • হাসিনার ষড়যন্ত্র থেমে নেই-ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন : দেলাওয়ার হোসেন।

    হাসিনার ষড়যন্ত্র থেমে নেই-ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন : দেলাওয়ার হোসেন।

    পনের বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র থামানি। এবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয়  ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন।
    তিনি আরো বলেন, আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। আর যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করবো।
    শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে
    স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সহকারী সেক্রেটারী বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৫-ই আগস্ট নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভার‍তে পালিয়েছে হাদিনা। পালিয়ে গিয়েও একের পর এক ষড়যন্ত্র করছেন তিনি। আবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য। আপনার পুরন হবে না। দেশের প্রতিটি প্রশাসনিক সেক্টরে অস্থিরতা চলছে। যারা আওয়ামী লীগার তারাই এই অস্থিরতা তৈরি করছে। তাদের চিহ্নিত করে পদ থেকে বহিষ্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
    দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী কোরআনের একটি সুন্দর সমাজ, কোরআনের একটি সুন্দর রাস্ট্র কায়েমের স্বপ্ন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে সমাজ হবে বৈষম্যহীন সমাজ, যে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জামায়াতে ইসলামী চাই বাংলাদেশের সংসদ কোরআনের আইন দ্বারা পরিচালিত হউক, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হউক তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না৷
    জামায়াতের এই নেতা বলেন, ন্যায় প্রতিষ্ঠার সমাজ গড়ার কাজ করছিল জামায়াতে ইসলামী। কিন্তু আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার সরকার অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর অনেক নির্যাতন চালিয়েছে। পনের বছরে বিনা অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।
    অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ টি বছর জামাতে ইসলামকে অনেক নির্যাতন করেছে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ পর্যায়ে নেতাদের কারাগারে প্রেরণ করেছে। হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করে লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়েছে।
    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।
  • রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন।

    রামপালে সূর্যতরুণ যুব সংঘ’র অফিস উদ্বোধন।

    বাগেরহাটের রামপালে ‘গাবতলা সূর্যতরুণ যুব সংঘের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
    শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সূর্যতরুণ যুব সংঘের আয়োজনে উপজেলার বাইনতলা ইউনিয়নের গাবতলা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
    শেখ জুয়েল রানা’র সভাপতিত্বে ও সিনিয়র উপদেষ্টা ইমরান হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় যুব পরিষদের সদস্য সোহানুর রহমান (সোহান), প্রধান শিক্ষক শেখ বাইজীদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন মোঃ আলিফ হোসেন, তারিকুল ইসলামসহ এ সংগঠনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।
    অনুষ্ঠানে সূর্যতরুণ সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান বলেন, এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন। এর মূল উদ্দেশ্য হচ্ছে দল-মত নির্বিশেষে সমাজের গরীব ও অসহায় মানুষকে সহায়তা করা। এর পাশাপাশি সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন কাজে যুবকদের সচেতন করা। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে তোলা এবং যুবকদের স্বকর্মসংস্থানে উদ্ভুদ্ধ করা। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
  • রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে যুবক  নিহত : আহত ৭।

    রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে যুবক  নিহত : আহত ৭।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এই যুবকের ৭ আত্নীয় আহত হন।
    আজ শুক্রবার বিকালে গাড়িতে থাকা সকলে মিলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে এশিয়ার সর্ব বৃহত্তম ২.৫ বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো এই গাছটি দেখতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার গরুহাটি সংলগ্ন স্থানে আসা মাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
    সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলেন দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫)ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে রাণীশংকৈল থেকে  একটি প্রাইভেট কার নেকমরদ এলাকার গরুহাটির সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি মহাসড়কে উল্টে গেলে কয়েকবার পাল্টি খায়। ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ যাত্রী।
    আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) মধ্য ভান্ডার এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) বটগাও এলাকার রফিকুলের মেয়ো রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮) ওই গাড়ির ড্রাইভার ছিলেন।
    দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই সহিদুল ইসলাম।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন,আজ বিকালে তাঁরা প্রাইভেট কারে করে বালিয়াডাঙী দিকে আমগাছ দেখতে যাচ্ছিলেন।নেকমরদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজব নিহত হন।খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।
  • গণহত্যার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

    গণহত্যার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়। মামলা নং- সি/আর ৪২৩/২৪ইং (শ্রী) ও সি/আর ৪২৪/২৪ইং (শ্রী)।
    শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শহররের কালিঘাট রোড এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র একই এলাকার শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।
    সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ ছাড়াও মামলার অপরাপর আসামীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, শ্রমিক লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন সাহিন, ছাত্রলীগ নেতা মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান সুজাদ, ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মোঃ আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকাশ দেব জুয়েল, যুবলীগ নেতা শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুতি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কৃষকলীগনেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগ নেতা ছাত্রনেতা সাদিকুল ইসলাম, মোঃ আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ, প্রমুখ।
    মামলার এজাহারে বলা হয়েছে, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচী চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ যুবলীগের সশ্বস্ত্র নেতাকর্মীদের হামলা, জখম করা, বাড়িঘর ভাংচুর, নগদ অর্থ, স্বর্নলংকার লুটপাটের অভিযোগ করা হয়।
    মামলা দুটিতে শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
  • ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে গেছে রামপালে সেতু নির্মানের কাজ।

    ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে গেছে রামপালে সেতু নির্মানের কাজ।

    ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে গেছে রামপালে সেতু নির্মানের কাজ
    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ভূমি অধিগ্রহন জটিলতায় থমকে আছে একটি সেতুর নির্মাণ কাজ। ভূমি জটিলতার নিরাসন না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে এ সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
    জানা গেছে যে, উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনিয়া বাজার ও রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পুর্ব পার্শ্বে দাউদখালী নদীর তীরে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অর্থায়নে নির্মানাধীন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও হাসপাতালকে ঘিরে একটি সেতু নির্মান প্রকল্প হাতে নেয় রামপাল উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃপক্ষ।
    চলতি বছরে জুন মাসে সেতুর নির্মান কাজের উদ্বোধন করা হয়। তবে গত চার মাসে সেতুর ১০ ভাগ কাজও শেষ হয়নি। সেতু নির্মাতা প্রতিষ্ঠান পিরোজপুরের সরদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয় আরসিসি গার্ডারের ৭০ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা।
    কর্তৃপক্ষ আরো জানায়, গত জুন মাসে সেতুর নির্মান কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহন জটিলতায় আটকে আছে এর নির্মান কাজ। এ পর্যন্ত ৪৯ মিটার দৈর্ঘ্যরে মাত্র ১৮ টি পাইল ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। মোট ৪৪ টি পাইল ঢালাই করা হবে বলে জানানো হয়। ভূমি জটিলতার কারনে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।
    নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে এ সেতুর কাজ দেখাশুনা করেন শাহিনুর সরদার। তিনি বলেন, সেতুর পশ্চিম পাশের কয়েকটি বসত বাড়ি রয়েছে। ওইসব বাড়িঘর ও সম্পত্তি সরকারিভাবে অধিগ্রহন না করায় সেতু নির্মানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
    তিনি আরো বলেন, সেতু  নির্মানের পুর্বে ভূমি অধিগ্রহন না করায় এমন জটিলতা হয়েছে। এ জন্য আমরা ৩-৪ মাস কাজ বন্ধ রেখেছিলাম। ভূমি অধিগ্রহন জটিলতার অবসানের জন্য কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এখন বাগেরহাট জেলা প্রশাসনের এল এ শাখায় এ নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে সার্ভেও করা হয়েছে।
    রামপাল উপজেলা এলজিইডির পক্ষ থেকে সেতুর নির্মান কাজ দেখাশুনা করেন উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান। তিনি বলেন,  সেতুর পুর্ব প্রান্তে কাজ শুরু করা হয়েছে। এখন পাইল ঢালাই শুরু হয়েছে। এমন সময় পশ্চিম পার্শ্বের ভূমি অধিগ্রহন না হওয়ায় সেখানকার বাসিন্দারা কাজ করতে বাধা দিচ্ছে। আর এ কারনে সেতুর কাজ প্রায় বন্ধ রাখার মতো অবস্থা হয়েছে। সমাধানের জন্য চেষ্টা চলছে।
    এ ব্যপারে নির্মাতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আহসান হাবিব মিশু বলেন, ভূমি অধিগ্রহন না করায় স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দিয়েছিল। রামপাল উপজেলা প্রকৌশলী  গোলজার হোসেনের সহায়তায় ভূমি অধিগ্রহন করে তাদের ভূমি, স্থাপনা ও গাছ গাছালির মুল্য পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে তারা আবারো কাজ করতে দেয়। তাছাড়া পরিবেশে সনদ পেতে সময় লেগেছে। এখন বাগেরহাট জেলা প্রশাসনের এলএ শাখায় অধিগ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
  • ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রুপিসহ গ্রেফতার।

    ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রুপিসহ গ্রেফতার।

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মধ্যরাতে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
    এ বিষয়ে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুর বলেন, আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। মোঃ মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।
    জানা যায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্তের মেইন পিলার ১৩৬৫ হতে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করেন। অপর আরোহী বাংলাদেশি নাগরিক বড়াইল গ্রামের বাসিন্দা লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা।
    বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকে আটক করে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
    বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান বলেন, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।