Author: admin

  • দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপ পাহারা দেবে বিএনপি’র কর্মী সংবাদ সম্মেলনে-আজাদ হোসেন।

    দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপ পাহারা দেবে বিএনপি’র কর্মী সংবাদ সম্মেলনে-আজাদ হোসেন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি’র পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেবার ঘোষানা দিলেন সংগঠনের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। প্রতিটি মন্দিরে তাদের ১৫ জন করে কমীর্দি নরাত অবস্থান করবেন।

    শনিবার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আজাদ হোসেন আজাদ এই ঘোষনা দেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল ওয়াহাব,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব নিকসন কুমার এতে বক্তব্য রাখেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাত করিম নয়ন,সদস্য সচিব আমিরুল ইসলাম,পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার।

    উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজাদ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। কাজেই হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে তাদের সকল ধমীর্য় অনুষ্ঠান পালন করবে। এ বছর উল্লাপাড়ায় আয়োজিত শতাধিক দুর্গাপূজা মন্ডপে নির্বিঘ্নে সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সার্বিক সহযোগিতা দেবে।

    প্রতিটি মন্ডপে প্রশাসনের দেওয়া নিরাপত্তা কমীর্দের সঙ্গে ১৫ জন করে কমীর্ দিনরাত মন্দির প্রাঙ্গনে উপস্থিত থেকে নজর দারি করবে। সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ পুরো উপজেলায় মন্দিরগুলো একাধিকবার পরিদর্শন করবেন বলে উল্লেখ করেন বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।

  • শতাধিক ছররা গুলি শরীরে-যন্ত্রণায় ছটফট করছেন ঠাকুরগাঁওয়ের লিটন।

    শতাধিক ছররা গুলি শরীরে-যন্ত্রণায় ছটফট করছেন ঠাকুরগাঁওয়ের লিটন।

    বাড়িতে ঢুকতেই একটি কক্ষে লিটনকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় লিটনের মা মাথায় হাত দিয়ে বুলিয়ে দিচ্ছিলেন।

    শরীরে অন্তত দেড় শতাধিক ছররা গুলির চিহ্ন। গুলিগুলো মাথায় ও শরীরের ভেতরে চামড়ার নিচে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব গুলির যন্ত্রণায় ছটফট করে দিনাতিপাত করছেন লিটন (১৯)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর এলাকায় পুলিশের গুলিতে তিনি আহত হন। তাঁর শরীর থেকে ১২টি ছররা গুলি অস্ত্রোপচার করে বের করা হলেও বাকিগুলো রয়ে গেছে।

    চিকিৎসকেরা জানিয়েছেন, ছররা গুলিতে লিটনের শরীরের বাঁ পাশে অবশ হয়ে গেছে। এখন জরুরি ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।

    তবে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সামর্থ্য লিটনের পরিবারের নেই। নিজের পড়াশোনার খরচ জোগাতে লিটন আগে ওষুধ ফার্মেসিতে কাজ করে চলতেন। শারীরিক অবস্থার কারণে এখন সে কাজও করতে পারছেন না।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা নিহত হওয়ার খবর শুনে অন্যান্যদের সঙ্গে আন্দোলনে অংশ নেন লিটন আলী। মায়ের বারণ অমান্য করেই গিয়েছিলেন তিনি। কিন্তু এ আন্দোলনে অংশ নেওয়ায় কাল হয় লিটনের।

    আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন মিছিল নিয়ে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ওই কর্মসূচিতে গুলি ছোড়ে পুলিশ। এতে মারাত্মকভাবে আহত হন লিটন। মাথা থেকে শুরু করে হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে দেড় শতাধিক ছররা গুলি লাগে তার।

    সেসনয় সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু তাদের চিকিৎসা দিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে হামলা করবে- এ ভয়ে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে সেভাবে চিকিৎসা দেয়নি। পরে পাশের এক প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন লিটন।

    লিটন আলীর ইচ্ছা ছিলো লেখাপড়া শেষে পরিবারের দায়িত্ব নেওয়ার। কিন্তু বর্তমানে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথায় বিছানায় কাতরাচ্ছেন। এখনও মাথায় ১৫টি এবং পুরো শরীরে আরও শতাধিক ছোররা গুলি রয়েছে। এই যন্ত্রণায় কত দিন থাকতে হবে তাও তিনি জানেন না তিনি। তবে উন্নত চিকিৎসায় শরীর থেকে গুলিগুলো বের করা সম্ভব হলে তিনি স্বাভাবিক হবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

    এদিকে দরিদ্র পরিবারের পক্ষে কোনো রকমে প্রাথমিক চিকিৎসাগুলো করানো সম্ভব হলেও উন্নত চিকিৎসার অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছেন। নিজেকে এখন অসহায় ছাড়া কিছুই ভাবতে পারছেন না লিটন।

    ঠাকুরগাঁও পৌর শহরের মিলননগর এলাকার ইয়াকুব আলী ও লিলি বেগম দম্পতির তৃতীয় সন্তানের মধ্যে লিটন সবার ছোট। ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। মা অন্যের বাসাবাড়িতে কাজ করে সংসার চালায়। আর বাবা থেকেও তাদের দেখভাল করে না।

    লিটন সেই দিনের ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়ে জানান, ছাত্র আন্দোলনে ডাকা সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি।
    গত ৪ আগস্ট দুপুরে কোর্ট চত্বরের পূর্ব পাশের গলিতে শিক্ষার্থীরা  অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের গুলি না করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তাঁরা চলে যাওয়া শুরু করলে গুলি ছোড়ে পুলিশ। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে জ্ঞান ফেরার পর উঠে দাঁড়ালে তাঁর খুব কাছে থেকে আবারও এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে পুলিশ। এতে তাঁর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর গুলিবিদ্ধ হন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁকেসহ গুলিবিদ্ধ অন্যদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান।
    সেখানে চিকিৎসকরা সেদিন ঠিকমতো চিকিৎসা দেননি। পরে একটি ক্লিনিকে অস্ত্রোপচার করে ১২টি গুলি তাঁর শরীর থেকে বের করা হয়।

    পরের দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তিন দিন চিকিৎসার পর রংপুর সিএমএইচ হাসপাতালে দুই সপ্তাহ ভর্তি ছিলেন। সেখানেও অস্ত্রোপচার করা হয়। কিন্তু শরীর থেকে একটি গুলিও বের করা সম্ভব হয়নি। এরপর চিকিৎসকের পরামর্শে এখন তিনি বাড়িতেই রয়েছেন।

    লিটন বলেন, এখন সরকারের কাছে একটি চাওয়া আমার শরীর থেকে গুলিগুলো বের করে দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। আবার আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে চাই। এই দেশের জন্য, আমার পরিবারের জন্য কাজ করতে চাই।

    লিটনের মা লিলি বেগম বলেন, টানাটানির সংসারে ধারদেনা করে ছেলের জন্য ওষুধ কিনতে হচ্ছে। বড় স্বপ্ন ছিল ছেলেটা পড়ালেখা শেষ করে একদিন সংসারের হাল ধরবে। পরিবারের অভাব দূর হবে। কিন্তু আমাদের সাজানো স্বপ্ন এখন শেষ হয়ে গেল!

    ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শিহাব মাহমুদ শাহরিয়ার জানান, প্রতিটি গুলি খুঁজে বের করা খুব ক্রিটিক্যাল এবং রোগী-ডাক্তার দুজনের জন্যই কষ্টকর। তবে কোনো গুলির কারণে শরীরে ইনফেকশন বা পুঁজ বের হয়, তখন সেটা আমরা বের করে চিকিৎসা দিই। তবে এত বেশিসংখ্যক গুলি বের করা একেবারে প্রায় অসম্ভব।

    এবিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, লিটনের খোঁজখবর নেয়া হয়েছে। লিটন যাতে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে ব্যবস্থা আমরা করবো।

  • মৌলভীবাজারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

    মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার উপজেলার একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
    জেলা জামায়াতের আয়োজনে শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ইং, বিকাল তিনটা থেকে শুরু করেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
    এ সময় মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, সহযোগী সদস্য ও কর্মীরা একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। এর আগে সহিহ কুরআন অনুশীলন বিষয়ক আলোচনা রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সংগঠনের প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি বিষয়ক আলোচনা রাখেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
  • রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ।

    রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাইনতলা ইউনিয়নে ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো’র আয়োজনে চাকশ্রী বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সংগঠনের সভাপতি হাদীউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সম্পাদক শেখ মোহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আব্দুল হাই, হাফেজ জিল্লুর রহমান ও হাফেজ হাসান।
    সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত  মুহাম্মদ (সাঃ) এর অপমান গোটা বিশ্বের  মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে  মিছিল ও সমাবেশে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
  • লক্ষ্মীপুরের খাসিয়ারা চরে পুকুর থেকে ধরা পড়লো কুমির স্থানীয়রা আতঙ্কিত।

    লক্ষ্মীপুরের খাসিয়ারা চরে পুকুর থেকে ধরা পড়লো কুমির স্থানীয়রা আতঙ্কিত।

    লক্ষ্মীপুর রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চরে পুকুর থেকে বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির ওজন প্রায় ৬ মনের কাছাকাছি বলে ধারণা করছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁসমুরগির খোড়ায়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে। সেটিকে দক্ষিণ চরবংশীর চান্দারখাল মাছঘাটে নিয়ে আসে তারা।

    পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। আজ শুক্রবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয়।
    স্থানীয়রা জানায়, খাসিয়ার চরের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নীচ থেকে কুমিরটি ধরা হয়েছে। গতকাল সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায়।সেটি নামের এক ব্যক্তির বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রাতে হাঁসমুরগি খেতে উপরে উঠে আসে কুমিরটি, সেখান থেকে ধরা হয়৷

    স্থানীয় সূত্রে জানা যায় ওই পুকুরে আরও চার-পাঁচটি কুমির রয়েছে। বন্যার পর থেকেই তাদের দেখা পাওয়া যাচ্ছে। খালে নামলেই আক্রমণ করছে কুমির। বাবলু ও আবু নামে দুজন কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এক কৃষকের একটি গরুও নিয়ে গেছে বলে জানান তারা। বর্তমানে কুমির আতঙ্কে রয়েছে খালপাড়ের বাসিন্দারা। ভয়ে খালে নামছে না অনেকে।

    রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ও তার প্রতিনিধিদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে। উপজেলা প্রশাসনের নির্দেশে কুমিরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    রায়পুর বনবিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। সেটিকে জেলা অফিসে পাঠানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ঠাকুরগাঁওয়ে মা ৮শ’ টাকায় বিক্রি করলেন নবজাতক সন্তান।

    ঠাকুরগাঁওয়ে মা ৮শ’ টাকায় বিক্রি করলেন নবজাতক সন্তান।

    ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়নায় ৮’শ টাকার বিনিময়ে নবজাতক সন্তানকে বিক্রি করলেন প্রতিবন্ধী গর্ভধারিণী মা। অন্যদিকে নিজেই জানেনা শিশুটির বাবা কে? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেন মোড় গুচ্ছ গ্রামে।

    জানা যায়, ১১ বছর আগে রানা নামে এক লোকের সাথে বিয়ে হয় ফেরদৌসি বেগমের। তবে তিন বছর আগে রানার সাথে বিবাহ-বিচ্ছেদ ঘটে তার। তারপর থেকেই অভাবের সংসারে দুই ছেলেকে নিয়ে কঠিন দিনানিপাত শুরু করেন তিনি। এক পর্যায়ে বাধ্য হোন খারাপ পথে পা বাড়াতে। ছেলেদের মানুষ করতে দেহ ব্যবসায় নামেন প্রতিবন্ধী ফেরদৌসি। খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই বিভিন্ন মানুষের সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হোন তিনি। এভাবেই তার পেটে অনাকাক্ষিতভাবে একটি সন্তানের জন্ম নেয়। বাচ্চাটির প্রকৃত বাবা কে এটাও জানেন না ফেরদৌসি।

    পরবর্তীতে প্রসব ব্যথা উঠলে ঠাকুরগাঁও মাতৃসদন হাসপাতালে নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নিজের চিকিৎসার খরচ এবং শিশুটির খরচ বহন করার মতো কেউ না থাকায় ৮ শত টাকা নগদ নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নবজাতক শিশুটিকে তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁওয়ের এক লোকের কাছে। নাম জিজ্ঞাসা করলে তার নাম জানে না বলে জানান ফেরদৌসি বেগম।

    এদিকে এলাকাবাসীরা বলেন, ফেরদৌসি দুই ছেলেকে নিয়ে এই গুচ্ছ গ্রামে আসে। তখন তার স্বামী ছিল না। পরবর্তীতে আমরা একাধিকবার তাকে জিজ্ঞাসা করলে তার স্বামী নেই বলে জানান ফেরদৌসি। কিন্তু আমরা তার ঘরে একাধিক পুরুষ ঢুকতে দেখেছি। এ ব্যাপারে তার সাথে কথা বললে আত্মীয়ের পরিচয় দিত। তাই আমরা বিষয়টি নিয়ে ততটা ভাবিনি। কিন্তু স্বামী না থাকা অবস্থায় তার পেটে বাচ্চা আছে এটা শুনে আমরা অবাক হই। গতকাল বাচ্চাটি দুনিয়াতে আসার পরপরই আবার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন ফেরদৌসি।

    অন্যদিকে প্রতিবন্ধী মা ফেরদৌসি বলেন, আমার স্বামী রানা অন্য আরেকটা বিয়ে করে আমাকে ডিভোর্স দেয়। আমি একটা বুড়ার কাছে টাকা পেতাম, তার কাছে টাকা চাইতে গেলে তিনি আমার সাথে জোর করে খারাপ কাজ করেন। আবার অন্য একটা জায়গায় বেড়াতে গেলে সেখানেও আমাকে একটা ছেলে জোর করে আমার সাথে খারাপ কাজ করে। দুই ছেলে নিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। ক্যামেরার সামনে বলতে অনিচ্ছুক প্রকাশ করে তিনি অনেক গোপন কথা বলেন গণমাধ্যমকর্মীদের।

    তিনি আরো বলেন, অভাবের তাড়নায় আমি খারাপ কাজ করতে বাধ্য হয়েছি। এভাবে আমার পেটে সন্তান আসলে বরুনাগাঁওয়ের এক দম্পত্তির সাথে কথা হয়। আমার ছেলে সন্তান হলে তিনি নেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে মাতৃসদনে আমার মেয়ে সন্তানের জন্ম হলে আমার চিকিৎসাসহ যাবতীয় খরচ তারাই বহন করেছিল। লিখিত স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিয়ে নগদ ৮০০ টাকা দিয়েছে আর আমার মেয়েকে আমি তাদেরকে দিয়ে দিয়েছি।

    অন্যদিকে সুশীল সমাজের অনেকেই মন্তব্য করে বলেন, নবজাতক শিশু ক্রয় বা বিক্রয়ের কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ অপরাধ। এ ধরণের ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। ফেরদৌসি বেগম সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছে অন্যদিকে প্রতবন্ধী ভাতাও পায়। নিজে পরিশ্রম করে উপার্জন করার চেষ্টা না করে এ ধরনের খারাপ কাজ সমাজের জন্য হুমকিস্বরুপ। তাই বিষয়টি তদন্ত করে বাচ্চাটির সুন্দর ব্যবস্থা করাসহ অনৈতিক কাজে লিপ্ত থাকার কারণে ফেরদৌসির উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।

  • লক্ষ্মীপুরে এমপি নয়ন ও প্যানেল চেয়ারম্যান লিকার অবৈধ সম্পদ ও দুর্নীিতর অনুসন্ধানে-দুদক।

    লক্ষ্মীপুরে এমপি নয়ন ও প্যানেল চেয়ারম্যান লিকার অবৈধ সম্পদ ও দুর্নীিতর অনুসন্ধানে-দুদক।

    দুর্নীতি ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হতে যাচ্ছেন লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

    দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত কাজে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র সাংবাদিক দেকে নিশ্চিত করেছে।

    অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-রায়পুর ২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের ২০২১ইং সালে নির্বাচনী হলফনামায় দাখিল করা তথ্যানুসারে বাৎসরিক আয় ৩৭ লাখ ১০ হাজার ২৯০ টাকা এবং ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকার সম্পদ দেখিয়েছেন। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে আয়কর রিটার্নে দাখিল করা সম্পদের তথ্য অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ ৯১ হাজার টাকা।

    সচিবালয়ে ‘বুলেটপ্রুফ গ্লাস’ লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা কর্মস্থলে না ফেরা ‘অপরাধী’ কর্মকর্তাদের খুঁজছে পুলিশ কিন্তু দুদকের গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায়, লক্ষ্মীপুর মহিলা কলেজ রোডের ১০ শতাংশ জমির উপর ৫ তলা ভবন সংশ্লিষ্ট এলাকায় ৪০-৫০ শতাংশ জমি ক্রয় এবং ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন স্থানে তার একাধিক ফ্ল্যাট রয়েছে। সব মিলিয়ে তার ঘোষিত সম্পদের বিবরণের চেয়ে কয়েকগুণ বেশি সম্পদের খোঁজ মিলেছে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে।

    দুদক জানায়, টাকার বিনিময়ে নয়ন নিজস্ব ব্যক্তিদের টেন্ডার পাইয়ে দিতেন এবং বাজার দখল, বাসস্ট্যান্ড থেকে সিন্ডিকেটের মাধ্যমে চাঁদা তুলতেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগে প্রভাব খাটিয়ে নিজ ও তার পক্ষের অন্য ব্যক্তিদের নামে এবং তার উপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন মর্মে জানা যায়। এছাড়াও তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    অন্যদিকে, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নিজ নামে ও তার পরিবার পরিজনের নামে অবৈধভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। ২০২২ইং সালে মহিলা সদস্য পদের নির্বাচনের জন্য দাখিল করা নির্বাচনী হলফনামা থেকে প্রাপ্ত তথ্য মতে তার অতি সামান্য পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। কিন্তু তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার পর হতে নিজ নামে এবং পরিবারের অন্য সদস্যদের নামে ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট থাকার তথ্য পাওয়া যায়।

    অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও তার উপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন মর্মে জানা যায়। এছাড়াও বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

  • উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষক শহিদুল ইসলাম ও ছাত্র আবির রক্তাক্ত যখম।

    উল্লাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষক শহিদুল ইসলাম ও ছাত্র আবির রক্তাক্ত যখম।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডাব পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বহিরাগত  কিছু দুবৃত্ত স্কুলে ঢুকে এক শিক্ষক ও ছাত্রকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক ও ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    আহতরা হলেন, এই স্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও দশম শ্রেণির ছাত্র মোঃ আবির হোসেন। বুধবার স্কুলের নারকেল গাছ থেকে শিক্ষার্থীরা ডাব পেরে খাওয়ার সময় নিজেদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এ সময় আহত শিক্ষক শহিদুল ইসলাম গোলযোগ নিরসনের জন্য ছাত্রদের ধমক দেওয়ার জের ধরে এই মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

    আহত শহিদুল ইসলামের অভিযোগ, গতকাল ডাব পারার ঘটনায় জড়িত ছাত্রদের তিনি ধমক দিয়ে তাদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসন করেন। এই ঘটনার জেরধরে তার স্কুলের গোলযোগে জড়িত থাকা কতিপয় শিক্ষার্থীর প্ররোচনায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা বিঠু হোসেন, সজিব হোসেন, তৌহিদুল ইসলাম, হাসান আলী, মানিক হোসেনসহ ৮/১০ জন যুবক লাঠি, প্লাস্টিক পাইপ, দা সহ দেশীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢোকে। এ সময় তিনি স্কুল অঙ্গনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দুবৃত্তরা  হামলা চালিয়ে তাকে এলোপাথারি পেটায়। তাকে বাঁচাতে স্কুলের ছাত্র আবির হোসেন এগিয়ে এলে আক্রমনকারীরা তাকেও মারধর করে। আর এতে শিক্ষক ছাত্র দুজনই তারা গুরুতর আহত হন। শহিদুল ইসলাম এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার ডাব পারা নিয়ে ছাত্রদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের জন্য তার স্কুলের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তিনি ছেলেদের ধমক দিয়ে তখন গোলযোগ নিরসন করনে। এই ঘটনার  জেরধরে স্থানীয় উল্লিখিত যুবকেরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বৃহস্পতিবার স্কুলে এসে শহিদুল ইসলামকে অন্যায়ভাবে মারধর করেন। বিষয়টি তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এব্যাপারে স্কুলের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার করা হলেও তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

    এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা দেওয়া হলে পুলিশ উপযুক্ত তদন্তের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা।

    রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা।

    রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কাশিপুর এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
    প্রতিবাদ সভায় জানানো হয়,গত ১ অক্টোবর,
    রামপালের কাশিপুর ফকিরপাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে হুমকি’ শিরোনামে আঞ্চলিক ও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
    এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদার ফকির অভিযোগ করেন ‘একই এলাকার আওয়াল শেখের ছেলে শিমুল শেখ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোল্যা মুজিবর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি আরো উল্লেখ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগী ছিলেন শিমুল। গত ১৭ বছর ধরে হয়রানি করে আসছে মানুষকে। সে আব্দুল্লাহ ফকিরের ডানহাত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এখন খোলস পাল্টে দলে ভীড়তে চাইছে।
    এ সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ।
    ‘ইলিয়াস আহমেদ শিমুল জানান, আমি বাইনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাকে সামাজিক ও দলীয়ভাবে আমার সম্মান নষ্ট করার জন্য দিদার ফকির মিথ্যা সংবাদ সাংবাদিকদের দিয়ে প্রচার করায়। আমি কাউকে কোন হুমকি ধামকি দেয়নি। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    ‘বাইনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মাহফুজুর রহমান চিক জানান, শিমুল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসছে। সে দলীয় সমস্যার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। বাইরে থেকেও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে। যারা তার নামে আওয়ামী লীগ কর্মীর ট্যাগ লাগানোর চেষ্টা করছে এবং মিথ্যা গুজব ছড়াচ্ছে সেসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    ‘বিএনপি নেতা লুকমান শেখ জানান, শিমুল বিএনপির  একজন নিবেদিত কর্মী। আওয়ামী লীগ সরকারের সহ্য করেছে। দলীয় নেতা-কর্মীদের খোঁজ খবর রেখেছে। তার বিরুদ্ধে কয়েকদিন আগে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    ‘বিএনপি নেতা আবু বকার জানান, শিমুল বাইনতলা ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী নেতা। বিগত সরকারের আমলে অনেক নির্যাতন সহ্য করেছে। তাকে কিছু লোক আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে  মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদারুলের কাছে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।
  • ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
    এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
    আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
    বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
    আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।