Author: admin

  • ধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    ধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে প্রকাশিত ‘স্বাধীন কন্ঠ’ অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী রাণীশংকৈল প্রেসক্লাব হলরুমে পালন করা হয়। এসময় পৃষ্ঠপোষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    সোমবার(৭ অক্টোবর)রাণীশংকৈল প্রেসক্লাবে কেক কাটার মাধ্যমে স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা ক্রেস্ট প্রদানের অনুষ্ঠানে, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে, আজকের পত্রিকার সংবাদকর্মী খুরশিদ শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন লেখক কলামিস্ট ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এম আর বকুল মজুমদার।
    শুভেচ্ছা বক্তব্য রাখেন,পত্রিকার সম্পাদক  ও প্রকাশক তাহেরুল ইসলাম তামীম,নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক একে আজাদ, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া,বিজয় রায়,আনোয়ার হোসেন আকাশ,আব্দুল্লাহ আল নোমান। বক্তারা পত্রিকার প্রচার,প্রসার ও উন্নয়নে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
    এ সময় স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা আহম্মেদ হোসেন বিপ্লব,সম্পাদক ও প্রকাশ তাহেরুল ইসলাম তামিম, নির্বাহী সম্পাদক এ কে আজাদ কে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক খালিদ মাহমুদ সুজন, সাংবাদিক মেহেদী হাসান ও গণ্যমান্য ব্যক্তি গণ।
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে মামলা।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক,দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি জিএম সুফি নিয়াজি, সাধারণ সম্পাদক হিমুন সরকার, সাংগঠনিক সম্পাদক মার্জিনা আক্তার ঝতু, রয়েল বড়ুয়া এবং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক শ্রী দেবদাস ঘনাসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    গত বৃহস্পতিবার রাতে মাহাবুব হোসেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মাহাবুব হোসেন ভুল্লী থানার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনে ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র।

    মামলার এজাহারে ৮৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০জনকে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা তৎসহ ১৮৬০ সালের দন্ডবিধির ১৪৩/১৪৯/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৫০৬(২)/১১৪/৩৪ ধারায় আসামি করে মামলাটি করা হয় বলে জানা গেছে।

    তবে মামলার বাদীর আইনজীবী কে তা বাদী নিজেই জানেন না। আর কিভাবে এজাহারে ৮৫ জনের নাম এলো তাও তিনি নিশ্চিত করে বলতে পারেননি। একমাত্র ইউপি চেয়ারম্যান ছাড়া কাউকেই চেনেন না বাদী।

    বাদীর ভাষ্যমতে, অচেনা কয়েকজন সমন্বয়ক পরিচয়ে বাড়ি থেকে ডেকে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নাম দেখিয়ে এজাহারে স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তীতে কিভাবে ৮৫ জনের নাম এলো খোদ তিনি নিজেই জানেন না। এমনকি স্থানীয় যুবদলের ওয়ার্ড প্রচার সম্পাদকের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি নিজেই।

    বাদী জানান, মামলা করে আমি নিজেই বিপদে পড়েছি। মামলায় ভুল করে অনেকের নাম দেওয়া হয়েছে। পরে আমি তা বুঝতে পেরেছি। কিন্তু যাদের নামগুলো দিয়েছি, তাদের আমি চিনি না। এমনকি তাদের সঙ্গে যোগাযোগেরও কোনো ব্যবস্থা নেই আমার। নানা চাপে আছেন বলে এই প্রতিবেদককে জানান বাদী মাহাবুব হোসেন।

    মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার সাবেক কাউন্সিলর জামিরুল ইসলাম, ওসমান গণি, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, নিউমুন, শাওন সাব্বির, আশ্রমপাড়ার জ্যোতি, টিকাপাড়ার মো. প্রিন্স, মনিরুল ইসলাম মনির, বাহাদুরপাড়ার বিশাল, পূর্ব গোয়ালপাড়ার সফি আলম, ঘোষপাড়ার মো. সুরকাব, শাহাপাড়ার মো. লিমন, আর্ট গ্যালারি এলাকার ল্যাংড়া সাদ্দাম, মুন্সিপাড়ার ফরহাদ, বরুনাগাঁও এলাকার নাজমুল হুদা, গোয়ালপাড়ার সাব্বির হোসেন হৃদয় টুকু একই এলাকার হোসেন সাদ্দাম, সরকারপাড়ার সৌরভ চন্দ্র রায় , আরিফ হোসেন দানেশ আরিফ, রুহিয়ার অনিক চক্রবর্তী, টিকাপাড়া রুস্তম আলী, মুক্তা, ভুল্লীর হামিদুর রহমান, মকবুল হোসেন মিঠু, বাঙ্গালীপাড়ার আব্দুর রশিদ, জগন্নাথপুরের দাউদ, আসিফ হক আদর, বরুনাগাঁওর আনোয়ার, আশ্রমপাড়ার অমৃত মদক, সরকারপাড়ার সিফাত, কলেজপাড়ার বাবুল, বসিরপাড়ার রিফাত ককটেল, গোয়ালপাড়ার ইসা, গড়েয়ার রায়হান উদ্দিন, রোড এলাকার শাহের আলী, পূর্ব গোয়ালপাড়ার মাহাবুব হোসেন, রাসেল ইসলাম রিসাদ, শিবগঞ্জের মিলন, কলেজপাড়ার সাহেব আলী, ভেলাজান নবীনপাড়ার রমজান আলী, আকচা কাটুপাড়ার শম্ভু বর্মন, গড়েয়ার মাসুদ রানা, যুবলীগনেতা গুলজার হোসেন, বড় বালিয়ার বাহার সরকার, কৃষ্ণপুর এলাকার রুহুল, যুবলীগনেতা আলমগীর, ভুল্লীর ষ্টিফান দাস, ভুল্লী শোল্টহরীর ফজলে করিম মন্টু, বড়বাড়ী গোবিন্দনগরের ফজলুর রহমান, গোবিন্দনগর উত্তর পাড়ার শাহিন, মারুফ আলী শান্ত, আবুল মালেক, পিয়া, আব্দুল, আনিছুর রহমান নেন্দ, গোবিন্দনগর মুন্সিরহাটের আলমগীর, হাজিপাড়ার মশিউর রহমান, রহিমানপুরের রাজু, তানজিমুল, সরকারপাড়ার মমতাজুল (মক্কা), ভুল্লী থানার ইয়ামুল বিএসসি, মিজানুর রহামান, ইয়াসিন আলী, হারুন, রাসেল, বাবুল হোসেন, মাসুদ মেম্বার, মশিয়ার রহমান, যমিনুল ইসলাম মুন, রবিউল ইসলাম রবি, মোশারুল ইসলাম, আবুল কালাম আজাদ, জগদীশ বর্মন, পেয়ার আলী, রেহান রহমান হরিক, মানিক, বেলাল, নুরে আলম, মনোরঞ্জন দেবনাথ মনি ও ময়নুল ইসলাম।

    মামলার এজাহারে বলা হয়েছে, মামলার এজাহারে উল্লেখিত ৮৫জনসহ অজ্ঞাতনামা ৩০০-৪০০ আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ঠাকুরগাঁও পৌরসভাস্থ আর্ট গ্যালারি মোড়ের পাকা রাস্তার উপর বাদী সহ অন্যান্যরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আসামিরা ধারালো ছুরি, পিস্তল, শর্টগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিস কুড়াল, ইট, পাথর সহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সু-সজ্জিত হয়ে ছাত্রদের উপর হামলা চালায়।

    এসময় তাদের হাতে থাকা শর্টগান দিয়ে গুলি করতে থাকে। তাদের ছোড়া গুলি বাদীর কপালে ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। প্রকাশ্য দিবালোক বাদীকে হত্যা করার জন্য আসামিরা রামদা দিয়ে একের পর এক কোপ মারতে থাকে এবং এলোপাথারি মারপিট, গুলি, ককটেল বিস্ফোরণ, বোমা নিক্ষেপ করে জনমনে আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি করেন। এতে অনেকেই আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়। গত ৪ঠা আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদীসহ অন্যান্যরা। অসুস্থ থাকায় ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে।

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরীর পরিবারের পাশে-তারেক রহমান।

    মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরীর পরিবারের পাশে-তারেক রহমান।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ’আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। রবিবার ০৬ অক্টোবর ২০২৪ ইং, সকাল ১১টার সময় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার খাগটেকা বাজার সংলগ্ন এলাকায় স্বর্ণা দাসের বাবা ও ভাইয়ের সাথে দেখা করে প্রতিনিধি দলটি।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন।
    মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, সিদ্দিক আহমদ, সায়ফুর রহমান, কুদ্দুস আহমদ, কামাল হোসেন, এনাম উদ্দিন, গুলজার আহমদ রাহেল, হোসেন আহমদ দোলন, জালাল উদ্দিনসহ আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক, পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান দিনার, মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ-সহ বড়লেখা উপজেলা বিএনপি ও অন্যান্য অংগ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
    এদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি’র একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি। দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করার চূড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না বলে জানান তিনি।
  • বালিয়াডাঙ্গীতে বিনাধান-১৭’র নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস।

    বালিয়াডাঙ্গীতে বিনাধান-১৭’র নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম আমন ধানের জাত বিনাধান-১৭ এর নমুনা শস্য কর্তন  ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিট (বিনা) রংপুর উপকেন্দ্র কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী।
    বাংলাদেশ পরমনু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযাগিতায় শষ্য কর্তন কার্যক্রম ও কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বুরহান উদ্দীন প্রমুখ এতে বক্তব্য দেন। এ সময় স্থানীয়রা কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
    রংপুর বিনা উপকেন্দ্র কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী বলেন, বিনাধান-১৭ বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১০৫-১১০ দিন সময় লাগে। যা অন্যান্য আমন ধানের তুলনায় ১ মাস কম। এ ধান উৎপাদন করলে কৃষকরা খুব সহজেই আমন এবং বোরো ধানের মধ্যবর্তী সময়ে আগাম জাতের আলু ও সরিষার আবাদ করতে পারবে।
    উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ সোহেল  বলেন, চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনাধান-১৭ এর বীজ  ও সার কৃষকদের নিকট বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
    কৃষক সহেদ আলী অন্যান্য চাষীরা বলেন, বিনাধান-১৭ প্রতি বিঘায় ২০-২২ মণ ফলন পাওয়া যায়। অল্প সময় জীবনকাল হওয়ার ফলে আমন কেটে একই জমিতে আলু অথবা সরিষা আবাদের পর বোরো চাষ করা যাবে। এই ধান আবাদ করলে এক কথায় এক জমিতে বছরে ৪টি ফসল উৎপাদন সম্ভব।
  • উল্লাপাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    উল্লাপাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুলাগারা বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

    নিহত যুবক উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।বেতকান্দি তুলাগারা বিলে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

    জানা যায় শনিবার রাতে বিলের পানিতে ফাঁস জাল পেতে সাতবাড়ীয়া-বেতকান্দি আঞ্চলিক সড়কের তুলাগারা বিলের উপর নির্মিত ব্রীজের পাশে শুয়ে ছিলেন। রাত ১১ টার দিকে শুয়ে থাকা অবস্থায় তাকে বিষাক্ত সাপ কামড় দিলে সোহেল দ্রুত বাড়ীতে চলে আসে। রোববার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফাড করে। সদর হাসপাতালে যাওয়ার পর জরুরী বিভাগে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান সোহেল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • চোখের পানি ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা।

    চোখের পানি ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা।

    ঘড়ির কাটায় বেলা সাড়ে ১১টা। সম্মিলিত কণ্ঠে আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা মাঠ। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। আমিন, আমিন ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন মুসল্লিরা। আর থেমে থেমে কান্নার আওয়াজে ছিল মুসলিম জাহানের সুখ, শান্তি সমৃদ্ধিসহ আল্লাহ তা’আলার রহমত ও পাপাচার থেকে ক্ষমা প্রার্থনার আকুতি জানান।

    শনিবার মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপমুক্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর রুহিয়া রোডের পাশে লাল মেম্বারের ইটভাটা মাঠে জেলা তাবলীগ জামাতের সূরাহ সদস্যদের আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা। এতে অংশ নেয় হাজারো মুসল্লি।

    মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের মুকিম মাওলানা মোহাম্মদ উল্লাহ। এর আগে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ান শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ও ইন্দোনেশিয়ার আট জন এবং ঢাকার কাকরাইল থেকে মাওলানা মুহাম্মদ উল্লাহ পরিচালনায় ১২জন প্রতিনিধি ইজতেমাস্থলে পৌঁছান। এ ছাড়া ভোর থেকে পিকআপ ভ্যান, থ্রি-হুইলার অটোরিকশা, কার-মাইক্রোবাসা, মোটরসাইকেলে যে যেভাবে পারেন ছোটেন ইজতেমাস্থলের দিকে। ইজতেমা মাঠের জনস্রোত ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও।

    ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডসহ সদর উপজেলার ২২ ইউনিয়ন ও ৫টি উপজেলার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    ইজতেমা আয়োজক কমিটির সদস্যরা জানান, বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো এ ইজতেমা। গত বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ ও নবী-রাসুলের হুকুম-আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ-শান্তি রয়েছে এমন আলোচনা করা হয়।

    তারা আরও জানান, ইজতেমায় রাজধানী ঢাকা ছাড়াও ইন্দোনেশিয়ার তাবলিগের জামাতের বিদেশি মেহমান ও মুরব্বিরা অংশ নেন। তাঁরা তিন দিনের এই ইজতেমায় ইমান-আমলের বয়ানের মাধ্যমে দ্বীনের দাওয়াতে উদ্বুদ্ধ করেন।

    এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ইজতেমা আয়োজকদের সঙ্গে কথা বলে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলেন। সবার সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে। সন্তুষ্টি লাভের আশায় হাজারো মানুষ আল্লাহর কাছে আর্জি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

  • শ্রীমঙ্গলে নাজেহাল ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সন্মেলন।

    শ্রীমঙ্গলে নাজেহাল ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সন্মেলন।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবেশী আরজু মিয়া গং কর্তৃক হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বিধবা নারী।
    শনিবার ০৫ অক্টোবর ২০২৪ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী আজিরুন বেগম শহরের ভানুগাছ রোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, তার কোনো ছেলে সন্তান না থাকায় ৩ মেয়ের নামে চলতি বছরের এপ্রিল মাসে তার খরিদ সূত্রে জায়গায় বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণ করেন। এরপর থেকে ওই এলাকার আরজু মিয়া তার ভাগ্না সুহেল ও উপজেলা কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু ডিগাপাড়া রাস্তায় সরকারি জায়গায় দেয়াল নির্মাণ করে পানি চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে বলে প্রচারণা করতে থাকেন। এই মিথ্যা অভিযোগে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ঘটনাস্থলে গিয়ে আমার সীমানা দেওয়াল ভাঙার নির্দেশনা প্রদান করেন।
    এ সময় আমি ও আমার মেয়ে তাদের বাঁধা দিয়ে বলি এটা আমাদের খরিদ সূত্রের জায়গা। তারা এসব বিষয়ে কর্নপাত না করে ঘটনাস্থলে উপস্থিত গফুর মিয়া, মানিক মিয়া, আরজু মিয়া গংদের ইশারায় উপজেলার জিলাদ পুর এলাকার রফিক মিয়ার স্ত্রী সাহেনা বেগম তার মেয়ে তামান্না আক্তারকে মারধরট করেন বলে জানান। এ ঘটনার জন্য তিনি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করেন। এরপর থেকে আরজু মিয়া গং তাদেরকে নানাভাবে নাজেহাল করে যাচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর তারা শ্রীমঙ্গল প্রেসক্লাবে তাদের নামে মিথ্যা তথ্য সরবরাহ করে মানহানিকর অভিযোগ করেছেন বলে এর প্রতিবাদ জানান।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব সীমানা দেওয়াল ভাঙার নির্দেশনার প্রদান করার কথা সত্য নয় বলে জানান, স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ আসার পর ঘটনাস্থলে গেলে দেখা যায় এলজিডি রাস্তার পাশে সীমানা দেওয়াল নির্মাণ করার কারণে জলাবব্ধতা সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে বলে আসেন সরকারি রাস্তায় পানি চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, পানি চলাচলের পথ রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। ওই সময়ে মারামারির কোনো ঘটনা দেখেননি বলে তিনি জানান।
  • বি.এন.পি নেতা কৃষিবিদ শামীমের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান।

    বি.এন.পি নেতা কৃষিবিদ শামীমের পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক  কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    শনিবার (৫ অক্টোবর) বিকালে মোংলা উপজেলার দিগরাজ সার্বজনীন দূর্গা মন্দির, রামপাল উপজেলার বাবুরবাড়ি, গোনাইব্রিজ ও ফয়লা দূর্গা মন্দির পরিদর্শন ও  পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
    এ সময় প্রতিটি পূজা মণ্ডপে ফলের ডালা প্রদাণসহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন কৃষিবিদ শামীমুর রহমান রহমান শামীম।
    তিনি মতবিনিময় সভায় বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।
    তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। এসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
  • উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসের সভায় শিক্ষক শহিদুলের উপর হামলাকারীদের শাস্তির দাবি।

    উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসের সভায় শিক্ষক শহিদুলের উপর হামলাকারীদের শাস্তির দাবি।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলা ও মারপিটের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন শিক্ষকবৃন্দ। গত ৩ অক্টোবর উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলামের উপর স্কুল অঙ্গনে হামলা করে বহিরাগতরা। লাঠিসোটা রামদা নিয়ে তাকে প্রচন্ড মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। ২ অক্টোবর উক্ত স্কুলের পাশে ডাবগাছ থেকে ডাবপারা নিয়ে নিজ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের উদ্যোগ নেওয়ার জেরধরে বহিরাগতরা তাকে মারিপিট করেন বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। শনিবার উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে এম শামসুল হক, এইচ টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মার্চেন্টস পাইল সরকারি স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান ও সহকারী প্রথমিক কর্মকর্তা আব্দুল লতিফ। সভায় বক্তাগণ শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আলোচনার সভার আগে শহরে শিক্ষকগণ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

  • রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি হবে পর্যটন কেন্দ্র-সাবিনা আলম।

    রাণীশংকৈল রাজা টংকনাথের রাজবাড়ি হবে পর্যটন কেন্দ্র-সাবিনা আলম।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর পাশে অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়ি। অযত্ম-অবহেলা আর সংস্কারের অভাবে রাজবাড়িটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছিলো। আর এ সুযোগ কাজে লাগিয়ে মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়ে এটি। তবে সম্প্রতি রাজবাড়ি সংস্কার কাজের পরিদর্শন শেষে এর সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান। সেইসঙ্গে এটিকে পর্যটন স্পট করার ঘোষণা দেন। এমন খবরে স্বস্তির হাসি ফুটেছে সর্বস্তরের মানুষের মুখে।
    রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী।
    ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে জেলার তিনটি রাজবাড়ী ও জমিদার বাড়ি সংস্কার করে এগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।তিনি বলেন,রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত পর্যটন কেন্দ্র রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।
    শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল রাজা  টংনাথের রাজবাড়ী, জগদল জমিদার বাড়ি ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।এ সময় সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন তিনি এসব কথা বলেন।
    জানা গেছে, রাণীশংকৈল রাজা টংনাথের রাজবাড়ি সংস্কারের জন্য ২০২২ সালের আগস্ট মাসে হাইকোর্টের নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ। পরে হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক বিভাগ জমিদারি বাড়িটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। নিয়মুনযায়ী এ কাজটি বাস্তবায়নে চুক্তি বদ্ধ হয়েছেন রাণীশংকৈল উপজেলার ঠিকাদার মেসার্স বকুল ট্রেডার্স।
    সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ বলেন, পুরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে রাজবাড়ী সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার কাজ শুরু হয়েছে।
    এ আইনজীবী আরো বলেন, এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে। অন্যদিকে সরকারের রাজস্বের টাকার আয় বাড়বে বলে তিনি মনে করেন।
    অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রংপুর তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, দিনাজপুর কান্তনগর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন,
    মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজু প্রমুখ।
    উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসার ফলে সংস্কারের কাজ শুরু করা হয়।